ড্রয়েডওয়াল এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন

অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন

হ্যালো কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমি ও আল্লাহ্‌র রহমতে ভালো আছি। বেশি কথা না বারিয়ে চলুন শুরু করা যাক আজকের টিউন।

আমরা এখন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা নিঃসন্দেহে অন্যান্য ফোনের তুলনায় অ্যান্ড্রয়েড চালাতে খুব বেশি উপভোগ করছি। অ্যান্ড্রয়েড ফোনের অনেক অনেক ফিচার থাকার কারনে আমার অ্যান্ড্রয়েড এর প্রেমে পরে গেছি। অ্যান্ড্রয়েড ফোনের এত এত সুবিধা থাক সত্যেও অ্যান্ড্রয়েড ফোনের একটি দিক নিয়ে আমরা সবাই সমস্যায় ভুগে থাকি, সেটি হলো অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার। আপনি যদি নেট কানেক্ট করান দেখবেন যে ব্রাউজার ওপেন না করা সত্যেও আপনর মেগাবাইট খরচ হচ্ছে। আপনি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখলেও দেখবেন ১০-২০ দিনেই আপনার ৫০০-১০০০ মেগাবাইট ডাটা খরচ হয়ে গেছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত ডাটা খরচ হতে থাকার কারণে অনেকেই আমরা ব্যাটারির পর্যাপ্ত ব্যাকআপ পাই না, যার কারণে আমাদের সারাদিন ফোন চার্জে দিয়ে রাখতে হয়।  আর যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটি আসলেই একটি বিরাট সমস্যা। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডের এই অযথা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ড্রয়েডওয়াল নামের দারুণ এই অ্যাপ্লিকেশনটি। ড্রয়েডওয়াল হচ্ছে আন্ড্রয়েডের জন্য একটি ফায়ারওয়াল অ্যাপ। আরও অন্যান্য ফায়ারওয়াল থাকলেও এটি সবচেয়ে ছোট বলে ব্যবহার সহজ। একবার সেট করে পরে আর না চালালেও চলবে এবং এটি অযথা র‍্যাম দখল করবে না। আবার চাইলে এক ক্লিকে ফায়ারওয়াল বন্ধ করেও দেয়া যাবে।

গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ ড্রয়েডওয়াল

আপনারা যারা পিসি দিয়ে গুগল প্লে থেক অ্যাপস ডাউনলোড করতে চান তারা আমর আগের করা এই টিউনটি দেখে নিতে পারেন। গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করুন আপনার পিসি দিয়ে। অতি সহজ উপায়ে কিভাবে আপনি গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন তা আমি উক্ত টিউনে আলোচনা করেছি।

ড্রয়েডওয়াল যেভাবে ব্যবহার করবেন

প্রথমেই বলে নেই, আপনার ফোনটি অবশ্যই রুটেড এবং ২.৩ এর সমান বা উপরের ভার্সন হতে হবে। আর কিছু কিছু ফোনে কাজ নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ ফোনেই এটি বেশ ভালোভাবেই কাজ করে। এটি আকার মাত্র ৩০০ কিলোবাইট।

ড্রয়েডওয়াল ব্যবহার করতে প্রথমে অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে ওপেন করুন।

অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন

এবার মেনু চেপে ফায়ারওয়াল ডিজেবল্ডে ক্লিক করুন। সুপারইউজার রিকুয়েস্ট আসবে।

অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট খরচ

সুপারইউজার রিকোয়েস্ট অ্যালাউ করুন।

নেট বাচান, ইন্টারনেট খরচ কমান

কাজ হয়ে গেলে এবার আপনি যেসব অ্যাপ্লিকেশনে ডাটা ব্যবহার করতে চান সেগুলোর সামনের বক্সগুলোতে টিক দিন।

অ্যান্ড্রয়েড ইন্টারনেট প্রবলেম, ইন্টারনেট খরচ কমান

এবার মেনু চেপে অ্যাপ্লাই রুলস-এ ক্লিক করুন । ব্যস হয়ে গেল! এরপর থেকে আপনার টিক দেয়া অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আর কোনও অ্যাপ ডাটা বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। আপনি চাইলে পরে অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোকে ও  টিক বা আনটিক করে ডাটা এনাবল বা ডিজেবল করতে পারবেন। ফায়ারওয়াল বন্ধ করতে মেনু থেকে ফায়ারওয়াল এনাবল্ডে ক্লিক করুন, ফায়ারওয়াল বন্ধ হয়ে যাবে।

আশাকরি এর পর আর যাই হোক, আপনার অযথা ডাটা খরচের চিন্তা আর করতে হবে না। ডেটা খরচ এবং ব্যাটারি লাইফ, দুটোই সাশ্রয় হবে। আপনার ড্রয়েডওয়াল ব্যবহার করতে যদি কোন সমস্যা হয় তবে আমাকে জানাতে ভুলবেন না যেন। আশাকরি আজকের টিউনটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ধন্যবাদ

ইচ্ছে হলে আমার ব্লগঃ টিউনমেলা থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি saimonh3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Phone ta rooted hoya lagbe ai kothata first a lekhte ke kono problem selo ?

Level 0

Windows 7 ar jonno ke valo kono firewall acha?

ভাই বিশ্বাস করবেন কিনা জানিনা, কোন কিছু ডাউনলোড না করেই আমার ল্যাপটপে ১ দিনে 1GB ডাটা শেষ। খুব ভয়ে ভয়ে নেট চালাই। আমার ল্যাপটপ Samsung Corei5. যদি ল্যাপটপের জন্য একটা টিপস দিতেন দিতেন একটু শান্তিতে নেট চালাইতে পারতাম!!!
আপনার ফেসবুক লিংক কই?আমারটা http://www.facebook.com/ctg.billal

    @Billal Mohammed: ভাই আপনার সম্ভবত সফটওয়্যার সমূহের আপডেট বিশেষ করে উইন্ডোজ আপডেট এনাবল আছে।যার কারণে এমনি টি হয়েছে।নইলে নরমাল ইউজে একদিনে ১ জিবি[যদি বেশী ডাউনলোড না করেন] শেষ হওয়াটা অনেকটা কষ্টসাধ্য বটে।

      @মিজভী বাপ্পা: অনেক ধন্যবাদ ভাই রিপ্লাই দেয়ার জন্য। উইন্ডোজ আপডেট ডিজাবল করার উপায় কি দয়া করে বলবেন? আমি বর্তমানে উইন্ডোজ ৮ প্রফেশনাল ব্যবহার করি। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।

    Level 0

    Comodo Firewall ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কি কি অ্যাপ ইন্টারনেট ব্যবহার করতেছে আপনি দেখতে পারবেন। এবং ব্লক করতে পারবেন।

পোস্টটা রুটেড ডিভাইসের জন্য, সেটা বলা উচিৎ ছিল । এছাড়া অতিরিক্ত ডাটা এবং র‍্যাম ব্যবহার বন্ধের জন্য এন্ড্রয়েডে বিল্ট ইন সিস্টেম রয়েছে Settings>Data Usage>Restrict background data টিক দিয়ে অতিরিক্ত ডাটা ব্যবহার রোধ করা যায় ।