
এ এক অস্থির সময়ের কাহিনী। তখন ক্যারিবিয়ান সাগরে ঘুরে বেড়াত দুর্ধর্ষ সব জলদস্যুর দল। কোন নিয়মকানুনের ধার ধারত না তারা। স্পেন আর ইংল্যান্ডের মত শক্তিশালী দেশকেও পরোয়া করত না, প্রায়ই হামলা চালাত স্প্যানিশ আর ব্রিটিশ জাহাজে। গোটা ক্যারিবিয়ানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জলদস্যুরা। ক্যাপ্টেন আলোঞ্জো ব্যাটিলা ছিল এদেরই একজন-তরুণ, উচ্চাকাঙ্ক্ষী, নির্ভীক এক জলদস্যু। বিপদজনক সব যুদ্ধে ঝাঁপিয়ে পড়াই যার নেশা। যদি ক্যাপ্টেন আলোঞ্জোর রোমাঞ্চকর সব অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান, তবে আপনাকে খেলতে হবে Ubisoft Entertainment এর Assassin's Creed Pirates গেমটি। বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম সিরিজ Assassin's Creed এর নতুন ভার্সন এটি।
# চমৎকার গেমপ্লে ও ভিজুয়াল এফেক্ট; সাথে আছে দারুণ সব সাউন্ডট্র্যাক
# ব্লুটুথ দিয়ে মাল্টিপ্লেয়ার মোডে দিয়ে খেলার সুবিধা
# মাল্টিসিজন মোডে অনেকগুলো সিজন খেলার সুবিধা
# ক্লাসিক কন্ট্রোলের পাশাপাশি ওয়ান-ফিঙ্গার কন্ট্রোলে খেলার সুবিধা
তো আর দেরি কেন? শুরু করে দিন খেলা।
যেকোন অ্যান্ড্রয়েড গেমস এর জন্য ভিসিট করুন আমাদের সাইট
http://www.lycanbd.net- To Download All Android Games, Apps, Wallpapers, Rigntones etc
http://www.apkGiant.com- Cracked Android Games & Apps Apk
আমি Lycanbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar samsung tab 2 te ki cholbe game ta?