কাজের কিছু MUST HAVE ROOTED ANDROID APPS [only for rooted android]

আপনি এন্ড্রয়েড ইউজার আর এখনও আপনার ফোন রুট করেন নি তাহলে আপনার এন্ড্রয়েড লাইফ বৃথা। শীঘ্রই করে ফেলুন নয়ত এন্ড্রয়েড আসল মজা মিস করবেন। কেন করবেন , কিভাবে করবেন এ নিয়ে অনেক পোস্ট পুর্বে করা হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে প্রতিটি মডেল অনুযায়ী করা হয়ত সম্ভব না । আপনি নিজেই মডেল লিখে সার্চ দিয়ে দেখে দেখে করে নিতে পারেন। ইউটিউবে ভিডিও দেখে করে নিতে পারেন আরও সহজে। ও আপনি সেট নষ্ট হয়ে যাবার কথা ভাবতেছেন। ওটা একটা ফর্মালিটি তাই পোস্ট শুরু পুর্বে লিখে দিতে হয়। মুল বিষয়ে ফিরে আসি, আমার এ পোস্ট মূলত যারা অলরেডি রুট করে ফেলেছেন তাদের সাথে কিছু রুটেড আপস শেয়ার করা। আপস গুলো সাইজে ছোট তবে অনেক বেশী কাজের।

# Titanium Backup

টপ রুটেড আপসগুলোর মধ্য সবথেকে জনপ্রিয় এপস হচ্ছে এই টাইটেনিয়াম ব্যাকআপ। "top rooted apps" লিখে আপনি Google সার্চ করলে যতটি রিভিউ পড়বেন সবগুলোতেই এই টাইটেনিয়াম ব্যাকআপ ১ নাম্বারে পাবেন। এর কারণ হচ্ছে এই এপস দিয়ে আপনি এমন effectively আপনার সব ডাটা ব্যাকআপ নিতে পারবেন যা অন্য কোন আপস দিয়ে সম্ভব নয়। আপনার ফোনের sms,call,wifi password থেকে শুরু করে আপনার ফোনে যত apss প্লাস তার Data এমনকি system apss গুলো ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন । আপনাদের আরও সহজে এর কার্যকারিতা বুঝিয়ে দেই মনে করেন আপনি টেম্পল রান গেম এর পাগলা ফ্যান ।তাতে আপনার অনেক স্কোর, অনেক কয়েন । এখন যদি আপনার কোন কারনে ফোন রিসেট আবশ্যক হয়ে দাঁড়ায় তাহলে আপনাকে কষ্ট করে করা স্কোর ও কয়েন গুলো হারাতে হবে। তবে টাইটেনিয়াম ব্যাকআপ থাকলে নো চিন্তা ডু ফুর্তি সব ফিরে পাবেন শতভাগ। এর মাধ্যমে আর ও কিছু কাজ যেমন অপ্রয়োজনীয় সিস্টেম এপস গুলো ফ্রিজ করে রাখতে পারবেন তবে সেটা শুধু pro ভার্সনে করতে পারবেন ফ্রি ভার্সনে পারবেন না।

titanium

DOWNLOAD

#Rom manager

clockworkmod ডেভলপার দ্বারা তৈরীকৃত আপস । এই আপস টা সবার জন্য নয় শুধু মাত্র আডভান্স ইউজারদের জন্য যারা ঘন ঘন রম চেঞ্জ করতে ভালবাসেন তাদের জন্য গুরুত্বপূর্ন টুলস ।এই আপস থাকলে আপনাকে বাটন চেপে রেকভারী মোডে প্রবেশ করে রম সিলেক্ট করতে হবে না । আপনাকে শুধু "রম ম্যনেজার" থেকে প্রয়োজনীয় ইন্সট্রাশান সিলেক্ট করে দিলেই হবে বাকি কাজ নিজেই করে দিবে। এর মাধ্যমে আরও কিছু প্রয়োজনীয় কাজ করতে পারবেন যেমন over the air রম ইনস্টল করতে পারবেন , data backup/restore করতে পারবেন।

Rom manager

DOWNLOAD

#Link2sd

যাদের ফোনের ইণ্টারনাল স্টোরেজ কম তাদের জন্য অতীব জরুরি টূলস হচ্ছে Link2sd । এর মাধ্যমে আপনি মেমোরি কার্ডের সিলেক্টকৃত অংশ ইন্টারনাল স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন । কিছু কিছু এপস আছে যেগুলোকে মেমরি কার্ডে move করা যায় না। এদেরকে বলে unmoveable apps । যার দরুন আপনার ডিভাইস স্লো হয়ে যায়। link2sd এর মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে আপনি smoothly ইউস করতে পারেন।

link2sd

DOWNLOAD

#Greenify

Greenify একটি চমৎকার এপস, এর মাধ্যমে আপনার এন্ড্রয়েড অভিজ্ঞতা হবে আরও গতিময়। গ্রীনিফাই দ্বারা সিলেক্টকৃত এপস গুলো হাইবারনেট অবস্থায় থাকে শুধু যখন দরকার তখন চালু হবে কাজ শেষ অটোমেটিক বন্ধ করে দিবে। আপনি হয়ত বলতে পারেন এটি একটি টাস্ক কিলার আপস। কিন্তু মোটেই তা নয় । টাস্ক কিলার এর সাথে রয়েছে বিস্তর পার্থক্য । টাস্ক কিলার এর মাধ্যমেআপনি সাধারন আপস যেগুলো background চলছে সেগুলো বন্ধ করে দিতে পারেন সহজে কিন্তু কিছু সিস্টেম আপস আছে যেগুলো বন্ধ করে দিলে আপনার ডিভাইস মিসবেহেইভ করতে পারে মানে হ্যাং হয়ে যেতে পারে, এবং এতে ব্যাটারী ক্ষয় হয় এবং প্রসেসর গরম হয়ে যেতে পারে। কোন আপস ইনস্টল দিলে অনেক সিসেটম আপস সাথে চালু হয় যেমন গুগল ম্যাপ,গুগল প্লাস ইত্যাদি। greenify মাধ্যমে আপনি এই এপস গুলো পুরোপুরি বন্ধ না করে এদেরকে নিস্ক্রিয় করে রেখে দিতে পারেন

grrenify

DOWNLOAD

#Droidwall
Droidawall যে এপসটা আমার ফোনে সবসময় থাকে। এটা একটা ফায়ারওয়াল এপস। এই এপস কে ফাকি দিয়ে ১কেবি ডাটা কোন এপস,ফাইল আপনার অজান্তে ইউস করতে পারবে না। শুধু আপনি ইউজার যাকে আলাঊ করে দিবেন সে ই নেটওয়ার্ক এক্সেস করতে পারবে। সো আমরা যারা লিমিটেড ইন্টারনেট প্যাকেজ ইউজার তাদের জন্য খুব ই জরুরী অ্যাপ্লিকেশান।
droidwall

DOWNLOAD

#Datasync

Drag racing গেইম টা কেঊ খেলেছেন। নেশাধরানো গেইম, এর প্রতিটা লেভেল খুব হার্ড। আমি খেলে অনেক সময় নস্ট করেছি কারন একটা লেভেল আমাকে অনেকবার খেলে win করতে হত।তারপর ও আমি অনেক লেভেল শেষ করে ফেলেছিলাম এবং অনেক কয়েন জমিয়ে ফেলেছিলাম। এই গেম এর জন্য আমি সেট বিক্রি করতে চাইছিলাম না। তারপর ভাল দামের জন্য বিক্রি করে দিছিলাম।এর পর আর গেইমটা খেলার ইচ্ছা হয়নি। এই কথা গুলো বললাম এই জন্য যে এই ডাটাসিংক এপস টা আগে জানা থাকলে হয়ত আমাকে গেমটা হারাইতে হত না। তাইলে নিশ্চই বুঝে ফেলেছেন এই এপসটার কাজ কি। এর মাধ্যমে সকল আপস এবং গেম ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সিংক করে নিতে পারবেন।আপনি এর মাধ্যমে ডাটা গুলো dropbox,google drive এ সিংক করে নিতে পারবেন।

datasync

DOWNLOAD

#AdAway

আপনার ফোনের বিরক্তিকর সকল আড থেকে মুক্তি পেতে AdAway কোন বিকল্প নেই। গেম ,আপ,ব্রাউজার সব খান থেকেই আড উদাউ করে দিতে পারেন এর মাধ্যমে। এতে আপনার ওয়েব পেজ লোড হবে দ্রুত। ডাটা ও খরচ হবে কম।

adaway

DOWNLOAD

#Diskdigger

Disdigger একটি ছোট ডাটা রিকভারি রুটেড আপ। যার মাধ্যমে আপনি ডিলেট করা ছবি, ভিডিও(শুধুমাত্র mp4 format) রিকভার করতে পারবেন। আপ টা Beta stage এ আছে পরবর্তীতে হয়ত সবধরনের ফাইল রিকভারি করা যেতে পারে। এর মাধ্যমে ফোনের ইন্টারনাল , এক্সটারনাল মেমোরি , ফরম্যাট, রিফরম্যাট করা অবস্থা থেকে রিকভার করতে পারবেন।

diskdigger

DOWNLOAD

ফেসবুকে আমি

Level 2

আমি Sayem hayath mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo laglo… xotil kajer tune.. 🙂 🙂

সুন্দর ও গোছানো টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাপ গুলো খুব ভালো লেগেছে, ডাউনলোড দিয়েছি।

ভাই Lucky Patcher Pro খুব গুরুত্বপূর্ণ অ্যাপ। এটাও এড করে দিন। আর Blackmar ও আমার কাছে ভালো লাগে।

Level 0

awsom vai

ভাই আমার ক্যাস্পারস্কি এন্টিভাইরাস (ফোনের জন্য) দরকার। ইন্টারনেট থেকে বেশ কয়েকবার ডাউনলোড করেছিলাম, ইন্সটল ঠিকই হয়, কিন্তু ওপেন হয়না, Force close হয়ে যায়। পারলে আমাকে একটা working Kaspersky apk ফাইল দিয়েন।

thanks ধুপছায়া & belal55

ধুপছায়া আপনার ফোনের কোন আন্ড্ররযেড কোন ভার্সন

ধুপছায়া আপনার ফোনের আন্ড্ররযেড কোন ভার্সন

@Sayem hayath mahmud, vai ami android ICS 4.0.4 use korchi

    @ধূপছায়া: ধুপছায়া আপনি kaspersky নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সস্টল করে দেখতে পারেন আশা করি কাজ হবে
    www14.zippyshare.com/v/44988340/file.html

khub e kajer post

Vai greenify apps ta ki gingerbread a kaj korbe.

sorry for সজিব মন্ডল জিনজারব্রেড এ কাজ করবে না

ধুপছায়া আপনি kaspersky নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সস্টল করে দেখতে পারেন আশা করি কাজ হবে
www14.zippyshare.com/v/44988340/file.html

Nice tune.thanxxxxxxxxxxx for sharing.

    @Ahmed Mohammad Rasel: ধন্যবাদ আপনাকে। আপনারা সাথে থাকলে আর ও নতুন টিউন শেয়ার করতে চাই

onek valo ekta tune

    @sopnil sopno: ধন্যবাদ আপনাকে। আপনারা সাথে থাকলে আর ও নতুন টিউন শেয়ার করতে চাই

ভাই Awesome collection. thanx

    @অদৃশ্য মানব: ধন্যবাদ আপনাকে। আপনারা সাথে থাকলে আর ও নতুন টিউন শেয়ার করতে চাই

Level 0

ভাই Titanium Backup দিয়ে কিভাবে ডাটা ব্যাক আপা রাখবো?
এটা নিয়ে বিস্তারিত একটা পোস্ট করলে অনেক ভালো হতো।

Level New

nice tune, Arekta ache Battery Saver by Antutu, jeta kina cpu speed komiye battery save kore (ROOT)

কাজের পোস্ট।
ধন্যবাদ।

অনেক ভালো লগলো। এর ভিতর বেশ কিছু অ্যাপ আমি আগে থেকেই ব্যবহার করছি। সাথে অন্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।