আপনার হাতের Android ফোনটি দিয়ে সহজেই তৈরী করুন মিনি WiFi Zone

মো রাসেল> সালাম ও শুভেচ্ছা টেক টিউন এর সকল লেখক ও পাঠকবৃন্দদের। বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটছে প্রতিনিয়ত আর এই উন্নয়নের মাধ্যমেই প্রযুক্তির প্রসার ঘটছে ব্যাপক ভাবে। আমরা প্রযুক্তিতে WiFi এর ব্যাবহার দেখি বিভিন্ন স্থানে এবং নিজেরাও বিভিন্ন সময়ে এ Wifi ব্যাবহার করি ইন্টারনেট চালানোর জন্য। আমরা অনেকেই অফিসে কিংবা বাড়িতে WiFi ব্যাবহার করি ADSL WiFi Router অথবা WiFi Sim Modem এর মাধ্যমে। কিন্তু মজার বিষয় হলো বর্তমানে Upgrade Android মোবাইল ব্যাবহার কারীরা উপরের Device গুলু ছাড়া খুব সহজেই যে কোন স্থানে মিনি WiFi Zone তৈরী করতে পারবে। তবে সে মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে যা কিনা WiFi এর মাধ্যমে অন্যদেরকে শেয়ার করবে।

এখন আমরা জানবো Android ফোনটি দিয়ে WiFi Zone তৈরীর পদ্ধতি-
প্রথমেই ফোনের WiFi ফাংশন চালু করি এবং Application মেনুতে গিয়ে Kies Air প্রোগ্রামটি চালু করি। তবে যাদের ফোনে এ প্রোগ্রামটি নাই তারা Play Store থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিই এবং প্রোগ্রামটি চালু করি।
তারপর Turn on Network থেকে Portable WiFi hotspot নির্বাচন করি
পরবর্তীতে Portable WiFi hotspot Settings থেকে Portable WiFi hotspot চেক বক্সে টিক দিই।
বাস মুহূর্তের মধ্যেই তৈরী হয়ে গেল WiFi Zone। এখন অন্য যেকোন Wifi Device {কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি}এই Android ফোনের ইন্টারেনট কানেকশনটি শেয়ার করতে পারবে।
আর একটি বিষয় লক্ষ্যনীয় যে, আমরা চাইলে এই WiFi Zone এর নাম ও একে Password দিয়ে লক করে রাখতে পারি। সেক্ষেত্রে Portable WiFi hotspot Settings থেকে Configure Portable WiFi hotspot ঢুকি। এখন Network SSID বক্সে Wifi এর যে কোন একটি নাম দিয়ে দেই। আর Password দিতে চাইলে Security অপশন থেকে Open এর পরিবর্তে WPA2 PSK নির্বাচন করে Password বক্সে Password টি দিয়ে Save করে দিই।

Level 0

আমি rasel5680। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very nice tune.

Level 0

i am install this soft ….i dont like this ….i want back my old phone…i have Galaxy Grand Duos GT-I9082….. Android 4.1.2 jelly Bean…..

please help me …email me