ধানাই পানাই বাদ দিন পিসি দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপ কিভাবে নামাতে হয় তা আমি আপনাদের শেখাচ্ছি। {মেগা টিউন}

কালে কালে বহু জিনিস ই দেখলাম।আরো কত কি দেখব। রিয়েল এপিকে লিচার, ব্লুস্ট্যাক, এয়ারড্রয়েড আরও কত কি। কিন্তু কাজের কাজ কোনটাতেই হয় না। ব্লুস্ট্যাক ২ গিগা র‍্যাম ছাড়া কাজ করে না আর এপিকে লিচার এর কথা নাই বা বলি। আসেন আমি দেখাই আমার দ্বারা আপনি কিভাবে এ সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

যা যা লাগবে...

১.  অবশ্যই একটি এন্ডু মোবাইল

২. ডাটা কেবল

৩. সফটওয়্যার {klik this} অথবা this (টুশিফাইলে যদি সমস্যা হয়) 

৪. ইচ্ছা।

চলুন শুরু করি।

সফট টা ডাউনলোড করুন। নিচের ছবিতে দেখানো মত ডাউনলোডের আগে বক্সের টিক তুলে দিন। (টুশিফাইলের জন্য প্রযোজ্য)

যিপ ফাইল এর ভেতর রীড মি দেওয়া আছে আশা করি প্যাচ করতে কোন অসুবিধা হবে না । এবার আপনার ফোনের সেটিংসে যেয়ে ডেভেলপার অপশনে গিয়ে ইউএসবি ডিবাগিং অন করে দিন। সফট টা ওপেন করুন। এমন দেখবে। আশা করি ফুল করতে পেরেছেন।

এবার ফোনের সাথে ইউএসবি দিয়ে পিসি কানেক্ট করুন। কানেক্ট হয়ে গেলে এমন দেখাবে।

মোবাইলে যা কিছু আছে তা ব্যাকাপ করতে চান ?? One Click BackUp  এ ক্লিক করুন।

এসএমএস করতে চান ??? সেন্ড এসএমএস এ ক্লিক করুন।

কিন্তু বক বক করে তো লাভ নাই! তাই না ? তাই  ক্লিক করুন গুগল প্লে অ্যাপ এ।

জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন। এরপর এরকম আসবে

যেকোন অ্যাপ এ ক্লিক করুন তারপর ইন্সটল এ ক্লিক করুন। দেখুন যাদু।

ডাউনলোডেড ফাইল টা  দেখুন এখানে

আরো মজার ব্যাপার হল এই সফট এর মাধ্যমে যে অ্যাপ গুলো ডাউনলোড করা হবে তা অটোমেটিক ফোনে ইন্সটল হয়ে যাবে। তবে আপনার পিসি তে আগে থেকে সেভ করা কোন এপিকে ফাইল ইন্সটল করতে চাইলে জাস্ট সেই অ্যাপ এ ক্লিক করুন ইন্সটলেশন শুরু হয়ে যাবে।

নতুন কোন সাইট থেকে যদি অ্যাপ নামাতে চান তাহলে নিচে দেখানো  " + " এ ক্লিক করুন তারপর সাইটের অ্যাড্রেস ও টাইটেল দিয়ে সেভ করুন।

তবে বিশেষ দ্রষ্টব্য , শুধু ফ্রী অ্যাপ গুলোই  ডাউনলোড করা যাবে। গেমের এসডি ডাটা এর মাধ্যমে ডাউনলোড করা যাবে না. এ কাজের জন্য নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিলে ভাল হয় ........।

এই সফট টা নিয়ে একজন পোস্ট করেছিলেন। তবে তা না করারই মতো। তাও লিংক দিয়ে দিলাম।পরে যেন দোষ না হয়। আরও অনেক ফিচার আছে যা সময় সল্পতায় আলোচনা করতে পারলাম না। আশা করি আপনারা বুঝে যাবেন। ভুল হলে ক্ষমাপ্রার্থী।

আজ তাহলে এই পর্যন্তই। সমস্যা হলে ফেসবুকে মেসেজ করতে পারেন। বেশি বেশি কমেন্ট করুন । আর ভাল থাকুন প্রিয় মানুষটিকেও ভাল রাখুন।

Level 0

আমি অলস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুয়ে থাকতে ভালবাসি। সারা রাত জেগে থাকি দিনের বেলা ঘুমাই। পিসি ছাড়া থকতে পারিনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমতকার ! অসংখ্য ধন্যবাদ !

Level 0

আপনাকেও ধন্যবাদ

Level 0

যোগ দিন Technology Blog http://www.prohint.com এ । PROHINT.COM

    Level 0

    কোন ইচ্ছা নেই

ভাই আমাকে শুধু প্যাচ বা সিরিয়াল দিতে পারবেন ?

    @নীল অরন্য: দিনে জিলাপি খান বা সন্ধ্যায় হিন্দি সিরিয়াল দেখেন।
    যান দিয়া দিলাম প্যাচ আর সিরিয়াল এর সমাধান

Level 0

@নীল অরন্য
here you go http://goo.gl/WTdmjS

Level 0

অসাধারণ !!! সিম্বিয়াম এর জন্য এমন কিছু আছে কি?

Level 0

আমি সঠিক জানি না সিম্বিয়ান এর জন্য এমন কিছু আছে কিনা।
ধন্যবাদ।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ আমার প্রথম tune পড়তে পারেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/237197

Level 0

ধন্যবাদ আমার টিউন টা পরতে পারেন w68 নিয়ে https://www.techtunes.io/mobileo/tune-id/237180

অনেক ধন্যবাদ আশরাফ ভাই

আমার সমস্যা হল ইউএসবি লাইন পায়না। পিসিতে মেমোরি কার্ড শো করে না। কোন সমাধান দিতে পারেন কি?

Level 0

TUSFILES prai baje site

Level 0

@সুজন আপনি কেবল লাগিয়ে ম্যাস স্টোরেজ অপশন এনাবল করুন কাজ হবে।

Level 0

আপডেট করে দেওয়া হল

Level 0

আপডেটেড

Level 0

দারুন হয়েছে।

vai data cable deya mobile ka web came korer system ta neya akta tune korle onk valo hoto.

Level 0

চেষ্টা করব

Wow its working !! thanks…

Level 0

Thank you, its very useful software and working

Level 0

ধন্যবাদ

Level 0

Ashraf vai ami patch paini exe file download hoise. patch ta ki amake dite paren?
onek opokar hoto.

    Level 0

    @Sanu: আপনার জন্য http://goo.gl/WTdmjS

    Level 0

    @Sanu: যিপ ফাইলের ভেতরেই আরো একটি যিপ ফাইলে প্যাচ দেওয়া আছে।

ধন্যবাদ

Level 0

Ashraf vai amar zip file download hoinai exe file download hoise. ar apnar (http://goo.gl/WTdmjS)
File ta unzip korlei anti virus file take delete kore ditese ar system restart hoi. Ki korbo ?

Level 0

Ashraf vai please help me. apnar software ti amar khub kaje lagbe. ami antivirus off kore patch koresi but patch korar por software run kore na, error ase.

Level 0

আপনি ফলো করুন…………
১ অ্যান্টিভাইরাস অফ করুন ।
২ program files এর wondershare folder এ যিপ ফাইল টা extract করুন
৩ প্যাচ এ ক্লিক করুন
আশা করি বুঝতে পেরেছেন

Level 0

এর পরও না হলে সফট টা uninstall করে আবার ইন্সটল করুন ।
সফট ওপেন করবেন না
প্যাচ করুন
হয়ে যাবে

Level 0

তার পরও না হলে ফেসবুকে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন । দেখি প্রবলেম সল্ভ করতে পারি কিনা।

Level 0

তার পরও না হলে ফেসবুকে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন । দেখি প্রবলেম সল্ভ করতে পারি কিনা। ধন্যবাদ

Level 0

onek dhonnobad vhai kaher akta post ar jonno.

Level 0

আপনাকেও ধন্যবাদ …………

Level 0

Vai apnar fb id ki ?

Level 0

টিউনের শেষ লাইন দেখুন

Level 2

ভাই এত কস্ট করতে হবে না, লোনলি ক্যটগেমস এর এক্সপ্লোর দিয়ে মোবাইল থেকে ডাউনলোড করার সময় c:/Cache ্থেকে downolad.apk file কপি করে SDdrive ব্যক আপ নিয়ে নেন। আর না হলে ডাউনলোড/ইন্সটল করার আগে root Unistaller 3.3 install করে নেন। দেখবেন নিজের SDDrive এ Root unistall folder এ সব ব্যাক আপ ফাইল পেয়ে যাবেন

Level 0

আপনার বোধহয় ভুল হচ্ছে। এই টিউন টি ব্যাকআপ করা নিয়ে নয়। পিসিতে অ্যাপ ডাউনলোড করা নিয়ে।

Level 0

ভাই Google play store apps সেট থেকে unstall হয়ে গেছে। কিভাবে install করব। আমি symphony w85 smart phone ব্যবহার করি । ভুল বসত আপ্যস টি আন ইনস্টল হয়ে গেছে। কিভাবে এটাকে ইনস্টল করব। Google play store দিয়ে আমি সহজেই আ্প্যস নামাতে পারতাম। এখন ত পারসি না। Google play store ওয়েব সাইটে ত আপ্যসটিপাচ্ছি না্ আন্য যে গুলো আছে ইনস্টল দিলে ইনস্টল দেখায়। কিন্তু সেটে ত পাইণা। আমি নতুন ইউজার। প্লিজ ভাই আমাকে একটু সাহাজ্য করুন এই আ্যপ্যসটি দিয়ে।

please bhai help me.

Level 0

এই লিংকে দেখুনতো

Level 0

খুব কাজের টিউন ভাই আমার অনেক কাজে লাগছে।আপনাকে ধন্যবাদ