
কেমন আছেন সবাই ? অনেক দিন পর টিউন করতে বসলাম।
আজ টিউন করব কিভাবে নিজের কিংবা অন্যের ছবিকে Zombie তে রুপান্তর করতে হয়।এটা একটা এন্ড্রয়েড App ।তাই যাদের এন্ডয়েড ডিভাইস আছে তারাই এটা ট্রাই করতে পারবেন।আমি নিজে এটা ব্যবহার করেছি।আমার বেশ ভালোই লেগেছে । তাই শেয়ার করলাম
এটা দিয়ে কি কি করা যায় তার কিছু উদাহারন দিলাম
প্রথমে App টা
করে নিন।
install করার পর Start চাপুন।কেমেরা অথবা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করুন।
চোখ আর ঠোট Auto সিলেক্ট হবে।না হলে সিলেক্ট করে দিতে হবে।ব্যস কাজ খতম
ভালো লাগলে কমেন্ট করবেন
আমি abdullahil.rafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থাঙ্কস ফর শেয়ার🙂