অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অন্যতম সেরা ২৫টি ফ্রী অ্যাপস

এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সকলের চাহিদা পূরণের জন্য যে সকল অ্যাপ্লিকেশন দরকার তার সবই রয়েছে এন্ড্রয়েড ভান্ডারে। তারই মধ্য হতে সেরা ২৫টি অ্যাপ্লিকেশন বাছাই করে আলোচনা করা হলো।

 

কার্বন ফর টুইটারঃ

 

টুইটারের সকল কন্টেন্ট এক স্ক্রিনে এনে দিবে কার্বন টুইটার অ্যাপ্লিকেশনটি। টাইমলাইন লিস্ট, ফেবারিট, সার্চেস, ট্রেন্ড, প্রোফাইল সবই রয়েছে। তবে এখনো ট্যাবলেট ভার্শন বের হয়নি। অটো ইউজারনেম কমপ্লিট, স্ক্রল বাটন সহ আরও অনেক ফিচারতো রয়েছেই। ৭.৩ মেগাবাইটের ফ্রী এই এন্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/XIZ6i

জিমেইলঃ

 

গুগলের মেইল সার্ভিস জিমেইল ব্যবহার করেন না এমন ব্যবহারকারী এখন পাওয়া যাবে না বললেই চলে। জিমেইলে যাদের একাধিক একাউন্ট রয়েছে তাদের জন্য আদর্শ একটি অ্যাপস হতে পারে এটা। নতুন মেইল আসলে নটিফিকেশন, মেইল সার্চ, অনলাইনে বা অফলাইনে মেইল পড়া, এটাচম্যান্ট যুক্ত বা চেক করারও সুবিধা রয়েছে। ফ্রী এই অ্যাপসটি ডাউনলোড করুন এখানে http://goo.gl/smEa2

ম্যাপসঃ

প্যাপার ম্যাপ বহন করার দিন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এন্ড্রয়েডের জন্য রয়েছে গুগল ম্যাপস এবং সাথে রয়েছে ন্যাভিগেশন(বেটা) সুবিধা। ভয়েস গাইড, ড্রাইভিং ডিরেকশন, গুগল স্ট্রিট ভিউ সুবিধা, ৩ডি দালানের ভিউ সহ অনেক অনেক ফিচারতো রয়েছেই। ভাল নেট স্পীড প্রয়োজন হতে পারে। ডাউনলোড করতে ভিজিট করুন এখানে http://goo.gl/efBDs

ফ্লিপবোর্ডঃ

ফ্লিপবোর্ডের কাজ হচ্ছে সোস্যাল সাইটগুলো থেকে পছন্দের নিউজগুলো একসাথে ম্যাগাজিনের মত প্রদর্শন করা। ফেসবুকে শেয়ার করা বন্ধুর ফটো, ইউটিউবের সেরা ভিডিওটি এক সাথেই ক্যাটাগরি অনুযায়ি সাজানো থাকবে ফ্লিপবোর্ডের মাধ্যমে। মাত্র ৪.৭ মেগাবাইটের ফ্রী এন্ড্রয়েডের এই এপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/V560L

ক্রোমঃ

গুগল ক্রোমের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। কম্পিউটার এবং মোবাইল একই সাথে সিংক্রোনাইজ করে ব্যবহার করতে এন্ড্রয়েড ক্রোম এপসটির জুড়ি নেই। কম্পিউটার ভার্শনের মতো মোবাইল ভার্শনও অনেক দ্রুতিগত সম্পন্ন। সব মিলিয়ে মোবাইলের জন্য অন্যতম একটি ব্রাউজার ক্রোম। এন্ড্রয়েড এই অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/5hbOi

গুগল ড্রাইভঃ

প্রয়োজনীয় ফাইলগুলো যে কোন সময় যে কোন প্রান্তে প্রয়োজন হতে পারে। ক্লাউডের যুগে সকল ডকুমেন্টস ব্যাকআপ রাখতে গুগল ড্রাইভ অনেক কাজে দিবে। শুধু তাই নয় প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটার বা মোবাইলে যখন খুশি ডাউনলোড করা যাবে। মোবাইল থেকেই আপলোড করা যাবে প্রয়োজনীয় ফাইলটি। দরকারী এই অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/WzeQN

ড্রপবক্সঃ

ড্রপবক্স সম্পর্কে অজানা কিছুই নেই। নিমিষেই যে কোন ফাইল বা ছবি আপলোড, ডাউনলোড বা বন্ধুদের সাথে শেয়ার করতে ড্রপবক্স আদর্শ। ইমেইল একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ড্রপবক্সে ফাইল রাখা যাবে। ৫.৬ মেগাবাইটের ফ্রী এই এপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/78u5p

ইএস ফাইল এক্সপ্লোরার ম্যানেজারঃ

এন্ড্রয়েডের জন্য হরেক রকম ফাইল ম্যানেজার থাকলেও এই ফাইল ম্যানেজার অ্যাপসটি অনেক কাজের কাজি। একই সাথে ফাইল ম্যানেজার, অ্যাপ্লিকেশন ম্যানেজার, টাস্ক কিলার এবং ক্লাউড স্টোরেজ সার্ভিস দিবে এই অ্যাপসটি। শুধু তাই নয় রিমোট ফাইল ম্যানেজার, টেক্সট এডিটর, বিল্ট ইন জিপ ফাইল সাপোর্ট সহ আরো অনেক অনেক ফিচারতো রয়েছেই। সম্পূর্ণ ফ্রী এই এন্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/QYhPA

পকেটঃ

আর্টিকেল পড়তে পড়তে অনেক সময় অন্য কোন কাজ করার দরকার হতে পারে। অর্ধেক আর্টিকেল পড়ার পর বাকিটুকু পরে পড়লে কেমন হয়? হ্যা এই কাজটাই করে দিবে পকেট এন্ড্রয়েড অ্যাপসটি। ওয়েব সাইটের যে কোন আর্টিকেল পরে পড়ার জন্য পকেট ব্যবহার করার পাশাপাশি এই আর্টিকেলগুলো মোবাইল, কম্পিউটার বা ট্যাবলেটেও যে কোন সময় পাওয়া যাবে। এমনকি অফলাইনেও পড়ে যাবে আর্টিকেলগুলো। মাত্র ৪.৭ মেগাবাইটের এই চমৎকার এন্ড্রয়েড সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/v9Lj9

এভারনোটঃ

হ্যান্ডনোট বুকের ব্যবহার অনেক দিন আগেই কালের আবর্তে হারিয়ে গিয়েছে। সেখানে স্থান পেয়েছে এভারনোটের মত চমৎকার ডিজিটাল নোটবুক অ্যাপস। এভারনোটের মাধ্যমে দৈনিক রুটিন, টু ডু লিস্ট, নোট রাখা, রিমাইন্ডার সহ অনেক অনেক সুবিধা ভোগ করা যাবে। নিত্যদিন কাজের লাগার মতো অ্যাপস হলো এভারনোট। ১৪ মেগাবাইট সাইজের ফ্রী এই অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/4HWVA

গুডরিডসঃ

বইপড়ুয়াদের কমিউনিটিতে যোগ দিতে চাইলে গুডরিডস অ্যান্ড্রয়েড অ্যাপসটি হতে পারে আদর্শ। বিভিন্ন ব্যবহারকারীদের পড়া বইয়ের রেটিং জানতে সাহায্য করবে এই অ্যাপসটি। ১.৫ মেগাবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/nPnnB

ইন্সট্যাগ্রামঃ

ছবি এডিট করার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপসের অভাব নেই তবে তার মধ্য হতে ইন্সট্যাগ্রাম হতে পারে অন্যতম সেরা একটি এডিটর সফটওয়্যার। অনেক অনেক ফিল্টারের পাশাপাশি রয়েছে ছবি এডিট করে শেয়ার করার ফিচার। ১৫ মেগাবাইটের বাহারি এই অ্যান্ড্রয়েড অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/OlM8J

মিমি জেনারেটরঃ

ফেসবুকে মজার মজার মিমি ইমেজ এখন অনেক বেশি জনপ্রিয়। ফ্যানপেজগুলতে এই ধরণের ইমেজ আরো বেশি জনপ্রিয়। ৫০০ ইমেজের মধ্যে নিজের  করা মিমি তৈরি সময়ের ব্যাপার মাত্র। ৩৪ মেগাবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/Er2gr

নোভা লাঞ্চারঃ

মোবাইলের স্ক্রিন নানা রঙ্গে রাঙ্গিয়ে দিতে অন্যন্য অ্যান্ড্রয়েড অ্যাপস হলো নোভা ল্যাঞ্চার। হোম স্ক্রিন কাস্টোমাইজ, ফোল্ডার ব্যকগ্রাউন্ড পরিবর্তন, অপ্রয়োজনীয় অ্যাপস হাইড, মাল্টিপল ফোল্ডার হোম স্ক্রিনে রাখা সহ অনেক অনেক ফিচারের সমারোহ রয়েছে নোভা ল্যাঞ্চারে। এন্ড্রয়েড ৪+ ভার্শনগুলোতে কাজ করবে এই ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি। তবে প্রিমিয়াম ভার্শনও রয়েছে। ৩.৯ মেগাবাইটের ফ্রী অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/y479F

প্যান্ডোরা ইন্টারনেট রেডিওঃ

ইন্টারনেটে রেডিও শোনার জন্য সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে প্যান্ডোরা ইন্টারনেট রেডিও। হরেক রকম চ্যানেল এবং পছন্দের মিউজিক শোনার জন্য জুড়ি নেই। তবে আনলিমিটেড ইন্টারনেট কানেকশন থাকলে বেশি সুবিধা হয়। কাস্টমাইজেবল ফ্রী অ্যান্ড্রয়েড  এই অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/2SLch

পিন্টারেস্টঃ

ক্যামেরায় তোলা পছন্দের ছবিগুলো দেখতে এবং শেয়ার করতে অসাধারণ একটি অ্যাপস হলো পিন্টারেস্ট। অন্যদের তোলা ছবি দেখে ইন্সপায়ার হতেও সাহায্য করবেই এই অ্যান্ড্রয়েড অ্যাপস। ৫.৩ মেগাবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/yI0CF

স্কাইপঃ

স্কাইপের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। যেই প্লাটফর্মই হোক না কেন সেখানে ভয়েস কল অথবা ভিডিও কল করা যাবে স্কাইপের মাধ্যমে। পিসি, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন বা ট্যাবলেট যেটাই হোক না কেন অনায়াসে ফ্রি ভয়েস এবং ভিডিও কল করা যাবে। তবে ৩জি, ওয়াইফাই নেট হলে সুবিধা হবে। কারণ নেট ব্যন্ডউইথ অনেক প্রয়োজন হয়। ১৫ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/It2b5

ক্যান্ডি ক্রুশ সাগাঃ

এত এত সিরিয়াস অ্যাপসের মাঝে বিনোদনের জন্যও কিছু অ্যাপস থাকা দরকার। তেমনই নেশা ধরানো একটি গেমস হলো ক্যান্ডি ক্রুশ সাগা। চোখ ধাধানো গ্রাফিক্সের কাজে ভরপুর এবং ১০০ টি সুইট লেভেলের সমারোহে গেমটি সাজানো রয়েছে। চমৎকার এই ফ্রী গেমসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/CLAIh

স্ন্যাপসডঃ

একাধিক ফটো এডিটরের প্রয়োজন সবসময়ই হয়ে থাকে। প্রতিদিন প্রয়োজন হবে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস হলো স্ন্যাপসড। ছবির কোয়ালিটি বৃদ্ধি করা, ইফেক্ট দেয়া, কন্ট্রাস্ট বাড়ানো বা কমানো, ফোকাস, বিভিন্ন ড্রামাটিক ইফেক্ট দেয়া সহ অসাধারণ সব ফিচারে সমৃদ্ধ এই অ্যাপসটি। ২৩ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/vaGtG

টেম্পল রান ২:

গেমের তালিকায় শীর্ষে থাকা টেম্পল রান খেলেননি এমন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী খুজে পাওয়া দুস্কর। গেম ভালবাসেন বা গেম তেমন খেলেন না সবার জন্যই অতি পরিচিত গেম হচ্ছে টেম্পল রান। টেম্পল রানের পরবর্তি পর্ব টেম্পল রান ২ গেমটিও জনপ্রিয় হয়েছে। আরো নতুন নতুন এডভেঞ্চারে ভরপুর টেম্পল রান ২। ৩০ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড গেমটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/xomp6

পিক্সেল ডানজানঃ

চোখ ধাঁধাঁনো গ্রাফিক্সের ভিরে অনেক সময় সিম্পল গ্রাফিক্সের গেমও মন কেড়ে নেয়। তেমনই পিক্সেল আর্ট গ্রাফিক্স এবং সিম্পল ইন্টারফেস দিয়ে তৈরি করা হয়েছে এই গেমটি। ২০ লেভেলের এই গেমটির সাইজ মাত্র ২ মেগাবাইট। ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/xReZn

ফ্যান্সিঃ

অনলাইনে কেনাকাটা অনেক পুরান খবর। অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করেও গিফট কেনা যাবে। মাত্র ৫ মেগাবাইটের শপিং ক্যাটাগরির ফ্যান্সি অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/vUeZW

জ্যাপসঃ

এটাও আরেকটি কেনাকাটার অ্যান্ড্রয়েড অ্যাপস। তবে দুঃখের কথা হচ্ছে বাংলাদেশ থেকে পণ্য কেনা যাবে না। ডাউনলোড করে দেখতে পারেন এই ঠিকানায় http://goo.gl/KjaQa

সিরিজ গাইডঃ

টিভি সিরিজ এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। টিভি সিরিজের সকল তথ্য সুন্দরভাবে সাজিয়ে রাখতে ব্যবহার করা যাবে এই অ্যান্ড্রয়েড অ্যাপস। তবে এই অ্যাপসের মাধ্যমে এপিসোড দেখা যাবে না। শুধুমাত্র কি কি সিরিজ আসছে তা জানা যাবে। ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/Glpmi

অ্যান্ড্রো সেন্সরঃ

স্মার্ট ফোনে এখন অনেক রকমের সেন্সর ব্যবহৃত হয়ে থাকে। কোন সেন্সরের কি কাজ তা অনেক সময় বুঝে উঠা মুশকিল হয়ে উঠে। এছাড়া মোবাইলে কি কি সেন্সর রয়েছে তা জানার জন্যেও অ্যান্ড্রো সেন্সর অ্যাপস অনেক কাজে দিবে। মাত্র ৭৩৯ কিলোবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/g3Eg1

পূর্বে কালের কন্ঠে প্রকাশিত।

 

বাংলায় ফ্রী গ্রাফিক্স টিউটোরিয়ালঃ

http://www.projuktiteam.com/

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

via amar symphony w10 amake ke ekto skype ta dowenload kore pathaben please email: [email protected]

Level 0

কিছু দরকারি এপস যেগুলো আমি ইউজ করি…
– MX Player – অনেকগুলো ফরমেটে ভিডিও দেখার জন্য।
– Bangla Dictionary Offline (M.M.SHAHIDUZZAMAN)ঃ এটা অফ লাইন এবং পরিপূর্ণ বাংলা ডিকশনারী।
এমন কি বাংলা টু ইংলিশ সাপোর্ট করে। যদি আপনার বাংলা কি বোর্ড থাকে তাহলে সহজেই বাংলা শব্দের ইংরেজি অর্থ জানতে পারবেন।
– TubeMate যে কোন রেজুলেশনে ভিডিও ডাউনলোড করা যায় + ভিডিও দেখা যায়। এটা থাকলে আর youtube এর বিল্ডইন soft আর লাগেনা। Google play তে এটা পাওয়া যাবে না। TubeMate এর সাইটে থেকে এটা ডাউনলোড করতে হবে। >>> http://m.tubemate.net/
– Ridmik Keyboard: ইংরেজি / বাংলা ফোনেটিক দুইটাই সহজে লিখার জন্য মনে হয় না আর কোন কি বোর্ডের দরকার আছে।
– Unified Remote Full: পি.সি তে ব্লুটুথ থাকলে খুব সহজে আমার এন্ড্রুটা সুপার রিমোট হয়ে যায়। এটা পেইড ও ফ্রি দুইটাই আছে। একটু নেট ঘাটলে পেইড ভার্সনটাও ফ্রিতে পেয়ে যাবেন।
– UC Browser: অন্য যে কোন ব্রাউজারের চেয়ে এটা বেশি ভাল লাগে। ইউজ করলেই ব্যপারটা বুঝতে পারবেন।
– “App Backup & Restore” / “Super Backup : SMS & Contacts” / “astro file manager”: এপস/এস. এম.এস/ ফোন নাম্বার ব্যাকআপ নেয়ার দরকার হলে এগুলো ইন্সটল করি। কাজ শেষে আবার আনইন্সটল করে দেই।

    @Dhaow: চমৎকার মন্তব্য করেছেন বাংলা টু ইংলিশ ডিকশনারি আমিও খুজতেছি। দেখি আপনার দেয়া অ্যাপস ট্রাই করে দেখবো।
    অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। 🙂

Level 0

কবে যে একটা অ্যান্ড্রয়েড হাতে পাব ! যোবায়ের ভাই, আমি আপনার টিউনের একজন ফ্যান, তাই অ্যান্ড্রয়েড না থাকা স্বত্তেও ঢুকলাম 🙂

    @Skylark: কিনে ফেলেন। ৬৫০০ দামে ভাল সেট পাওয়া যায়।
    আর টেকটিউনস এ এখন আগের মত মন্তব্য নেই। দেখেন না মন্তব্যের খরা চলতেছে। 🙁

      Level 0

      কেনার চেষ্টা করছি । আসলেই খরা চলতেছে ! আজে বাজে পোষ্ট ইদানীং বেশী হচ্ছে ।

Level 0

অসাধারন ভাই

ভালো লাগলো

Bangla Dictionary Offline (M.M.SHAHIDUZZAMAN) eitar direct download link ta den

Hasan vai play.google.com theke kivabe Download kore 1tu bolben Plz…..Plz…..Plz…..Plz…..Plz…..Plz…..Plz……!

Level 0

Duru, dadu eita ki korlen Play er link keno, direct link dile valo hoito. akhon google mamur kas taika batti lagaiya khujte hobe tao abar latest version pabo ki na.
erpor theke kosto kore market o direct link diben.

nice tune

Level 0

গুরু তোমায় সালাম ………………………।

Level 0

গুরু আপনের কারনে টেক এ আসা …………।!!!

সবাইকে ধন্যবাদ

CNG Station finder, Policy market, Board Exam Result Bangladesh কিছু প্রয়োজনীয় অ্যাপস