ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন আপনার Android মোবাইলে

প্রথমেই বলে রাখি, এর জন্য একটি গ্রামীণ সিম এবং Android মোবাইল আবস্যক। এখানে আমি দুইটি ট্রিক বলব। একটি শুধু মাত্র Rooted মোবাইলের জন্য, আরেকটি Rooted/Unrooted সবার জন্য... তো শুরু করা যাকঃ

১. Rooted মোবাইলের জন্যঃ এর জন্য আপনার মোবাইল অবস্যই রুটেড হতে হবে। প্রথমে ORbot: Proxy with Tor নামক সফটওয়্যারটা ডাউনলোড করে নিন প্লেয় স্টোর অথবা এখান থেকে। এরপর একটি নতুন Access Point খুলুন নিচের মত করেঃ

Name: Orbot (চাইলে ইচ্ছে মত নাম দিন)

Apn: gpmms

Proxy, Port এ কিছু লিখবেন না। আপনাদের সুবিধার্থে Screenshot দিলামঃ

এরপর Orbot নামক সফটওয়্যারটা ইন্সটল করে ওপেন করুন। নেক্সট দিতে থাকুন, সুপারইউজার পারমিশন চায়লে Allow করুন।

এরপর Proxy All apps through Tor  এ ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক দিনঃ

এরপর নেক্সট/ফিনিশ দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত নিচের স্ক্রীনটা না আসেঃ

এরপর দাগ দেয়া অপশনটাতে যানঃ

এরপর একটু নিচে স্ক্রল করুন। দেখবেন, নিচের মত তিনটি অপশন আছেঃ

এবার অপশন গুলা নিচের মত পূরণ করুনঃ

Outbound Proxy Type: HTTPS (সব বড় হাতের হলে ভাল হয়)

Outbound Proxy Host: 10.128.1.2

Outboud Proxy Port: 8080

এরপর Back বাটন দিয়ে নিচের দেখানো স্ক্রীনে ফিরে আসুনঃ

এরপর Option/Menu বাটনে প্রেস করে Start এ ক্লিক দিন। তবে সবচেয়ে ভাল হয়, যদি Start এ ক্লিক দেয়ার আগে Screen Timeout/Sleep timer বাড়িয়ে দেন। আমি ৩০ মিনিটে রেখেছিঃ

স্টার্ট বাটোনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন, অনেকটা এরকম দেখাচ্ছেঃ

কিছুক্ষণ পর নিচের মত একটা লেখা আসবেঃ

এবং মেইন স্ক্রীনটা নিচের মত সবুজ হয়ে যাবেঃ

ব্যাস, আপনার আসল কাজ শেষ। আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েহে কি না, তা জানতে নিচের দেখানো অপশনে ক্লিক দিন এবং Okay তে ক্লিক দিয়ে যেকোন ব্রাউজারের আইকনে ক্লিক দিনঃ

দেখবেন, কিছুক্ষণ লোড নেয়ার পর এরকম একটা পেইজ আসছে(অপেরা মিনি তে অন্যরকম পেইজ আসবে, তাতেও সমস্যা নেই। একটা পেইজ আসলেই হল) ঃ

অর্থাৎ আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েছে। যদি কোন পেইজ না আসে, Orbot এ ঢুকে একবার Stop এ ক্লিক দিয়ে আবার Start এ ক্লিক দিন। আশা করি হয়ে যাবে...

এরপর আপনার যেই সফটওয়্যারে ইচ্ছে সেই সফটওয়্যার দিয়ে ফ্রী নেট চালান। আমি Weather আপডেট করেছি, Skype ও ব্যবহার করেছি। প্রমাণ হিসেবে Screenshot দিলামঃ

২. Unrooted/Rooted সবার জন্যঃ

প্রথমে একটা Access Point খুলুন নিচের মত করেঃ

Name: Free (ইচ্ছা মত দিতে পারেন)

Apn: gpmms

Proxy: 10.128.1.2

Port: 8080

এরপর নিচের লিস্ট থেকে যেকোন ওয়েবসাইটে মেইন ওয়েব ব্রাউজার কিংবা এনিমেটেড পিকচার সাপোর্ট করে এমন যেকোন ওয়েব ব্রাউজার, যেমন: Dolphin browser, boat browser, UC browser দিয়ে ঢুকেনঃ

https://zacebook.com

https://unblocker.me

https://pxvpn.com

আরো অনেক ওয়েবসাইট আছে। তবে আশা করি, এতেই আপনাদের কাজ চলবে। উপরের দেয়া ওয়েবসাটগুলার যেকোন একটাতে ঢুকার পর দেখবেন, পেইজে একটা বক্স আছে। সেখানে আপনি যেই ওয়েবসাইটের নাম দিবেন, সেই ওয়েবসাইটেই আপনাকে নিয়ে যাবে ফ্রী ঃ-)

আশা করি, এরপর ফ্রী ইন্টারনেট ব্যবহারে কোন সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয়, আমাকে ফেইসবুকে এড করতে পারেন। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/p32929

Apology: এর আগে যদি এই পোস্ট কেও করে থাকে, আমি দুঃখিত এবং কোন বানান ভুল হলে দয়া করে জানাবেন...

Level 0

আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

detail plz… amar mobile root kora na.

    @sajid sajib: তাড়াহুড়া করে লিখতে গিয়ে খুব জিরুরি জিনিস বাদ দিয়ে ফেলেছি। সরি তাই…

    আমার বাসায় পিসি নেই। তাই ইডিট করেও ঠিক করতে পারছি না। এখানেই বলছি:

    এখানে যেভাবে বলেছি, সেভাবে আগে একটা access point খুলেন। এরপর আপনার মোবাইলের মেইন ওয়েব ব্রাউজার কিংবা এনিমেটেড পিকচার সাপোর্ট করে এমন যেকোন ওয়েব ব্রাউজার, যেমন: Dolphin browser, boat browser, UC browser এ গিয়ে উপরের দেয়া লিঙ্কগুলার যেকোন একটা ঢুকেন। পেইজ লোড হলে দেখবেন, একটা বক্স আছে পেইজের মধ্যে। সেই বক্সে আপনি যেই এড্রেস লিখবেন, সেই এড্রেসে আপনাকে নিয়ে যাওয়া হবে ফ্রী তে 🙂

ভাইজান আপনার প্রথম ট্রিক টা এখানে আগেই দেওয়া হইছে – https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/208314

    @টেক মশাই: ভাইয়া, আপনার দেয়া লিঙ্কের ট্রিকটা খেয়াল করলে দেখবেন, soft-tuner ভাই সেখানে প্রক্সি এবং পোর্টের বক্সে কিছু লিখেছেন কিন্তু আমি খালি রাখতে বলেছি। এছাড়া, উনার লেখার কথার সাথে, screenshoot এর কথার সাথেও আমার এই ট্রিকের সাথে কোন মিল নেই 🙂

    আশা করি, বুঝতে পেরেছেন ভাই 🙂

      Level 0

      @ফাইয়াজ বিন সালাম: কি আর বলব ভাই।
      রাত জেগে আইডিয়া বের না করে যদি
      অন্য কারো পোস্ট থেকে কপি করতাম বা আইডিয়া চুরি করতাম তাহলে এত খারাপ লাগত না।
      জানি বলে কোন কাজ হবে না।
      যদি আপনি আমার আইডিয়াটার জন্য নতুন কিছু জানানোর থাকত তাহলে আমার পোস্টের নিচেই কমেন্ট করতে পারতেন। কমপক্ষে আমার পোস্টের লিঙ্কটা রেফার করতে পারতেন।

      শুধু এইটুকু বলব আইডিয়াটা শেয়ার করার জন্য আমি খুবই দুঃখিত। এই ভুল আর কখনো করব না।
      দোয়া করি এই পোস্টের জন্য যাতে আপনি অনেক মর্যাদা পান।

        @soft-tuner: ভাই, এভাবে বলছেন কেন? আপনি Orbot ব্যবহার করেছেন, আমিও Orbot ব্যবহার করেছি। জরুরি নয়, তাই বলে বলতে হবে, আমি আপনার আইডিয়া চুরি করেছি। সত্যি বলতে, আমি আপনার পোস্ট টা দেখিও নাই আগে…

        কাকতালিয়ভাবে অনেক কিছুই মিলে যেতে পারে। কিন্তু দেখুন, আপনার ট্রিক আর আমার ট্রিক ভিন্ন। আপনার Screenshoot এর সাথেও আমার কোন মিল নাই। তাহলে কিভাবে বুঝলেন, আমি আপনার আইডিয়া কপি করেছি? 😮

        একদম সত্যি বল্লাম ভাই, আমি যদি এমন হবে জানতাম, আমি এই পোস্ট করতামই না…

        ধন্যবাদ…@soft-tuner:

Level 0

vai download dete gele bar bar desconnect hoy. kono solution ase ki? please janaben.

    @saiful93: এটা gpmms এর টেম্পরারি প্রব্লেম। অপারেটর থেকে কোন ফিক্সিং না আসলে আমাদের কিছুই করার নেই ভাই…

Level 2

ভাল ! কাজ করে , but আপনার কি connection drop করছে ??

ভাই আমার symphony w 10 এ কি কাজ করবে? Droid VPN টা আমার ফোনে কাজ করে না তাই জিগাইলাম আর কি।

হয় না । আমি symphony w90 চালাই । কিন্তু apn “gpmms” দিয়ে সেট করলে নেট এ থাকে না । তাহলে কানেক্ট হবে কিভাবে ?

vai sony ericssion wt19i a ki kora jabe. ar mai jodi 2mb mega gp theke kini tahole ki ai system kaj korbe.

amar mobile rooted try kore dhekbo..tnx a lot

Level 0

e sign ektu por por drop kore..aitar solution ki..by da way tips ta kaj korse thanx

হয় না । আমি HTC wfs চালাই ।
কিন্তু apn “gpmms” দিয়ে সেট
করলে নেট এ থাকে না । তাহলে কানেক্ট
হবে কিভাবে ?

bhai amr galaxy tab2 te kaj hoise but galaxy ace 5830i te transparing proxy failed dekhay plz kichu koren

    @Foyzur Rahman: গ্যালাক্সি সিরিজের কিছু মোবাইলে অর্বট কাজ করছে না। হয়ত অফিশিয়াল রমে কিছু ফাইল মিসিং আছে :-/

Level 0

Symphony W35 root korar way Ta Jode Blten khob opokar Hoto google mama amak HelP kore nai…Plz helP ME

যে কোনো সিম দিয়েই হবে??