Android ফোনে ঝকঝকে তকতকে বাংলা দেখুন:লেখা ভাঙ্গবেনা (Without Rooting)

আজকে আপনাদের শিখাবো কিভাবে Android ফোনে রূট না করে বাংলা লেখা দেখতে হয়, তাও আবার যেন-তেনো বাংলা নয় একেবারে ঝকঝকে তকতকে বাংলা লেখা! কি বিশ্বাস হচ্ছে না তো ? আপনাদের কে আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে রুট না করে  Android মোবাইলে বাংলা লেখা দেখতে হয়, কিন্তু সেই সময় বাংলা লেখা একটু ভেঙ্গে ভেঙ্গে যেতো।
যেমন:
আপনার ব্রাউজারে লেখা:-
অর্থাৎ = অ র্ থা ৎ
কিন্তু = কি ন্ তু
আমাদের = আমাদ ের
কিন্তু এখন আর এমনটি হবে নাহ। এখন আপনি আপনার Opera Mini 7.5 দিয়ে সহজে বাংলা লেখা দেখতে ও পড়তে পারবেন। এ জন্য প্রথমে আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে এবং আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে। Bangla Font.APK File টি ডাউনলোড করে নিতে হবে এবং আপনার Display অপশনে গিয়ে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে।

আমার আগের টিউনে বাংলা ফন্ট এর লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করে নিন।

ধরা যাক, আপনি আপনার Android মোবাইল ফোনে বাংলা ফন্ট ডাউনলোড করে নিয়েছেন। এখন যা করতে হবে তা হলো আপনার Opera Mini 7.5 ওপেন করুন। এবার Address Bar এ লিখুন about:config  এবার স্ক্রোল করে নিচে যান এবং Bitmap Font - এ ক্লিক করুন।

এবার ব্রাউজ করুন ফেসবুক এবং বাংলা ব্লগ যত খুশি।

আমার Opera Mini 7.5 - এর নমুনা দেখুন:

যদি উপকারে আসেন তবে জানাবেন।আর যদি কেউ পূর্বে একই বিষয় নিয়ে টিউন করে থাকেন তবে আমি ক্ষমাপ্রার্থী!

-আমার ফেসবুক প্রফাইলে আপনাদের সকলকে স্বাগতম-

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bangla font install na dileo operamini diye ey system e bangla dekha jay. r ey trick ta onek purano. Notun kono bishoy niye tune korun……

সুন্দর হয়েছে টিউনটি।

জানা ছিল। অনেকের উপকার হবে।

Level 0

এত কস্ট না করে Play store থেকে Ridmik bangla softwere ইন্সটল করে নিলেই তো হয়।

mone korsilam android er sob app e bangl deka jabe..opera diye bangla deka ekta dure bacca o jane..tai eita niye eto dum machiye tune korar kono tatporjo dekina….r tune korar aage check kore niben je tune ta aage keu korese kina..

আপনি যেটা বলেছেন সেটা অনলাইন এ পড়া যায়। কিন্তু নরমালি কোন বাংলা লেখা পড়তে গেলে লেখা ফেটে যায়। এন্ডয়েডে বাংলা লেখা পড়ার জন্য কোন উপায় আছে?

আমি অপেরা মোবাইল V.12 ব্যাবহার করি?? অতাতে কিভাবে বাংলা লেখা সাভাবিক ভাবে পড়া যায় তা বললে উপক্রিত হতাম

Level 0

THANKS VAI, AMI 21 April Hota kosta cilam,

Level 0

@tushar.online: Vai Khub Opokar Palam.

ভাই সফট দুইটা একটু মিডিয়া ফায়ারে আপলোড করে দিবেন..

Level 0

vaia opera mobile e kivabe dakhbo?