Bangla 2 English ডিকশনারি ডাউনলোড করুন অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য।

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।  গুগল প্লেতে অ্যান্ড্রয়েড অ্যাপসের বিশাল সমাহারের পাশাপাশি আজকাল English 2 Bangla ডিকশনারীর সংখ্যাও নেহায়েত কম নয়। কিন্তু সেই তুলনায় Bangla 2 English ডিকশনারি প্রায় নেই বললেই চলে। তবুও মাঝে মাঝে বাংলা থেকে ইংরেজি শব্দের অর্থ দেখটা জরুরি হয়ে পড়ে তাই আজকে এই অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করলাম।

বৈশিষ্ট্যসমূহ : 

  • এটি সম্পূর্ণ অফলাইন ডিকশনারী।
  • ৩০০০০+ বাংলা 2 ইংরেজি শব্দ।
  • ১৮০০০+  ইংরেজি 2 বাংলা শব্দ।
  • সাইজ মাত্র ৯০০ কিলো বাইট।
  • বুকমার্ক সাপোরটেড।
  • নতুন শব্দ যোগ করা যায়।
  • আপনার ফোন বাংলা ফন্ট সাপোরটেড না হলেও কোন সমস্যা নেই কারন আপনি ইংরেজি ওয়ার্ড দিয়েই বাংলা শব্দ সার্চ করবেন।
অসুবিধাসমূহ :
  • এটি ট্রায়াল ভার্সন। পূর্ণ ফিচার ইউজ করার জন্য আপনাকে একটিভেশন কী কিনতে হবে!!! তবে আপনি চাইলে বিকাশ এর মাধ্যমে মাত্র ২৮ টাকা দিয়ে অ্যাপটি কিনতে পারবেন!!! বক্তিগত ভাবে আমি মনে করি বাংলাদেশি একজন ডেভেলপারকে ২৮ টাকা দিয়ে তার কাজের জন্য উৎসাহিত করলে আপনাদের খুব একটা ক্ষতি হবে না।
  • শব্দগুলো খুব ছোট ছোট দেখায়। খুব সম্ভবত একটিভেশন কী কিনার পর লিখা গুলো বড় বড় দেখা যাবে।  কারন আমি অনেক আগে থেকেই এই ডেভেলপারের  English 2 Bangla অ্যাপটি ব্যাবহার করি এবং সেটার ফন্ট সাইজ বড়।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

                                                                                                                                                                                                                                                    আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিনতে হবে কিভাবে বুঝলাম না ?

    বিকাশ এর মাধ্যমে। অ্যাপটির ভেতরেই রেজিস্টার অপশন পাবেন।

ভাই রেজিস্টারে গিয়ে লিংকে ক্লিক করুন ফ্রিতে পেয়ে যাবেন রেজিস্ট্রশন কি।তবে ২৮০১ দিয়ে একবার ট্রাই করতে পারেন।

Khub Khub kajer ekta jinish dilen vai. Thanks..
Ami ei dic.ta symbian mobile all time e use kortam. Pore apk khujhchilam but onek khujeo painai.
aj paye khub khushi holam vai.. 🙂

Level 0

nokia 5233 te ata ki vie support korbe

    নকিয়াতে সাপোর্ট করবে না। আপনার মোবাইলে জাভা সাপোর্ট করলে এই অ্যাপটি নামিয়ে ইন্সটল করুন। ধন্যবাদ।
    http://www.mediafire.com/?104m6ds9xxp5hx1

স্বাগতম সাকিব ভাই।আপনি ঠিক বলেছেন অনেক কাজের একটা অ্যাপ।আমরা অনেকেই ওয়ালিউল ইসলাম মণ্ডল সাহেবের ডেভেলপ করা ডিকশনারী পিসিতে, সিম্বিআনে,অ্যান্ড্রয়েড ইউজ করি।

thank vi. wali vi onek ag thekei ei dhoroner apps free te die jassen. unar moto developer der jonno samanno koek taka dia full version er app kinte ontoto ga chulkabena! :p

    স্বাগতম শাকিল ভাই।ওয়ালি ভাই আসলেই অনেক ভাল একজন মানুষ।এর উদাহরন হিসেবে আমি আপনাকে বেশ কিছুদিন আগের একটি কথা বলতে পারি।ওনার ডেভেলপ করা প্রথম বাংলা ডিকশনারীটি পেইড হওয়ার কারনে ফুল ভার্সন ইউজ করতে পারছিলাম না।কারন তখন পেমেন্ট মেথড পেপাল, মাস্টারকার্ড ছিল তাই কিনতেও পারছিলাম না।এমনকি ওই সময় গুগল প্লেতে ভাল মানের কোন বাংলা ডিকশনারীও ছিল না।তাই সেই সময় আমি ওনাকে একটা ইমেইল করেছিলাম আমাকে ফ্রী একটা একটিভেশন কি দেয়ার জন্য।এবং কোন রুপ পরিচয় বেতিত তিনি আমাকে একটা ফ্রী একটিভেশন কি দিয়েছিলেন!!!

      @Ahmed Mohammad Rasel: আমি যদি একবার একটিভেশান কোডটি কিনে নেই তাহলে কি সেটা সব সময় (ফোন ফরম্যাট দেয়ার পরও) ব্যবহার করা যাবে ?

        না।তবে সেট ফরম্যাট করার পর তো সব অ্যাপ এমনিতেই মুছে যাবে।তাই একটিভেট কী সংরক্ষন করে রাখুন।অ্যাপ ইন্সটল করার পর আবার পূর্বের একটিভেশান কি দিয়ে আবারও ব্যাবহার করতে পারবেন।