TrickBD ট্রেইনার রিকুয়েষ্ট হ্যাকিং!

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিই কেননা TrickBD বাংলাদেশে Techtunes এর মতোই একটি অনন্য জনপ্রিয় প্লাটফর্ম যার একটির বিষয়ে অপরটিতে আর্টিকেল লেখা একরূপ দৃষ্টিকটু বটে - তথাপি Technology যেখানে প্রথম প্রায়োরিটি সেখানে এরূপ বিষয়টি হয়তো নমনীয়তা দৃষ্টিকোণ হতে এড়িয়ে গেলে খুব অন্যায় হয় না! তদুপরি TechTunes হতে ট্রাফিক TrickBD তে যাবে অথবা TrickBD প্রেমীরা Techtunes এ আসবে এটাই বা মন্দ কি হে?

যাই হউক লেখার কলেবর বড় না করে প্রাসঙ্গিক বিষয়ের আলোচনায় আসা যাক.

এটা কোন Technological Bug নয় বরং একটি Trick মাত্র; সর্বোপরি আমি নিজেই এটা Discover করি আর্টিকেল Edit - Publish (Submit for Review) এমন করতে গিয়ে। একটু ডিটেইলস বলা উচিত কেননা নইলে ভুল বোঝার এবং কটুক্তি শোনার সমূহ সম্ভবনা থাকে; সুতরাং ন ডরাই বলার উপায় নেই! প্রেক্ষাপট: ধরুন আপনি TrickBD তে অথর হতে চান কিন্তু আপনার কাছে লেখা আছে মাত্র ১ টি বা ২ টি; অথচ TrickBD কর্তৃপক্ষ চাইবে আপনার ৩ টি লেখা যেন যাচাই করে বুঝতে পারে আপনি লেখক হিসেবে এপ্রোপিয়েট হবেন কিনা? এমতাবস্থায় আপনার করণীয় একটা উপায় হলো সরাসরি Support এ Mail করা যেন তাদের "বোঝাতে পারেন আপনি আদতে ভালো লেখক - কিন্তু সময়ের সাথে ম্যাচ করে তিনটি আর্টিকেল লেখার আয়াস বা ফুসরত নেই বরং আপনার সাবমিট করা ঐ ১/২ টি লেখা হতেই যেন আপনাকে মূল্যায়ন বা জাস্টিফাই করা হয়" ফলাফল: সমূহ সম্ভাবনা থাকে এতো মেইলের ভীড়ে আপনার মেইল সীন / রিপ্লাই অথবা কনভিন্স হয়ে এপ্রুভ করবে না হয়তো.

Trick: এমতাবস্থায় আপনি ৩ টি লেখা ছাড়া  ওয়েবসাইটের Trainer Request এর Hover Button লিংক রিডাইরেক্ট হয়ে সরাসরি Request Form এ যাবে না; সুতরাং আপনি আপনার লেখা বা আর্টিকেলের সংখ্যা অপরিবর্তিত রেখে একই লেখা আরেকবার বা দুইবার কপি পেস্ট করে Tutorial বা Article সংখ্যা ৩ টি করুন - তারপর Trainer Request Hover Button (Homepage এর একদম উপরে লাল কালার ব্যাকগ্রাউন্ডে - মোবাইল ভার্সনে পেয়ে যাবেন) ক্লিক করে আপনার রিকুয়েষ্ট সম্পন্ন করুন - এখানেই আপনি "কেন অথর হতে চান সেটি পূর্বের মেইলের মতোই ইন-ডিটেইলস লিখুন যেন কনভিন্স হতে পারে" - এরপর সচরাচর তারা আপনার ট্রিকবিডির ওয়ার্ডপ্রেস প্যানেলের প্রোফাইলে গিয়ে যদি একই লেখা বারবার দেখে বা একই লেখার কপি পেস্ট তাহলে আপনাকে রিজেক্ট করা বা এপ্রুভ না করাটাই যৌক্তিক হবে; সুতরাং আপনি মূল আর্টিকেল বা আর্টিকেল সমূহ রেখে বাকিগুলো (যেগুলো কপি করা) তা ট্রাশে মুভ করে দিন। ব্যাস, ততোক্ষণে আপনার Web Based Trainer Request সাবমিট করা হয়ে গেলো। তথাপি Email বেজড এপ্লিকেশনের পরিবর্তে ওয়েব ভিত্তিক এপ্লিকেশন স্বাভাবিকভাবেই কম সার্ভারে জমা পড়বে এবং সেগুলো রিভিউ করতেও তাদের সাপোর্ট টিমের কম আয়াস লাগবে - যেহেতু কম আয়াস লাগছে তাদের এইসব এপ্লিকেশন যাচাই করতে সুতরাং "আপনি কেন অথর হতে চান সেই ডেসক্রিপশনের লেখাটি" আরও ভালো করে পড়ার সময় এবং বিবেচনা করার অবকাশ থাকছে; তথায় কনভিন্স হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিভার্স: এটিই আবার উল্টো ফলাফল আনতে পারে যে এমন ট্রিক করে আপনি অথর রিকুয়েষ্ট করছেন - সেটা তারা কেমন নজরে কোনভাবে গ্রহন করবে এটি একান্তই তাদের সাইকোলজির ওপর ডিপেন্ড করবে। ওভারভিউ:  এখন কথা হলো এভাবে করলেই কি তারা আপনাকে Trainer বানিয়ে দিবে? নাহ, এটা তাদের ব্যাপার - আপনি শুধুমাত্র একটি  Trick ফলোআপ করে Trainer Request ফরমটি সাবমিট করতে পারলেন মাত্র; সর্বক্ষেত্রেই এটা যাচাই করা ও এপ্রুভ/রিজেক্ট করার রাইট Administration নিকট কুক্ষিগত। এটা অনেকটা তেমনই বাইপাস যেমন অনেক লিংকে পবেশ করলে বলে চ্যানেল সাবসক্রাইব / গ্রুপে এড / টেলিগ্রামে এড ইত্যাদি না করলে লিংক আনব্লক থাকে - তাতে ঐ লিংকে ক্লিক করে পুরোপুরি লোড না হওয়ার আগেই (যদি নতুন উইন্ডো না খুলে) দ্রুত ব্যাক করে আসলেই দেখবেন উক্ত লিংকটি Unblocked হয়ে গিয়েছে; সুতরাং এটাকে মজার কিন্ত কাজের একটি  Way বললে ভুল হবে না! ধন্যবাদ

সুন্দর হউক আপনার জীবন - সেই শুভকামনায় অবারিত ভালোবাসায় আমি Humayun Shariar Himu এর শুভেচ্ছা রইলো

Level 0

আমি হুমায়ুন শাহরিয়ার হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস 4 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

A Passionated Psychologist & Tech Lover!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই পোস্ট (আর্টিকেলটি) করা উচিত হয়নি বলেই আমি মনে করছি (সামগ্রিক বিবেচনা ও ব্যক্তিগত উপলব্ধি হতে) – তথাপি যখন আমি আর্টিকেলটি রিমুভ বা এডিট করতে চেয়েছি ততোক্ষণে টিটিসির ওয়ার্ডপ্রেস প্যানেল হতে সেটার সময়সমীমা অতিক্রম করে গিয়েছে; যাই হউক এই লেখাটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
শুভকামনা রইলো সকলের জন্য।