চলুন ডার্ক ও ডিপ ওয়েবের রহস্য জয় করি!

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো,
আশাকরি সকলেই ভালো আছেন - সবসময়ই ভালো থাকুন সেই শুভেচ্ছায় শুরু করা যাক.
আমরা যারা কমবেশি ইন্টারনেট জগতে সার্ফিং করি তারা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের নাম নিশ্চয়ই শুনে থাকবেন; কেউ কেউ হয়তো এই শোনা অবধিই থেমে যান (সেটা হয়তো ডার্ক ও ডিপ ওয়েবের ভয়ংকর গল্পকথা শুনে কিংবা মিথ্যা মিথের ভয় ডরে) অথবা একটু রোমাঞ্চপ্রিয় হলে Tor নেটওয়ার্কে প্রবেশ করেন (তাইবলে এই Tor Network এর নামই যে ডার্ক ওয়েব তা তো নয় বরং এমন আরও বহু Hidden এবং Anonymous Network বিদ্যমান তন্মধ্যে i2p বা FreeNet এর মতো আরও কতো নেটওয়ার্ক রয়েছে তার কি ইয়ত্তা আছে?!)

DarkDoor - The Deep & Dark Web Zone
DarkDoor - The Deep & Dark Web Zone

ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব

যদিওবা কথার শুরুতে প্রথমেই চলে আসে ডার্ক ওয়েব (Dark Web) তবুও আদতে প্রথমে বলা উচিত ডিপ ওয়েব (Deep Web) কেননা সবার আগে ইন্টারনেটের গভীর তথা Deep অঞ্চলে প্রবেশ করার পরেই না Dark তথা আরও গভীরের অন্ধকারে প্রবেশ করা যায় - সুতরাং এভাবে বলা যেতে পারে "ইন্টারনেটের সেইসকল অঞ্চল বা নেটওয়ার্ক যা সাধারণত Surface ওয়েবে বিরাজমান নয় এবং সচরাচর Search Engine সমূহ ঐ সকল নেটওয়ার্কের আওতায় থাকা ওয়েবসাইট সমূহের তথ্য Index বা  সূচিত করতে পারে না তাই ডিপ ও ডার্ক ওয়েব"।
আসুন একটি প্রচলিত ইমেইজ বা ফটোর মাধ্যমে সারফেস ওয়েব, ডিপ ওয়েব ও ডার্ক ওয়েবের বিষয়টা বোঝার চেষ্টা করি:

Web Network Classification
Web Network Classification

আচ্ছা এখন একটা মজার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যাক, আপনি যদি আপনার বান্ধবীর সাথে Facebook এ মেসেজিং করেন তাহলে সেটা কি ডিপ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হলো না?!
শুনতে হাস্যকর মনে হলেও এখানে কিন্তু আপনাদের চ্যাটিং কনভারসেশান অন্য কেউ (আপনি এবং আপনার বান্ধবী ব্যতীত) জানতে পারছে না [প্রোভাইডার তথা Facebook সার্ভার ব্যতীত] যা কোন সার্চ ইঞ্জিন Index করতে পারছে না - সুতরাং এটাতেও একরূপ Deep Network বললে খুব একটা ভুল হয় না হয়তো!
এবার মজার অংশটি বাদ রেখে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা যাক.
ইদানীং আপনি Facebook এ যেমনই কনভারসেশান করেন তার Root Keyword [এক্সামপোল: "দোস্ত আমার খুব মন খারাপ" এখানে মূল কিওয়ার্ড হলো 'মন খারাপ' - যাতে একটু পরই হয়তো আপনার নিউজফিডে Funny Video চলে আসবে কিংবা রিলেটিভ সাবজেক্টের ওপর প্রমোট করা প্রোডাক্ট বা কনটেন্ট] এলগরিদম অনুযায়ী অনেকটা Open Secret বিষয় হয়ে দাড়িয়েছে - সুতরাং ডিপ ওয়েব যে শুধু অনৈতিক কর্মকান্ডের জন্যই ইফেক্টিভ তা নয় বরং প্রাইভেসি রক্ষার স্বার্থে এটি একটি উপযোগী ব্যবস্থা হতে পারে [বলা বাহুল্য বিভিন্ন কারণেই প্রায়োগিক ক্ষেত্রে এমন ব্যবহার ঠিক হয়ে উঠে না]।

সামারি:-  ইন্টারনেটের যে অংশের তথ্য সারফেসের সার্চ ইঞ্জিন সমূহে সূচিত তথা index হতে পারে না - আক্ষরিকভাবেই তাই হলো ডিপ ওয়েব এবং ডিপ ওয়েবের আরও গভীরতম সুরক্ষিত অঞ্চল যাতে প্রবেশাধিকার (Access) করা অপেক্ষাকৃত কঠিন তাকেই ডার্ক ওয়েব হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে প্রবেশের উপায়

এখন সহজভাবেই একটি প্রশ্ন আসে যে আমরা ডিপ বা ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করতে পারি? এটার উত্তর হলো "আপনাকে ঐ নেটওয়ার্কে যুক্ত হতে হবে এবং তাতে স্পেসিফিকভাবে প্রবেশ করার ঠিকানা তথা Address জানতে হবে"।
এখন Tor নেটওয়ার্ক মানেই যে ডিপ বা ডার্ক ওয়েব তা নয় (যদিও ডিপ ওয়েবের অনেকখানি অংশ জুড়ে বিদ্যমান আছে এই Tor নেটওয়ার্ক যার আওতাধীন হলো onion এক্সটেনশনের ওয়েবসাইট সমূহ) বরং i2p, FreeNet, ZeroNet, GNunet, Loki এর মতো আরও বহু জানা অজানা নেটওয়ার্ক নিয়েই Deep ও Dark ওয়েবের অবস্থান - তাতে এক একটি নেটওয়ার্কে প্রবেশের জন্য আপনার আলাদা নেটওয়ার্কের টানেল বা গেটওয়্যের প্রয়োজন হবে - আর প্রয়োজন হবে ঐ নেটওয়ার্কের আওতায় বিদ্যমান ওয়েব এড্রেস (মজার কথা হলো এখানে সুন্দর সুন্দর নামে এমন ডোমেইন এড্রেস পাবেন না যা সহজেই মনে রাখতে বা মুখস্থ করে টাইপ করতে পারবেন - সুতরাং এইসকল এড্রেসগুলোও এক প্রকার WebKey হিসেবে বলা চলে)।
এমনিতে ইন্টারনেট সার্ফিং করে আপনি বেশ কিছু ডিপ ওয়েবসাইটের লিংক (onion এক্সটেনশনের ওয়েবসাইট) হয়তো পেয়ে যাবেন তবে সিংহভাগ সময়ে ঐসকল সাইটের অধিকাংশ Dead বা সক্রিয় থাকে না - তাই এক্ষেত্রে Deep Web এর সার্চ ইঞ্জিন যেমন Torch বা DeepSearch এর সহায়তা নিতে পারেন [ওহো.এগুলোতে প্রবেশ করতে হলেও তো সবার আগে আপনাকে Tor নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে তাইনা?]
 
মেথড:- Tor Network এ যুক্ত হউন [Tor ওয়েবসাইটে প্রবেশে করে আপনি Tor Browser ডাউনলোড ও ইনস্টল করে নিন] তথাপি Orbot এপ্লিকেশনটি ইনস্টল করে তাতে Tor Network সক্রিয় করে নিন; এবার Tor Browser এ আপনার কাঙ্খিত ওয়েবসাইট লিংকটি দিয়ে এন্টার করুন! 

[বিঃদ্রঃ আবারও মনে করিয়ে দিতে হচ্ছে ডিপ ওয়েব মানেই কিন্তু শুধু Tor বা Onion নয়]
 
সতর্কতা:- আপনাকে অবশ্যই একটি উন্নত মানের VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা প্রয়োজন হবে [উদাহরণস্বরূপ NordVPN বা ExpressVPN ইত্যাদ]

আচ্ছা আপনি কিন্তু চাইলে Tor নেটওয়ার্কে যুক্ত না থেকেও ডিপ সার্ফিং (শুধু Searching বললে বেটার হয়) করতে পারেন - সেটার উপায় হলো Ahmia সার্চ ইঞ্জিন - যেখানে আপনি স্বাভাবিকভাবেই Keyword এর মাধ্যমে Searching করতে পারেন - তবে Surfing করতে (ঐসকল ওয়েবসাইটে এক্সেস পেতে) আপনাকে অবশ্যই Tor নেটওয়ার্কের প্রয়োজন হবে।

ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবের জন্য DarkDoor!

হুমম, আপনি চাইলে ডার্ক ও ডিপ ওয়েবের একদম কমপ্লিট প্যাকেজ পেতে পারেন DarkDoor এর মাধ্যমে - যেখানে পেয়ে যাবেন প্রসিদ্ধ প্রায় সকল ডিপ ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন প্যাকেজ!
DarkDoor - The Deep & Dark Web Zone

শুধু ডিপ বা ডার্ক ওয়েবের জন্য সার্চ ইঞ্জিন [যেমন DuckDuckGo, Torch, HiddenWiki, Deep Search, OnionLand, Tor66 ইত্যাদি] ছাড়াও আপনি Direct Access সেকশনে সরাসরি Facebook, Keybase, ArchiveToday, OnionLinks, Dark Fail ইত্যাদির মতো ওয়েবসাইটে সরাসরি এক্সেস করার উপায়।

DarkDoor - The Deep & Dark Web Zone
DarkDoor - The Deep & Dark Web Zone

চলুন ঘুরে আসি DarkDoor এর দরজা দিয়ে রহস্যময় ডিপ ও ডার্ক ওয়েবের জগতে [লিংক https://darkdoor.pages.dev]
 
DarkDoor এর  ভুবনে আপনি পেয়ে যাবেন i2p, FreeNet, ZeroNet, GNUnet, Loki, Tails, Riffle এর মতো যতোসব  Anonymous Hidden নেটওয়ার্ক!

শুধু এই সকল নেটওয়ার্কের সন্ধান নয় বরং তাতে এক্সেস করার জন্য যে সকল সফটওয়্যার বা টুলস প্রয়োজন তা পেয়ে যাবেন DarkDoor এর Software - Tools - Source সেকশনে যেখানে Tor Browser, Brave Browser, Orbot, InviZible, i2p, NordVPN, ExpressVPN, FreeNet এর মতো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
অন্যদিকে Awesome DarkNet সেকশনে Deep Web ও Dark Web সম্পর্কে যাবতীয় তথ্য ও উপাত্তে ভরপুর Information, i2p Link Collection, Onion Link Collection এর অবারিত তথ্য ভান্ডার আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে।

অন্যদিকে Orbot এর মতো কোন এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টল না করেও আপনি DarkDoor এ পেয়ে যাবেন আপনি Online Tor Proxy Browser যার মাধ্যমে শুধুমাত্র লিংক প্রবেশ করেই আপনি বিচরণ করতে পারবেন Deep Web নেটওয়ার্কে!
DarkDoor মানেই অন্ধকার জগত নয়!

DarkDoor এর এতোসব বৈশিষ্ট্য জেনে এটা ভাবার কারন নেই এটা কেবলমাত্র অন্ধকার জগতে প্রবেশ করার টানেল বরং এটি সামগ্রিক ইন্টারনেট জগতটাকে যতোটা সম্ভব হাতে মুঠোয় আনার একটি প্রয়াস যেখানে শুধু মাত্র Tor নেটওয়ার্ক ছাড়াও আপনি যেকোন Surface Network এ প্রবেশ করার লিংক ব্রাউজারের সার্চবারে প্রবেশ করিয়ে Go তে ক্লিক করেই উক্ত ওয়েবসাইটে চলে যেতে পারেন [তবে বিশেষত্ব হলো এই যে এখানে আপনার কোন Search History সংরক্ষণ করা হয়না তাই একরূপ Safe বলা যেতে পারে] তদুপরি Super Search Engine এর EliteEye তে প্রবেশ করে আপনি ঠিক যা খুঁজছেন তাই পেয়ে যাবেন অবাঞ্ছিত সার্চ রেজাল্টের তুলনায় [যেমন আপনি হয়তো Hacking বিষয়ে ভিডিও চাচ্ছেন তাহলে Video Section এ আপনি YouTube, Vimeo এর মতো প্লাটফর্মে Related Videos পেয়ে যাবেন; এছাড়াও এখানে Surface Search Engine, Images & Gif, Video, Information, Social Media, Technology, Hacking, Programming & Code, Freelancing, Medicine, Religious সকল কিছুই হাতের মুঠোয় পেয়ে যাবেন]!

Elite Eye - The Super Search Engine
Elite Eye - The Super Search Engine

কিছু কথা:
অবশ্যই DarkDoor এর মাধ্যমে অন্ধকার ডিপ ও ডার্ক ওয়েবসাইটে প্রবেশের পূর্বে আপনার সচেতনতা যেমন কোথাও ব্যক্তিগত তথ্য আদান প্রদান না করা, লেনদেন এড়িয়ে চলা, অযাচিত সফটওয়্যার বা টুলস স্ক্যান ছাড়াই ডাউনলোড বা ইনস্টল না করা, শক্তিশালী ভিপিএন ব্যবহার এবং সর্বোপরি নৈতিকতা বজায় রাখা আপনার একান্তই কর্তব্য। তথাপি অবরিত ইন্টারনেট জগতের অজানা রহস্য মিথের কথনে না গেঁথে নৈতিকতার সাথে রোমাঞ্চকর অনুভূতি পেতে ঘুরে আসি DarkDoor এর ভুবনে https://darkdoor.pages.dev ; কি আসছেন তো?

সুন্দর হউক আপনার জীবন - সেই শুভকামনায় অবারিত ভালোবাসায় আমি Humayun Shariar Himu এর শুভেচ্ছা রইলো।

Level 0

আমি হুমায়ুন শাহরিয়ার হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

A Passionated Psychologist & Tech Lover!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস