বাসার এড্রেস বের করুন টিএনটি নম্বর থেকে

প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন।

তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে।

এবার লগ ইনে ক্লিক করলে

এরকম উইন্ডো আসবে। আপনি যে নম্বরের এড্রেস বের করতে চান এরিয়া কোডসহ সেই নম্বরটি ইউজার নেম এ বসান। পাসওয়ার্ডও সেই নম্বরটিই ( এরিয়া কোডসহ )।

যেমন আমি 029291*** এই নম্বরের এড্রেস বের করতে চাই। তাই এটাকেই ইউজারনেম এবং পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করা হয়েছেঃ

এরপর Login এ ক্লিক করলে নিচের মত আসবে।

দুই নম্বরের PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করুন।

তিন নম্বরটি অর্থাৎ VIEW PAYMENT STATUS এ ক্লিক করুন।

উপরের উইন্ডোতে লাল বক্সে যেভাবে তারিখ বসানো আছে সেভাবে 01/2008 To 01/2009 তারিখ বসান এবং ডানপাশের সাবমিট বাটনে ক্লিক করুন।
তাহলে যে উইন্ডো আসবে তাতে মাসভিত্তিক বিলসহ সেই বাসার এড্রেস ( উপরে বামপাশে থাকবে) পেয়ে যাবেন।

বিঃদ্রঃ অন্য কেউ যাতে আপনার এড্রেস না পায় তার জন্য পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন।:) এই পদ্ধতিতে চেঞ্জ করে ফেলুন। যারা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে, এই পদ্ধতিতে তাদের এড্রেস বের করা যাবে না।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি তো আমার পাসওয়ার্ড পরিবর্তন করি নাই। তারপরও ঠুকতে পারছি না। আমার ফোন নম্বর ঃ ০৪৩১৬২৭১০

Level 0

রনি ভাই আপণে যে কি ঊপকার করলেন তা ভাষায় বুজাতে পারবনা। জটিল একটা জিনিষ দিলেন।আপণাকে হাজ়াড় হাজ়াড় ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।

Level 2

বিভিন্ন এরিয়ার এরিয়া কোড পাওয়া যাবে কোথায়?

Level 2

কিন্তু কোন নাম্বারেই তো লগ ইন করা যাচ্ছে না। সার্ভিস ক্লোসড নাকি………

    পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে সম্ভব নয়। অনেকেই বিষয়টা জানেন। সার্ভিস ক্লোজড না যতদূর জানি।

হেহে হে!

অনেক অনেক ধন্যবাদ রনি পারভেজ!! এইভাবে যদি মোবাইল নম্বর থেকে ঠিকানা বের করা যেত!!

Level 3

এটা শুধু টি এন টি নামবারে ইউজ করা যায়।

Level 0

ভাই আমার নিচের লেখা আসে
Print Date:02/04/2010

Microsoft OLE DB Provider for ODBC Drivers error ‘80004005’

[Oracle][ODBC][Ora]ORA-01830: date format picture ends before converting entire input string

/SubscriberLedgerDetails.asp, line 170

জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পাসওয়ার্ড চেঞ্জ করলেই আপনার বাসার অ্যাড্রেস কেউ দেখতে পারবে না এইটার সিওরিটি নাই।

ভাইয়া comment না দিয়ে পারলাম না………choromzz তিউন……………

জোস