এখন থেকে আপনি বলবেন, ওই কে আচোস আমার ফেসবুক আইডিটা হ্যাক কইরা দ্যাখা।।

আমার একটা বাজে অভ্যাস আছে আমি ফাও প্যাঁচাল পারি না।

আমারা সব সময় ই আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার  ভয়ে থাকি, কারন যে হারে হ্যাকার বাড়তাছে। কখন যে হামলা চালায় তার কোন ঠিক নাই।
সেজন্য আমি আপনাদের কে সাহায্য করবো, আপনার ফেসবুক আইডিটা হ্যাকার দের হাত থেকে বাঁচাতে

আসলে ফেসবুক আকাউন্ট হ্যাক অনেক সহজ হয়ে যায় যখন আপনি আপনার একাউন্ট এর সাথে সম্পৃক্ত ইমেইল আইডিটা আপনার ইনফোতে সো (দেখান) করেন। কারন কেউ যদি আপনার ইমেইল আইডিটা হ্যাক করতে পারে, তার মানেই আপানার ফেসবুক একাউন্ট ও সে হ্যাক করে ফেলেছে।

তাই আপনার প্রথম কাজ আপনার একাউন্ট এর সাথে সম্পৃক্ত ইমেইল আইডিটা আপনার ইনফোতে সো না করা

এর জন্য আপানাকে যে কাজটি করতে হবে তা নিম্নরুপঃ

১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।

২)তারপর Accountএ ক্লিক করে Privacy Preference
ঢুকুন

Account


৩) তারপর customize setting এ ঢুকুন

Customize setting

8) নিচ থেকে Contact information এ আপনার একাউন্ট এর সাথে সম্পৃক্ত ইমেইল আইডিটা আপনার ইনফোতে যেন সো না, করে সেজন্য Make people Visible to থেকে Only me নির্বাচন করুন।
তারপর Save Setting এ ক্লিক করে সেভ করুন।

Make this visible to>Only me


আপনার একটা কাজ শেষ হল।

এবার আপনাকে যে কাজ টি করতে হবে, তা নিম্নরুপঃ
১)  Accountএ ক্লিক করে Account setting এ ঢুকুন


২) তারপর সেখান থেকে Security তে ক্লিক করুন

Security Seting

 

 

Log in notifacatin


৩) Login notifications থেকে আপনি Email অথবা Text Message যেকোনো একটা অথবা দুটোই নির্বাচন করুন এবং সেভ করুন। এর ফলে অন্য কেউ যদি আপানার একাউন্ট এ ঢোকার চেষ্টা চালাবে তখন আপনি আপনার মোবাইলে একটি ম্যাসেজ এবং ইমেইল এ মেইল পাবেন।

Log in approvals

৪) এরপর Login approvals ক্লিক করে ওটাকে নির্বাচন করুন এবং সেভ করুন । এর ফলে আপনি যখন ই আপনার ফেসবুক একাউন্টে লগিন করতে যাবেন তখন আপানার কাছে একটা কোড চাইবে। এবং এ কোডটি আপনার মোবাইলে চলে আসবে, এবং এ কোড দিয়ে আপনার একাউন্টে লগিন করুন। এবং প্রতিবার লগিন করার সময় এ তারা কোড চাইবে এবং এবার আপনার মোবাইলে নতুন কোড আসবে।

হয়ে গেছে।। এবার আর কোন হ্যাকারের বাবার ক্ষমতা নেই আপনার একাউন্ট হ্যাক করা।

যেকোন সমস্যার জন্যঃ ০১৭৩৬৩৯৫০৪৯,facebook.com/raselronee
প্রকাশিতঃ টেক ট্র্যাপ বিডি, টিউনার পেজ, অন্যান্য

// //

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল হইছে…

অনেক ভাল হইছে। আপনাকে ধইন্যা।

Level New

ধন্যবাদ না দিলে ভাল হবে না তাই অসংখ্য ধন্যবাদ,

Level 2

Welcome @all

ভাই এই বিসয় তা নিয়ে আগেও টিউন হয়েছে……..তার পরেও ধন্যবাদ ফর দা টিউন 🙂

Level 0

জানা ছিল তবুও ধন্যবাদ ।

ভাইজান – হ্যাকারের বাবা যদি মারাযান তাহলে কার হ্যাক করার কথা ছিল ? https://www.techtunes.io/wp-includes/images/smilies/icon_smile.gif

এর পরেও হ্যাক করা সম্ভব।

thanks

agula korar poreO possible 😛

Level 0

মোবাইল notification বিরক্তিকর । আর ফিসিং করলে , এইসব security দিয়ে কাজ হবে না।

চোর কিন্তু ঠিকই জানে তালা কেমনে খুলতে হয়, যত স্ট্যান্ডার্ড তালাই লাগান না কেন

bro….Clear cookies dile to r ei system kaj korbe na….tokhon nijer pc er verfication kortei 12 ta bajbe….
tarpor o ei tune oneker kaje ashbe……

ar poreo ami apnar facebook hack korte perbo.ata kono sequrity. holo je se khule debe

Level 0

thanks……………………………………

Level 0

Rony da .. amar to Login approvals ta asche na???

amero kasa to asaq na code ta

Level 0

vai tar por a somvob.tobe sobai parbe na.