ব্লগদেশ এক্সক্লুসিভ: ওয়েবমাষ্টারদের আতংক DDoS আক্রমন

ওয়েবপোর্টালে হ্যাকিং , ক্রাকিং সবই বন্ধ করা সম্ভব নিজের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে । কিন্তু একটি জিনিস যা কখনোই আটকানো সম্ভব নয় তা হচ্ছে DDoS আক্রমন (Attack) । DDoS আক্রমন সব ওয়েবমাষ্টারদের জন্যই এক আতংকের নাম । ওয়ার্ডপ্রেস , টুইটার, ফেসবুকের মত বাঘা সাইট কতৃর্পক্ষ নাকাল হয়ে যায় DDoS আক্রমনের হাতে পড়ে ।

DDoS আসলে কি ?

DDoS

DDoS Attack এর পূর্ণ রূপ Distributed Denial of Service attack যা DoS Attack (Denial of Service attack) নামেও পরিচিত । DDoS আক্রমন বলতে গেলে খুবই সহজ কিন্তু অতি কার্যকরী । DDoS আক্রমনে একটি টার্গেট সাইটকে লক্ষ্য করে পৃথিবীর নানান স্থান থেকে হাজার হাজার পিসি ব্যবহার করে একযোগে হিট করতে থাকা হয় । একটি দুটি নয় কয়েক হাজার থেকে কয়েক লক্ষ অতিরিক্ত হিট প্রতি মূহূর্তে পড়তে থাকে সাইটে । বাস্তবিক ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সেই আক্রমনের পরিমান কয়েক গিগাবাইট পার সেকেন্ডও হতে পারে । আসল ব্যবহারকারীদের হিট এবং এইসব আক্রমনকারী হিট মিলিয়ে মোট হিটের সংখ্যা অকল্পনীয় অবস্থায় পৌছে যায় ।

কোন ওয়েব সার্ভারই এত বিপুল পরিমান কানেকশন ম্যানেজ করতে পারে না । ফলাফল স্বরূপ অনির্দিষ্টকালের জন্য ডাউন হয়ে যায় সাইটটি । যেহেতু পৃথিবীর অধিকাংশ সাইট শেয়ার্ড হোস্টিয়ে আছে তাই সেইসব সার্ভারে থাকা অন্যান্য সাইটগুলোও ডাউন হয়ে যায় । বেশীরভাগ সময় হোস্টিং প্রোভাইডার সেই সাইটকে আর তাদের হোস্টিংয়ে জায়গা দেয় না ।

কিভাবে পাওয়া যায় এত কানেকশন ?

DDoS

অবাক করা মত বিষয় হলো একদম সাধারণ পিসি ব্যবহারকারীদদের পিসি ও ইন্টারনেট কানেকশন ব্যবহার করেই চলে এই তান্ডব । তাও আবার তাদের একদম অজান্তেই ! ইন্টারনেট ব্যবহারের সময় নানান কৌশলে হ্যাক করা হয় সাধারণ ব্যবহারকাররীদের পিসি । যেসব পিসিতে ক্রেডিট কার্ড নম্বর বা গুরূত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা না থাকে সেইসব পিসি ব্যবহার হয় এই কাজে ।

মাত্র ১০-২০ ডলার মূল্য বিক্রি হয় হাজারখানেক এই ধরণের ইনফেকটেড পিসি । সাথে থাকে অতি সহজে চালানো যায় এমন একটি সার্ভার OS । এই OS ব্যবহার করে বন্ধ করা যায় পিসিগুলো, বদলে ফেলা যায় ব্যাকগ্রাউন্ড, জানা যায় অবস্থান, ঘেটে দেখা যায় সেইসব হার্ডডিস্ক , চালানো যায় DDoS আক্রমন । এইসবই করা যায় মাত্র দু-তিন ক্লিকে ।

কারা হয় লক্ষ্য ?

বড় বড় জায়ান্ট কোম্পানি, ব্যাংক, ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানসহ যে কোন সাইটই এর লক্ষ্য হতে পারে । অনেক সময় সাইটের মালিকের কাছ থেকে চাঁদাবাজির মত করে টাকা চাওয়া হয়, না দিলে হুমকি থাকে DDoS আক্রমনের ।

DDoS এর শক্তি ও দূর্বলতা

DDoS এর সবচেয়ে বড় শক্তি যেকোন সাইটটের জন্য এটি কার্যকর । তাছাড়া পৃথিবীর বিভিন্নস্থান থেকে আক্রমন হয় বলে এর সঙ্গে জড়িতদের খুজে বের করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে । DDoS এর বড় দূর্বলতা এটি বেশক্ষণ স্থায়ী করা যায় না । তবে আক্রমন ২৪ঘন্টার মতোও স্থায়ী হতে পারে । আর এটি এখনো সব জায়গায় সহজলভ্য নয় । খুবই গোপনীয়ভাবে বেচা-কেনা হয় এর প্যাক ।

ওয়য়েবমাষ্টাররা না পারলেও সাধারণ ব্যবহারকারীরা একটু সচেতন হলেই কমিয়ে দেয়া যাবে DDoS আক্রমন । এন্টি ভাইরাস সাথে ফায়ারওয়াল ব্যবহার করতে ভুলবেন না যেন ।

বছরখানেক আগে দেখা BBC Click এর এক ডকুমমেন্টারীর স্মৃতি থেকে এগুলো লেখা হলো । কিছু ভূল তথ্য থাকা অসম্ভব কিছু নয় ।

মূল ফিচার @ ব্লগদেশ | ফেসবুকে ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন জিনিস জানলাম।ধন্যবাদ।

হুমম মনে থাকবে ।

নতুন জিনিস! ভালো চালিয়ে যান

ধন্যবাদ জানানোর জন্য

আমার পিসিতে একটা সফটঃ ডাউনলোড করতে যেয়ে ভুলে WEBPASS নামে একটা rar ফাইল ডাউনলোড করে ইন্সটল করি দেখলাম কিছুই আসলো না ।এখন খুব ভয় লাগছে যে এর মাধ্যমে কি আমার সব পাসওয়াড কেউ পেয়ে যাবে? আমি এখন কি করলে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো ।
দয়া করে ভাইরা সঠিক পথের সন্ধান দিন ।

    Level 0

    Password Change kore felun taholei to hoy………

হুম জানি