ব্লক করা ওয়েবসাইট দেখার ৫ টি উপায়

অফিস বা প্রতিষ্ঠানে সাধারনত ফেসবুকের মত সাইটগুলিকে ব্লক করে রাখা হয়।নিচে কয়েকটা পদ্ধতি দেয়া হল ব্লক

করা সাইট দেখার।অফিসে এমন করে ফেসবুকিং করতে গিয়ে ধরা পরে কোন ক্ষতি হলে সেটার দায়দায়িত্ব আমার নয়।

গুগল ক্যাশ

বড় বড় সার্চ ইন্জিনগুলি যেকোন সাইটের ক্যাশ করে তাদের ডেটাবেসে সেভ করে রাখে।গুগলে সার্চ দিলে ওই

সাইটের URL ডান পাশে দেখবেন Cached নামে একটা লিংক আছে এখানে ক্লিক করে সাইটটি দেখতে পাবেন।

webcoachbd

ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়ালভিত্তিক সাইট।webcoachbd.com ...
www.webcoachbd.com/ - Cached

Way back machine এর সাহায্যে

http://www.archive.org/web/web.php এখানে গিয়ে ব্লক করা সাইটটির এড্রেস টাইপ করুন সাইট

চলে আসবে আপনার সামনে।এই way back machine গুলি প্রায় সব সাইটের শুরুর দিন থেকে শুরু করে শেষ

পর্যন্ত তথ্য ক্যাশিং এর মাধ্যমে ধরে রাখে।এখানে গিয়ে সাইটটির সর্বশেষ ভার্সনও দেখতে পারবেন।

প্রক্সি সাইট দিয়ে

নেটে প্রায় ১০০ রও বেশি প্রক্সি সাইট আছে যারা তাদের ডোমেইনের মাধ্যমে ব্লক করা সাইট দেখতে দেয়।

এই সাইটগুলিতে গিয়ে শুধু বক্সে আপনার কাংখিত সাইটের এড্রেস টাইপ করলেই সাইটটি এনে হাজির করবে

আপনার সামনে।এমন একটি প্রক্সি সাইট

http://www.pagewash.com

Translations সার্ভিস

আল্টাভিসতা বা গুগলের অনুবাদ সার্ভিস আছে।http://translate.google.com/#en|en| এখানে গিয়ে

ব্লক করা সাইটের নাম লিখে যেকোন এক ভাষায় অনুবাদ করুন,অনুবাদের পর  লাইনের উপরই মাউস নিয়ে

যান না কেন টুলটিপের মাধ্যমে আসল লাইনটি দেখাবে।

URL এর বদলে IP ব্যবহার করে

এটা নির্ভর করে কিভাবে সাইটগুলি ব্লক করা আছে তার উপর।মাঝে মাঝে URL লিখে সাইট ব্লক করা থাকে।যেমন(http://www.webcoachbd.com বা http://www.facebook.com )এক্ষেত্রে URL এর বদলে

এড্রেসবারে IP টাইপ করলে কাজ হতে পারে।কোন সাইটের আইপি কি তা জানতে কমান্ড প্রম্পটে ping

করলেই বের হয়।(যেমন ping http://www.webcoachbd.com )অথবা অনলাইনেও কোন ডোমেইন নামের আইপি

বের করতে পারেন http://www.whatsmyip.org এই সাইট থেকে।

শর্ট URL সার্ভিস দিয়ে রিডাইরেকশন করে

http://moourl.com/ এখানে গিয়ে যেকোন URL টাইপ করলে সাথে সাথে এটাকে ছোট করে ফেলবে

তখন সেই এড্রেস টাইপ করলে কাজ করে।

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai kaj to hoy abar hoya na!!!!

konta kaj korena?ami to sob check korei dilam.

Level 0

Thank,s উপকৃত হলাম।

পদ্ধতিটা ভাল লাগল,
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Thanku

@faruk h,আতাউর রহমান,ebookbd info ধন্যবাদ।

আসসালামু য়ালাইকুম, কেমন আছেন ভাই? আমার খুব কাজে আসবে আপনার দেওয়া লিংক গুলি। আর আপনার পরীক্ষা কবে শেষ হচ্ছে একটু জানাবেন।ধন্যবাদ।

    আলহামদুলিল্লাহ।ভাল আছি।পরীক্ষা জুনে শেষ হচ্ছে।

ভাই, আপনি এখন yahoo না gmail use করছেন? yahoo তে তো আপনাকে পেলাম না অথচ আমার মেইলের উত্তর দিলেন।

সুন্দর পদ্ধতিগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।আর আপনার সাইট টি ভালো হয়েছে।

এত জটিল ভাবে যাওয়ার দরকার কি…?
এটা ট্রায় করুন…
http://www.unblockerz.net/index.php

Level 0

valo laglo….. besh kaje asbe….. thanks

Level New

রেজওয়ান ভাই বললেন ব্লক করা সাইট ওপেন করার ৫টা পদ্ধতি। কিন্তু ওপেন করে দেখি সবই আপনার সাইট এর বিজ্ঞপ্তি। মাত্র ২ টা ব্লক করার সাইট দিছেন তাও কাজ করে না। http://www.archive.org/web/web.php এ সাইট টাতে এসব ভিডিও সৌদি আরবে ওপেন হয় না, লিংকটা দিলাম http://www.myvideo.de/Themen/Sexy এ রকম আরও সাইট আছে। যতই ব্লক সাইট ওপেন করার অপশন থাকুক না কেন এসব সাইট সার্ভার থেকে ব্লক করে রাখে এগুল ওপেন হবে। দ্বিতীয়টা ( http://www.pagewash.com )ব্লক আছে, যেটা দিয়ে ব্লক করা সাইট ওপেন করব সেটাই ব্লক আছে। আমি এগুলো সৌদি আরবে থাকি, আমি ব্লক করার সাইট ওপেন করার জন্য অনেক সফটওয়ার দিয়া চেষ্টা করিছি, কিন্তু ব্লক করার সাইট ওপেন হয় না। আর আপনার টা তো কোন কথায় নাই।

সাধারনত এসব প্রক্সি সাইট দিয়ে ব্লক করা সাইট দেখা যায়,রাষ্ট্রীয়ভাবে যদি এই সবগুলি সাইট বন্ধ করে দেয় তাহলে আর দেখার সম্ভাবনা নেই।