
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।
আজ আর একটাও বারতি পেচাল মারবনা। সোজা কাজের কথায়।
আপনারা জানেন যে IMEI Number কি জিনিস। আসলে IMEI হল ফোন এর ID Number। এই নম্বর টি আপনার ফোন এ ফোন নির্মাতা কম্পানি বসিয়ে দিয়েছে। এই নম্বরটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ফোন টি হারিয়ে গেলে বা আপনার ফোন টির মাধ্যমে কোন ক্রাইম করা হলে যার সাহায্য নিয়ে আপনার ফোন টি খুঁজে
বাহির করা হবে তা হল এই IMEI NUMBER। আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আমি দেখাবো যে আপনি কি ভাবে এই নম্বরটি পরিবর্তন করবেন।
নোট ঃ IMEI NUMBER পরিবর্তন করা আইন সম্মত নয়। এই টিউটোরিয়ালটি সুধু মাত্র শেখার জন্য। দয়া করে এটির অপব্যবহার করবেন না।
IMEI NUMBER পরিবর্তন করতে এ খানে আপনাকে আপনার ফোনটি কম্পিউটার এ সংযোগ করতে হবে না। ফোন টি রুটেড হতে হবেনা।
নিচ থেকে ভিডিওটি দেখুন আর শিখে ফেলুন।
আমি আল ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
>video দেখলাম না।
>>Raja Natwarlal টা কে?