
আজকের দিনে অনলাইনে ইন্টারনেট সিকিউরিটি খুব পরিচিত এবং বহুল উচ্চারিত, বহুল ব্যবহৃত একটা শব্দ। এখন বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই সচেতন হচ্ছেন। তারা এটুকু অন্তত বুঝতে পারতেছেন যে, তারা ওভার ইন্টারনেট যে ডাটা ট্রান্সফার করছেন তা ঠিক ততটা নিরাপদ না যতটা তারা আগে ভাবতেন।
এজন্য ইউজার এন্ডের দিকে সিকিউরিটি বাড়ানোর জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছেন, যেমন ফায়ারওয়াল সেট করা, যে সকল আইপি সন্দেহের আওতায় পড়ে সেগুলো ব্লক করা ইত্যাদি।
এটাতো গেল শুধু মাত্র ইউজার এন্ডের কাহিনী। এরপর যারা নিরাপত্তাকে পরবর্তী ধাপে উন্নীত করতে চাচ্ছেন অবশ্যই তাদের টার্গেট হবে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করে ইনবাউন্ড এবং আউটবাউন্ড সকল ডাটা এনক্রিপ্ট করা।
তবে ফ্রী ভিপিএনের নানা রকম রেস্ট্রিকশন থাকে। অন্তত এটুকু আশা করি যে আপনি এটুকু বুঝতে পারবেন যে ভিপিএন কিভাবে কাজ করে, এটা আপনার কোন কাজে লাগবে, আপনি এটা থেকে লাভবান হবেন কিনা। এরপর যদি দেখেন যে এটা সত্যিই আপনার কাজে লাগছে তবে মার্কেটে প্রতিযোগিতামূলক দামের অনেক অফার আছে যেগুলোতে রেফারেল প্রোগ্রামও আছে। এছাড়াও পেইড একাউন্টের পরিবর্তে এডভার্টাইজের অফারও থাকতে পারে।
ফ্রী হিসেবে এগুলো ভালই। তবে এগুলো কমিউনিটিতে প্রচুর ব্যবহার হয়। তাই আপনি যদি কোন একটায় সমস্যা দেখেন তাহলে পরেরটায় মুভ করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
আর আপনি যদি সিকিউরিটির ব্যাপারে খুতখুতে হয়ে থাকেন বা আপনার হোম পিসি যদি রিমোটলি একসেস করতে চান তবে পেইড ভিপিএনএ ইনভেস্ট করাটাই আপনার জন্য সুবিধাজনক হবে।
আপনি কি কোন ভিপিএন বর্তমানে ইউজ করছেন? ফ্রী বা পেইড? আপনার কি কোন চয়েজ আছে? থাকলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে আমাদের সাথে তা শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।
আমি নাছরুল্লাহ আলকাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।