হ্যাক করুন আপনার PSP Firmware version 6.20 একদম ফ্রি!!!!!!!!!!!!!!

সবাই ভাল আছেন, তো? আমি Techtune –এ নতুন টিউনার। আগে কখন কোনো টিউন করি নাই শুধু টিউন দেখতাম। দুইদিন আগে এই টিউনটি করছিলাম English –এ তাই টিউনটা মুছে দেয়া হয়েছিল। যাইহক আবার টিউনটা করলাম। আশা করি যাদের দরকার তাদের কাজে দেবে।

আমার টিউনটি PSP –এর hack –এর উপর।এই hack ব্যবহার করে আপনারা PSP-2000,3000 and PSPGo, Firmware version 6.20 পর্যন্ত PSP Hack করতে পারবেন। এই টিউনটি ঠিকমত করতে পারলে আপনি আপনার PSP –তে ISO Game চালাতে পারবেন। এই হ্যাক করতে নেটে দেখলাম সবাই ৫০০~১০০০ টাকা নিচ্ছে। একটু সাহস করলে আপনি নিজেই হ্যাকটি করতে পারবেন। আর কোনো অসুবিধা হলে আমি তো আছিই।

টিউন শুরু করার আগে জেনে নেই PSP hack কিঃ

PSP (Playstation Portable) Sony-এর একটি product, যা দিয়ে আপনি গেম খেলা, মুভি দেখা, গান শোনা এবং ইন্টারনেট চালাতে পারেন। Unhacked PSP তে শুধু orginal game চলে। আর এইসব orginalgame –এর অনেক দাম। কিন্তু একবার hack করে ফেলতে পারলে আপনি PSP তে copy করা গেম চালাতে পারবেন।

চলুন তাহলে Hack শুরু করা যাকঃ

সবার আগে আপনাকে দেখতে হবে আপানার PSP-এর Software version কি। এটা দেখার জন্য নিচের steps গুলো দেখুন।

In your PSP go to : Settings> System settings > System Information. Check the System Software.

এই hack টি শুধুমাত্র 6.20 software version-এর জন্য। যদি আপনার software version 6.20 এর কম থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে Update করে নিন।

OFW 6.20 তে Update করার নিয়মঃ

উপরের লিঙ্ক থেকে Download করা ফাইলটি upzip করলে এর মধ্যে EBOOT.PBP নামের একটা ফাইল পাবেন। আপনার PSP-এর memory stick-এ PSP/Game folder-এর মধ্যে Update নামের একটা folder create করুন। আর EBOOT.PBP ফাইলটি PSP/Game/Update folder –এর মধ্যে রাখুন। এবার PSPএর মধ্যে গিয়ে Game থেকে memory stick –এ গিয়ে update টি চালিয়ে দিন। আপনার PSP update হয়ে যাবে।

মনে রাখবেন Update করার আগে check করে নিন আপনার PSP তে পর্যাপ্ত charge আছে কিনা। Update-এর মাঝে charge চলে গেলে PSP নষ্ঠ হতে পারে

Required File:

PSP update হয়ে গেলে নিচের file গুলো আপনার PC –তে Download করে নিনঃ

এই hack –টি ২ টি প্রধান ধাপে করতে হবে। প্রথমে আপনাকে 6.20 TN-A HEN লোড করতে হবে। এটা আপনার PSP –কে homebrew enable করবে। এরপর iso loader ব্যবহার করে আপনি আপনার ISO game চালাতে পারবেন।

Enable the 6.20 TN-A HEN:

  • ১। Patapon 2 demo –এর zip file  টা unzip করলে আপনি “UCUS98734 নামের একটা folder পাবেন। Folder  টি আপনার PSP –এর Game folder –এ Copy করুন। বুঝানোর সুবিধার জন্য ধরে নেই আপনার PSP এর memory stick –এর ড্রাইভ হল H:। তাহলে আপনি “UCUS98734” folder টি Copy করবেন H:\PSP\GAME\; Copy করার পর এমন হবেঃ H:\PSP\GAME\UCUS98734\EBOOT.PBP
  • ২। HBL r109 –এর zip file টি unzip করুন।আপনি hbl নামের একটি folder আর  h.bin নামের একটা ফাইল পাবেন। hbl folder-এ ঢুকে hbl_config.txt নামের ফাইলটি খুজে বের করুন এবং ফাইল তি খুলে return_to_xmb_on_exit=0 লাইনটি খুজে বের করুন । “০” –এর পরিবর্তে ‘1” বসান। লাইনটি এখন দেখ হবে return_to_xmb_on_exit=1। ফাইলটি save করে close করুন।  h.bin আর hblfolder টি PSP-এর memory stick-এ copy করুন। নিচের ছবিটা দেখুনঃ

  • ৩। Patapon 2 Savegame exploit zip ফাইলটি unzip করুন। “UCUS98732_DATA02” নামের একটা folder পাবেন। Folder টি H:\PSP\SAVEDATA\ –এ copy করুন।
  • ৪। 6-20-tn-hen-total-noob zip ফাইলটি Select করুন এবং right click করে Extract File.. Select করুন এবং destination Folder হিসাবে আপনার PSP-এর memory stick-এর ড্রাইভটি চিনিয়ে দিন। যদি আপনার PSP memory stick drive হয় H: তাহলে H: select করুন।
  • ৫। এবার PSP টি PC থেকে safely disconnect করুন।  PSP ভেতর থেকে Patapon 2 demo গেমটি run করুন।

  • ৬। প্রথমে “No” এবং পরে “Yes” Select করুন। নিচের ছবির মতঃ

  • ৭। এরপর কিছু Animation হয়ে আপনি Patapon গেমের main menu তে যাবেন, সেখানে আপনি Continue select করেবন, নিচের ছবির মতঃ

  • ৮। এরপর Wolo's save data load করবেন।

  • ৯। Load হয়ে গেলে নিচের screen টা আসবে এই screen-এ যে কোন একটা Key press করলেই হবে।

  • ১০। এবার গেমের মধ্যে যাবে এবং নিচের মত দেখা যাবে। এই অবস্থায় Right Trigger Key press করুন।

  • ১১। Screen-এ কিছু কাজ হতে দেখবেন, এরপর একটা menu দেখবেন যেখান থেকে “Hen” Select করে “X” button টি চাপতে হবে। আপনার screen কিছুখন black হয়ে থাকবে, এরপর PSP main screenএ ফেরত যাবে। আপনার PSP homebrew enable হয়ে গেছে। Sure হবার জন্য Select Button press করুন নিচের screen টা দেখতে পারবেন, তারমানে আপনার PSP টি Hack-এর প্রথম ধাপ শেষ হয়েছে।

এবার দেখাব কিভাবে ISO loader install করে ISO game খেলবেন।

How to run PSP game backups on 6.20 TN-A using iso loader

  • ১। আপনার PSP টি PC-এর সাথে Connect করুন। Prometheus ISO Loader ফাইল টি PC তে Extract করুন এবং Folder টি PSP-এর Game Folder –এ Copy করুন। যদি আপনার PSP drive হয় H:তাহলে H:\PSP\Game এই folder-এ Prometheus ISO Loaderfolder টি Copy করুন।
  • ২। আপনার PSP drive-এ একটি folder Create করুন ISO নামে। যদি আপনার PSP drive হয় H: তাহলে folder টি এমন হবে, H:\ISO। এই folder-এ আপনি যে গেম খেলতে চান তার ISO টি রাখুন।
  • ৩। আপনার PSP টি safely disconnect করে, PSP-এর মধ্যে Game>Memory Stick –এ যান।  সেখানে থাকা Prometheus ISO Loaderটি চালু করুন। Prometheus ISO Loader-এর ভেতরে আপনার ISO  select করে চালান।

আশা করি এভাবে আপনি আপনার PSP Hack করতে পারবেন। আমি এইভাবে এখন পর্যন্ত ৩ টা PSP Hack করসি। আশা করি আপনিও পারবেন। একবার চেস্টা করে দেখুন। আমার লিখা লাল চিনহিত অংশ ছাড়া অন্য কোন ভাবে আপনার PSP নষ্ঠ হবে না।

আমার email ID holo [email protected]। কারো কোন Problem হলে যানাবেন।

কিছু দরকারী লিঙ্কঃ

Source:

Level 0

আমি distantroaring। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম টিউন হিসেবে অনেক ভাল হয়েছে। 😀

আপনার প্রথম টিউন হিসাবে টিউনের মান অনেক ভাল হয়েছে,
আশা করছি সামনেও ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।
ধন্যবাদ টিউনের জন্য।

চরম হইসে…।keep it on

আমি পিএসপি চালাই না তবুও অনেক কিছু জানলাম

Level 0

prometheus iso loader e start click korle “This game cannot be started. The data is corrupted” error dey… 🙁 @https://www.techtunes.io/tuner/distantroaring/

Level 0

good.

khub bhalo hoise

amare o ektu help koiren amar psp e1003 firmware 6.60 amar ta ki ekebhabe hack korte parbo?
jodi na pari ki bhabe korbo?

wait kortasi bhai

[email protected]

Level 0

salam bhai…… amar PSP system software version 6.31… ami ke bhabe hack kortha pari….. thx