DDOS attack করে down করুন যে কোন website

টিউনটি আগে প্রোকাশিত হয়েছে HowTrick.Com এই সাইটে।

 

 

সবাই কেমন আছেন?আমি আজ আপনাদের দেখাব কিভাবে একটি সাইটে DDOS attack করতে হয় এবং সেই সাইট ডাউন করতে হয়।অনেকেই আমাকে এই টিউটোরিয়ালটি দেয়ার জন্য অনুরোধ করেছেন তাই আজ ভাবলাম এই বিষয়ে একটি টিউটোরিয়াল লিখি।আপনাদের সুবিধার জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়ালও তৈরি করেছি।চাইলে নিচের টিউটোরিয়ালটি দেখতে পারেনঃ

আমরা যে সাইটটি ডাউন করবো সেটির ঠিকানাঃ http://zamirhathighschool.com এটি আমার স্কুল এর সাইট।আসলে আমার স্কুল থেকে এই সাইটটি নতুন বানানো হচ্ছে,কিন্ত আমার খারাপ লেগেছে যে,যার দ্বারা এই সাইট তৈরি করে নেয়া হচ্ছে সে এই সাইটের জন্য প্রধান শিক্ষক এর কাছে ১২,০০০ টাকা যার মূল্য আমার কাছে মাত্র ৩,০০০ টাকা। প্রধান শিক্ষককে বলার পরেও তিনি ১২,০০০টাকা দিয়েই সাইটের কাজ করিয়ে নিচ্ছেন।আমি এই স্কুল এর ছাত্র ছিলাম প্রয় তিন বছর আগে,কিন্ত সেই স্কুলে আমারও টাকা আছে,শিক্ষক কি নিজের টাকা দিয়ে সাইট তৈরি করছে?না করছে না,আমাদেরই টাকা দিয়ে তৈরি করা হচ্ছে।কাজেই আমার এটা মেনে নেয়ার মতো কোন কিছু নয়।তাই আমি ভাবলাম আপাতত সাইট টা ডাউন করি,যখন স্যার এর হাতে সাইটের admin panel আসবে তখন সাইটের হোম পেজে একটা ডিফেইস মারব।কিন্ত আপাতত চিটার মার্কা মদন ডিজাইনার এর কাছে সাইটটা আছে,তাই আমার কাজ হচ্ছে সাইটটা ডাউন করা।আপনার সময় থাকলে এই সাইটে DDOS মারতেই থাকুন।

আর যারা টিউটোরিয়াল পড়ে কাজ করতে চান তারা আমাকে ফলো করুনঃ

এর জন্য আপনার প্রয়োজন হবে একটি PERL script,যার নাম দিয়েছি ltn-ddos.pl,প্রথমে আপনাকে ltn-ddos.pl ডাউনলোড করতে হবে। download করে zip file টি open করুন তাহলে ভিতরে ltn-ddos.pl নামের একটা ফাইল পাবেন সেটি আপনার kali linux এর desktop এ রাখুন এবং নতুন একটা terminal open করুন।এবং নিচের কমান্ড লিখুনঃ

প্রথম কমান্ডঃ

cd Desktop

২য় কমান্ডঃ

perl ltn-ddos.pl -dns zamirhathighschool.com

কমান্ড করার পর enter চাপুন।এবার শুরু হয়ে যাবে DDOS attack,আপনি চাইল আরো terminal open করে একই ভাবে বেশ কয়েকটা terminal এ DDOS run করান তাহলে একসাথে সব গুলো terminal যুক্ত হয়ে সেই সাইটে আঘাত হানবে।

আশা করি আপনি সঠিক ভাবে সেই সাইটে আঘাত করতে পেরেছেন।যদি কোন সমস্যা হয় তাহলে আমার উপরের ভিডিওটি দেখুন অথবা টিউমেন্ট করুন,আমি সাহায্য করার চেষ্টা করব।

ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

Level 0

আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vhai. khuuuuuuuuuuuuuuuuuuvvvvvvvvvvvvvvvvvvvvvvv sundor tune. asoleiiiiiiiiiiiii khuv sundor tune. kali linux install kore vul kori nai. ei tune gula dekhar pore. mone hochhe.
apnar facebook er sathe amar friend banaben. http://www.facebook.com/mostakim42