“সাইবার ৭১” এর কার্যক্রম এবং টেকটিউনসে কিছু তথাকথিত ব্লগারের ছাগ্লামি। [ পার্ট টু এবং ফাইনাল]

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অহেতুক সাধারন [?] বিষয় নিয়ে টিউন দেবার জন্য।  অনেকেই হয়তো শো অফ বলে মনে করবেন, তাদের জন্য অনুরোধ পুরোটা পরে তারপর মতামত জানাবেন।

টেকটিউনস সহ কোন ব্লগই আমাদের পক্ষ থেকে অফিশিয়াল কোন টিউনার নেই তাই ব্লগ গুলোতে আমাদের আনা গোনা একেবারেই কম। কিন্তু এর সুযোগ নিয়ে কিছু নামধারী ফেক আইডিকে লক্ষ্য করেছিলাম ফটোশপের স্ক্রিনশট তৈরি করে বকাবকি পর্যন্ত করে যাচ্ছিলো। আমার বোধগম্য নয় টিটি থেকে কেনো এরকম অশালীন শব্দ সহ টিউন গুলো এপ্রোভ করা হয়েছিলো।

যাই হোক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি "সাইবার ৭১" এর শুভাকাঙ্খীদের কাছে কারন আমাদেরকে বাংলাদেশের সব চাইতে বড়ো এবং একমাত্র এক্টিভ হ্যাকিং কমিউনিটি  হিসেবে এতোদুর নিয়ে এসেছেন আপনারাই।  তাই অসংখ্যা অনুরোধ ও পাচ্ছিলাম হ্যাক হওয়া সিলেট শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট রিকভার করার জন্য।

অন্য হ্যাকারদের কাছে হ্যাক হওয়া বাংলাদেশী সাইট গুলো রিকভার করে দিতাম নিজ উদ্যেগেই। কিন্তু দুইদিন আগে একটা টিউনে দেখলাম বলা আছে যে, "সাইবার ৭১" নাকি নিজেরা সাইট হ্যাক করে নিজেরাই রিকভার করে। Seriously? 🙄

খানিকটা আশাহত হলাম। তাই এতো অনুরোধ গুলো পাওয়া সত্ত্বেও চুপ ছিলাম। অপেক্ষায় ছিলাম যারা দাবী করেছিলো তাদের পক্ষে রিকভার করা সম্ভব হয় কিনা। কিন্তু তিনদিন হয়ে যাবার পরেও কারো পক্ষে সম্ভব হয় নি রিকভারের। :mrgreen:
ক্যানো ভাই? পারলেন না ক্যানো? আপনারা না সব পারেন তাহলে এই তিনদিন সাইট গুলা হ্যাক অবস্থায় পরে থাকে ক্যান? 😳

যাই হোক, সব কিছু ভুলে নিজেরাই সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট খানা রিকভার করে দিলাম। http://www.sylhetboard.gov.bd/
হ্যাক হওয়া পুরনো সংবাদঃ http://www.banglanews24.com/fullnews/bn/411487.html

.
.
.

সেই দুই একটা ফেক আইডির উদ্যেশেই শেষ কথাঃ

ভালো কাজকে সম্মান দিতে পারে না দেখেই বাংলাদেশে যোগ্য আইটি স্পেশালিস্টরা দেশে থাকে না। সারাদিন ল্যাপটপ / পিসির সামনে বসে থাকি কোন লাভের আশায় নয়, শুধু দেশের জন্যই।
ভালো কাজকে সম্মান দিতে না পারেন, অন্তত অবজ্ঞা / বকাবকি করে নিজের বংশ পরিচয় তুলে ধরবেন  না।    নিজেরা দেশের জন্য কিছু না করতে পারেন না ভালো কথা, যারা করে তাদের সমর্থন দিতে শিখুন। ছাগ্লামি নয়।  🙂

কৃতজ্ঞতায়,

Tanjim Al Fahim.
"সাইবার ৭১" এর ফ্যান পেজে আমাদের সকল আপডেট জানতে পারবেন। ফ্যান পেজঃ http://www.facebook.com/cyber71official
এছাড়া মতামত জানাতে চাইলে আমাদের গ্রুপে নজর রাখতে পারেন। গ্রুপঃ https://www.facebook.com/groups/cyber71/

এর পর থেকে হয়তো "সাইবার ৭১" সম্পর্কিত কিছু লিখবো না। সময় পেলে হ্যাকিং / সাইবার সিকিউরিটি নিয়ে লেখার ইচ্ছা রয়েছে। তরুণ সমাজকে সুস্থ ধারার হ্যাকিং এ আগ্রহী করার জন্য পরিকল্পনা ও রয়েছে। আপনাদের সমর্থন পেলে অবশ্যই শীঘ্রই টেকটিউনসেই আবার দেখা হবে। ভালো থাকবেন।

 

Level 0

আমি তানজিম আল ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hackers dont need any CSE certificate, Bcz real talent genious are always without degree..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ্ গুড জব

vai vab khana kinto awesome.. Auto like dilam. keno j tt te like button nai afsos!

😀 😀

http://www.sylhetboard.gov.bd/ এই adress এ দেখি recover by cyber 71 আবার
http://ww.sylhetboard.gov.bd/ এই adress এ দেখি hacked by faisal of pakistan
আমি কিছু বুঝলাম না। আবার বিডিনিউস২৪ এ http://ww.sylhetboard.gov.bd/ এই লিংকটাই দেওয়া

    ভাই খালি কলস বাজে বেসি । কাউকে কিছু বলার নাই । যদিও আমি এসব সম্পর্কে জানি না তাও Cyber71 team কে নিয়া কিছু সন্দেহান তে আছি । তাও তাদের বলি এগিয়ে যাক তারা ।

hm bro god tune,,,,,,,,please tune continuously for us

কি ফাহিম ভাইয়া আমার কমেন্ট অাপনি unapprove করলেন কেন???? আমি তো শুধু জানার জন্য আপনাকে প্রশ্ন করেছি এবং তা এই টিউন সঙ্গত যে http://ww.sylhetboard.gov.bd/ এই adress এ দেখি hacked by faisal of pakistan আসে কেন??? এখানে আমার উত্তর না দিয়ে আমার কমেন্ট আপনি unapprove করে দিলেন। এইটা কি কিছু হইল???

    রিজুয়ান ভাই কোথায় মনে হয় আরেকটা ল্যামিং ধরা পড়লো। 😛

    এই না হচ্ছে ব্লগার। আপনার জ্ঞান এবং ধারনা দেখে আমি অভিভূত। :v আপাতত ব্রাউজার হিস্টোরি ডিলেট অথবা নতুন ব্রাউজারে ঢুকে তারপর চেক করেন। তাও না পারলে আসে পাশে কোন ভালো কম্পিউটার কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান। কাজে দিবে। 🙂

      @তানজিম আল ফাহিম আপনি মোঃ দিদারুল ইসলাম কে ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে বললেন। ব্রাউজার ক্যাশ আর ব্রাউজার হিস্ট্রি এর মধ্যে পার্থক্য টা বোঝেন? হিস্ট্রি ডিলিট করলে কি cached site data delete হয়ে যায়? Please learn first..

foinni age se gulu vul ba faqe ta proman kor 😀

আজব নতুন ১০টা ব্রাউজার দিয়ে ঢুকছি.ভাবলাম আমার ফোনে প্রব্লেম সাইবার ক্যাফে তে গিয়ে ঢুকলাম..একবার ওনাদের পেজ টা আসতেছে একবার মেইন্টেন্সের পেজটা আসতেছে..সামর্থ 240p আর কিন্তু কথা বার্তা 1080p.. ইয়াক থুঃ…!!

এখন আমার কথা ঢাকার জন্য ভালো একটা উছিলা দেন..আপ্নারা তো ভুয়া কথা বলায় এক্সপার্ট..!!

এই আপনাদের রিকভার করা। হ্যাকার হওয়ার নুন্যতম যোগ্যতা টুকুও তো নাই। লজ্জা থাকলে নিজেকে হ্যাকার দাবি করতেন না

রিযওয়ান ভাই অনেক প্রমাণ দেখিয়েছেন । সেই তুলনাই আপনার পোস্টে তেমন কোনও প্রমাণ নাই । আর একটা কথা আপনি বললেন “যাই হোক, সব কিছু ভুলে নিজেরাই সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট খানা রিকভার করে দিলাম।” কই? সাইট ত এখনও হ্যাকড। আর আপনারা দেশের সব থেকে অ্যাক্টিভ হ্যাকার গ্রুপ বলে নিজেদের দাবি করেন বাট গুগল কিংবা বিভিন্ন মিরর সাইটে গেলে ত আপনাদের নাম অ খুঁজে পাওয়া যাই না । Team CC, BBHH, BGHH, এগুলোর নাম আসে । আপনাদের কাজের থেকে কথা বেশি । আগে রিজুয়ান ভাই এর মত প্রমাণ সহ পোস্ট করুন তারপর বুজব। আপনি বললেন রিজুয়ান ভাই খারাপ কথা use করছে । বাট আপনি তার পোস্টে কিছুই দেখাতে পারবেন না। বাট আপনার পোস্টের টাইটেল ই লিখছেন ছাগ্লামি। আপনি ত এর পরিবরতে ভাল কিছু বলতে পারতেন ।

144p বললেও বেশি হবে….

    দুনিয়াতে আপনি ই একমাত্র যে কিনা রিকভার পেজ ই দেখতে পাচ্ছেন না। সিউর আপনার উচিত আগে কম্পিউটার চালানো শিখা। 🙂

      Level 0

      vai amra kisu asi desher bahire. online a sikan hacking.parben?

      আমি যতটুকু দেখলাম তাতে মনে হচ্ছে http://ww.sylhetboard.gov.bd, http://www.sylhetboard.gov.bd এর সাব ডোমেইন, আপনি সেটা চেক না করে সবাইকে নেট চালানো শিখতে বলছেন? আপনি নিজে এই লিঙ্কে গিয়ে দেখে আসেন http://www.ww.sylhetboard.gov.bd তারপর অন্যদের নেট চালানো শিখাবেন, ধন্যবাদ…

এই দুনিয়ায় আরও কত কিছু দেখতে হবে !!!

thle to vai Gray Mckinnon, Jonathon James ora to vaber chote mongolgroho chole jeto jail khatto na.

খালি পাতিল বাজে বেশি , আপনাদের অবাস্তা দেখি তাই হয়চে,যে বস সে অন্ন্য রে গালাগাল দেই না, কাও কে ছাগল অ বলে না আপনে একটা ফাযিল ন ং ১

বড়ো বড়ো কি জিনিস ভাই । । ।
এটা হবে মনে হয়
বড় বড়

Level 0

http://ww.sylhetboard.gov.bd/ Hacked by Faisal 1337
http://www.sylhetboard.gov.bd/ Recoverd by Cyber-71

@তানজিম আল ফাহিম আপনি দেখলাম মোঃ দিদারুল ইসলাম কে কমেন্টএ ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে বললেন। ব্রাউজার ক্যাশ আর ব্রাউজার হিস্ট্রি এর মধ্যে পার্থক্য টা বোঝেন? হিস্ট্রি ডিলিট করলে কি cached site data delete হয়ে যায়?

বাংলাদেশের সব
চাইতে বড়ো এবং একমাত্র এক্টিভ
হ্যাকিং কমিউনিটি হিসেবে
এতোদুর নিয়ে এসেছেন আপনারাই।

ভাই এই কথা টার মানে কি?? কিসের আপনারা বড় হ্যাকার টিম,এমন কোন সাইট বা কাজ দেখাতে পারবেন?? যার কারনে আপনারা এই কথা দাবি করতে পারেন।।আর সারা জীবন শুধু নিজের পরিচয়ই তুলে ধরতে চাইলেন।।যেমন তেমন সাইট হ্যাক করেই আপনার উক্তিঃবাংলার নবাব ইজ ব্যাক,,হ্যাক বাই একাত্তর,আমাদের ফেইসবুক পেইজ…….,তাঞ্জিম আল ফাইম এর অফিশিয়াল পেইজ…….. আমি সেকুরিটি স্পেসালিষ্ট,,আমি অমক আমি তমক ব্লা ব্লা ব্লা………।।।আপনারা বলতে পারবেন আপনাদের দ্বারা কেউ কোন কিছু শিখতে পারছে??? বলতে পারবেন কোন হ্যাকার তার নিজের ছবি ওলা ফেইসবুক প্রোফাইল পাবলিশ করা??? আর আপনারা যে কত বড় হ্যাকার আর জনপ্রিয় তা টিউনমেন্ট দ্বারাই বোঝা যাচ্ছে।।

শুধু পারেন টিউনমেন্ট ডিলেট করা!!!না জানি কফ টিউনমেন্ট ডিলেট করছেন???

    ভাই এদেশে এখনও এমন ছাগল আছে যারা নাম কামানোর জন্য কত কিছু করে। এমনকি এখনও অটোলাইক ব্যবহার করে।

    এমন সাইট শুধু আমরাই দেখাতে পারবো যার জন্য সব চাইতে বড়ো হ্যাকিং কমিউনিটি হিসেবে দাবী করতে পারি। গুগলে আমাদের নামে সার্চ করলে নিজেই দেখে নিতে পারবেন।

    আর ২য়: হ্যাকাররা কি চোর নাকি যে ফেসবুকে ছবি আপলোড করতে পারবে না? উত্তর দিবেন আশা করি। :v

http://prntscr.com/7we79u
http://prntscr.com/7wee6v
http://prntscr.com/7weelz
এই যদি হয় রিকোভারের নমুনা।
আসলে রিকোভারের নাম করে উনি আবার ল্যামিং করে যাচ্ছেন।

আরে ফাহিম ভাই………।
কেন নিজের সম্মান টা নষ্ট করেন…
আপনি তো খালি একটা পোস্ট এর লিঙ্ক দিয়ে লুল লুল লুল শুরু করলেন???
আগে চেক করেন……।
আর আপনি কি হেড লাইনে পোস্ট করেন???
এত কনফিডেন্ট ভাল না এবং অন্যকে অপমানিত করা উচিত না।টিটি এটা মানবে না নিশ্চিত।
আশা করতে পারি।
আর আপনার পোস্ট এ তো শুধু ছাগ্লামি ছাড়া আর কিছু নাই……
বুজলেন নাকি ……………!!!!

kotha guli mansommoto.. But site is not recovered. again haked pk hacker..
PK site gulo hack koren na vai..(india er moto)?

সাইবার ৭১ একটা ফালতু হ্যাকার টিম… তাদের কাজের তুলনায় পকপকানিটা অনেক বেশিই পারে।

আপনার তো লজ্জাও নেই…. এখনও যে কিনা অটো লাইক দিয়ে বড় হতে চায়….. আর সে বলে এসব ফটোসপ…. তাই না???? আর কত মানুষকে ছাগল বলে ধোকা দিবেন? মানুষের ইমোশন নিয়ে খেলা বাদ দিন। আর খুব পারেন হ্যাকিং তাহলে দেশের অনেক বাজে অ্যাডাল্ট, ইস্কোরট, চটি সাইট আছে ওগুলো বন্ধ করে কথা বলুন। মূর্খের মত মানুষকে বোকা দিবেন না। আর আমরা আপনার আজাইরা গল্প নয় কাজ দেখতে চাই যে কাজে কোন সন্দেহ থাকবেনা।

কি রিকভার করলেন বুঝলাম না, সাব ডোমেইনে এখনো হ্যাকড বাই ফয়সাল দেখাচ্ছে, যেই লিঙ্ক কিনা নিউজ পেপারেও আসছে। আর আমার টিউমেন্ট টা এপ্রুভ করেন তাহলে সাব ডোমেইন কোনটা সবাই দেখতে পারবে… :/

মজা পাইলাম…

আপনি তো ল্যামার নাম্বার ১।।। নিজে কম্পিউটার চালানো শিখে আসেন। তারপর বড় বড় কথা বলবেন। অটোলাইক নিলেই হ্যাকার হওয়া যায় না।@তান্জিম বাল ফাকহিম

via lamar abar samne elo.. .. lamar er dea link duita dui tab a khulen.. duitar age ekta w (w) parthokko ase…
orginal ww.sylhetboard.gov.bd/
lamar http://www.sylhetboard.gov.bd/

ভাই সুন্দর হয়েছে, আপনি একজন সে আমরা জানি। তবে আপনার সাইবার ৭১ বলেছিলে নাসির ভাইয়ের পেজের মত যদি কেউ মাশরাফি ভাইয়ের পেজে বাজে কিছু আপনারা সরাসরি action যাবেন? এ কথার কাজ কি আপনারা দেখাতে পারবেন নাকি তথা কথিত কথা এটি?
ভাই যারা একটু ভদ্র ভাবে প্রশ্ন করে তাদের ভদ্র ভাবে উওর দিন।
আর ভাই আমার একটা প্রশ্ন আপনি এখন কোথায় পড়াশুনা করছেন? নাকি পড়াশুনা শেষ।