
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অহেতুক সাধারন [?] বিষয় নিয়ে টিউন দেবার জন্য। অনেকেই হয়তো শো অফ বলে মনে করবেন, তাদের জন্য অনুরোধ পুরোটা পরে তারপর মতামত জানাবেন।
টেকটিউনস সহ কোন ব্লগই আমাদের পক্ষ থেকে অফিশিয়াল কোন টিউনার নেই তাই ব্লগ গুলোতে আমাদের আনা গোনা একেবারেই কম। কিন্তু এর সুযোগ নিয়ে কিছু নামধারী ফেক আইডিকে লক্ষ্য করেছিলাম ফটোশপের স্ক্রিনশট তৈরি করে বকাবকি পর্যন্ত করে যাচ্ছিলো। আমার বোধগম্য নয় টিটি থেকে কেনো এরকম অশালীন শব্দ সহ টিউন গুলো এপ্রোভ করা হয়েছিলো।
যাই হোক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি "সাইবার ৭১" এর শুভাকাঙ্খীদের কাছে কারন আমাদেরকে বাংলাদেশের সব চাইতে বড়ো এবং একমাত্র এক্টিভ হ্যাকিং কমিউনিটি হিসেবে এতোদুর নিয়ে এসেছেন আপনারাই। তাই অসংখ্যা অনুরোধ ও পাচ্ছিলাম হ্যাক হওয়া সিলেট শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট রিকভার করার জন্য।
অন্য হ্যাকারদের কাছে হ্যাক হওয়া বাংলাদেশী সাইট গুলো রিকভার করে দিতাম নিজ উদ্যেগেই। কিন্তু দুইদিন আগে একটা টিউনে দেখলাম বলা আছে যে, "সাইবার ৭১" নাকি নিজেরা সাইট হ্যাক করে নিজেরাই রিকভার করে। Seriously? 🙄
খানিকটা আশাহত হলাম। তাই এতো অনুরোধ গুলো পাওয়া সত্ত্বেও চুপ ছিলাম। অপেক্ষায় ছিলাম যারা দাবী করেছিলো তাদের পক্ষে রিকভার করা সম্ভব হয় কিনা। কিন্তু তিনদিন হয়ে যাবার পরেও কারো পক্ষে সম্ভব হয় নি রিকভারের। 
ক্যানো ভাই? পারলেন না ক্যানো? আপনারা না সব পারেন তাহলে এই তিনদিন সাইট গুলা হ্যাক অবস্থায় পরে থাকে ক্যান? 😳

যাই হোক, সব কিছু ভুলে নিজেরাই সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট খানা রিকভার করে দিলাম। http://www.sylhetboard.gov.bd/
হ্যাক হওয়া পুরনো সংবাদঃ http://www.banglanews24.com/fullnews/bn/411487.html
.
.
.
সেই দুই একটা ফেক আইডির উদ্যেশেই শেষ কথাঃ
ভালো কাজকে সম্মান দিতে পারে না দেখেই বাংলাদেশে যোগ্য আইটি স্পেশালিস্টরা দেশে থাকে না। সারাদিন ল্যাপটপ / পিসির সামনে বসে থাকি কোন লাভের আশায় নয়, শুধু দেশের জন্যই।
ভালো কাজকে সম্মান দিতে না পারেন, অন্তত অবজ্ঞা / বকাবকি করে নিজের বংশ পরিচয় তুলে ধরবেন না। নিজেরা দেশের জন্য কিছু না করতে পারেন না ভালো কথা, যারা করে তাদের সমর্থন দিতে শিখুন। ছাগ্লামি নয়। 🙂
কৃতজ্ঞতায়,
Tanjim Al Fahim.
"সাইবার ৭১" এর ফ্যান পেজে আমাদের সকল আপডেট জানতে পারবেন। ফ্যান পেজঃ http://www.facebook.com/cyber71official
এছাড়া মতামত জানাতে চাইলে আমাদের গ্রুপে নজর রাখতে পারেন। গ্রুপঃ https://www.facebook.com/groups/cyber71/
এর পর থেকে হয়তো "সাইবার ৭১" সম্পর্কিত কিছু লিখবো না। সময় পেলে হ্যাকিং / সাইবার সিকিউরিটি নিয়ে লেখার ইচ্ছা রয়েছে। তরুণ সমাজকে সুস্থ ধারার হ্যাকিং এ আগ্রহী করার জন্য পরিকল্পনা ও রয়েছে। আপনাদের সমর্থন পেলে অবশ্যই শীঘ্রই টেকটিউনসেই আবার দেখা হবে। ভালো থাকবেন।
আমি তানজিম আল ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hackers dont need any CSE certificate, Bcz real talent genious are always without degree..
🙂