“সাইবার ৭১” এর কার্যক্রম আর ব্লগে কিছু ছাগল সমাজের জবাব।

গত কয়েকদিন ধরেই লক্ষ্য করে যাচ্ছি টেকটিউনসে কিছু নামধারী টিউনারের লাফ ঝাপ যাদের যোগ্যতা শুধু টিউনেই সীমাবদ্ধ। টেকটিউনস টীম ও ব্যক্তিগত ভিত্তিহীন আক্রমনাত্নক টিউন গুলো রেখে বেশী সময় রেখে দেওয়ায় অনেকেই বিভ্রান্তের শিকার হয়।  😥 তাই বাধ্য হয়ে জবাব লিখতেই বসলাম। 😛

প্রথমেই আসি সেই টিউনারের ব্যাপারে। [Rizwan bin Sulaiman]
যাই হোক, অবশেষে তিনি নিজেই স্বীকার করলেন যে তিনি আমার কাছে হ্যাকিং শিখতে এসেছিলেন এবং বহু তেল তুলসি মাখার পরেও যখন শিখতে পারলেন না তখন ব্লগে ব্লগে ছাগ্লামি শুরু করে দিলেন।
ক্যানো ছাগ্লামি বলছি তা পুরো টিউনেই উত্তর পেয়ে যাবেন।

 

 

শুরুতেই তিনি বলেছেন "সাইবার ৭১" এর মন্ত্রণালয় স্বীকৃত এর কথা যেখানে আমরা আমাদেরকে নিয়ে  আইসিটি মন্ত্রনালয়ের এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার ফখরুজ জামান সহ ঊর্ধ্বোতন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস কনফারেন্সের লিঙ্ক দেওয়া হয়েছে তবুও সে সন্দীহান। প্রেস কনফারেন্সেই  বলা হয়েছে  আমরা তাদের থেকে একটি টাকাও নিতে রাজি হই নি। অথচ আইডি কার্ড তাকেই দেওয়া হয় যে কিনা আর্থিক চুক্তিবদ্ধ এবং সরাসরি জড়িত।

মন্ত্রী মহোদয়রা যখন ফেসবুকে আমাদের নিয়ে রিভিউ লিখে ভালো কিছু বলে তখন আবার মন্ত্রনালয়ের ব্যাপার চলে যায়। মাননীয় তথ্য প্রতি মন্ত্রী পলক ভাইয়ের রিভিউ দেখে তাদের দাবী পলক ভাই হ্যাকিং সম্পর্কে কিছু জানে না তাই এতো ভালো ভালো রিভিউ... ব্লা ব্লা ব্লা।

ইয়েস, আমরাও বলি পলক ভাই একজন হ্যাকার না এবং হ্যাকিং সম্পর্কে জানবে না এটাই স্বাভাবিক। কিন্তু তারা আপনার মতো ফেসবুক ফেক আইডিকে হ্যাকার হিসেবে মনে করে না। যারা সত্যিকার হ্যাকার তাদের কখনো আপনার মতো হ্যাকার দাবী করে ফেসবুক আইডি লিঙ্ক করে ব্লগ লিখে টিউন করতে  হয় না।
বাংলাদেশের গত দুই বছরে বড়ো এবং প্রশংসনীয় সব গুলা হ্যাক্টিভিটি ই একমাত্র যে গ্রুপটার তাকে তারা ভালো রিভিউ দিবে নাকি আপনার মতো হ্যাকার দাবী করা ফেসবুক ফেক আইডিকে যাদেরকে আজ পর্যন্ত কেউ হ্যাকিং এর ধারে কাছেই দেখলো না।

পয়েন্টঃ আপনি প্রথম টিউনে যে সকল পয়েন্ট গুলো দাবী করেছিলেন সে গুলোর উত্তর দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিলো প্রমান সহ লিঙ্ক দিতে। দুঃখজনক হলেও সত্যি তিনি উনার দাবীকৃত সকল পয়েন্ট ই এড়িয়ে গিয়েছেন এবং ফেক স্ক্রিনশট গুলোর ও আশ্রয় নিয়েছেন।

গত টিউনে প্রতিটা পয়েন্টের উত্তর দিয়েছিলাম, এড়িয়ে গিয়েছে। আমি জানি এখানে সব গুলার উত্তর দিলে সেম ভাবেই এড়িয়ে যাবে। উত্তর দেওয়ার আগে আসুন জেনে নেই তাদের দৌড় আর "সাইবার ৭১" এর কার্যাবলী সম্পর্কে।

তাদের গ্রুপে হ্যাকার হিসেবে জয়েন করতে হলে হ্যাকিং জানতে হয় না। রিজওয়ান এর মতো ফেক আইডি থাকলেই হলো যারা হ্যাকিং শিখার জন্য "সাইবার ৭১" এর পা চাটাচাটি ই করতো।
প্রমান দেখে নিন।    

এইবার ক্লিয়ার হলো কাহিনী? যেই তথাকথিত হ্যাকার গ্রুপের প্রধান লক্ষ্য ৩০ টা ফেক আইডি তাদের থেকে আপনি এসব ফেক স্ক্রিনশট সহ ব্লগটিউন ছাড়া আর কি আশা করতে পারেন?

এক পয়েন্টে তিনি দাবী করেছেন, নাইলা নাইমের সাইট আমরা ডোমেইন কিনে হ্যাক করেছিলাম। Seriously? 🙄
প্রথমে যখন নাইলার ওয়েবসাইট হ্যাক করে উপযুক্ত জবাব দিয়েছিলাম বাধ্য হয়ে নাইলা অস্বীকার করেছিলো এটা তার সাইট না। পরে "সাইবার ৭১" থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিলো সাইট উন্মুক্ত করলে আবার দেখিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে নতুন ওয়েবসাইট [ Wikipedia তে যেটা দেওয়া সেটাই হ্যাক করা হয় আবার। এবং গর্ব করেই বলি এরকম আক্রমন শুধু একটা গ্রুপের পক্ষেই সম্ভব, বাকীদের দৌড় শুধু ফেসবুক আর ব্লগ। 🙂 ]
মিররঃ http://www.zone-h.org/mirror/id/23827336

সংবাদঃ http://www.risingbd.com/detailsnews.php?nssl=98081
আরেকটা পয়েন্টের উত্তর দেই, কয়েকদিন আগে বিশ্বকাপে বাংলাদেশের সাথে অন্যায় এবং অবৈধ পন্থা নেওয়ায় ভারতের সাথে সাইবার যুদ্ধে আমরা একাই ৫ হাজারের বেশী ওয়েবসাইট হ্যাক করেছিলাম যার প্রতিটা লিঙ্ক পেজে দেওয়া হয়েছিলো।
এছাড়া অধিনায়ক ধোনী এর ওয়েবসাইট হ্যাক করেছিলাম। লিঙ্কঃ click here
সেই সাথে কিংস এলেভেন পাঞ্জাব সহ আরো অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট হ্যাক করেছিলাম। এবং ইসরাইল এম্বাসি ভারত + ভারত এম্বাসী যুক্তরাজ্য, ব্যাংকক সহ বিশ্বের প্রয়োজনীয় ১৬ টির বেশী রাষ্ট্রীয়  দুতাবাসের ওয়েবসাইটেই আক্রমন করে আমাদের বার্তা ঝুলিয়ে ভিসা সংক্রান্ত সকল তথ্য  মুছে দিয়েছিলাম। যেটা অনেকেই এযাবৎ কালে ভারতের ইতিহাসে সেরা এবং সব চাইতে ভয়াবহ সাইবার  আক্রমন হিসেবে মনে করে। click here

যখন ই বলা হয় প্রমান দেখাতে আমরা আমাদের কার্যক্রম গুলো দেখিয়ে দেই। যদি তারা আমাদের থেকে ভালো কিংবা আমাদের সম পর্যায়ের মনে করে তাহলে চ্যালেঞ্জ তো রইলোই। বড়ো বড়ো ওয়েবসাইট লাগবে না, ১৬ টা রাষ্ট্রীয় ওয়েবসাইট ই তো নয়তো আমাদের মতো হ্যাক করে দেখাক। আর না পারলে আবার আমাদেরকে চ্যালেঞ্জ দিক, করে দেখাই। 😎  কারন, তাদের কাছে যেগুলা স্বপ্ন আমাদের প্রধান আক্রমনের লক্ষ্য থাকেই ওই সাইট গুলো। আর এসকল কারনেই "সাইবার ৭১" এখন বাংলাদেশের একমাত্র এক্টিভ এবং সবচাইতে বড়ো হ্যাকিং কমিউনিটি।

 

আর তাদের  কার্যক্রম বলতে ফেসবুক ছাড়া  আরো কিছু আছে। "সাইবার ৭১" এর কোন নিজস্ব সাইট নেই সেটা সবাই ই জানে। কিন্তু লেমিং এর এক পর্যায়ে দুইদিন আগেও ডোমেইন কিনে দাবী করেছিলো তারা আমাদের সাইট হ্যাক করেছে এবং পরে পাবলিকের কাছে মিথ্যাচার ধরা খেয়ে নাকানি চুবানি খেয়ে দৌড়ে পালিয়েছে। প্রমানঃ click here

পরে সেখান থেকে বলা হলো ডোমেইন হাইজাক যেহেতু দাবী করা হয়েছে তো পারলে আমার ওয়েবসাইট imtanjim.com  ই হ্যাক করে দেখাক। তখন বলা হয় সাইট ব্লগার তাই হ্যাক করা যাবে না। :v আচ্ছা, ডোমেইন হাইজাক করতে পারলে এখানে হোস্টিং এর ব্যাপার আসে ক্যানো? যারা ডেভেলপিং সম্পর্কে জ্ঞাত তারা নিশ্চয়ই জানেন ডোমেইন হ্যাক করতে হলে হোস্টিং অথবা সাইট কি সেটা দেখার দরকার নেই। শুধু ডোমেইন হ্যাক করলেই হয়।
এবার আপনি ই দেখুন, এদের জ্ঞান সম্পর্কে। 🙂

 

আমাকে উদেশ্যমূলক তিনি যে সকল ছবি গুলা স্ক্রিনশট আকারে দিয়েছে দেখলেই বুঝবেন কোন প্রমানহীন এবং ফেক। ফটোশপেও ফন্টের ব্যবহারটা করতে পারে নি ঠিক মতো। আফসোস। :v

 

 

 

এবার পার্থক্য নিজেই দেখে নিন। তথাকথিত এক হ্যাকার গ্রুপের দাবী "সাইবার ৭১" কিছু পারে না অথচ দুইদিন আগে তারাই আমাদের কাছে হ্যাকিং শিখার জন্য বসে থাকতো। তর্কের খাতিরে মেনেই নিলাম "সাইবার ৭১" কিছুই জানে না, তাহলে বাংলাদেশের গত দুই বছরের বড়ো হ্যাক্টিভিটি গুলো একমাত্র "সাইবার ৭১" ই ক্যানো? 😆  তারা বসে বসে কি করে? 😯
ভুলেই গেছি, তাদের তো কাজ ই শুধু ফেসবুকের ৩০ টা ফেক আইডি তৈরি করা আর ব্লগে ফেক স্ক্রিনশট দেওয়া। 😆  :mrgreen:

কথা গুলো হয়তো অনেকেই মনে করবেন যে ব্যক্তিগত ক্ষমতা দেখানোর জন্য বলা, কিন্তু সত্যিকার অর্থে বলা হয়েছে কিছু ছাগলের ছাগ্লামির জবাব দেবার জন্যই।  তিনি টিউন ক্যানো দেয় বলতে পারবেন?
"সাইবার ৭১" নিয়ে টিউন দিলে একটু বেশি মানুষ দেখবে এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। :v অথচ এই ছেলেই দুইদিন আগে "সাইবার ৭১" এর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলতো। 🙄  এখন ছাগ্লামির কারন, কেউ কার্ডিং শিখে মানুষের টাকা মেরে খাবে তাকে কখনোই হ্যাকিং শিখাই না। 😳

 

তার আরেকটি লক্ষ্য "সাইবার ৭১" কে নিয়ে টিউন করলে হিট হবে। ভিউয়ার্স বাড়বে যারা ফেসবুকে ওরে নক দিবে।

দেখে নিন তার টিউনে লেখাটি।

 

দেখুন, এই ভিজিটর আনার জন্য সে কি করতেছে। :v তামিল তেলেগু ছবির নায়কদের টিউনেও লিঙ্ক টিউমেন্ট করতেছে... :v

 

 

এবার তো প্রমান হয়ে গেছে ছাগলদের প্রধান লক্ষ্য হচ্ছে আপনার আমার এটেনশন নেওয়া ছাড়া আর কিছুই না।  আমরাও চাই বাংলাদেশে আমাদের প্রতিদন্ধী তৈরি হোক, কিন্তু সেটা অবশ্যই কাজের মাধ্যমে। ফেসবুকে বকাবকি আর ব্লগে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানিয়ে কিছু মানুষকে বোকা বানানো যায় ঠিক ই কিন্তু যোগ্যতা প্রমান করা যায় না। যোগ্যতা প্রমান হয় শুধু কাজের মাধ্যমে যেটা "সাইবার ৭১" সব সময় প্রমান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ প্রমান করে যাবে।

আর টেকটিউনস টিমের প্রতি অনুরোধ রইলো, তারা যাতে প্রমানহীন এসকল  ব্যক্তিগত আক্রমন এর জন্য ছাগ্লামি টিউন এপ্রোভ করার আগে যাচাই বাছাই করে।  আজকে হয়তো উত্তর দিলাম, কিন্তু সময়ের অভাবে প্রতিটা উত্তর নাও দেওয়া হতে পারে। তখন অনেকেই বিভ্রান্তের শিকার হতে পারে।

আশা করি টিউনটি পড়ে নিজেই বুঝে গেছেন কারা সত্যিকার হ্যাকার গ্রুপ আর কারা এক সময় আমাদের কাছে হ্যাকিং শিখতে চেয়ে না পেরে এখন ফেসবুক আর ব্লগে ছাগ্লামি করে বেড়ায়। সত্যিকার হ্যাকারদের সমর্থন করুন যারা দেশের জন্য সর্বদাই সব কিছু উর্ধে থেকে কাজ করে যাচ্ছে। আপনাদের সমর্থন ই আমাদের চলার পথকে এতোটা সুন্দর করেছে এবং প্রতিটা মুহুর্তে এগিয়ে যেতে সাহায্য করে যাচ্ছে।

কৃতজ্ঞতায়,

Tanjim Al Fahim

~ "টীম সাইবার ৭১"

Level 0

আমি তানজিম আল ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hackers dont need any CSE certificate, Bcz real talent genious are always without degree..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোথায় আগার তলা আর কোথায় গাছ তলা 😀 😀 😀 😀 সেইম কোথায় ৩৫ টা প্রমান আর ৩ হাজার + শ্বব্দ আর কোথায় ৩-৪ টা প্রামান আর ৫০০+ শ্বব্দ । তাঞ্জিম ভাই কাইন্ডলি একটু বলবেন এটাই কি সেই টিউনের জবাব ?

    এটাই সেই টিউনের জবাব। যার মাথায় ঘিলু আছে সে এতোটুকু পরলেই সম্পুর্ন ব্যাপার সম্পর্কে জ্ঞাত হবে। পুর্বের টিউনের প্রতিটা জবাব দিয়ে পাল্টা প্রমান চেয়েছিলাম কিন্তু উত্তর এখনো পাই নি, এছাড়া কোন আলাদা প্রশ্ন থাকলে করতে পারেন। তবে উত্তর পাওয়ার পড়ে আমার সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করে যেতে হবে আপনাকে। 🙂 রাজি থাকলে প্রশ্ন করেন।

      ভাই আপনার এই এক কমন ডাইলোগ > আমার সময় নস্ট করার জন্য দুঃখ প্রকাশ করবেন 😀 😀 D: D:D হুম , অবশ্যই করব দুঃখ প্রকাশ যদি আপুনি সঠিক উত্তর দেন ।

      ১ম। আপুনি এত ব্যাস্ত তাইলে কেন টিটিতে টিউন লিখেন? আপুনি এর ব্যাস্ত তাইলে কেন আমাদের কমেন্ট পড়ুন
      ২য়। আপুনি অটো লাইক ইউজ করেন? তার কিন্তু যথেষ্ট প্রামান আছে।
      ৩য়। আপুনি ২০ হাজার টাক চাইছেন sql শিখানোর জন্য? এটা আপুনি অসিক্বার করবেন?
      ৪। আপুনি স্ট্যাটাসে বলেন আপুনি ইথিক্যাল হ্যাকার আর অন্যদিকে (এসিড খান) বলেন ব্ল্যাক হ্যাকার (২ নাম্বারি কেন)
      ০৫। আপুনি শো অফ করে সট্যাটাস দেন কিন্তু তার কি আজ অবদি বাস্তব হয়েছে? অভিনয়,এড,সেমিনার, ডাকা বিশ্ব বিদ্যালায়?

      😛 😛
      যদি এই গুলার উত্তর দিয়ে দেন তাইলে আপনার সময় নস্ট করার জন্য দুঃখিত । আর হে যদি না পারেন তাইলে? 😀

        ১ম। আমি সবার উত্তর ই দিয়েছি এবং কমেন্ট পড়েছি।
        ২য়। সেখানে যেই প্রমান দেওয়া আছে একটা আমার পেজের আর একটা আমার আইডির। hi hello লিখে পোষ্ট দিলে সেই পোষ্টের লাইক কম পরবে এটাই স্বাভাবিক। আমার ফেসবুক পেজ ই যতো এক্টিভ তাই যথেষ্ট। এইবার বলেন পেজেও অটোলাইক নেওয়া যায়? :v [ Btw, আপনারা বলেন ই প্রমান আছে, এখনো পাইলাম না।]

        ৩। “সাইবার ৭১” এর একটা মেম্বার কেও টাকা নিয়ে শিখানো হয় না। কিন্তু যারা ফেসবুকে মেসেজ জ্বালায় তাদের ২০ হাজার কম চাইছি, কিছু ছাগলদের ৫০ হাজার / ১ লাখ ও বলে দিছি যাতে না জ্বালায়।

        ৪। MR. Acid Khan এর সময় “সাইবার ৭১” ছিলো না। তখন আর এখন আলাদা। ক্লাস ওয়ান আর ইউনিভার্সিটি যেমন আলাদা।

        ৫। কোনটা বাকী আছে জানান? 🙂 ফিল্ম গুলোর ইউটিউব লিঙ্ক আমার পেজেই পাবেন, আর সেমিনারের লিঙ্ক তো আপনাদের টিটিতেই আছে। নাকি চোখ নাই? 🙂 আর ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কথা বলাই আছে আগস্টে… এখন কি মাস? যদি এখন আগস্ট না হয়ে থাকে তাহলে আমার সময় নষ্ট করার জন্য সরি বলে জান। 🙂

          আপুনি আপনার প্রথম টিউনের জবাব দিয়েছিলেন? এবং সেই পুস্ট এ কয়টা কমেন্ট আছে বলতে পারবেন? আপুনি কমেন্ট গুলা ডিলেট দিলেন কেন? আপনাকে কখন ও টিটিতে কোন টিউন লিখতে দেখি নি 😀 কিন্তু আপুনি 4 July, 2015 তারিখে টিটিতে একাউন্ট খুলেছেন এবং ২ টা টিউন লিখেছেন 😀 😀 চর এর মনে পুলিশ পুলিশ 😀 এর জন্য কি আপুনি একুন্ট খুলেছেন । আপুনি সারটিফকেট প্রাপ্ত ! কই সেই সার্টিফিকেট? 😛 আর তো রিয়েছে প্রগারমিং ছারা হ্যাকিং শিখার knowladge 😛 😛

          আমি কোথায় বলেছি সার্টিফিকেট প্রাপ্ত? 🙂

          স্বীকৃত হওয়ার ব্যাপারে উপরেই পোস্ট দেওয়া আছে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কথা বলাই আছে আগস্টে… এখন কি মাস? যদি এখন আগস্ট না হয়ে থাকে তাহলে আমার সময় নষ্ট করার জন্য সরি বলে জান।

          [ আপনি কথা দিয়েছিলেন আপনি সরি বলবেন। ] 🙂

      আপুনার রিপ্লাই পড়ে আমি এ ব্যাপারে জ্ঞাত হলাম যে বাংলাদেশে কেবল আপুনিই জ্ঞানী ও বুদ্ধিমান প্রাণী

      Level 0

      হায়রে তাঞ্জিম!! তোরে মামা আগে বাংলাদেশের গর্ব মনে করতাম। আজ কি দেখলাম। প্রমানের সাথে যুক্তি। তোমারে মামা একেবারে পথে নামাই দিছে। 😀 মাত্র এই কয়টা যুক্তি! নগদে বোল্ড। হ্যাকিং কইরা কাজ নাই ফিডার ধর না হলে অইডাও হারাবি।রিজওয়ান ভাইয়ের পোস্টটা টিটি তে খুইজা পাইলাম না। তবে হ্যা যুগটেক নামক সাইট-টাতে তো ফাটাই দিছে। অভার অল ৫,০০০ ভিউস ৬.২০ এ দেখলাম। যারা টিটির পোস্ট খুইজা পান নাই তাদের জন্য http://www.zugtech.com/hacking/post-id/9547 লুল রে লুল 😛 😛

    Level 0

    হায়রে তাঞ্জিম!! তোরে মামা আগে বাংলাদেশের গর্ব মনে করতাম। আজ কি দেখলাম। প্রমানের সাথে যুক্তি। তোমারে মামা একেবারে পথে নামাই দিছে। 😀 মাত্র এই কয়টা যুক্তি! নগদে বোল্ড। হ্যাকিং কইরা কাজ নাই ফিডার ধর না হলে অইডাও হারাবি।রিজওয়ান ভাইয়ের পোস্টটা টিটি তে খুইজা পাইলাম না। তবে হ্যা যুগটেক নামক সাইট-টাতে তো ফাটাই দিছে। অভার অল ৫,০০০ ভিউস ৬.২০ এ দেখলাম। যারা টিটির পোস্ট খুইজা পান নাই তাদের জন্য http://www.zugtech.com/hacking/post-id/9547 লুল রে লুল 😛 😛

টেকটিউনটাও নোংরা করার জন্য উঠে পরে লাগছে হাতে মাইক ওয়ালা কিছু হকার..এত ভালো হ্যাকিং টিম হলে না সেরা হ্যাকিং টিম গুলোর পাশে আপনাদের নাম থাকত..প্রকৃত হ্যাকার কোন দিন ফেসবুকে সেলফি দেয় না..সরকারি সরকারি করে চিল্লায় ও না তাদের কাজ এম্নিতেই সবাই জেনে যায়..মাইক লাগিয়ে নিজেদের কাজ কাম প্রচারের ক্ষেত্রে আমি বলব ১নাম্বারে আছে সাইবার ৭১..কারন তারা যে কাজই করুক সব জায়গায় পোস্ট দিয়ে জানায় টেকটিউন তো সবার আগে নোংরা করে সেসব কাজের টিউন দিয়ে সাথে ওনাদের মতই কিছু 3rd Class NewsSite তো আছেই..আর বিডি গ্রে হ্যাট তো আছেই তারা তো ফেসবুক পেজ প্রমোট করে সবাইকে জানায়..আর সত্য কোন কথা বললে সাথে সাথে তাদের ফেসবুক পেজ থেকে ব্যান..ভালো কথা বলতে গিয়ে সাইবার ৭১,বিডি গ্রে হ্যাট হ্যাকার দুইটা পেজ থেকেই ব্যান করা হইছে আমাকে..যাই হোক আশা করি মাইকটা ডাস্টবিনে ফেলে দিবেন আর এইসব ছ্যাছড়ামি ছেড়ে দিবেন…আর বাংলার সাইবের স্পেস নোংরা করা থেকে দূরে থাকবেন প্লিজ..

প্রকৃত হ্যাকার কোন দিন ফেসবুকে সেলফি দেয় না…. হ্যাকাররা কি চোর নাকি যে সেলফি দিতে পারবে না? 🙂

যেখানে প্রশাসন থেকে আমাদের সহায়তা নেওয়া হচ্ছে সেখানে কেনো আমরা চোরের মতো থাকবো? আর আপনি চান “সাইবার ৭১” বাংলাদেশ সাইবার স্পেস ছেড়ে চলে যাক? দেশের জন্য আমাদের যে কাজ গুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি সেগুলা সে গুলা আপনি করতে পারবেন? তাহলে কথা দিচ্ছি, সাইবার স্পেস ছেড়ে চলে যাবো।

    ছিঃ ছিঃ ভাইয়া! 🙁 🙁 আপনাকে আবারো এভাবে পচানো হলো। সত্যি অনেক খারাপ লাগছে। আমাদের বান্ধবিরা আপনার অনেক ফ্যন ছিল। আর এখন আমি তাদেরকেও লিঙ্কটি শেয়ার করে দিলাম http://www.zugtech.com/hacking/post-id/9547 । আসলেই আপনি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। এগুলো একদমি ঠিক না। রিজওয়ান ভাইকে আবারো ধন্যবাদ তার এই সুন্দর ব্যাখ্যা মূলক টিউনের জন্য।

:V :V :V
Onek valo laglo..
Cyber 71 er kajgulo 2 years dhore dekhchi.. it’s great

    ধন্যবাদ। আশা করি যারা সত্যিকার হ্যাকার এবং মুল্যবান সময় গুলো নষ্ট করে যাচ্ছে দেশের জন্য তাদের সমর্থন দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো প্রজেক্ট এবং আক্রমন দেশ বাসীকে উপহার দিতে পারে। 🙂

আপনার প্রতিহিংসা দুর করুন।

    কথা গুলো আমাকে না বলে অন্যদের বললেই ভালো হয়। আমি শুধু জবাব দিয়েছি। হিংসা নয়। 🙂

      বাংলাদেশ বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে চলেছে। তাই অনলাইন জগতে এর নিরাপত্তাও দিন দিন দরকার হচ্ছে। বাংলাদেশে তেমন বিশ্বমানের প্রোগ্রামার নাই যা আমেরিকা, রাশিয়া, চীন ও আরো বহুদেশে আছে তারপরও বাংলাদেশ পিছিয়ে নাই। যে যেখানেই আছে সবার উচিত বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের অনলাইন জগতকে রক্ষা করা। আমাদের মত অনেক ব্যক্তি আছে যখন শুনি বাংলাদেশের একটি গ্রুপ/ব্যক্তি অন্য দেশের অপশক্তিকে প্রোটেক্ট করেছে বা বাংলাদেশের সরকারি/বেসরকারি সাইট অপশক্তির হাত হতে রক্ষা করছে এবং দেশের অপমানের প্রতিশোধ নিয়েছে……… তখন খুবই ভাল লাগে, বুকটা গর্বে ভরে যায়।
      .
      .
      .
      আপনাদের দুজনকেই বলছি…..> এভাবে বিভিন্ন ব্লগে বা ফেসবুকে ঝগড়া না করে সবাই একসাথে দেশকে রক্ষা করুন।
      কারন…. ব্যক্তির থেকে দেশ বড়, দেশ থেকে ব্যক্তি বড় নয়।
      .
      .
      আপনাদের মত প্রতিভা কয়জনের আছে বলেন। এখন যদি আপনারাই এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ ঘোষনা করেন তাহলে বিদেশীরা তো সুযোগ পাবে আমাদের ক্ষতি করার।
      .
      .
      কে বড়, কার কত হাত, কার মন্ত্রনায়লে যোগযোগ বেশি, কার সাথে/বা কোন গ্রুপের সাথে জুনায়েদ আহমেদ পলক স্যারের যোগযোগ বেশি বা কাকে/কোন গ্রুপ-কে স্যার চিনে..এসব না ভেবে মন দিয়ে নিজের কাজ করে, একদিন কাজই আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে।
      .
      .
      .
      আমি হ্যাকিং জানি না তবে এই জগতে মাঝে মধ্যে ঘুরি, তেমন কিছু বুঝি না শুধু জিনিষগুলো কি তা দেখি প্রয়োজনে সেভ করি (www.link-base.org এখানে যতগুলো হ্যাকিং সাইট আছে প্রায় সবগুলোইতে আমি মাঝে মাঝে ঘুরা ঘুরি করি, কিছু পারি আর না পারি)
      .
      .
      .
      পরিশেষে বলব নিজেদের বড় করতে গিয়ে যেন দেশের কোন ক্ষতি না হয় বা শুধু আপনাদের কারনে যেন বাহিরের অপশক্তি বাংলাদেশের কোন ক্ষতি করতে না পারে। আমরা কি পারি না আমেরিকা, চীন, রাশিয়া দেশগুলোর মত শক্তিশালি প্রোগ্রামার হিসাবে কোন পরিচিতি লাভ করতে। .
      .
      .
      .
      আসুন আমরা একযোগে কাজ করি। ধন্যবাদ সবাইকে…

লুল সরি তো বলব যখন দেখব আমার সব প্রশ্ন গুলার উত্তর সটিক ভাবে পাইছি তার আগে আপনাকে এই সব (!) করার জন্য সরি বলতে হবে 😀

    বাংলাদেশ বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে চলেছে। তাই অনলাইন জগতে এর নিরাপত্তাও দিন দিন দরকার হচ্ছে। বাংলাদেশে তেমন বিশ্বমানের প্রোগ্রামার নাই যা আমেরিকা, রাশিয়া, চীন ও আরো বহুদেশে আছে তারপরও বাংলাদেশ পিছিয়ে নাই। যে যেখানেই আছে সবার উচিত বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের অনলাইন জগতকে রক্ষা করা। আমাদের মত অনেক ব্যক্তি আছে যখন শুনি বাংলাদেশের একটি গ্রুপ/ব্যক্তি অন্য দেশের অপশক্তিকে প্রোটেক্ট করেছে বা বাংলাদেশের সরকারি/বেসরকারি সাইট অপশক্তির হাত হতে রক্ষা করছে এবং দেশের অপমানের প্রতিশোধ নিয়েছে……… তখন খুবই ভাল লাগে, বুকটা গর্বে ভরে যায়।
    .
    .
    .
    আপনাদের দুজনকেই বলছি…..> এভাবে বিভিন্ন ব্লগে বা ফেসবুকে ঝগড়া না করে সবাই একসাথে দেশকে রক্ষা করুন।
    কারন…. ব্যক্তির থেকে দেশ বড়, দেশ থেকে ব্যক্তি বড় নয়।
    .
    .
    আপনাদের মত প্রতিভা কয়জনের আছে বলেন। এখন যদি আপনারাই এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ ঘোষনা করেন তাহলে বিদেশীরা তো সুযোগ পাবে আমাদের ক্ষতি করার।
    .
    .
    কে বড়, কার কত হাত, কার মন্ত্রনায়লে যোগযোগ বেশি, কার সাথে/বা কোন গ্রুপের সাথে জুনায়েদ আহমেদ পলক স্যারের যোগযোগ বেশি বা কাকে/কোন গ্রুপ-কে স্যার চিনে..এসব না ভেবে মন দিয়ে নিজের কাজ করে, একদিন কাজই আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে।
    .
    .
    .
    আমি হ্যাকিং জানি না তবে এই জগতে মাঝে মধ্যে ঘুরি, তেমন কিছু বুঝি না শুধু জিনিষগুলো কি তা দেখি প্রয়োজনে সেভ করি (www.link-base.org এখানে যতগুলো হ্যাকিং সাইট আছে প্রায় সবগুলোইতে আমি মাঝে মাঝে ঘুরা ঘুরি করি, কিছু পারি আর না পারি)
    .
    .
    .
    পরিশেষে বলব নিজেদের বড় করতে গিয়ে যেন দেশের কোন ক্ষতি না হয় বা শুধু আপনাদের কারনে যেন বাহিরের অপশক্তি বাংলাদেশের কোন ক্ষতি করতে না পারে। আমরা কি পারি না আমেরিকা, চীন, রাশিয়া দেশগুলোর মত শক্তিশালি প্রোগ্রামার হিসাবে কোন পরিচিতি লাভ করতে। .
    .
    .
    .
    আসুন আমরা একযোগে কাজ করি। ধন্যবাদ সবাইকে…

    এখনো কোন প্রশ্নের উত্তর পাওয়া বাকী? নাকি চোখ বন্ধ করে আছেন? 🙂

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। কে হ্যাকার কে ল্যামার এইগুলা নিয়ে চিল্লা চিল্লি না করে যারা অনলাইনে দেশ কে আক্রমন করে,ঐসব ভিনদেশী হ্যাকার দের উপর আক্রমন করলে দেশের জন্য সবচেয়ে ভালো কাজ হবে। নিজেদের পরিচয় প্রমান না করিয়ে দেশের জন্য কাজ করুন আমরা স্যালুট জানাবো।

GOOD খেলা ভাল জমেছে ।প্রমান দেন কে ভালো কে খারাপ ।যে না দেয় সেই খারাপ ।আমি আপনার কাছে চাইলাম না দিলে আপনি খারাপ ।ভালো চলতে থাকুক ।ধন্যবাদ খেলা দেখানো জন্য

আল্লাহ্‌ই জানেন কবে আপনাদের এই লুলামি শেষ হবে। টিটির পরিবেশ একদম নষ্ট হয়ে যাচ্ছে।

পাকিস্থান আমাদের কোষ্ট গার্ডের ওয়েবসাইট হ্যাক করেছ, আপনারা পারলে ন্যাটোর ওয়েব সাইট হ্যাক করে বলবেন আমি হ্যাকার..
আর তানজিম আল ফাহিম ভাই আপনি আগে ইংলিশ শিখেন আপনার গ্র্যামার এ অনেক ভূল হয়,, ভাল ইংলিশ না বুঝলে নিজেকে কিন্তু বেশী দিন বিশ্ব সেরা হ্যাকার দাবি করেত পারবেন না।

টিউনটি পড়ার মত যথেষ্ট সময় বা ইচ্ছা আমার নাই। কিন্তু আমার কাছে উনার টিউনের চেয়ে অন্যসবার কমেন্টকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাই কমেন্ট পড়ে পরিস্থিতি বুঝলাম। আসলে সত্যি কথা বলতে সাইবার ৭১ একটি হ্যাকার গ্রুপ না। ওরা সবাই বিজনেসম্যান। ব্যাবসাই ওদের লক্ষ। ওরা যেধরণের ওয়েবসাইট হ্যাক করে তার এলক্সা রেঙ্ক প্রথম ১ কোটির ভিতরেও নাই। আমি এবিষয়ে ওদের ফেইসবুক পেইজে কমেন্ট করায় আমাকে ব্যান দেয়া হইছে। তখনই আমি বুঝতে পারি ওদের ভণ্ডামি। আচ্ছা আমি ১০০ টা ডোমেইন এর মালিক হতেই পারি। এখন যদি আমি ওগুলো হোস্ট করে লাগিয়ে দেই হ্যাকড বাই মফিস হ্যাকার গ্রুপ। যারা আম জনতা তারাতো ভাবতেই পারে মফিজ গ্রুপ সেই মানের হ্যাকার গ্রুপ। আমি আসলে বলতে চাচ্ছিনা সাইবার ৭১ এরকম করে। শুধু বলতে চাই তারা তাদের হ্যাকিং স্কিলকে পুজি করে প্রচারণার মাধ্যমে ব্যবসা করতে চাইছে। এটা আমার একান্ত ব্যেক্তিগত মতামত। ভুল বললে ক্ষমার চোখে দেখবেন।

আবার সেই প্রশাসন.. যাই হোক দুষ্ট
গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো..তো
আপ্নারা না থাকলেই ভালো হবে
অন্তত অনেক মানুষতো এসব ভুয়া
কাজে বোকা হবে না.দেশের জন্য
যে অমঙ্গল/নোংরামি গুলো
আপ্নারা করছেন তা না করাই উত্তম
কজ..আর আমার মানুষকে ঠকানো/
বোকা বানানোর ইচ্ছা
নাই..যেহুতো এসব নোংরামি করার
ইচ্ছা নাই তাই করতেও পারবো না..

আপনাদের হ্যাকার-লামার বাদ দেন।পারলে কাজে প্রমান করেন কথাই না।কয়েক্তা সাইট এর লিস্ট দিলাম পারলে হ্যাক করে দেখান ।আর না পারলে হ্যাকার হকার নিয়ে মাথা ঘামাবেন না।লিস্ট ১https://www.nbp.com.pk/২,https://www.sc.com/pk/ ৩,http://www.pakistan.gov.pk/ ৪,http://www.sbp.org.pk/,5 http://www.pakistanembassy.no/ 6,http://www.hec.gov.pk/ এই কইটা হ্যাক করে দেখান আর না পারলে ।চুপ করেন ।হকার নিয়ে ঝগড়া নয়।আসুন এগিয়ে নিয়ে যায় দেশ তাকে ধন্যবাদ ।
me on fb:www.fb.com.tasdir.ahmmed.1

তানজু ভাইরে তো ফেসবুকে পাওয়া দুস্কর। এইখানে পেয়ে ভালই হলো। কিছু প্রশ্ন ছিলো। ভাই, আপনাদের হ্যাকিং গ্রুপ এর কোন ওএবসাইট নাই কেনো? হ্যাকিং শিখান ত দেশের উন্নতির জন্য, তাইলে টাকা নেন কেনো? হ্যাকার আপনি এইটা মানছি। বাট কখন ও খোজ করেছেন এমন লোকের যারা হ্যাকিং শিখতে আগ্রহী? করেন নি।।। আমি বেশী কিছু বলতে চাচ্ছি না।।। যেভাবে বলেন দেশের সেবা করছেন সেইটা ধরে রাখেন।।।। আশা করি এইরকম পরিস্থিতিরর সম্মুখিন হবে না! ধন্যবাদ।।।

    “সাইবার ৭১” কোন ব্যাবসায়িক প্রতিস্থান না যে সাইট থাকবে। আর কোথায় দেখেছেন হ্যাকিং টাকা দিয়ে শিখাই?

    এরিনা সিকিউরিটি আর সাইবার ৭১ আলাদা। এরিনা সিকিউরিটিতে ওয়েব সিকিউরিটি শিখানো হয়, হ্যাকিং না। 🙂

সুপার ৭১ হকার

    ছাগল যে কমেন্টের মাধ্যমেই তা প্রমান পাওয়া যায়। 🙂

      ok Tanjim vai ami apnke respect kori abar Rizwan vai keu respect kori. apnara to sei maper hacker. to amar fb account hack korun. amake fb te easily pea jaben. abar ekhon bolien na amar moto abal er id hack korar time apnar nai. amara korme apnake chinte chai. bitorke noy. amar ta na paren Rizwan vai er ta korun. tobei bujbo apni real hacker. ojothota torke lav ki? Rizwan via kintu onekbar shikar koresen je hacker nie temon kisu parena. apni to hacker to kore dekhan. taholei mene nibo apni real hacker.

খেলা কিন্তু জমেছে ভালো,, এখনো কিন্তু রিজওয়ান ভাই এগিয়ে আছে…
খেলার সর্বশেষ স্কোর জানতে চোখ রাখুন টিটির হোমপেজে 🙂 🙂

    আচ্ছা, রিজওয়ান কি করেছে এই পর্যন্ত? 🙂 ওর এখন পর্যন্ত একটা কাজ দেখান যেটা প্রমান করে সে হ্যাকার…

    যদি দেখাতে পারেন আমি নিজে স্বীকার করে নেবো। যেই ছেলে দুইদিন আগেও আমার কাছে হ্যাকিং শিখার জন্য বসে থাকতো তার সাথে সাধারন সেন্সে খেলার প্রশ্ন কোন হিসেবে আসে বুঝি না। আমি কখনোই ব্লগে পোস্ট করার ছেলে না শুধু করতে হয়েছে আপনাদের মতো কিছু মানুষের জন্য যারা ফেক স্ক্রিনশট আর ভিত্তিহীন ব্লগ পোস্টেই বিশ্বাস করেন ।

    তাহলে গত দুই বছরে বাংলাদেশের বড়ো বড়ো হ্যাক্টিভিটি গুলোতে কি লাভ হলো?

      Tanzim vai apni kintu beparta avoid korlen. ami kintu na just Rizwan vai nijeu bolesen se hacking shikshen & se hacking nie eto ta parena. r apni to valo bujen asa kori. apni all comment dekhun public kon dike jhukse. tai bolte chai apni id hack kore proman korun apnara real hacker. Rizwan vai jodi bolten ami apnar(cyber-71) theke boro hacker ta na hole onake eta bola jeto. jehetu ekhon sobar kotha aktai apnara hacking parenna tai seta prove korun. ami na amar moto ro 1000 jon apnder opor je trust rekhesi seta rakhbo…

        পোস্ট আপডেট করে দিয়েছি। আবার পরেন, বুঝে যাবেন কারা কি। 🙂 আর এখনো কোন প্রশ্ন থাকলে করেন, উত্তর দিচ্ছি।

        খেলতে বাধ্য করাইছে, খেলা শেষ আমি ই করবো।

apni apnar oi 2ta proman niei thakun. Rizwan vai jodi just 2ta screen shot r kisu word die manushke boka banate chay tobe apnara r baki roilen koi. jekhane apnader kaj er porikkha cholse sekhane apnarau kaj na dekhie just kotha bolsen. kno??? Rizwan vai er id/amar id hack kore aj e dekhan & sobaike dekhi din amarau pari sobai dekhun. Rizwan vai na hoy kothay chira vijasse but apnara????? apnarau to tai just 2ta screenshot, 2ta mirror link…. present kisu dekhan.

আমরা ছাগল পাগলের আইডি হ্যাক করি না। 🙂

ইয়েস, প্রমান দেওয়ার দরকার আপনাদের, কারন আমরা প্রমান দিয়েই এখন বাংলাদেশের সব চাইতে বড়ো হ্যাকিং কমিউনিটি।

আমাদের এক্টিভিটি ই প্রমান করে সব। https://www.google.com.bd/search?q=সাইবার+৭১

    আমি এখনও নিজেকে হ্যাকার বলতে লজ্জা লাগে, আমি হ্যাকার না, জাস্ট ফর আ টাইম বিং-এটি আমার কথা নয়, এটি রিজয়ান ভাইয়ের কথা৷ আপৱার তো দেখি লিঙ্গ জ্ঞানটাও নেই৷ ও এর মানেও তো জানেন না৷ এর মানে সাধারণ জ্ঞান৷ পাগলেও নিজের ভালো বুঝে৷ আপনি সেটাওনা আপনাকে এত করে বলা হলো, সবাই আপনার যেই সব কাজ, পত্রিকার লিংক এসব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আপনি বার বার সেই সব কাজের লিংক দিয়েই নিজের ভলো জাহির করতেছেন? যেখানে আপনার কাজ প্রশ্নবিদ্ধ সেখানে আপনি সেই কাজের বড়াই করতেছেন৷ আপনার তো এতটুকু লজ্জা নেই যে কয়েকটা লাইকের আশায় অটো লাইক ব্যবহার করেছেন৷ আরে এর থেকে কি বুঝব? একটা কথা মনে রাখবেনঃ মূর্খরা জবাব দেয় কথায় আর বুদ্ধিমানরা তাদের কর্মে৷ যদি পারেন রিজয়ান ভাইয়ের/আামার আইডি হ্যাক করে দেখান ও বলেন আমাদের নামে দুর্নাম ছড়ানোর শাস্তি৷ আপনাদের আমার ওপেন চ্যালেন্জ রইল৷ আর মানুষকে ছাগু বলে না চিল্লায়ে কাজ করে মানুষ হবার চেষ্টা করুন৷ মনে রাখবেন প্রত্যেকটা মানুষ কোন না কোন দিক দিয়ে সে আপনার থেকে ভালো জানে৷ আর আমাদের দেশে দুইটা সেমিনার করলেই কেউ বড় হয়না যার প্রমাণ বিখ্যাত কোম্পানী ডেসটিনি রেখেছে৷”
    সবশেষ রিজয়ান ভাইয়ের ভাষায় বললাম-“You can fool some of the people all the time, and all the people some of the time, but not all the people all the time !”

      আমিও তাই ই বলি, যোগ্যতা প্রমান হয় কর্মে। ব্লগে ছাগ্লামীতে না। সাইবার ৭১ কাজের মাধ্যমে প্রমান করেছে এতোদিন.. এইবার আপনাদের প্রমানের পালা। 🙂 :v

আমি কি বলব কিছুই বুঝতেছি না!…
তবে আমার কাছে কিন্তু দুজনেই অত্যন্ত সম্মানের ব্যাক্তি……।
আর আপনি যে হাক্যার, সেটা না হয় মেনে নিলাম। কিন্তু আপনার মদ্ধে কিছুটা “প্রতারণামুলোক স্বভাব” রয়ে গেছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না…
যাইহোক এরকম ভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করলে আর দেশের জন্য যুদ্ধ করা সম্ভব নয়। তাই সকলেরই উচিত হিংসামূলক স্বভাব পরিহার করা।

    পয়েন্ট ১: রিজওয়ান এই পর্যন্ত কি করেছে যে আপনার মনে হলো আমার মতো রিজওয়ান ও হ্যাকার?

    পয়েন্ট ২: প্রতারণা কি পেয়েছেন? প্রমান না দিতে পারলে আশা করি দুক্ষ প্রকাশ করে যাবেন। 🙂

ফেসবুকে তানজিম সাহেবকে একটু চাপ দিতেই আমারে ব্লক দিলেন। আমার করা কমেন্ট গুলাও মুছে ফেললেন। ভাই আপনি ই তো বলেন “হয় আমাকে সরি বলে যাবেন নইলে ছাগ্লামি করবেন।” আর ছাগ্লামি করলে ব্লক দিয়ে চলে যাবেন না এমনটি তাই না। কিন্তু এইখানে ছাগ্লামি করলো কে । আর ব্লক দিলো কে। এইটা মুটেও আমার কাছে ভালো ঠেকতেছে না। ছসগ্লামি হতে যদি দেশ নতুন কিছু জানতে পারে তাহলে ছাগ্লামি ই ভালো।

    ছাগলরা ব্লকই খায়। 🙂 আমি কিন্তু জবাব গুলা পেলাম না। 🙂 :v

      what the *** word ছাগল। নিজেরে কী মন করেন খালি কথায় কথায় ছাগল চিল্লান। জবাবগুলা মানে কী বুঝিয়েছেন ঐ টাকার ব্যাপার টা । ঐটা তো রেজোয়ান ভাই ই বলে দিলেন । আর আমার প্রুভ করার দরকার কী । পারলে রেজোয়ান ভাই যেভাবে টু দি পয়েন্ট আপনার উপর ল্যামিং এর অভিযোগ এনেছেন সেইভাবে এইগুলা সমাধান করেন । কেউ ই ঝগড়া করার মনোভাব রাখে না আর এটা ঝগড়া করার যায়গা ও নয় । আপনার উপর কেউ অভিযোগ ইনতেই পারে। আর আমার মানে হয় রেজোয়ান ভাই আজ কালকে হতে আপনার উপর নজর রাখছেন না। অনেক দিন ধরেই আপনাদের কার্যকলাপ নোঠ করে রাখছেন উনি। তাই আপনাদের সম্মন্ধে খুবই স্পষ্ট ধারণা তিনি দিতে পেরেছেন। পারলে আপনি প্রুভ করেন তার দেওয়া সব কটি তথ্য ভূল। মনে হয় না পারবেন। 😀

হায়রে ভাই তোমার এসকল কর্মকর্তৃরূপ আমি অনেক অাগেই অনুমান করছিলাম। তুমি খালি ফেক বলে চিল্লাও, করন তোমার কাছে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পিক অাপলোড না করলে রিয়েল মনে হয় না।আর সবাই তো তোমার মত ফোটশোপড এ টেটো ব্যবহার ও সেটওয়েট এর পিক দেয় না, তাই তোমার কাছে ওরা ফেক বলে গন্যহয়। আসলে তুমি ফেকের নাগরেই ডুবতাছো। সেলফিতে আর ব্যক্তহীন কথায় মনোভব প্রকাশ করো না প্রমানে নির্বর কর।

    হ্যাকাররা কি রিজওয়ান এর মতো চোর নাকি যে ফেসবুকে ছবি আপলোড দিতে পারবে না?

    আর ইয়েস, অপরিচিত দের আপনি বলে ডাকতে হয়। 🙂 ভদ্রতা একটু শিখে আসা দরকার, ব্লগিং পরে।

এই ছাগল টার ভাষাই তো বকরির মতো । হ্যাকার হইসেন তো কি হইসেন এতবড় যে আপনার কাহিনী এখানে এসে আমাদের শুনাতে হবে। আপনাকে আমার এত বিরকত লাগে যে কি বলব। খালি কমেন্ট গুলা পড়ার জন্য এই োসটে আমার কিলিক। আপনার কাছে আমার রিকোয়েস্ট দয়া করে অনতত টিটি তে আপনার লেমারগিরি বনধো করুন । আপনার ভেবানি যে আর আমার সয্য হয়না রেে ।

Nagative comment kari blogger gulo..

কামরান পারভেজ ইভান
টিউনারশীপ : 2 বছর 9 মাস

মাছুম আহমদ
টিউনারশীপ : 11 মাস

রেজওয়ান বিন সুলাইমান
টিউনারশীপ : 2 সপ্তাহ 1 দিন

এখানে আমি কিছু আর বলবো না। যে প্রথম পোস্ট নিয়ে এতো ঝড় শুরু হয়ছে। তার আই ডি এর বয়স ১মাস ও হয়নি।
এখানে বোঝা সেই বেক্তি কি জন্য এই সব টিউন করছেন। আমি তাঞ্জিম এর ফেসবুক আইডি ঘুরে রেজওয়ান এর স্ক্রিন শট এর কোন প্রমাণ পেলাম না। যেগুলো তার স্ক্রিন শট এ দেখালাম, সেখানে যে ভাষা ব্যাবহার করা হয়েছে এই ভাষা শুধু রেজওয়ান এর মুখ থেকে বের হওয়া সম্ভব। তার প্রমান, তাকে আমি জিজ্ঞাস করলাম ভাই স্ক্রিনশট কবে নেয়া।
সে উত্তর দিল তাঞ্জিম এর যখন নুনু গজাই নি তখন থেকে নেয়া। এই উত্তর দেখার পর থেকেই তার উপর পোস্টের উপর পুরো বিশ্বাস হারিয়ে ফেলেছি।। 🙁 রেজওয়ান এর ২টা টিউন ই এই সব ফালতু বিষয় নিয়ে। কোন কাজ নাই শুধু ঝগড়া সৃষ্টি করা 🙂
আমি নিশ্চিত করে বলতে পারি, তাঞ্জিম এর সাথে কোন পুরাণ শত্রুতা আছে, জার জন্য সে এই কাজ গুলো করছেন।
আর আমি একটা কথা বলতে চাই সবশেষে , আপনারা সবাই হিংসা, ঝগড়া ছেড়ে দিয়ে মিলে মিশে থাকুন।
LOL 🙂

    আমি কারও পক্ষে বা বিপক্ষে কিছু বলছি না। তবে আপনার দেয়া তথ্যে ভুল আছে। টেকটিউনসে রিজওয়ানের আইডি সম্ভবত ২ টা। তার প্রধান আইডির টিউনারশীপ : 2 বছর 9 মাস। লিঙ্ক- https://www.techtunes.io/tuner/rizuan611

হাই , টাণজূ আফা আমায় চিনতে পারছ 😀 😀 😀

ভাই অনেক মজা পাইতেছি!
আরও বেশি করে টিউন করেন। :3
বিশ্বাস করেন, আপনার টিউনগুলা এত্তোগুলা মজা। 😛

তানজিম ভাইয়া,বহুত হইসে,দুই ভাই ঝগড়া থামান

    ভাইয়া, যেই ছেলে দুইদিন আগেও আমার কাছে হ্যাকিং শিখার জন্য বাপ ডাকতো তার সাথে আমি ক্যানো ঝগড়া করতে যাবো? 🙂

    এখানে শুধু উত্তর দেওয়া হয়েছে, কারন আপনাদের টিটি ব্লগার কিছু তো মাশাল্লাহ সেইরাম জ্ঞানী। টিউনে স্ক্রিনশট দেখেই বিশ্বাস করে ফন্ট ঠিক না থাকলেও।

অপরিচিতা দের অাপনি বলে ডাকতে হয় তার জন্য নতুন করে অামার class করার দরকার পড়বে না। যেহেতু গায়ে চিটা পড়ছে তাহলে তো বুঝতে ওত অসুবিধা নেই। রিজওয়ান ভাইয়ের Support কিংবা তার profile এ অামি অাসক্তি নই, অার ফোট অাপলোড করতে কার না ইচ্চে হয়।তেমনি রিজওয়ান ভাই যখন সাইবার-৭১ এর সরকার মাননীত হওয়ার সাটিফিকেট এর screenshot ছেয়েছিলেন তার নাগাল এখনো অবদ্ধি জুটলো না।

“ফুলে সুবাস থাকলে তা শোকার জন্য নাকের কাছে নিতে হয় না, নাকই তা খুজে নেয়”

অপরিচিতা দের অাপনি বলে ডাকতে হয় তার জন্য নতুন করে অামার class করার দরকার পড়বে না। যেহেতু গায়ে চিটা পড়ছে তাহলে তো বুঝতে ওত অসুবিধা নেই। রিজওয়ান ভাইয়ের Support কিংবা তার profile এ অামি অাসক্তি নই, অার ফোট অাপলোড করতে কার না ইচ্চে হয়।তেমনি রিজওয়ান ভাই যখন সাইবার-৭১ এর সরকার মাননীত হওয়ার সাটিফিকেট এর screenshot ছেয়েছিলেন তার নাগাল এখনো অবদ্ধি জুটলো না। আর তাই…

“ফুলে সুবাস থাকলে তা শোকার জন্য নাকের কাছে নিতে হয় না, নাকই তা খুজে নেয়”

আজকেও সাইবার ৭১ এর কাছে লাহোর পাকিস্তান জামাত হ্যাক। 🙂 এরকম কোন সাইট আপনাদের তথাকথিত হ্যাকার ভাইয়েরা করছে দেখান। তারপর যোগ্যতাড় হিসাবটা নিজেই মেপে নেন।

===============================================
Lahore pakistan jamaat hacked..
Reason: Abused.

Site: http://jamaat.org.pk/
Mirror: http://www.hack-mirror.com/240855.html
Mirror: http://www.zone-h.org/mirror/id/24621994
===============================================

ok vi bujlm j BBHH khrap korce. but amr dekha mote apnader BD er syber world er prote ta group ei lamer koy. aitr kahine ki