
গত কয়েকদিন ধরেই লক্ষ্য করে যাচ্ছি টেকটিউনসে কিছু নামধারী টিউনারের লাফ ঝাপ যাদের যোগ্যতা শুধু টিউনেই সীমাবদ্ধ। টেকটিউনস টীম ও ব্যক্তিগত ভিত্তিহীন আক্রমনাত্নক টিউন গুলো রেখে বেশী সময় রেখে দেওয়ায় অনেকেই বিভ্রান্তের শিকার হয়। 😥 তাই বাধ্য হয়ে জবাব লিখতেই বসলাম। 😛
প্রথমেই আসি সেই টিউনারের ব্যাপারে। [Rizwan bin Sulaiman]
যাই হোক, অবশেষে তিনি নিজেই স্বীকার করলেন যে তিনি আমার কাছে হ্যাকিং শিখতে এসেছিলেন এবং বহু তেল তুলসি মাখার পরেও যখন শিখতে পারলেন না তখন ব্লগে ব্লগে ছাগ্লামি শুরু করে দিলেন।
ক্যানো ছাগ্লামি বলছি তা পুরো টিউনেই উত্তর পেয়ে যাবেন।


শুরুতেই তিনি বলেছেন "সাইবার ৭১" এর মন্ত্রণালয় স্বীকৃত এর কথা যেখানে আমরা আমাদেরকে নিয়ে আইসিটি মন্ত্রনালয়ের এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার ফখরুজ জামান সহ ঊর্ধ্বোতন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস কনফারেন্সের লিঙ্ক দেওয়া হয়েছে তবুও সে সন্দীহান। প্রেস কনফারেন্সেই বলা হয়েছে আমরা তাদের থেকে একটি টাকাও নিতে রাজি হই নি। অথচ আইডি কার্ড তাকেই দেওয়া হয় যে কিনা আর্থিক চুক্তিবদ্ধ এবং সরাসরি জড়িত।
মন্ত্রী মহোদয়রা যখন ফেসবুকে আমাদের নিয়ে রিভিউ লিখে ভালো কিছু বলে তখন আবার মন্ত্রনালয়ের ব্যাপার চলে যায়। মাননীয় তথ্য প্রতি মন্ত্রী পলক ভাইয়ের রিভিউ দেখে তাদের দাবী পলক ভাই হ্যাকিং সম্পর্কে কিছু জানে না তাই এতো ভালো ভালো রিভিউ... ব্লা ব্লা ব্লা।
ইয়েস, আমরাও বলি পলক ভাই একজন হ্যাকার না এবং হ্যাকিং সম্পর্কে জানবে না এটাই স্বাভাবিক। কিন্তু তারা আপনার মতো ফেসবুক ফেক আইডিকে হ্যাকার হিসেবে মনে করে না। যারা সত্যিকার হ্যাকার তাদের কখনো আপনার মতো হ্যাকার দাবী করে ফেসবুক আইডি লিঙ্ক করে ব্লগ লিখে টিউন করতে হয় না।
বাংলাদেশের গত দুই বছরে বড়ো এবং প্রশংসনীয় সব গুলা হ্যাক্টিভিটি ই একমাত্র যে গ্রুপটার তাকে তারা ভালো রিভিউ দিবে নাকি আপনার মতো হ্যাকার দাবী করা ফেসবুক ফেক আইডিকে যাদেরকে আজ পর্যন্ত কেউ হ্যাকিং এর ধারে কাছেই দেখলো না।
পয়েন্টঃ আপনি প্রথম টিউনে যে সকল পয়েন্ট গুলো দাবী করেছিলেন সে গুলোর উত্তর দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিলো প্রমান সহ লিঙ্ক দিতে। দুঃখজনক হলেও সত্যি তিনি উনার দাবীকৃত সকল পয়েন্ট ই এড়িয়ে গিয়েছেন এবং ফেক স্ক্রিনশট গুলোর ও আশ্রয় নিয়েছেন।
গত টিউনে প্রতিটা পয়েন্টের উত্তর দিয়েছিলাম, এড়িয়ে গিয়েছে। আমি জানি এখানে সব গুলার উত্তর দিলে সেম ভাবেই এড়িয়ে যাবে। উত্তর দেওয়ার আগে আসুন জেনে নেই তাদের দৌড় আর "সাইবার ৭১" এর কার্যাবলী সম্পর্কে।
তাদের গ্রুপে হ্যাকার হিসেবে জয়েন করতে হলে হ্যাকিং জানতে হয় না। রিজওয়ান এর মতো ফেক আইডি থাকলেই হলো যারা হ্যাকিং শিখার জন্য "সাইবার ৭১" এর পা চাটাচাটি ই করতো।
প্রমান দেখে নিন। 
এইবার ক্লিয়ার হলো কাহিনী? যেই তথাকথিত হ্যাকার গ্রুপের প্রধান লক্ষ্য ৩০ টা ফেক আইডি তাদের থেকে আপনি এসব ফেক স্ক্রিনশট সহ ব্লগটিউন ছাড়া আর কি আশা করতে পারেন?
এক পয়েন্টে তিনি দাবী করেছেন, নাইলা নাইমের সাইট আমরা ডোমেইন কিনে হ্যাক করেছিলাম। Seriously? 🙄
প্রথমে যখন নাইলার ওয়েবসাইট হ্যাক করে উপযুক্ত জবাব দিয়েছিলাম বাধ্য হয়ে নাইলা অস্বীকার করেছিলো এটা তার সাইট না। পরে "সাইবার ৭১" থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিলো সাইট উন্মুক্ত করলে আবার দেখিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে নতুন ওয়েবসাইট [ Wikipedia তে যেটা দেওয়া সেটাই হ্যাক করা হয় আবার। এবং গর্ব করেই বলি এরকম আক্রমন শুধু একটা গ্রুপের পক্ষেই সম্ভব, বাকীদের দৌড় শুধু ফেসবুক আর ব্লগ। 🙂 ]
মিররঃ http://www.zone-h.org/mirror/id/23827336
সংবাদঃ http://www.risingbd.com/detailsnews.php?nssl=98081
আরেকটা পয়েন্টের উত্তর দেই, কয়েকদিন আগে বিশ্বকাপে বাংলাদেশের সাথে অন্যায় এবং অবৈধ পন্থা নেওয়ায় ভারতের সাথে সাইবার যুদ্ধে আমরা একাই ৫ হাজারের বেশী ওয়েবসাইট হ্যাক করেছিলাম যার প্রতিটা লিঙ্ক পেজে দেওয়া হয়েছিলো।
এছাড়া অধিনায়ক ধোনী এর ওয়েবসাইট হ্যাক করেছিলাম। লিঙ্কঃ click here
সেই সাথে কিংস এলেভেন পাঞ্জাব সহ আরো অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট হ্যাক করেছিলাম। এবং ইসরাইল এম্বাসি ভারত + ভারত এম্বাসী যুক্তরাজ্য, ব্যাংকক সহ বিশ্বের প্রয়োজনীয় ১৬ টির বেশী রাষ্ট্রীয় দুতাবাসের ওয়েবসাইটেই আক্রমন করে আমাদের বার্তা ঝুলিয়ে ভিসা সংক্রান্ত সকল তথ্য মুছে দিয়েছিলাম। যেটা অনেকেই এযাবৎ কালে ভারতের ইতিহাসে সেরা এবং সব চাইতে ভয়াবহ সাইবার আক্রমন হিসেবে মনে করে। click here
যখন ই বলা হয় প্রমান দেখাতে আমরা আমাদের কার্যক্রম গুলো দেখিয়ে দেই। যদি তারা আমাদের থেকে ভালো কিংবা আমাদের সম পর্যায়ের মনে করে তাহলে চ্যালেঞ্জ তো রইলোই। বড়ো বড়ো ওয়েবসাইট লাগবে না, ১৬ টা রাষ্ট্রীয় ওয়েবসাইট ই তো নয়তো আমাদের মতো হ্যাক করে দেখাক। আর না পারলে আবার আমাদেরকে চ্যালেঞ্জ দিক, করে দেখাই। 😎 কারন, তাদের কাছে যেগুলা স্বপ্ন আমাদের প্রধান আক্রমনের লক্ষ্য থাকেই ওই সাইট গুলো। আর এসকল কারনেই "সাইবার ৭১" এখন বাংলাদেশের একমাত্র এক্টিভ এবং সবচাইতে বড়ো হ্যাকিং কমিউনিটি।
আর তাদের কার্যক্রম বলতে ফেসবুক ছাড়া আরো কিছু আছে। "সাইবার ৭১" এর কোন নিজস্ব সাইট নেই সেটা সবাই ই জানে। কিন্তু লেমিং এর এক পর্যায়ে দুইদিন আগেও ডোমেইন কিনে দাবী করেছিলো তারা আমাদের সাইট হ্যাক করেছে এবং পরে পাবলিকের কাছে মিথ্যাচার ধরা খেয়ে নাকানি চুবানি খেয়ে দৌড়ে পালিয়েছে। প্রমানঃ click here
পরে সেখান থেকে বলা হলো ডোমেইন হাইজাক যেহেতু দাবী করা হয়েছে তো পারলে আমার ওয়েবসাইট imtanjim.com ই হ্যাক করে দেখাক। তখন বলা হয় সাইট ব্লগার তাই হ্যাক করা যাবে না। :v আচ্ছা, ডোমেইন হাইজাক করতে পারলে এখানে হোস্টিং এর ব্যাপার আসে ক্যানো? যারা ডেভেলপিং সম্পর্কে জ্ঞাত তারা নিশ্চয়ই জানেন ডোমেইন হ্যাক করতে হলে হোস্টিং অথবা সাইট কি সেটা দেখার দরকার নেই। শুধু ডোমেইন হ্যাক করলেই হয়।
এবার আপনি ই দেখুন, এদের জ্ঞান সম্পর্কে। 🙂


আমাকে উদেশ্যমূলক তিনি যে সকল ছবি গুলা স্ক্রিনশট আকারে দিয়েছে দেখলেই বুঝবেন কোন প্রমানহীন এবং ফেক। ফটোশপেও ফন্টের ব্যবহারটা করতে পারে নি ঠিক মতো। আফসোস। :v

এবার পার্থক্য নিজেই দেখে নিন। তথাকথিত এক হ্যাকার গ্রুপের দাবী "সাইবার ৭১" কিছু পারে না অথচ দুইদিন আগে তারাই আমাদের কাছে হ্যাকিং শিখার জন্য বসে থাকতো। তর্কের খাতিরে মেনেই নিলাম "সাইবার ৭১" কিছুই জানে না, তাহলে বাংলাদেশের গত দুই বছরের বড়ো হ্যাক্টিভিটি গুলো একমাত্র "সাইবার ৭১" ই ক্যানো? 😆 তারা বসে বসে কি করে? 😯
ভুলেই গেছি, তাদের তো কাজ ই শুধু ফেসবুকের ৩০ টা ফেক আইডি তৈরি করা আর ব্লগে ফেক স্ক্রিনশট দেওয়া। 😆 
কথা গুলো হয়তো অনেকেই মনে করবেন যে ব্যক্তিগত ক্ষমতা দেখানোর জন্য বলা, কিন্তু সত্যিকার অর্থে বলা হয়েছে কিছু ছাগলের ছাগ্লামির জবাব দেবার জন্যই। তিনি টিউন ক্যানো দেয় বলতে পারবেন?
"সাইবার ৭১" নিয়ে টিউন দিলে একটু বেশি মানুষ দেখবে এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। :v অথচ এই ছেলেই দুইদিন আগে "সাইবার ৭১" এর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলতো। 🙄 এখন ছাগ্লামির কারন, কেউ কার্ডিং শিখে মানুষের টাকা মেরে খাবে তাকে কখনোই হ্যাকিং শিখাই না। 😳

তার আরেকটি লক্ষ্য "সাইবার ৭১" কে নিয়ে টিউন করলে হিট হবে। ভিউয়ার্স বাড়বে যারা ফেসবুকে ওরে নক দিবে।
দেখে নিন তার টিউনে লেখাটি।

দেখুন, এই ভিজিটর আনার জন্য সে কি করতেছে। :v তামিল তেলেগু ছবির নায়কদের টিউনেও লিঙ্ক টিউমেন্ট করতেছে... :v

এবার তো প্রমান হয়ে গেছে ছাগলদের প্রধান লক্ষ্য হচ্ছে আপনার আমার এটেনশন নেওয়া ছাড়া আর কিছুই না। আমরাও চাই বাংলাদেশে আমাদের প্রতিদন্ধী তৈরি হোক, কিন্তু সেটা অবশ্যই কাজের মাধ্যমে। ফেসবুকে বকাবকি আর ব্লগে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানিয়ে কিছু মানুষকে বোকা বানানো যায় ঠিক ই কিন্তু যোগ্যতা প্রমান করা যায় না। যোগ্যতা প্রমান হয় শুধু কাজের মাধ্যমে যেটা "সাইবার ৭১" সব সময় প্রমান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ প্রমান করে যাবে।
আর টেকটিউনস টিমের প্রতি অনুরোধ রইলো, তারা যাতে প্রমানহীন এসকল ব্যক্তিগত আক্রমন এর জন্য ছাগ্লামি টিউন এপ্রোভ করার আগে যাচাই বাছাই করে। আজকে হয়তো উত্তর দিলাম, কিন্তু সময়ের অভাবে প্রতিটা উত্তর নাও দেওয়া হতে পারে। তখন অনেকেই বিভ্রান্তের শিকার হতে পারে।
আশা করি টিউনটি পড়ে নিজেই বুঝে গেছেন কারা সত্যিকার হ্যাকার গ্রুপ আর কারা এক সময় আমাদের কাছে হ্যাকিং শিখতে চেয়ে না পেরে এখন ফেসবুক আর ব্লগে ছাগ্লামি করে বেড়ায়। সত্যিকার হ্যাকারদের সমর্থন করুন যারা দেশের জন্য সর্বদাই সব কিছু উর্ধে থেকে কাজ করে যাচ্ছে। আপনাদের সমর্থন ই আমাদের চলার পথকে এতোটা সুন্দর করেছে এবং প্রতিটা মুহুর্তে এগিয়ে যেতে সাহায্য করে যাচ্ছে।
কৃতজ্ঞতায়,
~ "টীম সাইবার ৭১"
আমি তানজিম আল ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hackers dont need any CSE certificate, Bcz real talent genious are always without degree..
কোথায় আগার তলা আর কোথায় গাছ তলা 😀 😀 😀 😀 সেইম কোথায় ৩৫ টা প্রমান আর ৩ হাজার + শ্বব্দ আর কোথায় ৩-৪ টা প্রামান আর ৫০০+ শ্বব্দ । তাঞ্জিম ভাই কাইন্ডলি একটু বলবেন এটাই কি সেই টিউনের জবাব ?