“সাইবার ৭১” কে নিয়ে টেকটিউনস এ কিছু অসাধুদের মিথ্যাচারের প্রমান সহ জবাব।

আসসালামু আলাইকুম,

সময় সুযোগের অভাবে সচরাচর ব্লগে লেখা লেখি করতে পারি না। আর এই সুযোগে কয়েকজনকে দেখলাম টেকটিউনসে বাংলাদেশী হ্যাকার গ্রুপ "সাইবার ৭১" কে নিয়ে মিথ্যাচার তথ্য সংবলিত টিউন দিয়েছে। তাই ই আমার এই টিউন দেওয়া, আশা করি টিউনে উল্লেখিত প্রমান সহ সকল তথ্য গুলো পরলেই বুঝে যাবেন কারা সত্যিকার হ্যাকার আর স্ব ঘোষিত।

আপনারা অনেকেই জানেন "সাইবার ৭১" এর কার্যক্রম সম্পর্কে। কিছুদিন আগেও মানুষদের  হ্যাকার সম্পর্কে বাজে ধারনা ছিলো। ভাবতো এদের দ্বারা শুধু ক্ষতি ই হয়। কিন্তু আমরা সাইবার স্পেসে এসে নিয়মিত আমাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের মনে এই বাজে ধারনা কিছুটা দূর করতে সক্ষম হয়েছি। যার প্রমান হিসেবে প্রথম এবং একমাত্র সিকিউরিটি স্পেশালিষ্ট গ্রুপ হিসেবে মনোনয়ন পেয়েছে এই "সাইবার ৭১"। লিঙ্কঃ যুগান্তর... মানব কণ্ঠ, টেকশহর। +++

 

এই বিষয়ে এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার ফখরুজ জামান সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ লিঙ্ক - See more at: http://www.jugantor.com/it-technology/2015/03/10/232517

ডিবি পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) সহ এদের ও অনলাইন ভিত্তিক কেস গুলোর সহায়তা করে "সাইবার ৭১"...  হ্যাকারদের জন্য যারা ১৫ বছরের জেল জরিমানার আইন করে তারাই আমাদের কাজে মুগ্ধ হয়ে আমাদেরকেই অনুপ্রেরনা যোগায়।

 

 

এর কারন হিসেবে যদি ব্যাখ্যা করি তাহলে একটাই উত্তর আসবে, তা হলো... আমাদের প্রতিটা কাজই দেশের জন্য এবং সবার কাছে গ্রহন যোগ্য।

ইদানিং কালে একটা কথা বেশিই প্রচলিত যে, বাংলাদেশে কাউয়ার চাইতে ফেসবুকে দাবীকৃত হ্যাকারদের সংখ্যা বেশি। এইবার আসি এমন ই এক দাবীকৃত হ্যাকার এর টিউন সম্পর্কে যেখানে তিনি দাবী করেছেন "সাইবার ৭১" কিছুই পারে না এবং তিনি একজন হ্যাকার। 🙄  😀

প্রথমেই দেখে নেই আমাকে দেওয়া তার কিছু মেসেজের স্ক্রিনশট...
১...  আমি হ্যাকিং শিখানোর জন্য কোন কোর্স করাই কিনা সেটার জন্য উনার অনুরোধ।

২... "সাইবার ৭১" এ জয়েনের জন্য উনার অনেক অনুরোধ। আমার সরাসরি উত্তর ছিলো, যারা হ্যাকিং পারে না তাদের নেওয়া হয় না। সেখানে তবুও তার ক্রমাগত অনুরোধ।

 

৩... আমার নাম্বার সংগ্রহ করে ক্রমাগত হ্যাকিং শিখানোর জন্য অনুরোধ এবং ম্যাসেজর সামান্য একটি নমুনা।

 

৪... বাংলাদেশে একমাত্র হ্যাকার গ্রুপ হিসেবে "সাইবার ৭১" তাদের স্কিলডের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় এর প্রতিবাদে শুধু টার্গেট সাইট হ্যাক করেই যোগ্যতা প্রমান করেছে যা অন্য কারো পক্ষে সম্ভব হয় নি। আর সেটা কিভাবে করে  সেটা আমাদের থেকে জন্যও উনাদের গ্রুপের আমাকে কতো তেল মালিশ। 🙁

 

 

ইয়েস, এই হচ্ছে সেই Rizwan bin sulaiman যিনি কিনা দাবী করে বসলেন "সাইবার ৭১" কিছুই জানে না অথচ এতোদিন তিনিই ক্রমাগত হ্যাকিং শিখার জন্য আমাকে মেসেজ দিয়ে যাচ্ছেন। উনার প্রধান লক্ষ্যই ছিলো নাকি হ্যাকিং শিখে মানুষের ক্রেডিট কার্ড চুরি করবেন এবং যেটা তিনি তার টিউনেই জানিয়েছিলেন। যে মানুষের ক্ষতি করার জন্য হ্যাকিং শিখতে চায় তাকে কেনো হ্যাকিং শিখাবো?

এছাড়া তিনি আমাকে সহ "সাইবার ৭১" এর বাকী সকল মেম্বারদেরকেই এরকম ভাবে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছিলো। বিভিন্ন প্রজেক্ট সহ কাজের মধ্যে ব্যাস্ত থাকার মধ্যে মেসেজ গুলো সরাসরি বিরক্তকর ছিলো যে কিনা হ্যাকিং শিখেই লক্ষ্য মানুষের টাকা চুরি করা। বাধ্য হয়ে আনফ্রেন্ড ই করলাম এবং সেটার জন্যও বার বার মেসেজ দিয়ে যাচ্ছিলো।

 

আপনারাই আশা করি বুঝে গেছেন এবার কেনো এর কাছে "সাইবার ৭১" কে ভালো লাগে না। 🙁  😈  আমাদের ক্লিয়ার কাট কথা হচ্ছে, যারা হ্যাকিংকে মানুষের ক্ষতির জন্য ব্যবহার করবে  আমাদের কাছে তেল তুলসি মালিস বাধ্য হয়ে তথাকথিত একটি হ্যাকার গ্রুপে জয়েন করে যাদের কাজ ই নিজেদের মধ্যে বকাবকি আর কামড়া কামড়ি করা।

সেই পরিপ্রেক্ষিতেই আমাদের নামে এসকল মিথ্যাচার। আমরা কখনো দাবী না করলেও তারা বলে বেড়াচ্ছিলো "সাইবার ৭১" live.com.bd থেকে ফ্রি সাবডোমেইন বানিয়ে হ্যাক করে।  তাদের এই কথার পরিপ্রেক্ষিতে তাদের কানের নিচে থাপ্পড় মেরে আমাদের যোগ্যতা প্রমানের জন্য সরাসরি live.com.bd ই হ্যাক করা হয়েছিলো সাইট অক্ষত রেখেই। মিরর... http://www.zone-h.org/mirror/id/24383996  😎

 

টিউনের এক পর্যায়ে তিনি টাইগার ম্যাটকে আর আমাকে প্রতিদন্ধী হিসেবে তুলে ধরেন এবং কে সেরা সেটা প্রমান করার চেষ্টা করেন।
আমি নিজেও টাইগার ম্যাটের স্কিলড নিয়ে কখনোই কোন প্রশ্ন তুলি নি এবং তিনি বিশ্ব সেরাদের লেভেলে একজন। কিন্তু উক্ত মানসিক প্রতিবন্ধী বালক টাইগার ম্যাট এর সাথে আমার প্রতিদন্ধীতা কোন হিসেবে সেটাই বোধগম্য নয়। কারন, টাইগার ম্যাট একজন ব্ল্যাক হ্যাট পার্সন আর আমি হ্যাকিংকে ব্যবহার করি সম্পুর্ন দেশের স্বার্থে। এবং হ্যাকিংকে খারাপ ভাবে ব্যবহার না করে  আমি দেশের জন্য কাজ করেই আনন্দিত এবং নিজেকে সফল বলে মনে করি।   😳
তার টিউনের সারমর্ম ছিলো "সাইবার ৭১" হ্যাকিং পারে না। অথচ গত দুই বছরে বাংলাদেশের জন্য যতো গুলো হ্যাকিং কার্যক্রম ছিলো সব গুলোই আমাদের ই। অপর দিকে তাদের একটা কাজ ও আপনার কখনোই নজরে আসবে না শুধু ফেসবুকের টিউন আর ব্লগের লেখা ছাড়া। তাহলে আপনি ই   নিজেই বুঝে নিন কারা সত্যিকার হ্যাকার আর কারা শুধু ফেসবুক আর ব্লগে স্ব ঘোষিত দাবীকৃত।

টিউন বড়ো করতে চাইলাম না, তাই আর বিস্তারিত লেখলাম না। আশা করি সবাই ই বুঝে গেছেন মানসিক প্রতিবন্ধী গুলোর সম্পর্কে।  এই ব্যাপারে আরো বিস্তারিত টিউনঃ link


আর টেকটিউনস এর সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষন পুর্বক বলা, ফেসবুককে নষ্ট করেছে এদের মতো কিছু ছাগল যাদের কারনে বাংলাদেশের হয়ে লড়াই করে যাওয়া জাতীয় বীর ক্রিকেটার গুলো তাদের পেজ বন্ধ করে দিতেও বাধ্য হয়েছে। আশা করবো টেকটিউনসের ক্ষেত্রেও যাতে এমনটা না হয়। এরকম ভিত্তিহীন টিউন গুলো আর টিউনদাতা  সেই মানসিক রোগী গুলোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত না নিলে এখানের পরিবেশ ও তারা নষ্ট করে ছাড়বে।

আজকে সকল কিছুর উত্তর দিলাম কিন্তু ব্যাস্ততা এবং কাজের দরুন হয়তো পরবর্তীতে উত্তর নাও দিতে পারি। তাই এসব স্ব ঘোষিত দাবীকৃতদের  যে কোন কথায় বিভ্রান্ত হবার আগে নিজের কমন সেন্স ব্যবহার করলেই উত্তর নিজেই পেয়ে যাবেন।

বাংলাদেশে ইন্টারনেট সহজলভ্য হবার কারনে যেমন উন্নতি হয়েছে ঠিক তেমনি অবনতি ও হয়েছে। এরকম কিছু ফেসবুক আর ব্লগে দাবীকৃত মানসিক প্রতিবন্ধীদের বকাবকি আর ছাগ্লামির কারনেই আজকে নাসির, মাশরাফিদের পর্যন্ত পেজ বন্ধ করে রাখতে হয়েছিলো। এরা না পারবে নিজে কিছু করতে কিন্তু অন্যরা ভালো কিছু করলেও ছাগ্লামি শুরু করে দিবে। আমাদের উচিৎ এগুলোকে নিজেদের ই প্রতিহত করা।

ভালো কাজের সমর্থন দিতে হলেও ভালো মানুষ হওয়া লাগে, অভদ্র চটিবাজ ফেসবুক / ব্লগাররা পারে শুধু অসভ্যতামী ই করে যেতে। এদের দ্বারা ভালো কাজ তো দূরের কথা, ভালো কাজের সমর্থন দেওয়া ও সম্ভব হয় না।

বাংলাদেশ সাইবার জগত তরুণ মেধাবীদের হাত ধরে এগিয়ে যাক আরো বহুদূর। এই প্রত্যাশায়,

"সাইবার ৭১" এর পক্ষে...
Tanjim Al Fahim

Level 0

আমি তানজিম আল ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hackers dont need any CSE certificate, Bcz real talent genious are always without degree..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা! আমি অকপটে স্বীকার করব! কিন্তু আপনি একটু স্ক্রোল করে নিচে আপনি কি বলেছিলেন, ঐ অংশও দেখান! পিলিয! আমি যানি আপনি ব্লক করবেন তাই আগেই Video করে রেখেছি!

    দুইদিন আগেও যেই ছেলে হ্যাকিং শিখার জন্য মেসেজ আর পা চাটাচাটি করে সেই ছেলে দুইদিন পরে যদি বলে “সাইবার ৭১” ই হ্যাকিং জানে না তাহলে পাবলিক বুঝেই যাবে আসল কাহিনী কি..

    ইয়েস, সব সময় বোকা বানানো যায় না। আর তানজিম কিংবা সাইবার ৭১ এর এরকম পোস্ট দিয়া বলা লাগে না। সবাই ই জানে কারা কি। 🙂

      রেজোয়ান আপনার কাছে হ্যাকিং শিখতে চাইল শুধুই চায়নি বিশেষ অনুরোধ পর্যন্ত করল । আর আপনি ওনারে নিয়া লুলামি শুরু করে দিলেন ?

      আপনার মানসিকতা কোন পর্যায়ের সেটা বুঝাই যাচ্ছে । অযথা টেকটিউনস এ এসে নিজের লুলামি লক্ষ দর্শকের সামনে উপস্থাপনের কোনো মানে হয় ?

      বড় হ্যাকার হওয়ার আগে নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে । তা নাহলে ম্যাঙ্গু পাবলিকের সামনে অপমানিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় ।

      amader ektu dekhan ,,,,amrayo ektu orr lulami dekhbar chai ____

      তাঞ্জু ভাইজান রিজওয়ান ভাই যা বলল স্ক্রল করে বাকি ম্যাসেজ গুলা দেখানোর জন্য যদি অনুগ্রহ করে দেখাতেন এবং পাবলিকের বাকি confusion টা দূর করে দেন

    R!zwan B!n Sula!man ভাইয়ের এফবিতে স্ট্যাটাস-টি দেখলাম। ভাইয়া আপনি সত্যি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে ভাইয়া আমার আফসোস এটাই যে টিউনটি দেখার আগে টিটি রিমুভ করে দিয়েছিলো। তবে আমি আপনার লাস্ট লিঙ্কটা ফলো করে যুগটেক নামক একটি সাইটে যাই এবং সম্পূর্ণ টিউনটি ভালো ভাবে পরি। ভাইয়া আমিও আগে তাঞ্জিম ভাইয়াকে অনেক বড় মনে করতাম আসলে যে উনি এতোটা ছোট মনে মানুষ ভাবতেও পারিনি। http://www.zugtech.com/hacking/post-id/9361

    ইয়েস, শুধু আপনে না। আপনার মতো এরকম সব ছাগল পাগলদের ই জবাব দিয়ে দেওয়া হয় ২৫ হাজার ২০ হাজার… 🙂

    amader ektu dekhan ,,,,amrayo ektu orr lulami dekhbar chai ____

    কই সেই ভিডিও???? দেখান

25000 টাকা চাওয়ার স্ক্রিন সোট টাও দেন

    ভাই স্ক্রিন শট টা আপনি দিয়ে দেন

    আপনি হ্যাকিং শিখতে চান ভালো কথা কিন্তু এরকম লুল পাবলিকের কাছে কেনো যান হ্যাকিং শিখতে ? ওনি শুধু আপনার কাছেই টাকা চায়নি আরও অনেকের কাছেই চেয়েছেন ।

    হ্যাকিং শিখতে গুরুর কাছে যাওয়া লাগে না । নিজ দায়িত্বেই শিখতে পারেন । অনেকেই নিজে নিজেই হ্যাকার হয়ে গেছেন ।

    সর্বশেষ কথা হল, হ্যাকিং শিখবেন ভালো কথা কিন্তু নিজেকে লুল পাবলিক থেকে দুরে রাখতে হবে ।

গুগল আর Youtube থেকে ভিডিও Tutorial দেখে হ্যাকিং শিখে..নিজেদের মন্ত্রী-মিনিস্টার ভাবার কোনো মানে হয় না…যদি এতই ভালো কিছু হতেন Anonymous,414s এর মত হ্যাকিং টিমের পাশে আপনাদের নাম থাকত..

আমি একটু বিজি না হয় আরেকটা টিউন দিতাম! উনার 25000 টাকা দিয়ে sql,xss,symlink শিখানর!
আমার সাথেই ঘটেছে ঘটনা!”ইউ ক্যান ফুল অল দ্যা পিপল সাম অফ দ্যা টাইম, আন্ড সাম অফ দ্যা পিপল অল দ্যা টাইম, বাট নট অল দ্যা পিপল অল দ্যা টাইম !”।

Level 0

assa rizwan vai…. apni j black hat hackers er page ta dicen
https://www.facebook.com/BangladeshBlackHat

eita jodi real page hoy taile eta ki ???
https://www.facebook.com/bd.black.hat.hackers

LOLZ

sobai page duita dekhe asen tarpor bolen kun page ta real…….

    হ্যাকার নাম লাগায়া যারা নিজেরা নিজেরাই বকাবকি আর পিটাপিটিতে ব্যাস্ত তাদের কাছ থেকে এর চাইতে ভালো কি আশা করতে পারেন? :v

    ব্লাক হ্যাট হ্যাকার্সের পেজ ৩ টা। কিন্তু কাজ একটা তেই চলে

Level 0

r ekta kotha rizwan apnar ager post ta koi??? :v

গত দুই বছরে বাংলাদেশের যতো গুলা হ্যাকিং কার্যক্রম ছিলো সব গুলাই যেই গ্রুপের সেই গ্রুপের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটাই হাস্যকর।

পোস্ট কাউকে অপমানের জন্য করা হয় নি, শুধু কিছু মিথ্যাচার এর জবাব দেওয়া হয়েছে। আশা করি সবার কাছে ইতিমধ্যেই ব্যাপার গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি সর্বদাই সমর্থন দিয়ে যাবেন যাতে দেশের জন্য কিছু করে যেতে পারি। 🙂

দাড়ান আরেকটা পোস্ট লিখতে হবে কস্ট করে!

জনাব @তাঞ্জিম আল ফাহিম ভাই @রিজওায়ান ভাইতো [ প্রায় ১৫_১৬ টা প্রামান দিলেন এবং সব প্রামান গুলা সত্য? (এটা কি আপুনি অস্বীকার করবেন) 😀 আর আপুনি এখানে যা প্রামান দিলেন তা হল রিজওায়ান ভাই হ্যাকিং শিখতে চায় তার প্রমান!! এতে আপনাকে কত টা ভাল লাগলো মানুষের তার ও প্রামান দিলেন! আপনার কাছে একজন মানুষ কাছে সাহায্য চাইছে! কিন্তু আপুনি ৯!) । আপনার টিউনের শিরোনাম ছিল উপযুক্ত প্রামান ! কই আপুনি রিজওায়ন ভাই এর ১৫ টা প্রামান এর একটা অ মিথ্যা প্রামান করতে পারলেন না !!!! পারলে এইটা প্রামান করান অনি যে সব প্রামান দিয়েছেন এই গুলা মিথ্যা (তাইলে ইউ হ্যাভ রিয়েল {!} ) ++ আপনারা সরকার অনুমোদিত! এর একটা প্রমান দিয়ে দেন জাতি কুল হয়ে যাবে!! (আপনার টিউনে এটা প্রামান হয়েছে রিজওায়ান ভাই কিছু জানে না! এবং ওনি আপনার সাহাযা চেয়েছেন! আমি কার ও পক্ষ নিয়ে কথা বললাম না ! আই এম ম্যাংগ পিপল সো আমায়……………

    আফটার অল প্রতিটা কথার সারমর্ম হচ্ছে, “সাইবার ৭১” হ্যাকিং পারে না। :v

    প্রমান দিলাম কারা কি!” বাকি উত্তর বুঝার জন্য কমন সেন্স ইউস করলেই হবে।

      ওনি ওনার টিউনের এক প্রযায় বলেছেন “আমি কোন বড় হ্যাকার নয় ! আর আমি হ্যাকিং জানি না” সো তানজিম ভাই ওনি তো নিজে শিক্বার ওনে হ্যাকিং পারেন না 😀 😀 এর আর প্রামান দেওয়ার কি আছে???? যারা ওনার টিউন পড়েছেন তারা সবাই বলেছেন বুঝেছেন হ্যাকিং জানেন না :p কারন নিজে I DONT KNOW HACKING 😀 আমি শিখতে চাই !

        I DONT KNOW HACKING এই কথা বলেছেন রিজওায়ন ভাই 😀 so এর প্রামান দেওয়ার কি আছে ???

    আপনি নিজেই বললেন রিজওয়ান কিছুই জানে না তাই সে এতোদিন সাহায্য + চাটাচাটি করছে। 🙂 তাহলে আদার বেপারি হয়ে জাহাজে এসে ছাগ্লামি কতোটুকু যুক্তি যুক্ত?

বাহ৷৷৷৷৷৷

Rizwan ভাই শিখার জন্য অনুরোধ করছে। ল্যামিং তো করে নায়।

    গত দুই বছরে বাংলাদেশের জন্য করা বড়ো হ্যাক্টিভিটি গুলো “সাইবার ৭১” এর ই। যে নিজেই হ্যাকিং জানে না সে যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ব্যাপারটা হাস্যকর না? 🙂

      হুম এটা হাস্যকর 😀 কিন্তু ওনি তো যে কিছুর প্রামান দিয়েছেন 😀 আর বলেছেন তিনি হ্যাকিং জানেন না 😀 😀 😀 আপুনি ওনার প্রামান এর উত্তর দিয়ে দেন ব্যাস আর তো কিছু আপনার বলা লাগবে না! (জনগণ বুজে যাবে+লাভ করবে টু মাচ আপনাদের)

প্রথম স্ক্রিনশর্ট দিয়ে আপনি কি প্রমান করতে চাইছেন????
সিপি গ্যাংকে যে চার লক্ষ টাকা দেয়া হল। তাইবলে কি ওরাই সবার সেরা হয়ে গেল!!!!!
একটা মন্ত্রীর রিভিউতে কি এসে যায়।

ল্যামিং everywhere. সেই শুরু থেকে আপানাদের ল্যামিং দেখতে দেখতে আমরা সবাই বিরক্ত। এই যে সেলফি তোলা হোকার আপনার ল্যামিং কবে বন্ধ হবে?

note : নিজে যাকে হ্যাকার বলে, হ্যাকার সেই নয়
লোকে যাকে ল্যামার বলে, ল্যামার সেই হয়………

@তানজিম ভাই

আপনাদের গত কয়েক মাসের একটা স্লোগান ছিল মন্ত্রনালয় থেকে সীকৃতি প্রপ্ত হ্যাকিং গ্রুপ..।আশা করি এটা অস্বীকার করবেন না।

সেই সীকৃতির একটা প্রমাণ তো আজও দিলেন না।সারা বছর বলেই গেলেন সীকৃতি প্রপ্ত হ্যাকিং গ্রুপ আপনারা। এটার প্রমাণটা দেন।জাতি ঠান্ডা হয়ে যাবে

হায়রে হ্যাকার(!)

-_-

রিজোয়ান ভাই আগেই বলেছেন উনি হ্যাকিং পারেন না, এইটা শো অফ করার কি আছে…?

কপনি যেহেতু বড় মানের হ্যাকার হিসেবে নিজেকে প্রমান করতেছেন, তাইলে এটাই স্বাভাবিক যে আপনার কাছ থেকে উনি সাহায্য চাইতেইই পারে।

আপনার কমন সেন্স এর অভাব জাতিকে বলছেন কেন সেটা বুঝলাম না।

live.com.bd সাবডোমেইন নিয়ে ডিফেস দিছেন নিজে স্বীকার করছেন, তাইলে এইটা কেন যুক্তি দেখালেন।

১৫ টা প্রমাণ কে শুধু উনার শিখতে চাওয়া নিয়ে ভুল প্রমাণ করলেন, এইটা কীরকম জাতি জানতে চায়।

আপনাদের ল্যামিং আপনার নিজেরাই শিকার করে নিচ্ছেন মতো হল ব্যাপার টা

কি আর বলবো।

ভাই আমি কিছু জানিনা কিছু বুজিনা কিন্তু রিজওয়ান ভাই যেইটা
বলছে সব ঠিক বলছে ভুল হইলে আপনি প্রমান দেন…..

ভাই, নিন্দুকরা তো অনেক কিছুই বলে। তাই বলে কি আপনারা থেমে থাকবেন ?

আপনার পোস্ট পড়ে যা বুঝলাম আপনার জন্ম বস্তিতে। এখন ল্যামিং করে অবস্থার একটু উন্নতি হইছে। ল্যামারের দ্বিতীয় জনক। আপনার বাপ ভোটর কাকু কেও ল্যামিং এ ছাড়িয়ে গেছেন

    সকল প্রমান দেওয়ার পরে এইবার আপনার জন্ম পরিচয় এবং ছাগ্লামি সম্পর্কে জ্ঞাত হলাম। 🙂 ধন্যবাদ আমার এবং টিটির সবার থেকে।

তানজীম ভাই & রেজোয়ান ভাই আপনাদের দুজনকেই আমি বলতে চাই আপনারা জেটা করছেন এটা হল সহিংসতা।।
হ্যাকিং দক্ষতা প্রমানের জন্য কি ঝগড়া করতে হবে??
আর আপনেরা জা করলেন তাতে উভয়ের এই ভাবমূর্তি নস্ট হয়েছে।।
নিজেদের ভাবমূর্তি উজ্জল করতে চাইলে শুধুমাত্র একটাই লক্ষ রাখুন।দেশকে ভালবাসুন,দেশের জন্য কাজ করুন।

    জি, “সাইবার ৭১” দেশের জন্যই কাজ করে যাচ্ছে। শুধু কিছু ছাগলের মিথ্যাচারের জবাব দিলাম মাত্র। 🙂

বুঝলাম না?? এখান থেকে অনেক কমেন্টই মুছে ফেলা হয়েছে কিন্তু কেন??? কমেন্টগুলা থাকলে তাঞ্জিমের ছাগ্লামিটা কমে যাইতো।।

আর হ্যা আপনি যে ল্যামার সেটা আপনার ছবি/ফেইসবুক আইডি লিংক/নিজে খুব বসির ইত্যাদি জাতীয় কথা বলতেন না।।আপনি আপনারা তো কয়েকটা লাইকই পেয়েছেন একমাত্র trickbd/rana এর জন্য।।
সময় থাকতে ভাল হইয়া যান।।

    হাহাহাহা, আপনার ধারনা আর কমেন্ট দেখে হাসতে হাসতে চেয়ার থেকেই পরে যাচ্ছি। :v

ভাই টাইটেল দিছেন ।
“সাইবার ৭১” কে নিয়ে টেকটিউনস এ কিছু অসাধুদের মিথ্যাচারের প্রমান সহ জবাব। ”

হা হা হা কি প্রমান দিলেন ??

রিজওয়ান আপনার কাছে শিখতে চাইছে এটার প্রমান ??

কেউ যদি ফকিরের কাছে ভুলে এক কোটি টাকা ধার চায়, এতে কি প্রমান হবে যে সেই ফকির কোটি পতি ?? ( আশা করি এটা বুঝতে পেরেছেন )
টাইম প্রায় শেষ ভাল হইয়্যা যান ।

আমাদের অনেক অনেক বড় বড় মানুষ আছে এই ফিল্ডে তারা তাদের নামও বলেনা কিন্তু তাদের সবাই চিনে ।।।

আর আপনি চুলের জেল দিয়ে মুখ ধুয়ে এসে ছবি আপল্ডান।।।।

বিঃ দ্রঃ- আমি আপনাদের মধ্যেই এক্জন । কেউ না জানুক আমি তো জানি আপনি কি করেন আর কি না করেন। কি পারেন আর কি না পারেন ।।

    hacker ra ki chor naki je pic upload dibe na? 🙂 এই জন্যই বলা হয়েছিলো যাদের কমন সেন্সের অভাব তারা আর যাই হোক, ভালো জিনিস কখনোই বুঝবে না।

      আপনি আর কি আপনার চেয়ে বড় হ্যাকারাই বলে হ্যাকিং এর প্রথম স্টেপ হলো নিজের আইডেটীটী গোপন করা ….. আর আপনি হা হা হা

তানজিম আল ফাহিম, তোর টিউন পইরা হাসি পাইল। তুই হ্যাকিং পারস ভাল কথা, দেশের উপকার করস ভাল কথা, তাই বইলা টেকটিউনস এ এমন টিউন দেওয়ার দরকার কি? মানুষ রে জানাস যে তুই ১ টা হ্যাকার? ১ টা ছেলে তোরে অনুরোধ করছে হ্যাকিং শিখাইতে, পারলে শিখাবি আর না পারলে না কইরা দিবি। তারে হাস্যকর বানাইয়া টিউন কইরা তোর নিজেরে ছাগল প্রমান করার তো কোন যুক্তি খুইজা পাইনা। তুই অনেক বড় হ্যাকার হইয়া পরছস এইডা টেকটিউনস এ বিজ্ঞাপন দিয়া নিজের বড় ভাবতেছস ভাবতেই হাসি পায়। 😀

তানজিম আল ফাহিম ছাগল তুই নিজেই মানসিক প্রতিবন্ধী, তোর প্রমান গুলা জোস হইছে। 😀 😀

“”কেউ যদি ফকিরের কাছে ভুলে এক কোটি টাকা ধার চায়, এতে কি প্রমান হবে যে সেই
ফকির কোটি পতি ?? ( আশা করি এটা বুঝতে পেরেছেন )
টাইম প্রায় শেষ ভাল হইয়্যা যান ।””

এইটা ফাহিম ছাগল বুঝে নাই। 😀 😀

এখনো অনেক অনেক কিছুই প্রশ্নবিদ্ধ সাইবার ৭১ এর সফলতা আছে বাট সেগুলো জগতবাসীকে দেখানোর মত খুবি কম আপনারা নেট এর যে চিপাচাপা থেকে যে সাইট গুলা হ্যাক করেন আমি হ্যাকার না হয়েও বুঝি যে এইগুলা কোন কঠিন কাজ না…. আর আপনাদের তেমন দেখোনোর মত সফলতা খুবি কম… আপনারা যেগুলা হ্যাক করেন দেখা যায় তার ম্যাক্সিমাম এ কোন স্কুল বা কলেজ এর সাইট বা এমন সাইট যেগুলা কেউ ইউজ ঈ করেনা ….. তাই আপনারা আজ প্রশ্নবিদ্ধ সো আমার মনে হয় কোন ভালো কাজ করে সেটা কম হলেও সেটাই দেখানো ভালো …….

    সত্যি বলেছেন ভাইয়া, দেখানোর মতো সফলতা খুউউউপ ই কম। 😉 😀 🙂

    https://www.google.com/search?q=সাইবার+৭১

      এই গুলাই করেন যেই গুলা পারেন ঘুরে ফিরে তাই করে ….ধনির ওয়েব সাইট কয়বার হ্যাক করছেন এইডা পারেন বইল্লা বার বার সেইখানে হ্যাক করতে যান …… আর হ্যা নাইলা নাইম এর টা যে কোন সেটিং নয় সেটা বুঝবো কীভাবে ???? আপনারা তো ভালা কালা হ্যাকার না সেদিন আপনাদের পেজ এ দেখলাম কোন চিপা থেকে জানি সাউদ আফ্রিকার কোন না কোন সাইট হ্যাক কইরা ভাব লইতাছে অকারনেই … জিগাইলাম ভাই এইডা ক্যন তার কোন জবাব নাই … হোয়াই ??? আমি যত টুকু জানি এই গুলা কালা টুপ্পীর কাজ আপনারা তো ভালো তাইনা ??? তাইলে এইগুলা কি থাক সব বাদ দেন ভালো থাকেন সবাইকে ভালো রাখেন আমি কষ্ট দেয়ার জন্য কথা গুলা বলি নাই শুধু সত্য গুলা বলছি ….

আর সুলাইমান ভাই আপনিও কিন্তু খুবি ভাল চরিএ এর অধিকারী ব্যাক্তি না একটু মনে করে দেখেন আপনি আমার বা আমি আপনার ফ্রেন্ড লিস্ট এর ছিলাম না ???? আমিই আপনারে ব্লক মারছি সো সবাই মিলেমিশে থাকেন… প্রমান লাগলে দেখেন…. http://bit.ly/1M39hOg

    পুরা তো ফাটায় দিছেন সুলায়মান ভাই আর কি বাদ দেন সব…… আর সরি রাগের মাথায় কি না কি কমেন্ট করেছি বাট রাগ কিন্তু এখনো আছে …..

আহাহা, তাঞ্জিম ভাইজান, আপনি এত সৎ আর সত্যবাদী!!!!
কমেন্ট ডিলিট করেন কেন???? আপনাকে তো কোথাও গালাগালিও করা হয়নি। বোঝা যায়, আপনার বুকের পাটা কম। সবকিছুতে আপনারা এত শো অফ করেন যে, ছাগুরা কমেন্টে ম্যা ম্যা করতে করতে গলা শুকাইয়া ফেলে। কই মন্ত্রনালয়ের স্বীকৃত সার্টিফিকেট কই??? আলমাস ভাই প্রশাসনিক কাজগুলোতে সবচেয়ে বেশী একটিভ। কই, তাকে তো কোনোদিন বলতে শুনিনাই আমি মন্ত্রনালয় স্বীকৃত। তিনি প্রশাসনিক বড় বড় কর্মকর্তার সাথে কাজ করেন। তাকে তো কোনোদিন শুনিনাই আপনাদের মতো ম্যা ম্যা করতে। সরকার কি আপনাদের ল্যামিং এর সার্টিফিকেট দিছে নাকি যে, সেইটা শো অফ করতে ভয় লাগে। ম্যালা বোকা বানাইছেন আর না।

    এই জন্যই বলা হয় চোখ থাকিতে অন্ধ। এই পর্যন্ত ৭/৮ বার উনাদের প্রেস কনফারেন্সের নিউজ লিঙ্ক দিছি। তাও বার বার চাইতেছেন? 🙂 এর দ্বারা আপনার মুর্খতার পরিচয় পাচ্ছে না?

    আর আলমাস প্রশাসনিক কাজ করছে? উনাদের কাছে গিয়েই আমার নামটা জিজ্ঞেস করে আসেন। অনেক হইছে, হাসাইতে হাসাইতে মাইরা ফেইলেন না ভাইয়া… প্লিজ। :v

দুঃখীত তানজিম, আপনার টিউনটি আসলেই,মান সম্মত নয়।আপনি এখানে আসলে কোন বিপরীত প্রমাণ ই উপস্থাপন করতে পারেননী,আসলে জোর করে সবকিছু পাওয়া যায় না, আপনি যদি শ্রেষ্ঠ হতে চান,তাহলে আপনাকে সেরা দের চেয়ে সেরা হতে হবে। সবার চেয়ে সেরা হয়ে তারপর শ্রেষ্ঠত্ব দাবি করুন। আপনি যদি উচ্চ মানের হ্যাকাই হন তাহলে সাধারন sulaiman এর কাছে ধরা খাইলেন কেমনে…? Spam করবেন না please.. এই পোস্ট কইরা তো নিজেই নিজেরে….

তাঞ্জিম ভাই আমি বুজতে পারতেছি না,এই লোকগুলা আপনার ওপর এত ক্ষেপলো কেন??দয়া করে বলেনতো সমস্যাটা কি?? 🙁

@শাকিল কারন এরা সবার মত..Fool না..

আপনার টিউনে কোনও যুক্তিই খুঁজে পেলাম না। বরং আপনার মুখের ভাষা খারাপ তার প্রমাণ পাইলাম।
রিজোয়ান ভাইয়ের কথাগুলা কি মিথ্যা ? সেটা একটু পরিষ্কার করে বলুন।
এবং আপনি নিজের জন্য কোনও যুক্তিই তুলে ধরতে পারলেন না!
আপনার কাছে সনদ বা এই ধরনের কিছু চাইলে একটা খালি যুগান্তরের লিংক ধরায় দেন। সনদ থাকলে তা দেন :/
সম্ভব হইলে যুক্তি দেন টিউমেন্ট ডিলিট না করে 🙂

    http://m.tunerpage.com/archives/454951 এখানে সকল উত্তর দেওয়া আছে এবং ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে যাতে তারা প্রমান করে দেখায় কে হ্যাকার। 🙂

    দুক্ষজনক হলেও সত্যি যে, এখন তাদের কোন খবর নাই। :v

    দেখলাম। তবে এইখানে যা দেখতিছি ওইখানেও তাই দেখতিছি। 🙁

      দুই দিন আগে যে কিনা গ্রুপে জয়েন করার জন্য পা চাটাচাটি করা শুরু করেছিলো বাপ পর্যন্ত ডাকাডাকি সহ তারে দেখলাম কয়েকটা পয়েন্ট নাকি বের করেছে যেটা “সাইবার ৭১” মিথ্যাচার করেছে বলে দাবী করা হয়েছে।
      আসেন, সময় করে দেখে নেই কোনটা সঠিক আর কোনটা মিথ্যা…

      তার প্রথম পয়েন্টে দাবী করা হয়েছে “সাইবার ৭১” নাকি ফেক ভাবে এক্সপায়ারের ওয়েবসাইট হ্যাক করেছে। অথচ এটা “সাইবার ৭১” থেকে কেউ কখনোই দাবী করে নি যে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। তারা নিজেরাই ভিডিও তৈরি করেছে এবং নিজেরাই আপলোড করে মিথ্যাচার করে যাচ্ছে। [ যদি প্রমান দেখাতে পারে আমাদের কেউ নিজ থেকে দাবী করেছে যে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে তাহলে নিজেই সাইবার স্পেস থেকে চলে যাবো। আর যদি প্রমান দেখাতে না পারে তাহলেই বুঝে নিতে পারবেন কারা সত্যিকার লেমার]

      পয়েন্ট দুই এবং তিনে তিনি টাইগার ম্যাটকে আর আমাকে প্রতিদন্ধী হিসেবে তুলে ধরেন এবং কে সেরা সেটা প্রমান করার চেষ্টা করেন।
      আমি নিজেও টাইগার ম্যাটের স্কিলড নিয়ে কখনোই কোন প্রশ্ন তুলি নি এবং তিনি বিশ্ব সেরাদের লেভেলে একজন। কিন্তু উক্ত মানসিক প্রতিবন্ধী বালক টাইগার ম্যাট এর সাথে আমার প্রতিদন্ধীতা কোন হিসেবে সেটাই বোধগম্য নয়। কারন, টাইগার ম্যাট একজন ব্ল্যাক হ্যাট পার্সন আর আমি হ্যাকিংকে ব্যবহার করি সম্পুর্ন দেশের স্বার্থে। এবং হ্যাকিংকে খারাপ ভাবে ব্যবহার না করে আমি দেশের জন্য কাজ করেই আনন্দিত এবং নিজেকে সফল বলে মনে করি। 😳
      তার টিউনের সারমর্ম ছিলো “সাইবার ৭১” হ্যাকিং পারে না। অথচ গত দুই বছরে বাংলাদেশের জন্য যতো গুলো হ্যাকিং কার্যক্রম ছিলো সব গুলোই আমাদের ই। অপর দিকে তাদের একটা কাজ ও আপনার কখনোই নজরে আসবে না শুধু ফেসবুকের টিউন আর ব্লগের লেখা ছাড়া। তাহলে আপনি ই নিজেই বুঝে নিন কারা সত্যিকার হ্যাকার আর কারা শুধু ফেসবুক আর ব্লগে স্ব ঘোষিত দাবীকৃত।

      পয়েন্ট ৪ এবং ৫ এ তিনি দাবী করেছিলেন, “সাইবার ৭১” নাকি ফেক সাবডোমেইন নিয়ে ডিফেস দেয়। আমরা কখনো দাবী না করলেও তারা বলে বেড়াচ্ছিলো “সাইবার ৭১” live.com.bd থেকে ফ্রি সাবডোমেইন বানিয়ে হ্যাক করে। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে তাদের কানের নিচে থাপ্পড় মেরে আমাদের যোগ্যতা প্রমানের জন্য সরাসরি live.com.bd ই হ্যাক করা হয়েছিলো সাইট অক্ষত রেখেই। মিরর… http://www.zone-h.org/mirror/id/24383996 😎
      নিজেই বুঝে নিন কারা হ্যাকার আর কারা শুধু ফেসবুকেই চিল্লাচিল্লি করে যায়। :v

      তিনি দাবী করেছেন আমাদের মেম্বার নাকি বলেছে জোন এইচ হ্যাক করেছে। একটা ফেক্ স্কিনশট ছাড়া আর কিছুই দেখাতে পারলো না। ফটোশপ দিয়ে এরকম স্ক্রিনশট নিয়ে যে কেউ ই দাবী করতে পারে যে, ছাগলটা ও ফেসবুক হ্যাক করছে বস্তুত এটা সবার ই জানা যে একজন সাধারন মস্তিষ্কের মানুষ কখনোই এটা দাবী করবে না। তবুও তার প্রতি ই উন্মুক্ত চ্যালেঞ্জ রইলো, পারলে এটা তারাই প্রমান করে দেখাক যে আমাদের মেম্বাররা বলেছে। যদি করতে না পারে তাহলে নিজেরাই বুঝে নেন কারা হ্যাকার আর কারা লেমার। :v

      আমি ব্যাক্তিগত ছবি আপলোড দিলে সেখানে ও তাদের জ্বলে। 😛 আচ্ছা, সিকিউরিটি স্পেশালিষ্টরা কি ওদের মতো চোর নাকি যে ফেসবুকে ছবি আপলোড দিতে পারবে না? নাকি সৎ সাহস নাই “সাইবার ৭১” এর মেম্বারদের মতো? 😀

      আমি ঢাকা ইউনিভার্সিটি কর্তিপক্ষ এর থেকে অফার পেয়েছি সাইবার সিকিউরিটি বিষয়ক ক্লাস নেবার এটাতেও তাদের কতো জ্বলে যে, ক্যানো ক্লাস নিচ্ছি না। 😀 অথচ মুর্খদের কাছে এই সামান্য বিষয়টা জানা নেই যে্, এখন DU বন্ধ। এছাড়া এদের জন্য আরেকটি কষ্টকর সংবাদ দেই যে, বুয়েট কর্তিপক্ষ এর সাথেও আমাদের মেম্বারদের কথা হয়েছে এবং ঈদের পরবর্তী সময়েই সেখানে ইনশাল্লাহ আমাদের মেম্বাররা গিয়ে সেমিনার এবং ক্লাস নিবে। :v

      এছাড়া বাংলাদেশের বিভিন্ন আইটি ফার্ম এবং প্রতিষ্ঠানে আমরা জন সাধারনকে সাইবার সিকিউরিটির উপরে আগ্রহী করার লক্ষ্যে নিয়মিত সেমিনার এবং ক্লাস নিয়ে যাচ্ছি সেটা হয়তো কারোই অজানা না। 🙂 আর এই সকল সফলতা গুলোই মানসিক প্রতিবন্ধী গুলার জ্বলার কারন।

      বিস্তারিতঃ http://m.tunerpage.com/archives/454951

      এখন বার বার বলা হচ্ছে তাকে প্রমান দিতে। সে ভাগলো ক্যান? 🙂

কইরে ভাই এখন সব? 🙂

সময়ের অভাবে উত্তর দেই না দেখে তো ফেক আইডি দিয়া অনেক লাফাইলেন, এইবার ভাগলেন ক্যান?

ঝড় থামিয়া গিয়াছে…..! মেঘের তন্দ্রা পাইয়াছে….! অতপর অাকাশও নিস্তেজ হইয়া পড়িয়াছে……!

আচ্ছা রিজোয়ান ভাইকি আসলেই বলছে যে তিনি হ্যাকিং শিখার পর কার্ড হ্যাক করে টাকা মারবে…..?@ তানজিম ভাইয়া….?

    সেটা আমি মেসেজের স্ক্রিনশট ই তো দিয়েছি। 🙂 ওরেই বলেন এসে যাতে অস্বীকার করে যায় অথবা ওর দাবী গুলোর প্রমান দেয় যাতে।

রিজোয়ান ভাইরেতো বিশ্বাস করছিলাম….! রিজোয়ান ভাইয়া কই তুমি…? কিছু বলবা.?

সময়ের অভাবে কথা বলি না এর মানে এই না যে ছাগলরা আজীবন ছাগ্লামি করে যাবে। 🙂 বাধ্য হয়েই যেহেতু আমার সময় নষ্ট করিয়েছে তাই আমিও সত্যিটাই বলে দিলাম।

সৎ সাহস থাকলে এমনে চোরের মতো ভাগে ক্যান?? >_<

Tanju apu! আমাদের অনেকের কমেন্ট ডিলেট করছস ক্যা?

তাঞ্জিম ভাই কি এখন গুম হয়ে গেছে?