টরেন্ট থেকে নতুন সিস্টেমে ডিরেক্ট ডাউনলোড!

টরেন্ট থেকে ডিরেক্ট লিংক কেনো করবো?:

টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করতে আলাদা ম্যানেজার লাগে!সেই ম্যানেজারে কোন কিছু ডাউনলোড করতে হলে ডাউনলোডের পাশাপাশি আপলোডও দিতে হয়! যার কারনে ডাউনলোড স্পিড কমে যায় যা খুবই বিরক্তিকর! কিন্তু নতুন মুভি,ফুল সফট সবার আগে টরেন্টেই আপলোড হয়।

তাছাড়া অনেক জিনিষই আপনি টরেন্টে পাবেন কিন্তু নরমালি পাবেন না!যেমনঃ ড্রাইবার প্যাক নামের একটা সফটওয়্যার আছে যার সাইজ ৯.৬৭ জিবি এবং এটা অফিশিয়ালি টরেন্টে দেওয়া! এখন আপনি কোনো মানবতাবাদীকে পাবেন না যে এত বড় ফাইল আপনাকে নরমাল সার্ভারে আপলোড করে দিবে!

Tntninja.com এমনই সার্ভিস যা টরেন্টকে ডিরেক্ট ফাইলে পরিণত করতে পারে! এতে করে আপনি টরেন্টটিকে আপনার প্রভাইডারের দেয়া ডেডিকেটেড স্পিডে ডাউনলোড করতে পারবেন!

এই সাইট তো চিনি! ডিরেক্টলি ম্যাগনেট লিংক দিলে uptobox এ কনভার্ট হয়ে যায়! এখানে নতুন আবার কি?

Yifytorrents সহ আরো অনেক জনপ্রিয় সাইটের ম্যাগনেট দিয়ে এ সাইটে কাজ হয় না! এজন্য আপনাকে প্রথমে আপনার কাঙ্খিত .torrent ফাইলটি কম্পিউটারে ডাউনলোড করতে হবে! কোনো .torrent ফাইলের সাইজ ২০০ কেবির বেশী হয় না! ডাউনলোড করার পর torrent2magnet.com এ যান! তার পর Select a torrent file বাটনে ক্লিক করুন! আপনার কাঙ্খিত টরেন্টটি আপলোড করুন! ম্যাগনেট লিংক জেনারেট হবে! লিঙ্কটি কপি করুন!<নিচের মতো>

তারপর

এবার http://tntninja.com/ad.php এ গিয়ে নিচের মতো করে আপনার ম্যাগনেটটি পেস্ট করুন,ক্যাপচা সম্পূর্ণ করুন এবং Add বাটনে ক্লিক করুন!

তারপর http://tntninja.com/box এ গিয়ে আপনার কাঙ্খিত ফাইল পাবেন!ডাউনলোড বাটনে ক্লিক করলে uptobox এর লিংক জেনারেট হবে!নিচের মতোঃ

ক্লিক করার পর নতুন পেজে আপনার লিংক জেনারেট হয়ে আসবে!

তারপর আর কি?

ডাউনলোড 😆 😎 😀

Level 0

আমি হাসান আল মাহদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিটিতে অনেক দিন ধরে নিয়মিত!টিটি আমাকে অনেক কিছু দিয়েছে!টিটিকেও কিছু দিতে চাই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সর্বোচ্চ কত সাইজের ফাইল ডাউনলোড করা যাবে?

ধন্যবাদ ভাইয়া… ফাইল টি কতদিন পর ডিলিট হয়ে যাবে uptobox server থেকে… প্লিজ বলবেন…

Sorry uptobox.com is not available in your country?

vaia aktu chake koren to please ki hoye che http://tntninja.com/box