Skype ব্যবহারকারী গণ একটু সাবধান হোন।

আসসালামুয়াইলাকুম।

কেমন আছেন আমার টেক টিউনের বন্ধুরা। আশা করি সবাই ভালই আছেন।

আজ বহুদিন পর একটা টিউন লিখতে বসলাম। এতদিন টেক টিউনের উপর একটু অনুরাগ বসত টিউন করা বন্ধ করে দিয়ে ছিলাম। কিন্তু আজ একটা বিষয় নিয়ে টিউন না করলেই নয় তাই টিউনটি করতে বসলাম।

এখন কাজের কথায় আসি।

আমরা মোটামোটি সবাই (যার নেট ব্যবহার করি) বিভিন্ন প্রয়োজনে ও আত্নীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখতে Skype নামের সফটওয়ার টি ব্যবহার করে থাকি। আমি মোটামোটি নিয়মিত ব্যবহার করি। কিন্তু তথ্য ও প্রযুক্তির সাথে সাথে ইন্টারনেট সহজলভ্য হওয়ার তার সাথে সাইবার ক্রাইম জিনিস টাও বেড়েই চলছে। আর এবার সাইবার ক্রাইমের সাথে জড়িতরা বেছে নিয়েছে Skype কে।

গত দুই দিন ধরে আমার Skype আকাউন্টে নতুন নতুন রিকোয়েস্ট আসলতে লাগল, সব বিদেশি নাম ধারী। তারা নিজে থেকেই চ্যাট করতে থাকে। চ্যাটের কিছুক্ষনের মধ্যে আমাকে কিছু লিংক দিচ্ছিল যেখানে Sign Up করতে হবে। আর বারবার বলছিল তোমার বয়স ভেরিফাই করার জন্য তোমার Credit card, Debit card, Atm card ইত্যাদির তথ্য দিতে হবে এর জন্য কোন চার্জ করা হবে না শুধু তোমার বয়স, আর লোকেশন যাচাই করা হবে।

এখন কথা হচ্ছে অনেকেই এই সব এডাল্ট কন্টেন্ডের কথা শুনে প্রলুব্ধ হয়ে পড়েন। তাই যদি কার কাছে এই ধরেনে কন্টাক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তাহলে যতদুর সম্ভব বিরত থাকবেন।

আরেকটা কথা বলে নেয়া ভাল খেয়াল করলে দেখবেন তাদের প্রোফাইলে কোন ছবি বা তেমন কোন ইনফরমেশন নেই। আর আমি যতটুকু বুঝতে পেরেছি তারা বিদেশি নয় আমাদের দেশের কিছু কু-চক্রি। কারন, যদি তাদের টাইম যোন যদি দেখতে পান সেখানে খেয়াল করবেন দেশ লেখা USA, UK আরে টাইম দেখাচ্ছে আমাদের দেশের।

আমার ইচ্ছে ছিল যেসব লিংক আমাদে দিয়েছিল তার কয়েটা দিতে কিন্তু এডাল্ট কনন্ট হওয়ায় দিলাম না।

আজ টেক টিউনের মাধ্যমে এই সচেতনতার কথা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিচিতজনদের ক্ষতি হাত থেকে বাঁচাতে সচেতন করে তুলুন। শুধুমাত্র Skype নয় সকল ধরনের যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাইটে বিনা কারনে ও না বুঝে কেউ যেন তাদের ব্যাক্তিগত ও বিভিন্ন কার্ডের কোন তথ্য যাতে না দেয়।

সবাই ভাল থাকবেন ভাল রাখবেন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও এক নারীর পাল্লায় পড়েছি। পাত্তা দেইনা

ধন্যবাদ ভাই আমাদের মধ্যে শেয়ার করার জন্য। বিষয় টা আমি ও শেয়ার করছি ফেবুতে।

    @কলিমদ্দি: টিউনমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনাদের পরিচিত জন দের মাঝে এই সচেতনাতা ছড়িয়ে দিন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সতরক করার জন্ন্য।।

    @মোঃ জাফর উল্লাহ: টিউনমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনাদের পরিচিত জন দের মাঝে এই সচেতনাতা ছড়িয়ে দিন।

ধন্যবাদ ভাই সতরক করার জন্ন্য।।

আমিও এই টাইপের কিছু পেয়েছিলাম, আর কিছু না ডাইরেক্ট ব্লক করে দিছি…

অকে ধন্যবাদ জানানর জন্য

Ajob To!! Amakew ak USA nari chat kore aisob link desilo. aro koto ki bolcilo!! lojjay morei gelm! then ami boleci ami akhono bacca asob boji na(how to do or how to watch) siter. map korben! bole kete poreci!!!

ধন্যবাদ

আচ্ছা ভাই, আজ কয়েক দিন হল আমার id তে কম্পিউটার দিয়ে ঢুকতে পারতেছি না। এর কারন কি?

অনেক অনেক ধন্যবাদ

ধন্যবাদ

আমিও এমন পাল্লায় পড়েছিলাম , প্রথম মনে করেছিলাম প্রেম টেম করবে পরে দেখি এই অবস্থা

ধন্যবাদ জানানোর জন্য ।