বন্ধুর পিসির পাসওয়ার্ড পালটে দিন পাসওয়ার্ড না জেনেই আর বন্ধুকে ধরায় দিন বাশ ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন । আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আমি আজ আপনাদের শিক্ষাবো কিভাবে বন্ধুকে বাশ দিবেন তার পিসির পাসওয়ারড না জেনেই তা পালটে দিয়ে। হয়তো অনেকেই জানেন অথবা জানেন না আমি তো আর জানি না আপনি জানেন কি জানেন না।তো যারা জানেন এখনি ব্যাকস্পেস চাপুন। বাকিরা আমার সাথে চলুন বাঁশ দিতে। আর হ্যা কোন সফটওয়্যার লাগবে না । আর বাশ দিতেও বেশিক্ষণ লাগবে না । আপনার বন্ধু বাথরুম এ গিয়ে আসতে যতক্ষণ নিবে আশা করি তার আগেই আপনি বাশ দিয়ে দিতে পারবেন।

তো শুরু করা যাক আপনার বন্ধু যেহেতু বাথরুমে তো আপনার হাতে আছে মাত্র ২ মিনিট (আপনার বন্ধুর বেশী লাগলে আপনার জন্য ভাল )

প্রথমে Run এ গিয়ে  type করুন  lusrmgr.msc দেন এন্টার দিন।

নতুন একটি উইন্ডো পাবেন ওখান থেকে  User এ ক্লিক করুন।

পিসিতে থাকা একাউন্ট গুলো দেখতে পাবেন ।

তারপর যে একাউন্টের পাসওয়ার্ড  পালটাবেন সেটার উপর মাউস রেখে Right Click করুন ।Set Password Select করুন।

Proceed   এ Click করুন।

২ বার নতুন পাসওয়ার্ড দিন।

ব্যাস আপনার কাজ শেষ।

এবার চুপচাপ বাসায় চলে যান আর  মজা নিন।

ভুলেও এটা আপনার বন্ধু কে শেখাবেন না কারন আপনিও বিপদে পড়তে পারেন । আর আপনার আগে যদি আপনার বন্ধু এই টিউন টা পড়ে ফেলে উল্টা আপনারে বাশ দেয় তাহলে আমি দায়ি না।

পড়ার জন্য ধন্যবাদ।

সব সময় সাদামাটা টিউন করি।

টিউমেন্ট করে মতামত দিবেন আপনি বাশ খেলেন না দিলেন।

Level 0

আমি হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai, bash dilam arekjonre.

Dhonnobad Vai,

    @রনক হোসেন: স্বগতম

সুন্দর টিপস। আগে অন্য উপায়ে এই কাজটি করতাম। এটা আরো সহজ।

    টিউমেন্ট এর জন্য ধন্যবাদ

ভাই, বাশ থেকে কিভাবে বাচবো সেটাও বলুন।

valoi vai 😀

ভাই, বাশ থেকে কিভাবে বাচবো সেটাও বলুন।

    Level 0

    @Rezaul Karim: ডিজেবল করে দিন , ডিজেবল করা নিয়ম নিয়ে অনেক পোষ্ট আছে। একটু উদাহর দেই আপনার অনেক সময় পোল্ডার অপশন হাইডি থাকে কাজ করে না তখন reg edit ডুকে মেরামত করা যায়। অথবা ডিজেবল করা যায়। বেশি বলতে গেলে পন্ডিত মনে হবে। গুড নাইট

    দুঃখিত জানা নেই

Level 0

cmd করা যায়, অথবা পটোবল পেনডাইভ্র আগেই জানতাম্ । সন্দর টিউন করার জন্য ধন্যবাদ

    আপ্নাকেও ধন্যবাদ

এই ভাবে কি Administrator user Account এর পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে ?

চরম একখান টিউন করার জন্য ধন্যবাদ !!

    @মাসুদ রানা: thanks For Compliment

    @নীলোৎপল বেদী: ধন্যবাদ

অনেক সুন্দর টিউন ধন্যবাদ