বাংলালিংক সিম দিয়ে বাংলাদেশের সকল অ্যান্ড্রয়েডে ফ্রী নেট ব্রাউজিং এবং ডাউনলোড করুন

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি -

“বর্তমানে বাংলালিংকের কোন ফ্রি ইন্টারনেট সুবিধা নেই। বিভিন্ন ফেইসবুক পেইজ, ব্লগ থেকে ফ্রি ইন্টারনেটের কথা বলা হয়। এই ধরনের গুজবে কান দিবেন না।”

ঠিক ৩ দিন আগে বাংলালিংকের ফেসবুক ফ্যান পেজে এমন একটা পোস্ট করা হয়েছিল । শুনে খুব মজা পেয়েছিলাম । গ্রামীণফোন , এয়ারটেল যেখানে সম্মিলিত ভাবে **** খাচ্ছে সেখানে বাংলালিংক ক্যাঙ্গারুর মত লাফাচ্ছে । তাই আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে । বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি ।

সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্‌র অশেষ রহমতে ১ পয়সাও নাই । এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে । ব্যাস হয়ে গেলো নেট চালু ।

এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন ।

Name = TipsTune.com
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80

নিচের স্ক্রিনশট দেখুন = = >

আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন ।

এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন । তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে ।

http://f14.wapkafiles.com/download/7/2/4/2005001_724c3544fcbfe4175ea7d649.apk/f220163092a161e39f1d/Opera.Mini.753.hui.Anik%28TipsTune.com%29.apk

ডাউনলোড শেষ হলে আগের কোন ওপেরা মিনি থাকলে সেটা রিমুভ করে এটা সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন -

www. nextwap. net
[মাঝে কিন্তু স্পেস দেবেন না]

নিচের স্ক্রিন শট দেখুন =

এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন । Proxy Type সিলেক্ট করুন HTTP

নিচে Proxy Server এ লিখুন –

0.facebook.com:80

বুঝতে না পারলে নিচের স্ক্রিন শট দেখুন == >

কাজ শেষ । Save এ ক্লিক করুন । বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন ।

এবার ওপেরা মিনি সেট আপ নেবে । সেট আপ শেষ হলে ব্রাউজার রেডি । এবার এখানে যান =

Settings == Advanced == Protocol == HTTP করে দিন ।

আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন না কিন্তু । ওপেরার অ্যাড্রেস বারে নিচের কোডটি লিখুন =

0.facebook.com/l.php?u= কাঙ্খিত address [ অবশ্যই http:// - এটা সহ ]

উদাহরণঃ টেক টিউন্স ভিজিট করতে লিখুন –

0.facebook.com/l.php?u=https://www.techtunes.iom

এবার নিচের দিকে Confirm তে ক্লিক করুন । তাইলেই আপনি কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন । হয়ে গেলো কাজ । নিচের স্ক্রিন শট দেখুন == >

এই পদ্ধতি ১০০% কাজ করছে । ট্রাই করে দেখুন । ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না । ঘ্যাচাং করে কেটে নেবে । আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন । তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন । ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । আর এই ফ্রী নেটটা যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে , তার জন্য আমি দায়ি না । কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । একটা পোস্ট করতে যে কি পরিমানে কষ্ট হয় তা যে পোস্ট করে সেই বোঝে । তাই কেও এই পোস্টটা কপি পেস্ট করলে আমার আর টিপস টিউনের নামটা দিয়েন । বাংলাদেশে অ্যান্ড্রয়েড দিয়ে বাংলালিংকে ফ্রী নেট চালানোর প্রথম কমপ্লিট টিউটরিয়ালটা আমি দিলাম । সবাই ভালো থাকুন । আল্লাহ্ হাফেজ ।

আমি সকালে বাংলালিংক এর ফ্রী নেট নিয়ে একটা পোস্ট করেছিলাম । সেটা অবশ্য টেক টিউন্স টিম ডিলেট করে দিয়েছে । আমার একটা কথা বলার আছে , সেটা হচ্ছে কোন কোম্পানি যদি ফ্রী নেট টিপস পোস্ট করার পর বন্ধ করে দেয় আমার কি করার আছে সেখানে? আশা করি আমি উত্তরটা পাবো ।

পোস্টটি সর্বপ্রথম টিপস টিউনে প্রকাশিত =

  • http://tipstune.com/
  • Level 0

    আমি অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    চরম দাদু

    জিপি মডেম (মডেম এ বাংলালিংক এর সিম দিয়ে) দিয়ে কি করা যাবে ?

    অনেক ধন্যবাদ- আমার বাংলালিংক এর সিম দিয়ে চলতাছে- কিন্তু এখন টাকা নাই তাই ফ্রি চলছে যখন আমার সিম এ টাকালোড করবো তখন কি এই ফ্রি চালনোর জন্য যে টাকা ব্যায় হয়েছে তা কেটে নিবে- নেট না চালালেও??

    Level 0

    ভাই, ডাউনলোড করতে পারিনা .download failed দেখাচ্ছে।।

    আপনার টেকটিউন অ্যাকাউন্ট এ প্রফাইল পিকচার যুক্ত করতে পারছেন না? তাহলে এইখানে ক্লিক করুন!

      @Sheikh Miraj:
      ভাইয়া , যদি আমাকে বলে থাকেন তো আমি দুঃখিত ।
      চেহারা খুব খারাপ , দেখানোর মত না ।

        @অনিক: ভাই প্রফাইলে তো পিকচার বাদেও আরো অনেক কিছু দেওয়া যায় 😀

    ভাই, ডাউনলোড করতে পারিনা .download failed দেখাচ্ছে।।

    আমারো অবশ্য এখন আর ডাউনলোড হচ্ছে না ।
    পরে যদি কিছু পাই , অবশ্যই জানাবো ।
    আপাতত ব্রাউজিং করেই দেখিয়ে দিন বাংলালিংকে ফ্রী নেট চলে কি চলে না ।

      @মুহাম্মদ শাহজাহান:
      আমি এখনো পি সি তে বাংলালিংক ফ্রী নেট চালাতে পারি নি , তবে অন্য কেও পেরেছেন কিনা আমার জানা নাই ।

    @anik bai PC ta connect hoy but net browse hoy na

    Level 0

    Ajke life a first free internet try korlam. Thanks vai

    Level 0

    ami banglalink dia andriod e odbhut free net chalchi.facebook er akti page e akti internet settings dia operamini baboharer kota bolahoachilo( apn: internet proxy:141.0.11.241 port:80) .kintu ami opera mini chalte bartho hoi.pore ami abishkar korlam ja play store tiki kaj korcha abong download speed o bhalo.

      @THAIEF:
      আমি এটা নিয়ে পোস্ট করেছিলাম ।
      কিন্তু সবাই আমাকে বলেছে আমি নাকি মজা করেছি ।
      আমার পোস্টটা ডিলেট করা হয়েছে ।

    Level 0

    এয়ারটেল সিম এর ফ্রি use এর লিংক টা কেউ দেন আমাকে।

    Level 0

    আমি ব্রাউজ করতে পারি কিন্তু ডাউনলোড হয় না। ডাউনলোড করব কিভাবে????

    পোষ্ট টি প্রিয়তে নেবো যার কারনেই ব্লগে লগিং করা 🙂

    Level 0

    Let’s try 🙂

    valo to valo na

    Level 0

    bhai 0.facebook.com ki free internet use…?

    Level 0

    onek dhonnobad bhai…

    amar ta Symphone 35 kinto Child Lock kaj kortacha na

    Level 3

    vi Code Erro lekha ashtacha

    ভাইয়া, আসসালামুআলাইকুম।

    আপনার ট্রিক্সটা ফলো করে আমি পুরো সফল হইছি।

    এটাই আমার জীবনের প্রথম ফ্রী নেট ।
    কমেন্টি ও ফ্রী নেট দিয়েই করছি। আমার মোবাইল ওয়ালটন H2.
    আল্লাহ আপনার মঙ্গল করুক। আমীন।।।।।!!।।।।

    Level 0

    ভাইয়ারা, কোড এরর দেখায় । প্রায় ১০ বার ট্রাই করলাম। কিছু বলেন কেউ। প্লীজ

    Level 0

    পেরেছি। রিদ্মিক কীবোর্ড দিয়ে টাইপ করার পর হইলো।

    Level 0

    ভাই আমার কাজ হয়েছে ডাউনলোড ও হচ্ছে… কিন্তু কিছুক্ষণ চালানোর পর যদি অপেরা থেকে বের হয়ে আসি আর কানেক্ট হয় না। যদি মোবাইল বন্ধ করে আবার চালু করি তার পর হয়। কোন উপায় থাকলে জানাবেন। আমি ওয়াল্টন জি-১ ব্যবহার করি।

    ভাইয়া অনেক দিন তো চালাইলাম, ,,,, এখন অার চলেনা। help plz……..

    fb chara onno page a dukte parsi na
    (the page you requested was not found) lekha ase.