আসেন মজিলার কীলগার এডঅন্স দিয়া হ্যাকিং (নাকি ইতরামী!) করি

শীবের গীত

একসময় আমি কীলগার নিয়ে টিউন করেছিলাম। তার যে ঝাজ তার ফলে এখনো ওই টিউনের জন্য আমাকে চার-পাঁচটি মেইলের উত্তর দিতে হয় প্রতিদিন। কিন্ত কীলগার সফটের কিছু সীমাবদ্ধতা আছে যেমন ভালো মানের সফট ফ্রিতে পাওয়া যায় না, অনেকেই প্রোগ্রাম লিস্ট থেকে তা খুজে বের করে ফেলে আর যদি ঘোস্ট কী লগার হয় তাও দেখা যায় শক্তিশালি এন্টিভাইরাস দ্বারা ডিটেক্ট হয়। তাই এর ফাদে কাওকে ফেলা দুস্কর। আর তাছাড়া কীলগার কিন্তু মূলত ভালো কাজেই লাগে। যেমনঃ

  • কি লেখা হয়েছে তার সকল রেকর্ড থাকে। আমাদের দেশের লোড শেডিং এর প্রেক্ষাপটে এর বিকল্প নাই, লোড শেডিং বা ইন্টারনেট সমস্যা যাই হোক ডাটা থাকবে নিরাপদ। 😀
  • আর যারা বিভিন্ন সাইটে হরেক পাসওয়ার্ড ব্যাবহার করেন কিন্তু একটু ভুলু মন তাদেরতো সোনায় সোহাগা করে দিতে পারে এসব সফট। 🙂

মজারু মজাক

সে যাই হোক কীলগার সফটের কতিপয় সমস্যার সমাধান করার চাইতে মজিলার কী লগার এডঅন্সটাই ব্যাবহার করা ভালো মনে হল। এতটাই ভাল যে কেউ তা ধরতেও পারছে না যে কাহিনী কি। বন্ধুদের সামনে ল্যাপটপ নিয়ে গেলেই তারা একটু ফেসবুক বা মেইল নাড়াচাড়া করতে চাইছে আর তখনই নিজের অজান্তেই তারা তাদের পাসওয়ার্ডটি আমাকে জানিয়ে দিচ্ছে। 😛 আর চমকে যাচ্ছে তখন যখন আমি কিছুদিন পর তাদের পাসওয়ার্ডটি জানিয়ে দিচ্ছি কিন্তু সে সময় তারা মাথা চুলকালেও প্রকৃত রহস্য যে একটি এডঅন্স তা বের করতে পারছে না। 😛 ভাবুন তো অন্য কারো হাতে পড়লে কি অবস্থাটাই না হত। 🙁

এইবার তাইলে লাইনে আসি

যাক সে কথা ধান ভানতে আইসা তো শীবের গীত তো আর কম গাইলাম না এবার আসল কথা আসি। এখানে ক্লিক করে বক্স চেক করে এডটু ফায়ার ফক্স এ ক্লিক করে ইনস্টল করুন। তারপর যথারীতি সেই ফায়ার ফক্স রিস্টার্ট।

untitled

এবার দেখুন চিন্হিত এডঅন্স টাই হল কীলগার এডঅন্স। 😀 অন্যান্য এডঅন্সের ভীড়ে এটা বোঝাই মুসকিল আর এটাই হল এই এডঅন্সের সব চেয়ে বড় সুবিধা সফটের তুলনায়। 😉 এর উপর ক্লিক করেই এটাকে অন ও অফ করা যাবে। কিছুক্ষণ কাজকরেই দেখুন।

untitled1

তারপর টুলস থেকে এডঅন্সে যান কীলগার এড অন্সের অপশনে দেখুন ওয়েব,ইমেইল, পাসওয়ার্ড, লেখা সহ সব ডাটা জমা হয় আছে।

আরো দুইটা কথা শুইনা যান, সারা জীবন তো টিউন পইড়াই চইলা গেলেন

  • আমি আরো কিছু টিপস নিয়ে এই টিউনটি আপডেট করবো বা নতুন করে আরেকটা টিউন করবো কিন্তু সেটা থাকবে পাসওয়ার্ড প্রোটেক্টেড। 🙁 আর তখন ওই টিউনটি পড়ার জন্য পাসওয়ার্ড তারাই পাবে যারা এই টিউনে কমেন্ট করবে। 😛 তাই দুইটা গালি দিয়া যান কমেন্টে। 😛 বহূত দিন গালি খাই না তাই শীতে পরিবেশটা একটু গরম করতে চাইতাছি।
  • আমি আমার এই টিউনে পরীক্ষা মূলক ভাবে বিভিন্ন স্পন্সর লিংক এবং বিজ্ঞাপন ব্যাবহার করছি। 🙂 এ ব্যাপারে আপনাদের মতামত জানান।

cocc_600x_1_move

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া তোমার টিউন টা খুব ভালো হয়েছে।কিন্তু গোস্ট কি লগার টা সবচেয়ে ভালো।তোমার কাছে কি রেযিস্ত্রেশনের কি আছে?আর তুমি বললে যে তোমার টিউন গুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাহলে আমাকে ইমেইল করে পাসওয়ারদ টা জানিও।আমার ইমেইল হচ্ছে [email protected]

    ওক্কে। আর আমার কিছু টিউন আপডেট করা হচ্ছে তাই পাসওয়ার্ড দেয়া আপডেট করা শেষ হলে তখন উন্মুক্ত করে দেয়া হবে।

ও ভাইয়া আমি যে চেস্টা করলাম ।কিন্তু এড করতে গেলে লেকখা উঠে
This add-on is for older versions of Firefox
আমার মযিলার versions হচ্ছে 3.5.6।আমি এখন কি করব?

    আমি আসলেই দুঃখিত ৩.০ এর পরের ভার্সনের জন্য এটার আপডেট এখনো রিলিজ হয় নাই। তবে খুব শীঘ্রই আমি তোমাকে সুখবর দিতে পারব বলে আশা করছি।

    tai naki.tahole to kichui korar nai.tobe pass word ta pathie dao.amar [email protected]

    i just log in techtune for this .plz sent me password.my id is ([email protected]) .

    আসডফঘজকল ভাই দেবোনে যদি করি

কমেন্টস আদায়ের আইডিয়টা ভালোই, তবে সব টিউনাররা যদি এই পদ্বতি অবলম্বন করে তাহলে কিন্তু সামনের পথটা খুব কঠিন বলে মনে হয় । স্পন্সর লিংক এবং বিজ্ঞাপন ব্যাবহার খারাপ না, এটা একটা ভালো উদ্দ্যেগ ,ধন্যবাদ এগিয়ে যান।

    ধন্যবাদ ইয়াকুব ভাই, আমিতো অনেক কিছুই শুরু করছি আবার অনেক নতুন আইডিয়াও বের করছি আশা করি সামনের দিন গুলোতেও পারবো তাই অতো চিন্তা করি না। আর অন্য টিউনার তো দূরের কথা আমি নিজেও এরকম করবো না দু একটা ব্যাতিক্রম ছাড়া।

thanks for shearing

শাকিল ভাই নতুন আইডিয়া, ভালোই । ধন্যবাদ । ঁঁঁঁঁ

    হে হে হে আরে একটু মজা করলাম আরকি

    ভাই সেদিন কথা দিয়াও আসতে না পারার জন্য দুঃখিত তবে এর মধ্য যে কোন একদিন কিন্তু চলে আসবো হূমম

Level 0

শাকিল ভাই carry on!

Level 0

khub Valo Kinto seo er tutorials koi shakil vi

    পাবেন দু একদিনের মধ্যেই আগে যেগুলো লিখছি সেগুলো তো শেষ করিরে ভাই

ভাই আমি আপনার অনেক বড় FAN ।আমাকে পাসওয়ার্ড দিতে ভুল বেন না।[email protected]

    আরে আপনেরা হইলেন আমার ভাই ব্রাদার ফ্যান হবেন কেন……..আপনাদের জন্যই তো লিখি ভুলব কেমনে, তবে মেইল ঠিকানা দেয়ার দরকার নাই

খুব ভাল চালাকি বের করছেন কমেন্টের জন্য। সাথে বিজ্ঞাপন লাগাই দিছেন 😉
কত ইনকাম করলেন জানাইয়েন।
ধন্যবাদ।

    নারে ভাই চালাকি না একটু মজা করতাছি, বিজ্ঞাপন লাগাইছি তবে ইনকাম করার জন্য না বিজ্ঞাপন কোম্পানীগুলি পরীক্ষা করতাছি, জানাবোনে কত হইল

ভাই, এটা কি প্রতিবার কম্পিউটার চালু করার পর অন করতে হবে? আর শাকির, আপনি কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড টিউন করবেন? আমাকে দয়া করে জানাবেন।

    ও, ভাই, আরেকটা কথা, নতুন ভার্সনের জন্য(ফায়ারপক্স) কবে রিলিজ করবে? তাও জানাবেন।

    না একবার চালু করলে অফ করার আগ পর্যন্ত চালু থাকবে।

    সব জানাবোরে ভাই

করুম না কমেন্ট , দেখি কেমনে না দেন?

    আপনারে আমি দেবোই না দেখি না নিয়া কই যান

    আয় হায় আমি তো কমেন্ট কইরা ফালাইলাম 😛

    এই জন্যই তো বললাম আপনারে আমি দেবোই না দেখি না নিয়া কই যান

Level New

ছোট্টো একটা টিউন(শাকিল ভাইয়ের জন্য) কিন্তু কাজের কাজটা ঠিকই হবে।ধন্যবাদ শাকিল ভাই,এটদিন যেসব উপায় জানতাম তারমধ্যে বোধোহয় এটাই সহজতম।
আর স্পন্সর লিংক এর ব্যাপারে টেকটিউনস নীতিমালা কি বলে সেটাই মুখ্য বিষয়,তবে নতুন দিনের সূচনার জন্য শাকিল ভাইয়ের জন্য আরেকটা ধন্যবাদ।
[email protected]

    সেতু ভাইয়াকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি।

    তবে বিজ্ঞাপন কিন্তু নীতিমালা অতিক্রম করেনি কারন এগুলো এফিলিয়েট এড এবং আমি না বললে অনেকে বুঝতেও পারতো না।

    মেইল ঠিকানা দেবার দরকার নাই। কারন আমি তো এটা এমনিতেই পেয়ে যাই কমেন্ট করলে তা তো আপনি ভালো করেই জানেন। আবারো ধন্যবাদ আপনাকে।

Level 0

আমি কমেন্টের জন্য আলাদা করে অনুরোধ জানানোর পক্ষে নাই ।
আমার বা আপনার টিউন যদি ভালো হয় তাহলে পাঠক এমনিতেই কমেন্ট দেবে।
ধন্যবাদ

    আমিও না তবে এটা করলাম শুধু মজা করার জন্য।

    আপনি চাইলে আপনার কমেন্ট মুছে দিতে পারেন। ধন্যবাদ

    Level 0

    i’m a regular updated user of Mozilla……so it’s not 4 us yet now
    by the way password protected thakar karone…onek post porte parina….dekha jak ekhon ki hoy

    আমার কিছু টিউন আপডেট করা হচ্ছে আপডেট করা শেষ হলে তখন উন্মুক্ত করে দেয়া হবে।

ধন্যবাদ

Level 0

এই সুরটির(tune) জন্য আপনাকে ধন্যবাদ

শাকিল আরেফিন ভাই ধন্যবাদ । পাসওয়ার্ড পাওয়া কি যাবে আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্ট গুলুর । অনেক ধন্যবাদ ভাই।আমি নতুন।আপ নার লিখা ভাল লাগলো ।
vai parle password ta dien [email protected] ai tikani.best of luck …carry on…..

    টিউন গুলো আপডেট করা হচ্ছে আপডেট করা শেষ হলে তখন উন্মুক্ত করে দেয়া হবে। আপনাকেও ধন্যবাদ

Level 2

thxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx100%

টেকটিউনের আপনার লিখা টিউন গুলা পড়ে সবাই উপকৃত হন। তাই সব গূলা টিউন উন্মুক্ত (পাসওয়ার্ড ছাড়া) রাখা ভাল যাতে সবাই উপকৃত হতে পারেন।
আর স্পন্সর লিংক গুলুর ব্যাপারে টেকটিউনের নীতিমালা মুখ্য বিষয়। আমার মতে স্পন্সর লিংক থাকলে টেকটিউনের যে পরিচ্ছন্নের সুনাম আছে তা ক্ষুন্ন হবে।
সকলকে ধন্যবাদ

    আমার কিছু টিউন আপডেট করা হচ্ছে আপডেট করা শেষ হলে তখন উন্মুক্ত করে দেয়া হবে। তবে বিজ্ঞাপন কিন্তু নীতিমালা অতিক্রম করেনি কারন এগুলো এফিলিয়েট এড এবং আমি না বললে অনেকে বুঝতেও পারতো না।

ভালু জিনিস 🙂

শাকিল ভাই co.cc এর Referral Bonus সম্পর্কে একটা টিউন হলে ভালো হত।

অহন গালি মনে পড়টাছে না। মনে পইড়া লওক দিমুনে, ডজ্য ধরেন

Level 0

কিভাবে অন্যের পিসি থেকে পাসওয়ার্ড নেয়া যাই সেইটা বলেন.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।ঃপ

ভাল লাগল শাকিল ভাই

    আরে মন্ময় ভাই যে আমাদের এখানে তো আসেনই না। ধন্যবাদ

ভাল লাগল

Level 0

আপনাকে কমেন্টস করতেই লগইন করলাম….এই ভাবে মানুষদের শর্ত দিয়া টিপস গিলানোর অভ্যাস ছাড়ুন…আপনাকে অনেক বড় মনের মানুষ ভেবেছিলাম যাক আপনার আর কোনো টিউন আমি পড়ব না।

    আপনারা মজাও বোঝেন না। আপনাকেও আমি বড় মনের মানুষ ভাবছিলাম এখন দেখি একটা কমেন্ট করতেই…..তবে বাচাঁলেন আপনার এমন কমেন্টও আমি আর পাবনা

শাকিল ভাইয়ের দেশের বাড়ি কোথায়?

হা হা হা .. খুব কষ্ট করে মডুদের মেইল করে পাসওয়ার্ড এনে আপনাকে কমেন্ট করছি।
১। কমেন্ট
২। কমেন্ট
৩। কমেন্ট
৪।……..
এবার থেকে সকল ব্যাপারে দয়াকরে জানাবেন।

    লাভ কিন্তু আপনারই হাত খুললো সামনে টিউনও করবেন একবার যখন শুরু করছেন

কি রে ভাই আপনি এভাবে নাচেন কেন?

মজা পেলাম টিউনটি পডে…ধন্যবাদ শাকিল ভাই।

Key-Logger টা তো ডাউনলোড করতে পারলাম না । This add-on is for older versions of Firefox
Let me install this experimental add-on. What’s this?

sundor 1 ta tune upohar dawer jonno onek donnobad.

onek sundor hoise tune ta kub anondo palam.donnobad sakil

এই আডন্স টার আপডেট আসলে জানাবেন কিন্তু শাকিলস ভাই। 😀

ভাই কিছুই বুজলাম না।

Level 0

That’s really impressive, thanks bro.

Sakil vai, some tune is password protected. but I am interested to know about this tune. so please please send me all tunes password. My mail address is [email protected] . I am eagerly waiting for your password. so vai please send me.

    ওই টিউন গুলি আপডেট হচ্ছে, আপডেট শেষ হলে পড়তে পারবেন

Level 0

Nice tune.
How to get password of the previous posts.

    কোন উপায় নাই আর আমি কিন্তু বলছি সামনের পোস্টের পাসওয়ার্ড দেবো আগের পোস্টের ব্যাপারে কিছু বলি নাই

Level 0

ভাই পাসওয়ার্ড টা দয়াকরে দিবেন ? ওই লেখাটা পড়ার খায়েশ জাগতাছে।

    ওই টিউন গুলি আপডেট হচ্ছে, আপডেট শেষ হলে পড়তে পারবেন আর আমি কিন্তু বলছি সামনের পোস্টের পাসওয়ার্ড দেবো আগের পোস্টের ব্যাপারে কিছু বলি নাই

Waiting for the next Tunes.

শাকিল ভাই আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্ট এর জন পাসওয়ার্ড কি পেতে পারি?

    ওই টিউন গুলি আপডেট হচ্ছে, আপডেট শেষ হলে এমনিতেই পড়তে পারবেন

vai…..
apni to dekhi moha guru vai…………… etto etto tune korsen…b porte parsi nah password er jonno… vai password ta pathay den plz plz…. id: [email protected]….

    আমার মাত্র দু-একটি টিউন পাসওয়ার্ড দেয়া তার কারন ওই টিউন গুলি আপডেট হচ্ছে, আপডেট শেষ হলে এমনিতেই পড়তে পারবেন

vai password dile khusi hoitam…ami eee te pori..ei site ta deke mone hocce kano cse nia porlam na…..

    ওই টিউন গুলি আপডেট হচ্ছে, আপডেট শেষ হলে এমনিতেই পড়তে পারবেন EEE তেও পড়ে সিএসই এর অনেক কিছু শেখা যায় অনেক বিষয়ই তো একই। ইচ্ছাটাই বড় কথা

Ami, very new to this site. Sotti kotha tune ta pore sudhu matro password pabar jonnei comment korlam. Apnar aro onek gula lekha dekhlam password protected oi gular password pabo kibhabe, password na dia password break korar kono way dile mone beshi valo hoy. APNar sponsor er idea ta mone hoy ekdom notun, tobe TV biggapon er moto jeno na hoy setai expected.

    আমার মাত্র দু-একটি টিউন পাসওয়ার্ড দেয়া তার কারন ওই টিউন গুলি আপডেট হচ্ছে, আপডেট শেষ হলে এমনিতেই পড়তে পারবেন

    হূমম তেমনটা হবে না

Level 0

শাকিল ভাই আপনি এত ভাল টিউন করেছেন গালি দিতে মন চায় না !

“শাকিল আরেফিন” ভাই আপনি কিনটু একটা Genius.

Level 0

shakil bai amr kase aita marattok lagse..keep it up….
valo thakben…
mail: [email protected]

Vaiya you have done a great job.

শাকিল আরেফিন ভাইয়ের টিউন মানেই সুন্দর একটা কিছু। ধন্যবাদ ভাই।
http://AllFreeVideo.tk

শাকিল ভাই তোমার টিউন গুলো অনেক ভাল তোমাকে গালি দেই কি করে।

Level 0

ভাই আপনার এই কী লগার টা মজিলা ভার্সন ৩.৬ কাজ করচে না

Level 0

shakil vai ami aj e 1st loggd hoisi…. ami ki pss wrd pabo na vai…..????????

ধন্যবাদ

Level 0

ফাঠাফাঠি ভাই। ধন্যবাদ।

ভাইয়া firefox এর নতুন ভারসন এ কাজ করে না !!!!!!!!!!!!!!!!!!!!!!

যদিও আপনার এই টিউনটি অনেক আগে পোষ্ট হয়েছে। আমি এই মাত্র আপনার টিউন গুলো দেখতে দেখতে এই গুরুত্বপূর্ণ টিউনটি পেলাম। খুবই সুন্দর একটি টিউন। আমি হ্যাকিং এ খুবই আগ্রহী। দয়া করে কি আপনি আমাকে হ্যাকিং বিষয়ক কোন বই, সফটওয়্যার এবং কিছু হ্যাকিং বিষয়ক সাইটের লিংক দিবেন। আমার মেইল এড্রেসটি হল [email protected] [email protected] এগুলো দিলে আমি খুবই উপকৃত হবো। এবং এই আস্বাশ দিচ্ছি যে কারও কোন প্রকার ক্ষতির জন্য এগুলো ব্যবহার করব না। শুধু মাত্র আমার হ্যাকিং জ্ঞান বৃদ্ধির জন্য এই গুলো ব্যবহার করব।

bahi apni chalia zannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn agami prober jennoooooooooooo

ভাইয়া, আপনার ফেসবুক হ্যাকিং টিউন এর পাসওয়ার্ড পাব কিভাবে?? আর এটা আমার কাজে এসেছে। ধন্যবাদ……… [email protected]

Level 0

@@@@@@@#@@@@@@@ শাকিল আরেফিন ভাই আপনে কই আওয়াজ দেন । আর.earnhelp এ অনেক লেখাই পাসওয়ার্ড প্রোটেক্টেড পাসওয়ার্ড পাব কিভাবে ? মেইলে পাঠিয়ে দিয়েন আর দ্রুত পোস্ট আপডেট করেন (যদি অন্য কোন জরূরী কাজ না থাকে ) । @@@@@@@@#@@@@@@@@@

Level 0

ভাই হ্যাকিং শেখার আমার অনেক ইচ্ছা অনেক দিন থেকেই। তাই আপনার লেখাটা আমার অনেক ভাল লাগছে। আমি আপনার সব গুলো লেখাই নিয়মিত পড়ার চেস্টা করি।

Level 0

ভাই কি সরকারি চাকুরি যিবি নাকি ফাইল আটকাইআ উদ্দেশ্য আদায়ে বেস পারদর্শী