একটি ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স পাওয়ার পর মাসে কত টাকা আয় করা যায়? এবং একটি বিজ্ঞাপণ থেকে কত আয় হয়?

ব্লগ শুরু করার পূর্বে অনেক নতুন ব্লগারের মনে প্রশ্ন থাকে গুগল এডসেন্স তাদের ঠিক কি পরিমান আয় দিয়ে থাকে। কিভাবে গুগল এডসেন্স থেকে বেশি টাকা আয় করা যায়।

গুগল এডসেন্স থেকে আপনি কত টাকা আয় করবেন বিষয়টি মূলত নির্ভর করছে আপনার ব্লগের ভিজিটর (Traffic) এর উপর।

ভিজিটররে এর পাশাপাশি ভিজিটর কোথা থেকে আসছে এই বিষয়টি নির্ভর করে।

এছাড়াও আপনার ব্লগের কনটেন্ট এর উপর নির্ভর করে ব্লগ থেকে আপনি কত টাকা আয় করবেন।  অনেক ব্লগ নিশ রয়েছে যে টপিকে অ্যাড দেয়ার কোম্পানি নেই বললেই চলে।

সে সকল ব্লগের CPC (প্রতি ক্লিকে টাকার পরিমান) অনেক কম থেকে।  আপনার ব্লগ নিশে যদি অ্যাড দেয়ার কোম্পানি বেশি থাকে তবে আপনি ভালো পরিমান CPC পাবেন এটা নিশ্চিত।

তবে ওয়েবসাইট বা ব্লগ থেকে টাকা আয় করতে হলে প্রথমত আপনার ভিজিটর আনার দিকে মনোযোগী হতে হবে। আয়ের কথা ছিন্তা না করে কন্টেন্ট পাবলিশ করে যেতে হবে রেগুলার।

ভিজিটর আসলে আয় হবেই।

ব্লগে যদি পর্যাপ্ত ভিজিটর না থাকে তবে আপনি কিভাবে আর চিন্তা করতে পারেন। এখানে আপনাদের আগেই বলেছি বাংলা এবং ইংরেজী ব্লগে টাকা আয়ের এর ভিন্নতা রয়েছে।

এশিয়া মহাদেশের ট্রাফিক গুলিতে আপনার টাকা আয় কম হবে। আর আপনার ট্রাফিক যদি ইউরোপ আমেরিকা থেকে আসে তবে আপনার ব্লগের আয় বেশি হবে।

তাই এখন আমরা বলতে পারি ব্লগে টাকা উপার্জনের জন্য প্রথম শর্ত হচ্ছে পর্যাপ্ত পরিমান ভিজিটর নিয়ে আসা।

বাংলা ব্লগে বাংলাদেশ থেকে আশা প্রতি এক হাজার ভিজিটরে কি পরিমাণ টাকা আয় করতে পারেন আপনার প্রশ্ন যদি এমন হয় তবে আপনাকে উত্তর দেয়া সহজ হত।

আমি একাধিক ব্লগে কাজ করি।  ভিন্ন ভিন্ন ট্রফিকে (বিষয়ে) আমার বর্তমানে তিনটি ব্লগ রয়েছে।

তবে আমি আপনাকে বলতে পারি একটি বাংলা ব্লগে বাংলাদেশ থেকে আশা ১০০০ ভিজিটর দিয়ে আপনি ২ থেকে ৩ ডলারের মত আয় করতে পারবেন।  এইখেত্রেও আপনার লেখা কন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ।

তাই একটি ব্লগে  হাজার ভিজিটর একই পরিমাণ নির্ভর করে কি কি বিষয়ের উপর তা আপনি মোটামুটি ভাবে জানতে পরেছেন।

আপনি যদি এই সম্পর্কে জানতে আগ্রহী হন তবে ব্লগ থেকে কত টাকা আয় করা যায় আমাদের টিউন করতে পারেন।  ধন্যবাদ।

Level 1

আমি মোঃ আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Telecom Offer and Mobile banking and all about online earning all knowledge in Bangla. https://digitaltuch.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস