অনলাইনে উপার্জন করার সবচাইতে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে “গুগল অ্যাডসেন্স”।তো জেনে নিন কিভাবে “গুগল এডসেন্স”র একাউন্ট খুলবেন।

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কেমন আছেন প্রাণপ্রিয় টেকটিউনস বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন।তো চলুন আজকের টিউনটি দেখে নিই।
গুগল এডসেন্স পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়
ও গ্রহনযোগ্য উপার্জনের সাইট।
একটা অ্যাকাউন্ট পাওয়া সোনার
হরিন পাওয়ার সমতুল্য মনে করি সবাই। (এ বিষয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না)
আসলে গুগল এডসেন্স পাওয়ার জন্য দীর্ঘ
দেড় বছর এর পিছনে লেগে ছিলাম। টাকা
দিয়ে কিনতে চেয়েছি তবু পারিনি।
পরে অবশ্য নিজের চেষ্টায় দেখা
পেয়েছি সোনার হরিনের। যারা
এডসেন্স একাউন্ট সহজে পেতে চান
তারা http://www.google.com/adsense আবেদন
করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখবেন, তাহলেই আশা করছি আপনার বহু আকাক্ষিত সোনার হরিণটির দেখা পেয়ে যাবেন।
তো দেখে নিন কিভাবে করবেন।

‍⇛ আপনি যদি ঢাকার বাইরে
থাকেন, তাহলে অবশ্যই ঢাকার মধ্যে থাকে
এমন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের
ঠিকানা ব্যবহার করুন।
সম্ভব হলে 1000 বা 1230 এই
Post code এর Address ব্যবহার করুন।
ভুলেও মফস্বল এলাকার ঠিকানা ব্যবহার
করবেন না।
তাহলে আপনার চেষ্টা মাঠে মারা যাওয়ার সম্ভবনা আছে। একাউন্ট Approve হওয়ার
সাথে সাথে আপনার ঠিকানা
পাল্টে নিতে পারবেন (যদি চান) এক্কেবারে টিউনকোড সহ।
⇛ বাংলা Content থাকলে পুরোটাই
ইংরেজী করে নিবেন।
⇛ সাবধান! Sub-Domain ব্যবহার করবেন না।
⇛ একটু কষ্ট করে হলেও আপনার পরিচিত কাউকে
ধরে একটা Domain কিনে নিবেন অথবা Blogger বা
Wordpress সাইট বানিয়ে নিতে পারেন। ভুলেও co.cc ডোমেইন ব্যবহার করবেন
না। কারন ইতিমধ্য গুগল এডসেন্স co.cc
সাইট ব্যান করতে শুরু করেছে।তাদের
সার্চ ইঞ্জিন থেকেও ব্যান করেছে।
(অনেকেই হয়তো Sub-domain দিয়ে
পেয়েছে।)
⇛ সাইটের পেজগুলো বানাতে যেদিকে মনোযোগ দিবেন→
যেমনঃ About us, contact us, privacy policy ও Copyright. অর্থাৎ এগুলো সুন্দর করে বানিয়ে নিবেন।
⇛ যদি উপরের নিয়মগুলো যথাযথ মেনে আবেদন করতে পারেন, তবে গুগল এডসেন্স থেকে Domain Verify করতে বলা হবে। তারপর আপনার Publisher
নাম্বারসহ আরো কয়েকটি ওয়ার্ড যোগ
করে দিবে। যা দিয়ে পরবর্তীতে আপনি এই শিরোনামে→→ “This post my domain ownership" একটা পেজ বানিয়ে নিবেন। তারপর এই পেজের link দিয়ে আবার Submit করবেন। এ বিষয়গুলো যদি ঠিক
থাকে, তাহলে নিশ্চিত্ন মনে আবেদন করতে পারেন। আশা করছি আমার মতো আর আপনাকে দেড় বছর ঘুরতে হবে না। উপরের
বিষয়গুলো মেনে আমার একজন ক্লোজড বন্ধুর জন্য
আবেদন করেছিলাম। এপ্রোভ হতে সময় লেগেছিল মাত্র ৭২ঘন্টা। কিন্তু কথায় আছে না, "অতি লোভে তাঁতী নষ্ট", তার বেলায় এটিই হয়েছে। বন্ধুটি ডলারের লোভ সামলাতে না পেরে Proxy ব্যবহার করে নিজে ও অন্যান্য বন্ধুদের
দিয়ে ক্লীক করিয়ে এক সপ্তাহেই 60 Dollar
উপার্জন করেছিল। লোভের শেষ পরিণতি হিসেবে ৮দিনেই
নিজের মাথায় হাত দেওয়ার ঘটনাটা ঘটেছিল!
কেননা ইতিমধ্যেই গুগল মামা যে তাকে ব্যানড তালিকায় নাম ফেলে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার
হলো অন্য সাইট দিয়ে তার জন্য
পরবর্তীতে আবার যখন আবেদন
করেছিলাম মাত্র ৩ ঘন্টায় এপ্রোভ
হয়েছিল।
যদি আপনার গুগল এডসেন্স Approve হয়ে
থাকে তবে আমার অনুরোধ থাকবে ভুলেও এই কাজ গুলো
করতে যাবেন না। তারপও যদি করেন, তাহলে আপনার বিপদ আসন্ন।
⇶ কখনো আপনার PC থেকে আপনার
এড ক্লীক করবেন না।
⇶ কখনো এক IP বা PC দিয়ে
একাধিক এডসেন্সে Log in করবেন না।
⇶ বন্ধুদের দিয়ে একটার বেশী ক্লীক
করাবেন না।
⇶ সাইটে কখনোই এডাল্ট কনটেন্ট যুক্ত করবেন না।
⇶ বেশী ভিজিটর পাওয়ার লোভে
বিভিন্ন কমিউনিটি বা সামাজিক
সাইটের লিংক শেয়ার করবেন না
(তাতে ক্ষতি ছাড়া আপনার কোনো উপকার হবে না)
অনেকে বলেন তাহলে ভিজিটর
পাবো কিভাবে বা আয় কিভাবে
হবে ?
তাদের জন্য উত্তর হচ্ছে→ ভিজিটর পেতে আপনাকে প্রচুর পরিমাণে টিউন
করতে হবে | শুধু আকলমন্ধের মত টিউন করলেই
চলবেনা। এজন্য আপনাকে জেনে নিতে হবে যে, গুগল এডসেন্সে কি ধরনের
টিউন বেশী সার্চ হচ্ছে ঐ বিষয় গুলোর উপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিউন লিখুন। একটা কথা মনে রাখবেন, একজন
বাংলাদেশী ভিজিটরের চেয়ে
একজন আমেরিকান ভিজিটরের
ক্লীকের মূল্য অনেক বেশী। তাই তাদেরকে আকৃষ্ট করার ব্যাপারে যত্নবান হবেন। আপনার সাইটটি
পরিষ্কার রাখার চেষ্টা করুন যাতে
ভিজিটর সহজেই এডের প্রতি আকৃষ্ট হয়। অনেক সাইট দেখেছি যারা বেশী
উইজেড ব্যবহার করে সাইট অপরিছন্ন
করে রাখে। যত সম্ভব কম উইজেড ব্যবহার করার চেষ্টা করুন।গুগল এডসেন্স নিয়ে
ইতিপূর্বে অনেকেই হয়তো লেখেছেন। কিন্তু
আমি আমার নিজের মত করে লিখলাম যাতে
নতুনদের কাজে লাগে।টিউনটি কারো কাজে লাগলেই তো টিউনের স্বার্থকতা। ধন্যবাদ সবাইকে।
"ভালো থাকুন সবাই, ভালো রাখুন চারপাশের সবাইকে"।
আজ এ পর্যন্তই।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

Level 0

আমি আদিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo tune, thanks

থ্যাংকস তোমাকেও @ধুপ ছায়া

থ্যাংকস তোমাকেও @ধূপ ছায়া

khuv sundor tune. ei bar ek ta. ei ber ek ta blogsite er nam den. je rokom hole amra adsens pabo.

সুন্দর গাইড লাইন দিয়েছেন ভাই। আমি নতুন একটা ইংরেজী ব্লগ খুলেছি এবং প্রতিদিন ১০০০ এর মত আমেরিকান ভিজিটর আসে। আর কিছু কন্টেন্ট হলে অ্যাডসেন্স এ আবেদন করার কথা ভাবছি।

চালিয়ে যাও সফলতার মুখ অবশ্যই দেখতে পাবে। @ফরহাদ রাসেল

“This post my domain ownership” এই বিষয় টা নিয়ে একটু Details লিখলে ভালো হইতো । @আদিল মাহমুদ ভাই

আরেক টিউনে নজর রাখিও @ফরহাদ রাসেল

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .