অ্যাডসেন্স এক্সপার্টদের কাছে কিছু প্রশ্ন/জিজ্ঞাসা

সম্মানিত অ্যাডসেন্স এক্সপার্ট ভাইদের কাছ থেকে কিছু প্রশ্নের সঠিক ও তথ্যবহুল উত্তর চায়। সঠিক ভাবে জানলে থাকলে দয়া করে উত্তর দিবেন। আমার একটা ওয়েব সাইট আছে। এটি একটি অনলাইন নিউজ পেপার। ২০১৩ সাল থেকে চালাচ্ছি। আমার সাইটে ২০১৩ সাল থেকে আবডেড চলছে প্রতিদিনই। আমার সাইটে ভিজিটরের সংখ্যা হাজার উর্ধ্বে। তবে পর্যাপ্ত পরিমানে সময় দিতে পারলে ৪-৫ হাজার ভিজিটর আনা সম্ভব। আমি কখনও অ্যাডসেন্সে এপ্লাই করিনি। ভাবতেছি করব। করার আগে এর সংশ্লিষ্ট কিছু অজানা তথ্য আপনাদের কাছ থেকে জানতে চায়। যা আমার জন্য মঙ্গল বয়ে আনবে।

আমার প্রশ্নগুলো হলো:

১। আমার সাইট বাংলা। অ্যাডসেন্স এপ্রুভ করা যাবে কিনা। অনেক বাংলা সাইটেওতো এ‌্যাডসেন্স দেখি।

২। অ্যাডসেন্স এপ্লাই করার পর এপ্রুভ না হলে কিছু দিন পর আবার সেই ই-মেইল ব্যবহার করে এপ্লাই করা যায়? (এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন)

৩। অ্যাডসেন্স একাউন্ট বাতিল হলে পরবর্তীতে আবার সেই সাইটের জন্য এপ্লাই করা যায়?

৪। অনেক সাইট দেখছি। যাদের এলেক্সা আমার সাইটের চেয়েও খারাপ। তারা অ্যাডসেন্স পেল কি করে?

৫। পেজ সিটিআর (CTR) এবং পেজ ইসিপিএম (eCPM) কি?

যাদের বিষয় গুলো সঠিকভাবে জানা আছে তারা দয়া করে উত্তরা দিবেন বলে আশা করি। তবে অনুরোধ বিভ্রান্তিমূলক উত্তর দিবেন না বলে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।

আমার ওয়েবসাইট- Pabna Barta, আমার ফেসবুক পেজ- facebooke

আমার ইমেইল:- [email protected], আমার স্কাইপ:- shamsul.cse আমার মোবাইল- ০১৭৪৫৪৫২৫৭৪

Level 0

আমি শামসুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রশ্ন-১: সাধারণত Adsense বাংলা সাপোর্ট করে না, তবে এক্ষেত্রে ভিজিটরের পরিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যেমনটা বড় বড় বাংলা নিউজ সাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায়৷

প্রশ্ন-২: হ্যা একবার এপ্রুভ না হলে একই মেইল থেকে আবার এপ্লাই করা যায়, তবে অল্প সময়ের ব্যবধানে এপ্লাই করা একেবারেই অনুচিত৷এক্ষেত্রে অন্তত ৩ থেকে ৬ মাস অপেক্ষা করা উত্তম৷

প্রশ্ন-৩: আমার জানা মতে পুনরায় এপ্লাই করা যায় না৷ তবে পূর্বের একাউন্ট রিকভার করা যায়৷

প্রশ্ন-৪: এলেক্সা রেং কখনোই Adsense এপ্রুভেশনের মানদন্ড হতে পারে না৷ Adsense এপ্রুভেশনের ক্ষেত্রে গুগল সবচেয়ে গুরুত্বারোপ করে কোনো সাইটের কনটেন্টের উপর৷ যতো উন্নত মানের কনটেন্ট ততোই Adsense এপ্রুভেশন পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়৷
এক্ষেত্রে আপনি কনটেন্ট সংক্রান্ত পোস্টটি পড়তে পারেন
*********************************
==>> http://www.ittimesbd.com/2015/01/google-adsense-site-content-policy.html

প্রশ্ন-৫: গুগল এ সার্চ করে দেখুন৷

প্রশ্ন-১: সাধারণত Adsense বাংলা সাপোর্ট করে না, এজন্য আপনি কোন ইংরেজী সাইট টেমুরালী করে হলে ও সাইট এপুভ করাতে পারেন । এই জন্য .tk ডোমাইন এলাও করে। পরে ঐ কোড আপনার টিকে সাইটে লাগিয়ে কোড যখন এ্যাড শো হবার শু করবে তখন আপনি আপনার বাংলা সাইটে নিয়ে এই কোড ব্যবহার করবেন। গুগুল এ্যাড নিলে আপনাকে যে পাল্গীন গুলো প্রয়োজন হতে পারে তা হল লিমিট এ্যাড, এবং কিক বলক ইত্যাদি। না হলে সাইট আপনি কোন দিন ও টাকা ইনকাম করতে গুগুল হতে পারবেন না।
আপনি http://inboxok.com/ads/advertiser/ গিয়ে ডিমো দেখুন , এই সফট গুগুল এ্যাড মাষ্টার বলা চলে । কিল্ক লিমিটেড। তার পর আইপি লিমিট কিল্ক ইত্যাদি । এমন কি বল্গ স্পীট্স এই পাল্গিন কাজ করে। যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করুন। http://inboxok.com/contact/admin/