নরমাল সাইটেও ব্যবহার করুন গুগল এডসেন্সের সেরা বিকল্প। আয় করুন এডসেন্সের চেয়েও বেশি

অনলাইনে আয় নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে গুগল এডসেন্স। যেন এক সোনার হরিণ। গুগল এডসেন্স বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরশীল প্রতিষ্ঠান। এক এই এডসেন্সের নাগাল পেলে পিছে ফিরে তাকাতে হয় না। কিন্তু এর নাগাল পেয়া অতি দুশ্বাদ্ধ ব্যাপার। এর কারনে আমাদের ব্লগ বা ওয়েভ সাইট এ গুগল এডসেন্স ব্যবহার করতে পারি না। এছাড়া ব্যবহার করলেও তা নানান কারণে ব্যান হয়ে যেতে পারে। এডসেন্স পাওয়া যতনা কঠিন আর ঠিকঠাক রাখা তার চেয়েও কঠিন।  তাই আমার এর মতো বিকল্প খুঁজি। এডসেন্সের বিকল্প অনেক সাইটই আছে। কিন্তু এদের নির্ভরতা, আয়ের পরিমান, টাকা উত্তোলন অনেক সমস্যা। আজ আমি আপনাদের একটি সাইটের কথা বলব যা এডসেন্সের বেয়ের আয় নির্ভরশীল এবং কার্যক্রর। কম ভিজিটর দিয়েও আপনি আয় করতে পারবেন।

গুগল এডসেন্স এর বিকল্প’র নাম Revenuehits (রিভিনিউহিটস)

আসুন জেনে নিই Revenuehits কি ?
২০০৮ সালে এর কার্যক্রম শুরু। এটি মূলত একটি ঈচঅ ইধংবফ এড নেটওয়ার্ক। যা একটি ওয়েবসাইটের ট্রাফিক থেকে অর্থ উপার্যন করতে সাহায্য করে। এটির ঈচগ রেইট অনেক হাই কোয়ালিটি। এটি ইসরাঈল ভিত্তিক সাইট। এটিকে এডসেন্সের সেরা বিকল্প। বিকল্প বললে ভুল হবে আপনি একে এডসেন্সের চেয়েও উত্তম বলতে পারেন। কেন? চলুন সেটা জেনে নিই।
১। এডসেন্স একাউন্ট পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু রিভিনিউহিটস মাত্র ২ মিনিটের মধ্যেই হয়ে যায়।
২। এডসেন্স কিক, ভিজিটর ইত্যাদির উপর আয় নির্ভরশীল আর রিভিনিউহিটস ভিজিটর, ইম্প্রেশন ইত্যাদিও আয় নির্ভরশীল।
৩। এডসেন্স ব্যান করার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু রিভিনিউহিটস এ ব্যাপার নিশ্বচয়তা।
৪। অ্যাডসেন্স কোপিরাইট সাইট সাপোর্ট করেনা। কিন্তু রিভিনিউহিটস কপিরাইট সাপোর্ট করে।
৫। অ্যাডসেন্স ও রিভিনিউহিটস উভয়ই ল্যপূর্ণ বা কাঙ্খিত ভিজিটরদের টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।
৬। এডসেন্স সাথে অন্য কোম্পানীর এড ব্যবহারের ঝামেলা, কিন্তু রিভিনিউহিটস এর কোন ঝামেলা নাই।
৭। উভয়ই বিভিন্ন সাইজের বিজ্ঞাপন সাপোর্ট করে।
৮। অ্যাডসেন্স ফেইক ট্রাফিক ট্রাফিকের কারণে একাউন্ট ব্যান করে দিতে পারে। কিন্তু রিভিনিউহিটস অনেক সময় পে করে।
৯। এডসেন্স শুধু মাত্র ব্যাংক ও চেক পে করে, পেপাল বা পেওনিয়র সাপোর্ট করেনা। কিন্তু রিভিনিউহিটস ব্যাংক, চেক, পেপাল, পেওনিয়রে পে করে।
১০। অ্যাডসেন্সে পিন ও এড্রেস ভেরিফিকেসন করতে হয় কিন্তু রিভিনিউহিটসে কোন ভেরিফিকেসনের ঝামেলা নাই।
১১। অ্যাডসেন্স ১০০ ডলার হলে টাকা দিয়ে থাকে কিন্তু রিভিনিউহিটস মাত্র ২০ ডলার হলেই টাকা পে করে।
১২। অ্যাডসেন্সের রেফারেল বোনাস নাই। কিন্তু রিভিউহিটস এর রেফারেল বোনাস আছে।

Revenuehits কিভাবে অর্থ প্রদান করে ?
Revenuehits সম্পকে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি এড ইম্প্রেশন বা কিকে অর্থপ্রদান করেন না। এটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান। ধরুন আপনার ওয়েব সাইটের ভিজিটর যদি ডেইলি ১ হাজার হয়। আপনার ইম্প্রেশন যদি হই ৩০০০ এবং CPM রেইট যদি ১ ডলার হয় তাহলে আপনার আয় দাড়াবে (৩০০০/৩)* ১= ৩ ডলার। তবে Revenuehits  দুদিন পরে একাউন্ডে টাকা দেখায়।

রেফারেল বোনাস
আপনার রেফারেলের যখন $১০ ইনকাম করবে তখন আপনি পাবেন $১০। আরও $৪০ পাবেন যখন সেই পাবলিশারের $৫০ ইনকাম হবে। শুধু এইটুকুই নয়, সেই রেফারেলের যদি $১০০ ইনকাম হয় তাহলে আপনি আরও $৫০ বোনাস পাবেন। তাহলে মোট $১০০ আপনি অতিরিক্ত পাচ্ছেন।

Revenuehits এ অ্যাকাউন্ট করার নিয়ম।

প্রথমে এই লিঙ্কে যান।

তারপর  "Join Now" বাটনে কিক করুন।
এর একটি উইন্ডো আসছে তাতের আপনি আপনার first name, last name, site name,  সাইটের url, সাইট ট্রাফিকে (WEB), এবং সাইট ক্যাটাগরি সিলেক্ট করে "Next Step" বাটনে কিক করুন।
এবার দ্বিতীয় ধাপে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, আপনার মোবাইল, সিকিউরিটি প্রশ্নের উত্তর এবং টার্মস এনড কন্ডিশনের বক্স টিক দিয়ে "Submit" বাটনে কিক করুন।
ব্যাস শেষ। এবার সঙ্গে সঙ্গে আপনার ইমেইল চেক করুন, দেখুন একটি ভেরিফিকেশন লিঙ্ক গেছে। এবার লোগিন করে আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ "New Placement" এ কিক করে চোয়েস করে সেটআপ করুন, (< >) বাটনে কিক করে কোড কপি করে আপনার সাইটে যুক্ত করুন।

এটা আমার প্রথম টিউন। ভূল হলে ক্ষমা করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভূলবেন না।

সেই সাথে টেকটিউনস পরিবারকেই অসংখ্যা ধন্যবাদ আমার একাউন্ট ভেরিফিকেসন করার জন্য। বিশ্বের অন্যতম এবং বাঙালিদের  সর্ববৃহৎ প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কে যুক্ত হতে পেরে অনেক আনন্দিতবোধ করছি।

Level 0

আমি শামসুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা বিষয় নিয়ে প্রতিদিন পোষ্ট করলে কি ভাল হয় আমি ১দিন আগে পোষ্ট দিলাম আজ আপনে আবার https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/376494

    এটা কেমন কথা? আপনি একটা বিষয় নিয়ে পোস্ট করলে আর কেউ করতে পারবে না, এটা কেমন নৈতিকতা? এবিষটা কি আপনার জন্য নির্ধারিত? আপনার আগেও তো আরো অনেকে এবিষয়টি নিয়ে লিখছে। তারপর আপনি কেন দিলেন? মিয়া নিজের চড়কায় তেল দেন মিস্টার আনছার আলী

দেখি কেমন

ভালো লাগলো, আশা করি পরবর্তিতে আরো ভালো কিছু উপহার দিবেন।

ইনশাল্লাহ

Post Ta Valo hoice.Thank u.

শামসুল আলম ভাই আমি আপনার রেফারাল হিসেবে রেজিস্ট্রেশন করেছি কিন্তু একটা সমস্যা তা হলো এখানে দেখলাম পেমেন্ট সিস্টেমে আছে পেপাল, আর পেওনিআর, এখন সমস্যা টা হলো পেপাল তো বাংলাদেশ সাপোর্ট করেনা, আর আমার কাছে পেওনিআর মাস্টার কার্ড ও না তাহলে টাকা উত্তোলন করবো কিভাবে? জানালে উপক্রিত হই