গুগোল এডসেন্স এপ্রুভ করা নিয়ে সাতকাহন এবং কিছু দিক নির্দেশনা

আসসালামালাইকুম প্রিয় ভিজিটর, আমি মোঃ মানিক। অনলাইনে টুকটাক ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করি। পাশাপাশি গুগোল এডসেন্স এপ্রুভ করানোর কাজও করে থাকি।

আমি আজকে এডসেন্স টিপস বা ট্রিকস নিয়ে কিছুই লিখবো না।  কিন্তু কিছু বিষয় আলোচনা করবো যা হয়তো আপনার কাজে লাগতে পারে।

১/ গুগোল এডসেন্স থেকে কেমন ইনকাম করা সম্ভবঃ
এই কথার প্রেক্ষিতে আমি বলবো ০১ টাকা ইনকাম করা সম্ভব না, যদি না আপনি কাজ করতে পারেন। এডসেন্স এপ্রুভ হলেই অথবা অন্যের দেখে এডসেন্স কিনে নিলেই যে মাসে মাসে হাজার হাজার ডলার কামাইবেন, কথাটা ১০১% ভুল। আপনাকে কাজ জানতে হবে। এক্সপার্ট হবার দরকার নেই মোটামুটি বিষয়গুলো জেনে নিন তাহলেই কিছু আশা করা যায়।

http://careersourcebd.com/
http://www.careersourcebd.com/

অনেকে অনেক নিয়মের কথা বলে, এ বিষয়ে আমি বলবো এত নিয়ম মানতে গেলে এডসেন্স করা মনে হয় সম্ভব না। আর গুগোল নিয়ম-নীতি সবগুলোই অনেক কঠিন না যে করলেই ব্যান খাইবেন। যা করবেন লিমিটে এবং বুঝে শুনে।

অনেকে বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে প্রতিদিন ৫০ - ৫০০ ডলার আয় করতেছে। তাদের ব্যান হয়না আর আপনার কেন ব্যান হবে।
আমার অনেক ফ্রেন্ড আছে যারা শুধু ব্লগিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এডসেন্স হতে প্রতিদিন ৫০-৭০ ডলার আয় করতেছে।

২/ অ্যাকাউন্ট হোল্ড হওয়া এবং না হবার কারণঃ

বর্তমানে অনেক এডসেন্স এপ্রুভ হচ্ছে যেগুলো ১০ ডলার হবার পরেও হোল্ড হয়না, আবার কিছু কিছু  আছে হয়ে যায়। অনেকে এগুলো এক নাম্বার এবং দুই নাম্বার এডসেন্স বলে 😀

ভাইজান একটু ভালো মত শুনেন, যে যত বড় মাষ্টার হোক এডসেন্সের আর যত হাজার হাজার ট্রিক্স জানুক কোন লাভ নেই। গুগোল তো একটাই। গুগোল তো আর কাউকে পার্সোনাল ভাবে সার্ভিস দেয়না। গুগোল অটোমেটিক ভাবে বিল পেমেন্ট করলেও, এডসেন্স ম্যানুয়ালি এপ্রুভ করে থাকে বিষয় নিশ্চয় আপনার জেনে রাখা দরকার। তাই ট্রিক্স মাস্টার হয়েও লাভ নেই।

যারা ১ নাম্বার আর ২নাম্বার এডসেন্স বলেন, আমার ধারণা এটা তাদের সিস্টেম এর কোন প্রবলেম। কারন অ্যাকাউন্ট হোল্ড টা ম্যানুয়ালি হয়না, অটোমেটিক হয়ে থাকে। আশা করা যায় কিছু দিন অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে।

এটা গুগোল এর প্রোডাক্ট, তাই এটার কি হবে, কি হবেনা এবং কেন এমন হচ্ছেনা এটা গুগোল ছাড়া কেউ বলতে পারবে না।

পরবর্তীতে আরও কিছু লিখবো।

সবশেষে একটা কথাই বলি যারা এডসেন্স ব্যবহার করেন এবং যারা কেনা-বেচা করেন সাবধানে করবেন।
আমি নিজেও বাংলাদেশের নন-হোস্টেড এডসেন্স এপ্রুভ এর কাজ করে থাকি।

http://www.googleadsenses.com/

কারো হেল্প লাগলে ফেসবুকে, টিউমেন্টে, স্কাইপে অথবা সরাসরি মোবাইলে নির্দ্বিধায় জানাবেন। যতটুকু পারি সাহায্য করবো।

আমার ওয়েবসাইট http://www.careersourcebd.com  সময় পেলে একনজর দেখে আসবেন।

ফেসবুকঃ মানিক

স্কাইপঃ aonlineworld

মোবাইলঃ 01773727252

 

সবশেষে সবাইকে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।

Level 0

আমি মোঃ মানিক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু বলার নেই, তবে আরও কিছু তথ্য দিলে ভালো হত

ভাই একটু সাহায‌্য চাই, দয়া করে দিবেন। আমার একটা বাংলা নিউজ সাইট আছে, সেটা আমি প্রায় ৩ বছর ধরে নিয়মিত চালাই। আমার একটি ইমেল দিয়ে গত ২ বছর আগে গুগল এ্যাডসন্সের জন্য এপ্লাই করি। কিন্তু হয় না। মাঝে মধ্যে ঐ ইমেইল দিয়ে চেক করি। লগিন হয় না। ম্যাসেজ দেখায় গুগল এ্যাডসেন্স এপ্রুভ হয়নি। অনেক দিন যাবত ঐ ইমেইল দিয়ে আর চেক করি নাই। গত কয়েকদিন আগে নতুন একটি মেইল দিয়ে এ্যাডসেন্সের জন্য এপ্লাই করি। নতুন মেইলে ম্যাসেজ আসে যে আগের মেইলে এপ্রুভ হয়েছে। এটা হোস্টেল একাউন্ট। সেখান থেকে কোড নিয়ে আমার সাইটে বসিয়েছি। কিন্তু সাইটে এড এর জায়গা নিয়েছে কিন্তু এড দেখাচ্ছে না। কারণটা একটু বিস্তারিত জানালে খুব খুশি হব ভাই। অনুরোধ রইল।
আর একটি রহস্য আমার অজানা। আমার সাইট বাংলা, মাঝে মধ্যে কপিরাইটও করি। কিন্তু গুগল এ‌্যাডসেন্স এপ্রুভ হলো কি করে?