অতি দূত আডসেন্স পাওয়ার কিছু টিপস


আমি হৃদয় কুমার দাস। কাজকে আমি আপনাদের জানার আজ আমি দেখাব কিভাবে অতি দূত গুগুল আডসেন্স পা

আমাদের দেশে গুগল আডসেন্স কে সোনার হরিণ বলা হয়। কারণ বাংলাদেশের আনেকেরই জীবনকে পরিবর্তন করে দিয়েছে এই গুগল আডসেন্স। যাই হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
কিভাবে পাবেন গুগল আডসেন্সঃ

গুগল আডসেন্স পাওয়ার কিছু টিপস শেয়ার করলাম আপনাদের সাথে, ননিচের এই ১০ টি টিপস অনুসরণ করে আতি দূত পেতে পারেন গুগল আডসেন্স। তাই আর দেরি না কর দে নিন আমার দেওয়া উপদেশগুলো।

০১. টপ লেবেল ডোমেইন ব্যবহার:

প্রথমেই আসি টপ লেবেল ডোমেইন এর কথা। কারন এখন টপ লেবেল ডোমে ছাড়া আডসেন্স পাওয়া যায় না। আপনাকে অবশ্যাই উচ্চমানের ডোমেইন ব্যবহার করতে হবে। যেমনঃ.Com, .Net, .Biz, .Org ইত্যাদি। এইসব ডোমেইন ব্যবহার করলে ৫০ পারসেন্স সম্ভবনা থাকে আডসেন্স পাওয়ার।

০২. ওযার্ডপ্রসে CMS ব্যবহারঃ

বর্তমানে ওযার্ডপ্রেস টি জনপ্রিয় সাইট। আর আনেক সহজভাবে আপনি আপনার সাইটে প্লাগ- ব্যবহার করতে পারবেন। যদি আপনার সাইটি ওয়ার্ডপ্রসে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যাই ওযার্ডপ্রসে সিএমএস ব্যবহার করবেন। এতে আডসেন্স পাওয়া সহজ হবে।

০৩. নতুন একটি জিমেইল ব্যবহার করুনঃ

আপনি যখন গুগল আডসেন্স এর জন্য আবেদন করবেন তখন নতুন টি একাউন্ট খোলা ভালো। কারন নতুন একাউন্ট কোনো আজে বাজে মেইল থাকবে না, এটি শুধু আডসেন্স এর জন্য ব্যবহার করুন। এতে আপনি সহজেআপনার আডসেন্স এর মেইল পেয়ে যাবেন। আর যদি পুরাতন মেইলে আবেদন করেন তাহলে হয়তো আপনার গুরুত্বপূর্ণ আডসেন্স এর ফিডব্যাক হাড়িয়ে ফেলবেন, আনেক আজে মেইল আসার কারনে।

০৪. আপনার ব্লগে রাখুন ৪০ থেকে ৫০ টি টিউনঃ

আপনার সাইট থাকলেই তো আর হবে না এরকম পৃথিবীতে হাজারে সাইট আছে, তারা আডসেন্স পাচ্ছে না। আআপনার ব্লগে অবশ্যাই ৪০ থেকে ৫০ টির মতন টিউন থাকতে হবে না হলে আডসেন্স পাওয়া আনেক কষ্টের। আর অবশ্যাই আপনার টিউন গুলো যেন ইউনিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে হুগল মামার কাছে খাওয়া নাই।

০৫. আপনার ব্লগেপ্রয়োজনীয় পেজ তৈরি করুনঃ

আপনার ব্লগে প্রয়োজনীয় পেজ রাখুন। কারন একটি মানুষের যেমন পরিচয় ছাড়া কিছুই নেই তেমনি একটি ব্লগের প্রাইভেসি ও পলিসি ছাড়া গুরুত্ব নেই। তাই আপনার ব্লগে কিছু পেজ তৈরি করুন যেমনঃ About us, privacy and policy, FAQ, Sitemap, Guest Post ইত্যাদি। এইসব পেজ রাখলে গুগল ি তাড়াতাড়ি আডসেন্স অ্যাপরুভ করবে।
০৬. গুগলে আপনার ব্লগটি পুরোপুরি ইনডেক্স হলে আডসেন্স এর জন্য আবেদন করুনঃ
আপনার সাইটি তৈরির কমপক্ষে ৬ থেকে ১ বছর হতে হবে। তা না হলে আপনার সাইটে আডসেন্স অ্যাপরুভ হবে না। আপনার সাইটি পুরোপুরিভাবে গুগলে ইনডেক্স করতে দিন তারপর আডসেন্স এর জন্য আবেদন করুন।

০৮. গুগলের সব সার্ভিস ব্যবহার করুনঃ

গুগলের প্রত্যেকটি সেবা ব্যবহার করুন। এতে আপনার সব ইনফরমেশন পেতে গুগলের আনেক সহজ হবে। এবং তাড়াতাড়ি আডসেন্স পাওয়ার সম্ভবনা থাকে। যেমনঃ জিমেইল থাকা, ইউটিউবে চ্যানেল থাকা ইত্যাদি।

০৯. আনপেজ আপ্টিমাইজেশন করুনঃ

আপনার সাইটি যদি নতুন হয়, তাহলে আপনাকে অবশ্যাই আনপেজ আপ্টিমাইজেশন করতে হবে। আপনাকে আফ পেজ আপ্টিমাইজেশন পরে করলেও চলবে। আপনাকে গুগল আডসেন্স আবেদন করার জন্য ভালো ভাবে আগে আন পেজের আপ্টিমাইজেশন কাজ করুন তারপর না হয় আফপেজ আপ্টিমাইজেশন করা যাবে।

১০. মোটোমুটি ভিজিটর না থাকলেআডসেন্স এ আবেদন করবেন নাঃ

আপনার সাইটে যদি মোটামুটি ভিজিটর না থাকে,তাহলে গুগল আডসেন্স এ আবেদন করবেন না। আগে আপনার সাইটে কিছু মিনিমাম ভিজিটর রাখুন না হলে কখনো আপনি আডসেন্স পাবেন না। প্রতিদিন কমপক্ষে ৪০ থেকে ৫০ টির মতন যদি পেজভিউ হয় তাহলে আবেদন করুন।
ভুল ক্রটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সন্যবাদ সবাইকে।

যদি আমার টিউনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাইটি ভিজিট করবেন

Tuner Site:  http://Webdiscuss.net

Level 0

আমি হৃদয় কুমার দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm technology and a part time blogger. I'm 17 years old. here is my blog www.desk2blog.com or 3towap.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ

সুন্দর হয়েছে।

onek valo hoyche… (Y)

ভাল লিখেছেন

অসাধারন টিউন, শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ। আপনার সাইটে ভিজিট করলাম ভাল লাগলো। বুঝতে পারছি অ্যাডসেন্স সম্পর্কে আপনার ধারনা আছে। যাইহোক এই বিষয়ে কিছু রিভিউ দিলে কৃতজ্ঞ থাকব।
১। বর্তমানে ইউটিউব হতে পাওয়া অ্যাডসেন্স কোড গুগল ব্লগস্পট এবং সেলফ হোস্টেড সাইটে ব্যবহার করা যাবে কি?
২।মনে করি ব্লগস্পট সাইটে তথা ব্লগস্পট দ্বারা অ্যাডসেন্স ক্রিয়েট করেছি। অতপর পরবর্তী সেখানে যদি পেইড ডোমেইন (মূলত ব্লগস্পট সাইটের নামের সাথে মিল রেখে) রিডাইরেক্ট/সংযুক্ত করি তাহলে কোন সমস্যা হবে কি? এই ক্ষেত্রে ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স কোড অন্য কোথাও তথা অন্য পেইড ডোমেইন কিংবা সেলফ হোস্টেড সাইটে ব্যবহার করা যাবে কি?

৩। একটি ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স অন্য কোন ব্লগস্পট সাইটে ব্যবহার করা যাবে কি? ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স কোড কতটি সাইটে ব্যবহার করা যায়?

৪। আমার যে মেইলটি আছে সেখানে ৪ টি ব্লগ রয়েছে। এখানে অ্যাডসেন্স ক্রিয়েট করতে গেলে যে ব্লগ সাইটের অ্যাডসেন্স কোড পাব তা দ্বারা ৪ টি ব্লগেই ব্যবহার করা যাবে ? নাকি ৪ টির জন্য আলাদাভাবে প্রসেস করতে হবে?

৫। সর্বশেষ প্রশ্ন আমার পূরাতন মেইল দ্বারা অ্যাডসেন্স ওপেন চাচ্ছি সেখানে ১টি বাংলাসহ মোট ৪ টি ব্লগ রয়েছে! এই ক্ষেত্রে সমস্যা হবে কি?
পরিশেষে আপনার শুভ কামনা ও অপেক্ষাতে রইলাম

aponarer mulloban comment ar jonno dhonnobad. ar
অচেনা পথিক vai aponer adsense ki hosted naki non-hosted? zodi aponer adsense accont full approved mane top lebel domain theka hoy, tahola aponi za kano site mane blogspot 500 ti site a ad bosata parben, ar apoer account zodi hosted hoy tahola blogspot, domain site ea ads bosata parben, ar zodi aponer account non hosted account hoy tahoal sudhu blogspot site a approvd korta parben. dhonnobad aponaka, ar zodi kono vul hoy tahola khona sundor dristita dakhben..

    @হৃদয় কুমার দাস: অসংখ্যক ধন্যবাদ। সত্যিকার অর্থে এখনো অ্যাডসেন্স ওপেন করিনি, ৪-৫ দিনের মধ্যে ক্রিয়েট করব এবংবিষয়গুলো ভাল ভাবে জানার চেষ্টা করছি। সুতরাং আবারো বিরক্তি করছি-
    ১। ব্লগস্পট সাইটে পেইড ডোমেইন যুক্ত করে আবেদন করলে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে তাহলে কি এই অ্যাডসেন্সকে হোস্টেড একাউন্ট বলা যাবে?
    ২। নতুন ইমেইল ঠিকানা দ্বারা অ্যাডসেন্স একাউন্ট ওপেন করার সময় যেখানে পূর্ব ব্লগ সাইট আছে তার লিংক যোগ করে আবেদন করতে হবে ? নাকি যেখানে ব্লগ আছে সেই ব্লগ সাইটের ইমেইল ঠিকানা ব্যবহার করে আবেদন করা যাবে? কোন পদ্ধতিতে করলে ভাল হবে!
    ৩। অ্যাডসেন্স এর চেক বাংলাদেশের কোন ব্যাংক সাপোর্ট করে তথা জমা দেওয়া যাবে?
    পরিশেষে আবারো ধন্যবাদ। ভাল থাকবেন!

আচ্ছা ভাইয়া, বাংলায় ব্লোগিং করে কি এডসেন্স পাওয়ার উপায় নেই??

ভাই বাংলা সাইট আডসেন্স পাওয়ার সম্ভবনা নেই কিন্তু গুগল মামা অতি শীর্ঘই বাংলায় আডসেন্স দিবে, আপনি যদি আডসেন্স পেতেই চার তাহলো আপনাকে ইংলিশ সাইট থেকে আডস পেয়ে তারপর বাংলায় সাইটে বসাতে পারবেন।

“ওযার্ডপ্রসে সিএমএস ব্যবহার করবেন। ” এটা ঠিক বুঝলাম না।

@অচেনা পথিক
01. vai aponi zodi custom domain set koren and adsense a apply koren tahola seta hoba fully adsense account, aponi seita diya zakono site ea ads bosata parbben
02. aponi za kono gmail use korta paren, valo hoy natun akta account use korla but ami akta diyai sob kichu kori
dhonnobad valo thakben vai…

CMS akta wordpress ar plugin..

ভাই একটু সাহায‌্য চাই, দয়া করে দিবেন। আমার একটা বাংলা নিউজ সাইট আছে, সেটা আমি প্রায় ৩ বছর ধরে নিয়মিত চালাই। আমার একটি ইমেল দিয়ে গত ২ বছর আগে গুগল এ্যাডসন্সের জন্য এপ্লাই করি। কিন্তু হয় না। মাঝে মধ্যে ঐ ইমেইল দিয়ে চেক করি। লগিন হয় না। ম্যাসেজ দেখায় গুগল এ্যাডসেন্স এপ্রুভ হয়নি। অনেক দিন যাবত ঐ ইমেইল দিয়ে আর চেক করি নাই। গত কয়েকদিন আগে নতুন একটি মেইল দিয়ে এ্যাডসেন্সের জন্য এপ্লাই করি। নতুন মেইলে ম্যাসেজ আসে যে আগের মেইলে এপ্রুভ হয়েছে। এটা হোস্টেল একাউন্ট। সেখান থেকে কোড নিয়ে আমার সাইটে বসিয়েছি। কিন্তু সাইটে এড এর জায়গা নিয়েছে কিন্তু এড দেখাচ্ছে না। কারণটা একটু বিস্তারিত জানালে খুব খুশি হব ভাই। অনুরোধ রইল।
আর একটি রহস্য আমার অজানা। আমার সাইট বাংলা, মাঝে মধ্যে কপিরাইটও করি। কিন্তু গুগল এ‌্যাডসেন্স এপ্রুভ হলো কি করে?