আপনার অ্যাডসেন্স একাউন্টকে কোথায় কাজে লাগাবেন সেল্ফ হোস্টেড নাকি ফ্রি ব্লগে? পরিশেষে গুগল অ্যাডসেন্স নিয়ে সাত কাহন, বিড়ম্বনা, অভিজ্ঞতা এবং অভিজ্ঞ জনদের নিকট কিছু প্রশ্ন!!

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।

আজকের টিউনে প্রযুক্তি সম্বলিত প্রসঙ্গ বাদ দিয়ে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব যাহা টিউনের শিরোনামেই জুড়ে দিয়েছি। হ্যা গুগলের অ্যাডসেন্স নিয়েই আলোচনা করব। আগেই বলে নিচ্ছি আসলে আমি অন্য টিউনারের মত অ্যাডসেন্স বিষয়ে অতটা দক্ষ না। এখানে গল্পের ছলে জাস্ট কিছু বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করব এবং কিছু বিষয় আপনাদের কাছ হতে রিভিউ পাবার প্রত্যাশা ব্যক্ত করছি মূলত যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করছেন কিংবা এই বিষয়ে ভাল দখল আছে।

গুগল অ্যাডসেন্স

যাইহোক প্রথমে অ্যাডসেন্সের কথাতে আসি। আসলে অ্যাডসেন্স কি, কি করে, গুরুত্বতা সম্পর্কে নতুন করে বলার দরকার নাই। বর্তমানে যাদের নেটে হাতে খড়ি হয়েছে, তারাও বলতে পারবেন অ্যাডসেন্স কি? মূল কথা অ্যাডসেন্স ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট সবচেয়ে ইউনিক জনপ্রিয় একটি ব্যান্ডে পরিণত হয়েছে। অবশ্য প্রযুক্তি সাইট টিটিতে এই বিষয়ে অসংখ্যক টিউন করা আছে। আমি নিজেও এই সম্পর্কিত টিউন দেখেছি ও পড়েছি। বাট কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন: অ্যাডসেন্স এর অনেক টিউনে দেখেছি টিউমেন্টে প্রশ্নকারী প্রশ্ন রেখেছেন বাট এখনো উত্তর আসেনি। আমিও নিজেও বেশ কিছু পোস্টে লেখক হতে জানার জন্য টিউমেন্ট করেছিলাম বাট জানিনি। হয়ত ঐ লেখকেরও আমার মত অবস্থা কিছু জানেন কিংবা জানেন না। অথবা, তিনি নেটে খুব কম সময় দেন।

গুগল অ্যাডসেন্স এর নিয়ম নীতি ও পলিসি

অন্যান্য টেক জায়ান্ট এর মতই গুগলও তার প্রডাক্টের দিক হতে নিয়ম নীতি পরিবর্তন করে থাকে। ঠিক এডসেন্সের ক্ষেত্রে। বিষয়টা একটু পরিস্কর করি- পূর্বে যেমন গুগল অ্যাডসেন্স পাওয়া যতটা কষ্টকর ছিল ঠিক বর্তমানে অনুরুপ। আমার কাছে মনে হয় আধুনিক সময়ে অ্যাডসেন্স পাওয়া আরো কষ্টকর হয়েছে। কারন তারা প্রতিনিয়তই টার্ম ও পলিসি পরিবর্তন করছে। তাছাড়া যেহেতু গুগল যেমন পাবলিশার দের নিকট হতে যেমন আয় করছে এবং অন্যকে আয় করার সুযোগ দিচ্ছে সেখানে পলিসি কঠিন হওয়াটাও স্বাভাবিক। কারন পূর্বেই বলেছি গুগল অ্যাডসেন্স একটি ব্যান্ড। পৃথিবীর বাঘা বাঘা পাবলিশার গুগলে অ্যাড দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন। সেখানে যদি গুগল আপনার প্রতিষ্ঠানের পরিচিতির জন্য তাদের সাইটে অ্যাড পাবলিশ করার অফার দেয় তাহলে আপনি কি বসে থাকবেন? তাহলে বুঝুন অবস্থাটা! সুতরাং আমাদের মত অজ্ঞ কয়েক লাখ ইউজারকে গুগল অ্যাডসেন্স হতে ব্লক করে দেয় তাহলেও বোধ হয় গুগলের সামান্যতম ক্ষতি হবে না।

অনেকেই বলে থাকেন ফ্রি ব্লগ সাইট এডসেন্স পেতে ব্লগের বয়স মিনিমাম ৬ মাস হতে হবে। আসলে গুগলের সাইট হতে জানলাম এই তথ্যের কোন ভিত্তি নাই। কারন আপনার যদি ইউনিক কন্টেন্ট থাকে, সাইটটি রেস্পন্সসিভ হয়ে থাকে তাহলে ৭ দিনেও আবেদন করতে পারেন। তবে সাইটের সাথে পেইড ডোমেইন কিংবা হোস্টেড সাইট হতে দ্রুতভাবেই অ্যাপ্রোভ হয়ে থাকে।

কিভাবে গুগল অ্যাডসেন্স পাওয়া যায়?

নেট ঘেটে যতটুকু জানতে পারলাম অ্যাডসেন্স অ্যাপ্লাই তিনভাবে করা যায় যথারুপ:

১। ইউটিউব

ইউটিউব এর মাধ্যমে অ্যাডসেন্স পাওয়া যায়। অনেকেই মনে করেন এটি সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। সেখানে মূলত কপিপেস্ট মুক্ত ৩/৪ টি ভিডিও টিউটোরিয়াল হলে অ্যাডসেন্সে আবেদন করা যাবে ও অ্যাপ্রুভ হবে। ইউটিউব হতে অ্যাডসেন্স কোড সেল্ফ হোস্টেড সাইট সহ প্রায় ৬০ টি সাইটে ব্যবহার করা যাবে। অবশ্য টিটিতে বেশ কয়েকটি টিউন দেখেছিলাম যেখানে ইউটিউব হতে প্রাপ্ত অ্যাডসেন্স কোড নাকি ব্লগার সাইটে ব্যবহার করা যাবে। অতপর পরবর্তীতে জানা গেল এটা নাকি ব্লগস্পট সাইটে ব্যবহার করা যাবে না শুধুমাত্র হোস্টেড সাইটে ব্যবহার করা যাবে।যাইহোক আমিও কনফিউসে আছি। যারা অ্যাডসেন্স অভিজ্ঞ তারা বিষয়টি জানলে একটু রিভিউ করার অনুরোধ রাখছি।

ইউটিউব হতে অ্যাডসেন্সের সুবিধা

ইংরাজী বেশ কিছু রিভিউ সাইট হতে জানলাম যে, ইউটিউব হতে অ্যাডসেন্স সবচেয়ে বেশী নিরাপদ তার কারন হল এখানে আপনার চ্যানেল তৈরি করে রেখেছেন। সুতরাং যত লোক ভিউ করবে ও ক্লিক করবে সেখান হতে আপনার আয় হবে। আপনি যদি মনে করেন ইউটিউব হতে অ্যাডসেন্স কোড অন্য কোথাও ব্যবহার করবেন না, তাও পারবেন । কারন অন্য সাইটে এই কোড ব্যবহারে যদি অযথা স্প্যাম ক্লিক বেড়ে যায় তাহলে অ্যাডসেন্স একাউন্ট বাতিলের সম্ভবনা থাকে। কিন্তু শুধুমাত্র ইউটিউবে প্রদর্শিত অ্যাডসেন্স বাতিল হবার সম্ভনা কম থাকে।

২। ফ্রি ব্লগ সাইট হতে অ্যাডসেন্স

যারা ফ্রি ব্লগ সাইট যেমন ব্লগার ব্যবহার করে থাকেন। সেখানে আপনি উপযুক্ত হলে অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন ও পাবেন। তবে বর্তমানে বাংলাদেশীদের জন্য অসুবিধা হল ফ্রি ব্লগ সাইটে গুগল ৭০% অ্যাডসেন্স অ্যাপ্রুভ করছে না। ফলে যোগ্যতা থাকা স্বত্তেও অনেকেই সাধের অ্যাডস্নেস পাচ্ছি না।

অসুবিধা

ব্লগার সাইটে অ্যাডসেন্স পাইলে তো আকাশের চাদ হাতে পাওয়া মনে হবে। কিন্তু ব্লগার সাইটে অ্যাডসেন্স চালনার সমস্যাও আছে যেমন: ব্লগার সাইটে যে অ্যাডস্নেস কোড ব্যবহার করা হয় সেখানে কোন প্লাগিন কিংবা উইগেটের ব্যবস্থা থাকে না যাহা স্প্যাম কিংবা অনাকাংখিত ক্লিকের হাত থেকে আপনাকে রক্ষা করবে। ফলে কেউ যদি আপনার সাধের অ্যাডসেন্স নষ্ট করতে চায় তাহলে পারবে অযথা ক্লিক করে। মুলত বিদেশীদের অপেক্ষা হইতে এই প্রবণতা আমাদের মধ্যে বেশী। এখনো যদি আমার কোন ব্লগার সাইটের ঠিকানা দিই তাহলে হয়ত ঈশ্বাণিত হয়ে একের পর এক ক্লিক করা শুরু করবে অনেকেই। ফলে অ্যাডসেন্স বাজেয়াপ্ত হতে ১ ঘন্টাও লাগবে না। টিটিতে এমন অনেকেই যারা এই বিষয়ে ভুক্তভোগী। অনেকেই বলবেন গুগলকে রিপোর্ট জানাবেন। বেশ ভাল কথা, আপনি তো আর সব সময় আপনার সাইটে থাকবে না যে কখন ক্লিক বেশী পড়ছে। যখন গুগলকে রিপোর্ট জানাতে গেলেন তখন দেখলেন যে, আপনার সখের অ্যাডসেন্স ব্লক করে দেওয়া হয়েছে। তাহলে এত কাঠ খড় পুড়িয়ে কি লাভ হল বলুন? একবার ব্লক হলে গুগল হতে অ্যাডসেন্স রিঅ্যাকটিভ করা অনেক কষ্টসাধ্য বিশেষত বাংলাদেশীদের জন্য। কারন, আমি নিজেও জানিনা গুগল মামার কেন যে আড়ি আমাদের সাখে!! যেখানে তাদের দেশে/মহাদেশে কোন ভূলত্রুটি হলে নমনীয় ভাবে নিচ্ছে অথচ আমাদের পান হতে চুন খসলেই!

৩। সেলফ হোস্টেড সাইট

হ্যা যাদের পেইড ডোমেইন ও সেলফ হোস্টেড সাইট আছে তারা যথাযথ নিয়ম অনুসরন করলেই খুব সহজেই এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনার সাইট কপি কন্টেন্ট মুক্ত ও ইংরাজীতে হতে হবে। অ্যাডসেন্স চালাতে গেলে বোধ হয় পেইড ডোমেইন ও সেলফ হোস্টেড থাকলে সবচেয়ে বেশী ভাল হয়। তাছাড়া এটি অনেকটাও নিরাপদ। তার কারন হল আপনি যদি ডোমেইন ও সেলফ হোস্টেড সাইটে নিশ্চয় জুমলা, ওয়ার্ডপ্রেস কিংবা অন্য কোন স্কীপ্টে সাইট রানা করাবেন। সেখানে আপনি বিভিন্ন অ্যাডসেন্স সার্পোটেড প্লাগিন ব্যবহারের সুযোগ পাবেন ফলে অনাকাংখিত ক্লিক কিংবা স্প্যাম হওয়া হতে আপনার অ্যাডসেন্সকে রক্ষা করতে পারবেন। বড় বড় যত কোম্পানী কিংবা সাইটকে দেখবেন যারা অ্যাডসেন্স রান করছেন তাদের সকলেই পেইড ডোমেইন ও সেলফ হোস্টেড গ্রহন করেছেন।

অসুবিধা

পেইড ডোমেইন ও সেলফ হোস্টেড সাইটে তেমন কোন অসুবিধা নাই বললেই চলে। তবে অসুবিধার মধ্যে হল আপনার সাইটের বেশী ভিজিটর হলে অবশ্যই সাইটকে শেয়ার্ড হোস্টিং বাদ দিয়ে ভিপিএস কিংবা ডেডিকেটেড সার্ভারে রান করতে হবে যাহার খরচ অনেক বেশী। বাংলাদেশী টাকাতে প্রায় প্রতিমাসে সর্বনিম্ন ১৫০০/- দ্বারা শুরু হতে পারে। সুতরাং আপনার ইনকামও সেমন হতে হবে। অপরদিকে শেয়ার্ড হোস্টিংয়ে পার ডে ভিজিটর প্রায় ১৫০০ এর উপরে উঠে গেলে সাইট ডাউন হয়ে যেতে পারে যা অ্যাডসেন্স পলিসির বিরোধী। কিন্তু এখানে যারা ব্লগস্পট সাইট চালাচ্ছেন তাদের কিন্তু এই অসুবিধা নাই।

 

ফ্রি হিসাবে গুগল অ্যাডসেন্স আর কি সাপোর্ট করে?

ফ্রি ব্লগার ছাড়াও গুগল উইবলি সাইটও সাপোর্ট করে। অনেকেই বলবেন আমি যদি সেলফ হোস্টেড সাইটে ফ্রি ডোমেইন যুক্ত করি তাহলে হবে? এই কথার উত্তরে বলা যাবে গুগল যেখানে ফ্রি ডোমেইন সাপোর্ট করত সেখানে বর্তমানে উক্ত সেবাটি বন্ধ করার ঘোষনা দিয়েছে। কারন ফ্রি ডোমেইনের কোন ভিত্তি নাই। যে কোন সময় বাতিল হতে পারে।

গুগল অ্যাডসেন্স নিয়ে বিড়ম্বনা

গুগল অ্যাডসেন্স নিয়ে কখনো কাজ করার সৌভাগ্য আমার হয়নি। তবে আমার বন্ধু ও পরিচিতজনদের অনেককে কাজ করতে দেখেছি। এদের মধ্য আমার বেশ কয়েক জনের অ্যাডসেন্স ছিল, তাদের আয়ও ভাল হচ্ছিল। মূলত তারা ব্লগার সাইটে অ্যাডসেন্স অপারেট করেছিল।

আমার জানামতে তারা অ্যাডসেন্সের সকল নিয়ম অনুসরন করেই চলছিল, কোন রকম নকল করত না কিংবা অ্যাডসেন্সে ক্লিক করার জন্য কাউকে লিংক প্রদান বা অনুপ্রেরনা করত না। কিন্তু ৭ দিন পূর্বেই জানতে পারলাম গুগল তার স্বপ্নের অ্যাডসেন্স ব্লক করে দিয়েছে। সেও নিজেও জানে না, কি কারনে এমন হল। পরে অবশ্য নতুন একটি অ্যাডসেন্স ওপেন করে কাজ করছে। আমিও ভাবছি খুবই দ্রুতভাবে আজ কিংবা কালকের মধ্যে অ্যাডসেন্স ওপেন করব। আপাতত ব্লগারের জন্য আবেদন করেছি ও অ্যাপ্রুভ হয়েছে। আসলে প্রায় ১ বছরের বেশী সময় ধরে পরিশ্রম করতে হয়েছে ইংরাজী সাইটটিতে। অনেকটা পরিশ্রম করতে হয়েছে, কপি মুক্ত পোস্ট করেছি। সাইটে বর্তমানে পার ভিজিটর প্রায় ৩০০০ এর উপর। ইচ্ছা আছে কিছুদিন পরে ব্লগারে সেখানে পেইড ডোমেইন যুক্ত করব। এবং তার প্রায় ৬ মাস পর (পর্যবেক্ষনের পর) ব্লগারের সকল কন্টেন্ট পেইড ডোমেইন ও সেল্ফ হোস্টেড সাইটে মাইগ্রেশন করব। কিন্তু এখনো বেশ কিছু বিষয়ে ঘোর অন্ধকারে আছি, যা নিজেও জানি না পরবর্তীতে কি করনীয় আছে! যাইহোক আপাতত আমার ইংরাজী ব্লগ সাইটের লিংক দিতে পারছিনা, সেই জন্য দূ:খ প্রকাশ করছি। আসলে কি কারনে দিতে চাইছিনা তা বোধ হয় বুঝতে পেরেছেন। তবে হ্যা কথা দিলাম সফলতা ও সেলফ হোস্টডে সাইট নিলে অবশ্যই আপনাদেরকে রিভিউ করব।

অ্যাডসেন্স একাউন্ট ওপেন করলে গুগল আপনাকে কত টাকা দিবে?

এই প্রশ্নটির কোন সহজ উত্তর নাই। আবার এক রকমের সহজ উত্তর দেয়া যেতে পারে সেটি হল এটি নির্ভরশীল কিংবা আপনার পরিশ্রম ও সেই সাথে ইউনিক কন্টেন্ট। আসলে গুগল তার সাইটের ভিজিটর ও অ্যাডের উপর নির্ভর করে বিভিন্ন রকম রেট দিয়ে থাকে যা একজন পাবলিশার ও জানেন না তিনি কত আয় করবেন!

যেমন ধরা যাক, আপনার ওয়েব পেইজে প্রতিদিন এক হাজার ইউনিক ভিজিটর আসে এবং আপনার পেইজে প্রতিদিন যে অ্যাড ডিসপ্লে হয় তার উপর পার ক্লিকের গড় ভ্যালু $.25 যা CPC হিসাবে পরিচিত। সবশেষে ধরে নিন আপনার ১০০০ ভিজিটরের মধ্য প্রতিদিন এদের শতকরা ২ জন প্রদর্শিত অ্যাডে ক্লিক থ্রো করে থাকে। এখন আমাদের কাছে হিসাব করার প্রয়োজনীয় সংখ্যাগুলো রয়েছে।

এবারে এই হাইপোথেটিক্যাল নম্বরগুলো জায়গামতো বসিয়ে নিচের একটি সমীকরণের মাধ্যমে প্রত্যেক দিন কত টাকা উপার্জন করতে পারেন তা বের করা যায় যেমন-

(Unique visitors * average CTR) average CPC = potential revenue

So,

(1000 * .02)$.25= $5.00

ডিফাইন করা হাইপোথেটিক্যাল নম্বরগুলো দ্বারা হিসাব করে দেখুন। ফলাফল আসবে প্রতিদিনে $5.00 অথবা প্রতিমাসে $১৫০.০০। এখানে যে সমস্ত সংখ্যা ব্যবহার করা হয়েছে তা সবই ফিক্টিসাস ও আপনার ওয়েব সাইট হুবুহু এই রকম নম্বর জেনারেট নাও হতে পারে। সবচেয়ে বড় কথা উপরের আলোচনায় ভিজিটরের সংখ্যা কমে যাওয়া রো CTR রেট গড় CPC এ যে কোন পরিবর্তন হলেই এর ফলাফলও পরিবর্তিত হবে।

 গুগল অ্যাডসেন্স সম্পর্কে অভিজ্ঞ জনদের নিকট হতে রিভিউ চাইছি, রেস্পন্স করলে উপকৃত হই

যেহেতু আমি টিউনের মধ্যেই উল্লেখ করেছি অ্যাডসেন্সে নতুন পাবলিশার হিসাবে যোগদান করতে যাচ্ছি । তাছাড়া এমনিতে টিটিতে অনেকেই আছেন যারা অ্যাডসেন্স বিষয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। হয়ত আপনারা যদি আমাদের মত নবীনদের জন্য নিম্নোক্ত বিষয়ে রেস্পন্স করেন তাহলে আমি সহ অনেকেই উপকৃত হবেন। তাছাড়া অভিজ্ঞজনদের এই বিষয়ে একটি টিউন করার অনুরোধ রাখছি। এখানে আমিসহ টিটির অন্যান্য পাঠকদের টিউমেন্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো রিভিউ করছি-

১। প্রথমত গুগল অ্যাডসেন্স সম্পর্কে। বর্তমানে ইউটিউব হতে পাওয়া অ্যাডসেন্স কোড কোন ফ্রি সাইটে ব্যবহার করা যাবে গুগল ব্লগস্পট নাকি সেলফ হোস্টেড সাইট?
২।মনে করি ব্লগস্পট সাইটে তথা ব্লগস্পট দ্বারা অ্যাডসেন্স ক্রিয়েট করেছি। অতপর পরবর্তী সেখানে যদি পেইড ডোমেইন (মূলত ব্লগস্পট সাইটের নামের সাথে মিল রেখে) রিডাইরেক্ট/সংযুক্ত করি তাহলে কোন সমস্যা হবে কি? এই ক্ষেত্রে ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স অন্য কোথাও তথা পেইড ডোমেইন কিংবা সেলফ হোস্টেড সাইটে ব্যবহার করা যাবে কি?

৩। ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স অন্য কোন ব্লগস্পট সাইটে ব্যবহার করা যাবে কি? ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স কোড কতটি সাইটে ব্যবহার করা যায়?

৪। আমার যে মেইলটি আছে সেখানে ৪ টি ব্লগ রয়েছে। এখানে অ্যাডসেন্স ক্রিয়েট করতে গেলে যে অ্যাডসেন্স কোড পাব তা ৪ টি ব্লগেই ব্যবহার করা যাবে ? নাকি ৪ টির জন্য আলাদাভাবে প্রসেস করতে হবে?

 সর্বশেষ

এই টিউনে যে সকল বিষয়াদি নিয়ে আলোচনা করেছি তা মূলত আমার নিজের মতামত, অ্যাডসেন্স সাইট, ইংরাজী সাইট রিভিউ এবং পরিচতিজনদের মতামতের উপর ভিত্তি করে। তারপরেও বোধ হয় গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানার শেষ হবে না, আরো কিছু প্রশ্ন রয়ে যাবে! যাইহোক অ্যাডসেন্স সম্পর্কে যদি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। তারপরেও এই টিউনে কোন ভূল পরিলক্ষিত হলে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবাণ করছি। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন! পরবর্তী টিউনে কথা হবে!!

পরিশেষে টিউনে কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন এবং আমাকে পেতে পারেন...

বাংলা ব্লগ | ফেসবুক পেজ | টুইটার | গুগল প্লাস পেজ |

 

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vj self hosted r bapar ta bujlam na. jodi aktu bolten

    @রাসেল হোসেন:যেখানে ডোমেইন এবং হোস্ট টাকা দ্বারা ক্রয় করে নিজস্ব ভাবে সাইট ডেভেলপ করাটাই হচ্ছে self hosted. যেমন .com/.net/.org প্রভৃতি ডোমেইনগুলো টাকা দ্বারা ক্রয় করতে হয়। -ধন্যবাদ।

আমার ইউটিউব আয় আমি কোথায় দেখতে পাব? আমার আডসেন্স অ্যাকাউন্ট এ কিছু শো করছে না ।@ফেরী ওয়ালা

    @স্বপ্নের জগত: দূ:খিত! এখনো অ্যাডসেন্স নিয়ে কাজ শুরু করিনি। তাই এই ব্যাপারে বলতে পারব না। তবে ইউটিউব হতে যদি অ্যাডসেন্স পেয়ে থাকেন তাহলে ইউটিউব লগইন করে ড্যাশবোর্ড চেক করতে পারেন কিংবা ইউটিউবের সাথে সংযুক্ত ইমেইলে অ্যাডসেন্স লগইন করতে পারেন।-ধন্যবাদ।

Level 2

ব্লগস্পট ব্লগারে কি কোন গেজেট বা প্লাগিন নেই যার সাহায্যে স্প্যাম ক্লিক ব্লক করা যায়?

    @rockydas: না! ব্লগার ব্লগারে বর্তমানে এই ধরনের সুযোগ নাই। সেইজন্যই ব্লগারে অ্যাডসেন্স রক্ষা করাটা ঝামেলার ব্যাপার। অপরদিকে ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিনের ব্যবস্থা থাকে।–ধন্যবাদ।

ফেরিয়াল আপনার আগামী দিনের স্বপ্ন বাস্তবায়িত হোক তা আমরা সবাই চাই। আপনি কিছু প্রশ্ন রেখেছিলেন তার উত্তরে বলছি। গুগুল এ্যাড পাওয়ার পর স্বপ্ন দেখার কোন কারন নেই। মাত্র কয়েকটি টিপস হতে এ্যাড নেয়া যায়। কিছু ফ্রি ডোমন .টিকে ইত্যাদি সাইট গুগুল এ্যাপলাই করলে এ্যাড পাওয়া যায়। আমার কাছে একটি স্ক্যাপিট আছে যা টিকি সাইটে পাবলিস করে এ্যপলাই করলে এ্যাড কোড পাবেন। এ্যাড কোড রাখা টাই হচ্ছে বড় বিষয়। তার জন্য বিভিন্ন পাল্গিন ও বুট পেটেকশন করে রাখা যায়।
আপনি এ্যাড কোড দিয়ে বিভিন্ন সাইট এমন কি বাংলা সাইটে ব্যবহার করতে পারবেন। গুগুল ১০০ ডলার বেশি হলে টাকা অতি দূর্ত টান্সপার কেরে পেলবেন। গুগুল কে আমি কেন জানি অপযন্দ করি তা নিজের সাইটে গুগুল কে নিচ্ছি না। আমার একটি সাইট ইংরেজি তে আছে সত্যি বলতে কি সময় দিতে পারি না। আমি দোকান নিয়ে ব্যবস্থ্য থাকি। আমাকে দেখার মন চাইলে https://4ce136792f1cefe06ebefc91211aae00cc03ac97.googledrive.com/host/0B7fOk75b3_JzdEJ5WThKT3Jmdlk/pages/image/imagepage12.html

    @tareq hasan: ধন্যবাদ সুন্দর টিউমেন্টের জন্য। মনে হচ্ছে অ্যাডসেন্স সম্যক আপনার বেশ কিছু সম্যক ধারনা আছে। স্ক্যাপিট বিষয়টা নিয়ে একটু কৌতুহল হল, এটা কি ব্লগার সাইটে কাজ করে? স্ক্যাপিট বিষয়টা আমি কিভাবে পাইতে পারি?