আপনি কি YouTube+Adsence দিয়ে দিনে ৪+ডলার আয় করত চান।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু, আশা করি সবাই ভাল আছেন।


আমার এই টিউন টি শুধু নতুন এবং যারা আয় করার চেষ্টা করছেন তাদের জন্য!

আগেই বলেনেই যাদের টিউন পড়ার ধর্য্য নেই তারা এখানে বন্ধ করে অন্য টিউন পরুন

যারা নতুন আমি তাদের বলব ধর্য্য ধরে থাকতে এবং নতুন নতুন Video তৈরি করে আপনার চ্যানেলে Upload করুন আর বেশি বেশি Marketing করুন। দেখবে একটা সময় আপনি ভাল পরিমান উপার্যন করতে পারছেন। আমি তার গ্যারান্টি দিচ্ছি। (কথায় আছে পাকলে ফল মিষ্টি, কাচা ফল টক) তাই আগে চ্যানেল আর অ্যাডসেন্স কে পাকতে দিন।
কাজের কথায় আশাযাক..........................!

১ম: আপনার যা যা লাগবে তা দেখেনিন!

  • আপনার ১টি কম্পিউটার।
  • ভালো মানের নেট লাইন।
  • কম্পিউটার এবং নেট লাইন চালানোর মুটা মুটি অভিজ্ঞতা। (তবে ইন্টারনেট জগত সম্পর্কে হাল্কা ধারনা থাকা দরকার)
  • একটি Video Editing Software। (যা আপনি বিনামূল্যে পেতে পারেন)
  • YouTube.com সম্পর্কে অল্প কিছু ধারনা। (পরে কাজ করতে করতে নিজেই জানতে পারবেন)
  • একটি Gmail.com / Google.com থেকে E-mail ID যা আপনি Google এর যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
  • YouTube.com একটি চ্যানেল যা আনি Gmail.com / Google.com এর E-mail আইডি টি দিয়ে কাজরতে পারবেন।
  • এবার YouTube.com থেকে Adsence একাউন্ট এর জন্য আবেদন করবেন। (এ সম্পর্কে টিটি অনেক পোষ্ট আছে যা আপনি একটু খুজলেই পাবেন)
* আরো কিছু লগবে যা আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন.....................!

২য়: কিভাবে করবেন তা দেখেনিন!

  • আপনি প্রথমে YouTube.com এ Sign Up করুন আপনার Gmail.com আইড দিয়ে।
  • এবার আপনি Use YouTube as... লেখা দেখতে পাবেন যদি আপনার ১এর অধিক চ্যানেল করা থাকে তাহলে।
  • সবথেকে গুরুত্তপূর্ণ বিষয় হল আপনার চ্যানেল এর নাম/বিষয় নির্বাচন করা। (যেন আপনার সুন্দর সুন্দর Video গুলি আপনার ভিজিটর খুব সহজেই পেয়ে যায়)
  • চ্যানেলের একটা লোগো এবং কাভার ফোট তৈরি করে তা আপনর YouTube চ্যানেলে নির্ধারিত স্থানে যোগ করুন।
  • আপনার তৈরি করা নতুন নতুন Video Upload করুন।

৩য়: কি Video / চ্যানেল বানাবেন  তা দেখেনিন!

  • Sports, Games, Tips and Tricks, Tutorial, আরো যে কোন বিষয়ের উপর আপনি Video বানিয়ে তা Video Upload করে অনেক টাকা আয় করতে পারেন।
  • আপনারা যারা নতুন তাদের বলব যে আপনারা যে কোন ১টি বিষয়ের উপর ১টি চ্যানেল খুলে কাজ শুরু করুন।
  • এর পর আর একটি নতুন বিষয় নিয়ে আবার ১টি চ্যানেল খুলে কাজ শুরু করলেন এবং পরের করা চ্যানেলটির লিংক আপনার আগের চ্যানেলে এড করুন। (এতে আপনার Marketing এর হিসেবে কাজ করবে।)

৪থ: কিভাবে এ সব Video / চ্যানেল Marketing তা দেখেনিন!

  • একটু কষ্ট করে আপনাকে এই সকল Video Marketing করতে হবে।
  • যাতে আপনার Video শুধু YouTube না বরং Google, Yahoo, Facebook ইত্যাদি জায়গা থেকে সার্চ করলেই যেন পায় সকলেই।
  • সঠিক ভাবে SEO এর কাজ করলেই আপনার ভিউ আর আয় দুটি সমান হারে বারতে থাকবে ইনশাআল্লাহ্।
এবার ঠিক বুঝতে পারছেন যে কিভাবে কাজ করলে আপনি সফল হতে পারবেন।
সবাই ভালো থাকুন। >>>>> আগামী টিউন এ দেখা হবে। >>>>> আল্লাহ হাফেজ।

যিদ আপনাদের ভাল লাগে তাহলে আমার ফেসবুক বা ব্লগে ঘুরে আসতে পারেন

আমার ফেসবুক কমিউনিটি

আমার প্রতিষ্ঠান

Level 0

আমি গুরু টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

vi apnar fb id din.

গুরু ভাই, কি পরিমান ভিউয়ার থাকলে দিনে ৪ ডলার আয় করা যাবে?

    @অদৃশ্যলোক আপনার শুধু ভিউয়ার থাকলেই আয় করতে পারবেন না এখানে ভিউ এর সাথে ক্লিক থাকা দরকার। বিস্তারিত জানতে এই পেজটা ভিজিট করুন: eshoaykori247

      আপনি যে পেজ ভিজিট করতে বললেন তাতে কী এমন আছে বলুন তো শুনি।
      যত্তসব!!!

Ektu bistarito…

টাইটেলের সাথে টিউন মিলিয়ে রাখার চেষ্ঠা করবেন আশা করি।