“গুগল এ্যাডসেন্স ও টেকটিউনসের অবদান। একটি অনুপ্রেরণামূলক টিউন”-টেকটিউনস-এ রাশেদ হাসান আকাশ ভাইয়ের সোনালী দিনের পোস্ট

এই পোস্ট রাশেদ হাসান আকাশ  ভাই ২৮ মার্চ, ২০১২ তে  লিখেছিলেন। আমার খুব প্রিয় একটি পোস্ট। পড়লে বুঝতে পারবেন এখনকার টিউন আর আগেকার টিউন এর মানের তফাত। ন্তুন্দের জন্য দিলাম। পুরাতন্রা সৃতি রোমন্থন করুন।

"""সবাইকে সালাম জানিয়ে আজকের এই অনুপ্রেরণামুলক টিউনটি শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজকে আমি আপনাদের সাথে গুগল এ্যাডসেন্স নিয়ে কিছু বিষয় শেয়ার করব। বলা যায়, এই টিউনেই আপনি গুগল এ্যাডসেন্স এর সব কিছুই পাবেন। তো, চলুন শুরু করা যাক।

ভুমিকাঃ

আমি একজন এ্যাডসেন্স পাবলিশার। বর্তমানে মাসে প্রায় ২৫০-৩২০ ডলার পর্যন্ত ইনকাম করে থাকি গুগল এ্যাডসেন্স থেকে। আমাকে যারা চিনেন, তারা হয়তো এটাও জানেন আমি ওয়েব সাইট তৈরি করা থেকে গুগল এ্যাডসেন্স থেকে টাকা ইনকাম পর্যন্ত সব সময় টেকটিউনস এর সাথে ছিলাম। কিভাবে? এই পোস্টে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবো, যাতে আপনারাও বুঝতে পারেন কিভাবে কি করতে হবে। তাহলে চলুন একটু পিছনে ফিরে যাই।

যাত্রা হল শুরুঃ ফেসবুক ছাড়া আর কিছুই চিনি না।

হ্যাঁ! সত্যি কথা বলছি। ২০০৯ সালেও আমি ফেসবুক ছাড়া আর কিছু চিনতাম না। কিন্তু, বিভিন্ন পত্র পত্রিকায় গুগল থেকে টাকা ইনকাম করা যায় এই ধরণের লেখা পড়ে উৎসাহিত হতাম। কিন্তু, বুঝতে পারতাম কিভাবে কি শুরু করব। অবশেষে এল সেই দিন! একদিন AIUB এর এক বড় ভাই আমার কম্পিউটারে একটা ভাইরাস ঢুকিয়ে দিল। আমি যখন এ কম্পিউটার অন করি, ৫ সেকেন্ড পড়ে আবার বন্ধ হয়ে যায়। মাথায় কিচ্ছু ঢুকছে না। কেন এমন হচ্ছে? কি ধরতে পেরেছেন? হ্যাঁ, তিনি আমার কম্পিউটারে একটা অটরান ভাইরাস স্টার্টআপে ঢুকিয়ে দিয়েছিলেন। পড়ে অবশ্য উনিই সেটা ঠিক করে দেন। তো, আমি উনাকে বললাম, এইটা কিভাবে করলেন? তিনি আমাকে বললেন, টেকটিউনস নামে একটা ব্লগ আছে সেখান থেকে শিখেছি। আমি উনার কাছে লিঙ্ক চাইলাম। উনি আমাকে লিঙ্ক দিলেন। সেদিন কত তারিখ ছিল জানেন? ২২ শে আগস্ট ২০০৯.  সেদিন থেকেই টেকটিউনস এর সাথে আমার পরিচয়। এক নজর দেখেই টেকটিউনসএর প্রেমে পড়ে গেলাম। কত্ত কিছু জানতে পারছি টিটির কারণে। কিছুদিন পর হঠাত দেখলাম শুধু মাত্র পিটিসি নিয়ে দৈনিক ৩/৪ টা করে টিউন। সবাই বলছে ক্লিক কর, টাকা ইনকাম কর। আমি মনে মনে ভাবলাম বাহ, এত সোজা। বসে বসে ক্লিক মারা শুধু করলাম। কিন্তু, একি মাস শেষ হয়ে যায়। টাকা তো আর চোখে দেখি না। এমন সময় একজন ত্রাণকর্তা হাজির হলেন। কে জানেন? তাহের চৌধুরী সুমন ভাই। তিনি শুরু করলেন পিটিসি র বিরুদ্ধে লেখা। সবাইকে সজাগ করতে লাগলেন। আর গুগল এ্যাডসেন্স নিয়ে একের পর এক এটম বোমা টাইপের টিউন প্রসব (!) করতে শুরু করলেন। তখন থেকেই আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল, কিভাবে গুগল থেকে টাকা ইনকাম শুরু করবো। এইবার সব বাদ দিয়ে গুগল এ্যাডসেন্স নিয়ে যত লেখা আছে, সব খোঁজা শুরু করলাম। অনেক টিউন পড়ার পর প্রথমে যেটা উপলব্ধি করলাম তা হল, গুগল এ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে প্রথমে আমার একটা ওয়েব সাইট লাগবে। কিন্তু, টাকা কথায় পাব? সাইট ডিজাইন কে করবে (আমি তখন ডিজাইন ও ডেভেলপ জানতাম না)? কি নিয়ে শুরু করবো? কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আরেক ত্রাণকর্তারা এসে উপস্থিত! কে জানেন? নিশাচর নাঈম আর সাব্বির আলম (টিটিতে উনাদের অর্ধেক টিউন মনে হয় ব্লগস্পট নিয়ে)! বুঝে গেলাম কিভাবে ফ্রীতে সাইট করা যায়! এবার আমার যাত্রা শুরু।

বিষয় নির্বাচন নিয়ে মহা বিপদঃ

এদের টিউনের উপর ভিত্তি করে শুরু ব্লগারে একাউন্ট খুললাম। এবার আরেকটা টেনশন এ পরলাম। একাউন্ট তো খুললাম, কিন্তু কি বিষয়ে আমি ব্লগিং করবো? এবার বিষয় খুঁজে পাচ্ছিনা। মহা টেনশন! অবশেষে আবার আরেক ত্রাণকর্তার খোঁজ পেলাম? এবার কে জানেন? জিন্নাতুল হাসান ভাইয়ের বাংলা ব্লগটি। সেখানে নাম মনে নেই এক লেখকের টিউনে জানতে পারলাম যে, আপনি যেই বিষয়টি খুব ভালো জানেন, সেই বিষয় টি নিয়ে ব্লগিং শুরু করেন। এবার আবার চিন্তা শুরু হলঃ আমি কোন বিষয়টা ভালো জানি? (আমার কাছে মনে হয় আমি দুনিয়ার সব ই জানি। হা...হা...হা...) আমি তখন প্রচুর বই পরতাম। আচমকা মাথায় আইডিয়া এল যে, আমি যদি ই-বুক নিয়ে সাইট করে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। শুরু করলাম ই-বুক নিয়ে কাজ। অবশেষে একটা সাইট দাড়করালাম ই-বুক নিয়ে। কিন্তু সাইটে তো বই আছে ঠিকই, ভিজিটর কই? আবার সমস্যা? সাইতে ভিজিটর নেই। Sowrdfish মাহবুব ভাইকে একদিন জিজ্ঞেস করলাম, তিনি বললেন SEO করতে। আমি তখন SEO এর ফুল মিনিং ও জানিনা। আবার মাহবুব ভাই সমাধান দিলেন। বললেন টিটি তে SEO নিয়ে অনেক টিউন হয়, সেগুলো ফলো করেন। শুরু হল SEO (Search Engine Optimization) গবেষণা। ২/১ মাস পর মুটামুটি দৈনিক ২০০/৩০০ বার সাইট ভিজিট হয়। (কি হাসি পাচ্ছে? SEO করার পর দৈনিক মাত্র ২০০/৩০০ বার ভিজিট? গল্প কিন্তু শেষ নয়! সেদিনকার সেই SEO আজকে আমার সাইটে দৈনিক ১৫০০ ইউনিক ভিসিটর এনে দেয়, আর টুটাল সাইট ভিসিট হয় ১১,০০০ বারের ও বেশি। সেই গল্পে পড়ে আসছি)

প্রথম বারের মত এ্যাডসেন্সের জন্যে আবেদনঃ

এইবার মুটামুটি নিশ্চিত হলাম যে, হ্যাঁ এখন আমি এ্যাডসেন্স একাউন্ট এর জন্যে আবেদন করতে পারি! (তখন কি আর আমি জানতাম যে রাস্তা আরও বহু দুরের?) তো, টিটি-তে এ্যাডসেন্স এ্যাকাউন্ট করার নিয়ম অনুযায়ী গুগল এ রিকুয়েস্ট করলাম। ৪ দিন পর রিপ্লে এল, আমার এ্যাকাউন্ট এক্টিভ হয়নি। কারণ, Unacceptable content. আবার টিটির সরানাপন্ন হলাম। সবাই বলল, আপনি এ্যাডসেন্স এর নীতিমালা পরেছেন? আমি বললাম না। তখন জিন্নাতুল হাসান ভাইয়ের ব্লগে গেলাম। সেখানে তাহের চৌধুরী সুমন ভাইয়ের কিছু লেখা দেখে বুঝতে পারলাম আমার সাইটে আরও ভালো মানের কন্টেন্ট লাগবে, ভিসিটর আরও বেশি লাগবে, আরও বেশি পেজভিউ লাগবে। ঠিক আছে। আশা ছারলাম না। আবারও শুরু করলাম। (ঘুরে ফিরে আবার SEO তে যাওয়া লাগলো)।

ভিসিটর বাড়ছে, বিশ্বাস ও বাড়ছেঃ

দেখতে দেখতে এক বছর পার হয়ে গেলো। আমার ভিসিটর ও বাড়া শুরু হল। আমিও টিটি থেকে ওয়েব ডিজাইনিং শিখে নিয়েছি। জুমলার উপর মুটামুটি হাফেজ হয়ে গেলাম। এইবার নিজের মানসিকতার ও পরিবর্তন করলাম। সিদ্ধান্ত নিলাম, টাকা ইনকাম করতে পারি আর না পারি, দৈনিকই আমি আমার সাইটে নিত্য-নতুন বই আপলোড করবো। অবশেষে, একদিন ৩০০০ টাকা খরচ করে ডোমেইন আর হোস্টিং কিনলাম। জুমলা দিয়ে সাইটটা খুব ভালো করে ডিজাইন করলাম। টাকার চিন্তা বাদ দিয়ে শখের বশে শুরু করলাম ব্লগিং। (তাই বলে ভাববেন না যে, আমি এ্যাডসেন্সের জন্যে আবেদন করা বন্ধ রেখেছি!!) ঠিক মত পোস্ট করি, ঠিক মত SEO করি, নিয়মিত ভিসিটরদের চাহিদার প্রতি খেয়াল রাখি। আমার তখন দৈনিক সাইট ভিসিট হয় ১২০০ বারের উপর। এ্যাডসেন্স পাই আর না পাই, নিজেকে সার্থক মনে হতে লাগলো। কে জানতে এরই মধ্যে আমি আরও এক জায়গায় সফল হয়ে যাচ্ছি!!!!!!!!!!!!!!

অবশেষে পেলাম সোনার হরিণ খ্যাত গুগল এ্যাডসেন্সঃ

গত বছর রুজার ঈদের আগের দিন আমার জিমেইল এ একটা মেইল এলো গুগল থেকে। এ্যাডসেন্স একাউন্ট কিভাবে পেয়েছি তা জানতে এখানে যান।

এক্যাউন্ট তো পেয়েছি, কোড বসাবো কোথায়?


হ্যাঁ, আমি এখন মুটামুটি সফল একাউন্ট পেয়ে গেছি। কিন্তু, সমস্যা হচ্ছে কোথায় কোথায় এ্যাডের কোড বসাবো? এবার আবার ত্রাণকর্তা তাহের চৌধুরী সুমন ভাই। তার একটা টিউন থেকে জানতে পারলাম কোথায় এ্যাড কোড বসাতে হবে? কিভাবে বসাতে হবে? একটা পেজ এ সরবুচ্চ কয়টা লিঙ্ক এ্যাড বসাতে পারব, কয়টা টেক্সট/ইমেজ/ব্যানার এ্যাড বসাতে পারব? এইসব। তার টিউন মত সব বসালাম। এবার অপেক্ষা টাকা আর টাকা ইনকামের। হায়রে, টাকা আর টাকা। টাকা আর টাকা। টাকা আর টাকা। টাকা আর টাকা। (আমি কি তখন যানতাম, রাস্তা আরও অনেক দূর?!) এরই মধ্যে তাহের ভাইয়ের সেই বিখ্যাত টিউনের লিঙ্ক আমাকে পাঠিয়ে দিলেন "গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন" বলেন তো দেখি, এ্যাডসেন্স পাওয়ার সাথে সাথে যদি কেউ এমন হুমকি দেয় মেজাজ টা কেমন লাগে????? (ভাগ্য ভালো, সেদিন উনি লিঙ্কটা দিয়েছিলেন। নয়তো কবেই আমার একাউন্ট পটল তুলত)

মাস শেষ হয়ে গেলো, ইনকাম মাত্র ১৬ সেন্ট????

একমাস হয়ে গেলো। আমার ইনকাম হল মাত্র ১৬ সেন্ট? ক্লিক ও পড়ে কম। অথচ ভিসিট হয় ১২০০+. বিশ্বাস যায়? (পরের মাসের ইনকাম শুনলে লাফ দিবেন) আবার টিটির সরনাপন্ন হলাম। সবাই বলল, আপনি যে SEO করার সময় যেই সব Keyword ব্যবহার করছেন, সেগুলোর ক্লিকের দাম কম, তাই আপনার ইনকাম ও কম। এবার আবার শুরু হল কি-ওয়ারড রিসার্চ। অবশেষে ১ মাস পর আমার এক্যাউন্ট এ দেখি ১১৩ ডলার ৮০ সেন্ট! হয়তো, অনেক কম টাকা কিন্তু একাউন্ট পাওয়ার ২ মাস পর ১১৩ ডলার আমার মত ছেলের জন্যে অনেক ছিল। অবশেষে গুগল আমার চেক ইস্যু করল। পাঠিয়ে দিল আমার আড়াই বছরের কষ্টার্জিত ১১৩ ডলার ৮০ সেন্ট!!!!

সময় এবার অপেক্ষার! কখন আসবে সেই চেক???

চেক আর আসেনা। সময় ও যেন কাটেনা। (কেন জানিনা এই সময়টায় আমি "সময় যেন কাটেনা" গানটা একটু বেশি শুনেছি) তাহের ভাইকে ফোন দেই আর বলি ভাই আমার চেক তো এলো না, তাহের ভাই বলে অপেক্ষা করেন, চলে আসেবে। শাকিল আরেফীন ভাইকেও ফোন দেই আর বলি ভাই আমার চেক তো এলো না, তাহের ভাই বলে অপেক্ষা করেন, চলে আসেবে। একই ভাবে ফোন দেই, Sowrdfish মাহবুব ভাইকেও। সবাই বলে অপেক্ষা করেন, চলে আসবে। আমিও তখন মনকে বুঝাই, অপেক্ষা কর, চলে আসবে!!!!!!!!!

অবশেষে এল স্বপ্নের সেই এ্যাডসেন্স চেক !!!!!!!!!!!!!!!!

২৭ দিন পর অফিসে এসে ডাকপিয়ন আমাকে গুগল এর চেক দিয়ে যায়। মনটা যে কি খুসি লাগছিল বুঝাতে পারবনা। ঠিক এখন আপনাদের কাছে যেমন লাগছে, আমার কাছে তার চেয়ে বেশি লেগেছি। আড়াই বছর চাষ করার পর আজ প্রথম আমি ফসল পেলাম। সাথে সাথে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। টিটিকে জানাল, তাহের ভাইকে জানাল, মাহবুব ভাইকে জানালাম, শাকিল আরেফিন ভাইকে জানালাম, আসিফ পাগলা সাব্বির ভাইকেও জানালাম। টেক্টিউন্স এর সবাইকে জানালাম। অন্য রকম একটা দিন উদযাপন করলাম। আর স্বপ্ন দেখতে লাগলাম প্রতি মাসে একটা করে গুগলের চেকের। (কে জানতে কয়দিন পর আমার উপর দিয়ে একটা ঝড় যাবে???)

চেক ভাঙ্গাতে গিয়ে মহা বিপদঃ কোন ব্যাংকে ভাঙ্গাবোঃ


চেক ভাঙ্গাতে গিয়ে কি বিপদে পরেছি তা জানতে এখানে জান। অবশেষে যদি ও আমি ইসলামী ব্যাংক থেকেই চেক ভাঙ্গিয়েছি। সময় লেগেছে ২০ দিনের মত, টাকা কেটেছে প্রথম বার ১৬০২ টাকা। তবে পরের বার থেকে নাকি এত কাটবে না। সর্বোচ্চ ৬০০ কাটবে। প্রথম বার দেখে ওদের সিস্টেম এ কিছু ভুল ছিল।

"অতি লোভে তাঁতি নস্ট" মরতে মরতে বেঁচে গিয়েছিঃ

তখন আমার দৈনিক ২ ডলারের কাছাকাছি ইনকাম হত। হটাত একদিন মাথায় দুষ্টু বুদ্দি চেপে বসলো। কি জানেন? IP Hide করে নিজের এ্যাড এ নিজে ক্লিক দেয়ার সিদ্দান্ত। যেই ভাবা সেই কাজ। দিলাম আমার আই পি হাইড করে America র আইপি বানিয়ে। আর সাইটে গিয়ে দিলাম ৪ টা ক্লিক! ৩/৪ ঘন্টা পর দেখি আমার একাউন্ট এ জমা পরছে ২২ ডলার। মাথা নস্ট। এখন থেকে দৈনিক আইপি হাইড করে ক্লিক দেবো। হতাত, সন্দেহ হল যে আমার আইপি কি গুগল ধরতে পারবে? দিলাম গুগলে সার্চ "What is my real IP?". ওমা! আমার তো দেখি আসল আই পি শো করছে!!!!! সাথে সাথে তাহের ভাইকে ফোন, ভাই এখন কি করবো? উনি প্রথমে ছোট ভাইয়ের মত ইচ্ছামত শাসালেন। আর বললেন পেজভিউ কত? বললাম যে ৩০০০ এর বেশি। উনি বললেন, যা করছে তা তো আর ফিরে পাওয়া জাবেনা, তবে জীবনে ও আর এই কাজ করেন না। আমি বললাম আচ্ছা। বিশ্বাস করুন, আমি আর জীবনে ও এই কাজ করিনি আর করবো ও না। সেশে দেখা যাবে, আম যাবে, ছালাও যাবে। তাই, এই সব বাদ ঠিক পথে ইনকাম শুরু করলাম। আর সবাইকে জানাতে লাগলাম যে, আমার সাইটে প্রচুর পরিমাণে বই পাওয়া যায়। এইসব করে ভিসিটর বারাতে লাগলাম। (কে জানত যে আমি ঠিক পথে থাকলেও, কিছু মানুষ ইতিমধ্যেই আমার ক্ষতি করা শুরু করছে??????)

লিঙ্ক শেয়ার করে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম!!

সামু তে একদিন গিয়ে দেখি এক জন হুমায়ুন আহমেদ এর বই খুঁজছে। বেচারার প্রতি সদয় হয়ে আমি আমার ওয়েব সাইটের লিঙ্কটা সামুতে শেয়ার করলাম। (নিজের পায়ে নিজে কুড়াল মারলাম) তো, আমি ঘন্টাখানেক পড়ে আমার এ্যাডসেন্স এ্যাকাউন্ট এ গিয়ে দেখি ক্লিক পরেছে ১৩০ টা!!!!!!!!!! ইনকাম হয়েছে ৪৫ ডলার!!!!!! কি? খুব খুসি লাগছে শুনে? না? আমার কপাল ভালো যে, আমি সেইদিন এত ইনকাম দেখে খুসি হতে পারিনি। যদি খুসি হতাম। তাহলে আমার একাউন্ট আর থাকতো না! কিচ্ছু বুঝতে পারছি কি করব? উপায় না সাইটই অফলাইনে নিয়ে গেলাম। এখন আবার চিন্তা সাইট যদি ভিসিট না হয়, তাহলে পেজভিউ বারবে না। পেজ CTR 15 এর উপরে। যেখান ১০ হলেই বিনা নোটিসে একাউন্ট ব্যান হয়, সেখানে ১৫!!!!!!!!!!!! ভাবা ঝায়???? আবার ফোন দিলাম তাহের ভাইকে (জেখানেই বিপদ, সেখানেই তাহের ভাই) তিনি আমাকে বললেন, আপনার এ্যাডের কোডগুলো আপাতত ব্লক করে দেন। তাহলে পেজভিউ বারবে, কিন্তু কোন ক্লিক পরলে গুগল কাউন্ট করবে না। উনার কথামত এ্যাড কোড ব্লক করে দিলাম। কিছুক্ষন পর দেখি আমার পেজ CTR কমা শুরু হইছে। আর সেই ৪৫ ডলার মাইনাস হয়ে Real Income ৩ ডলার দেখাচ্ছে। (শালা কত্ত খারাপ! ৪৫ ডলার যখন দিছিলি, তখন মাইনাস করলি কেন?) অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম। তবে বিশ্বাস করুন, আমি এখন ভয়ে আছি সেই দিনের ঘটনার জন্যেই না আমার এ্যাকাউন্ট ব্যান হয়ে যায়! আমার জন্যে একটু দোয়া কইরেন।

শেষ কথাঃ

জীবনে কোনদিন আমি এত বড় টিউন করিনি। আজ করেছি শুধু মাত্র আপনাদের জন্যে। কেন জানেন, যেন আপনারাও আমার মত ইনকাম করতে পারেন। এই টিউনটা আমি উৎসর্গ করছি তাহের চৌধুরী সুমন ভাই-কে। যার সহযোগিতা না পেলে এটুকু আসা সম্ভব হত না। (পুরা টিউনে আপ্নারা উনার সহযোগিতা নিশ্চয়ই দেখেছেন?) একটা কথা ভুলে গেছি, এই তাহের ভাই কে কিন্তু আমি পেয়েছি Sowrdfish মাহবুব ভাইয়ের মাধ্যমে। মাহবুব ভাই ই আমাকে একদিন তাহের ভাইয়ের নাম্বার দেয়। সুতরা, কৃতজ্ঞতা প্রকাশ করছি sowrdfish মাহবুব ভাইয়ের নিকট। এছাড়াও শাকিল আরেফিন ভাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন টাকা ক্যাশ করানোর সময়। আর সাব্বির আলম ভাইয়ের অবদান তো অনস্বীকার্য। তার ব্লগস্পটের টিউনের কল্যাণেই তো আমার পথচলা শুরু।

অনেক কস্ট করে এই টিউন টি পড়ার জন্যে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।""

মুল লিঙ্কঃ https://www.techtunes.io/reports/tune-id/115184

Level 0

আমি satkhira101। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্টা পড়ে অনেক ভাল লাগল।
আপনার সাইটের লিঙ্ক টা কি পেতে পারি ……………।।

    @আব্দুল্লাহ্ আল মামুন: রাশেদ হাসান আকাশ ভাই can give this answer

Level 3

Youtube থেকে adsense পেয়েছি কিন্তু আমার ব্লস্পটে যোগ করব কিভাবে আমার কোন Domain নেই । আর যদি না করা যায় তাহলে কি ঐ একি জিমেইল দিয়ে ব্লগস্পটের মাধ্যমে আবার adsense নিতে পারব ? যদি সাহায্য করতেন তাহলে উপকৃত হতাম!!!!!!!!!!

Level 0

vai ei duita link nosto
“গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন”
চেক ভাঙ্গাতে গিয়ে কি বিপদে পরেছি তা জানতে ‘এখানে জান।’

Level 0

ভাই আপনি কি ইবুক ওয়ার্ড এ লিখে আপলোড করেন? নাকি অন্য ভাবে? তাই যদি হয় তহলে কিভাবে? জানালে উপক্রিত হতাম

    @rasel938: রাশেদ হাসান আকাশ ভাই can give this answer

থ্যাংকস for share your experiance .

****thank you my all friends*****
2 day Google ad-sense Full approval
non hosted ad-sense ID more… +8801781077094