বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা বিপদে সহশ্রাধিক ফ্রিল্যান্সার

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। কিন্তু আমি ভাল নেই ।  হঠাৎ করেই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা। হাজারও তরুন বেকারত্ব দূর করছে এই পেশার মাধ্যমে। প্রতিদিন বাংলাদেশের অর্থ ভান্ডারে যোগ হচ্ছে হাজার হাজার ডলারের বৈদেশিক মুদ্রা।

এই মুক্তপেশাজীবিদের মধ্যে সিংহভাগ অর্থ উপার্জন করছে গুগল এডসেন্সের মাধ্যমে। যেগুলোর চেক সরাসরি আসে আমেরিকা থেকে। যেগুলোর মধ্যে আমেরিকান সিটি ব্যাংকের চেক উল্লেখযোগ্য। যে চেকগুলো অধিকাংশ চেকই পূর্বে ভাঙ্গান হত ইসলামী ব্যংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক এ চেকগুলো সবচেয়ে কম খরচে মাত্র ৩৪৫ টাকায় ক্যাশ করে দিত। এছাড়া ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংকসহ আর কিছু ব্যাংকও চেকগুলো ভাঙ্গাত। কিন্তু হঠাৎ করে গত ২১ শে আগষ্ট ২০১৩ থেকে সবগুলো ব্যাংক চেক ভাঙ্গানো বন্ধ করে দেয়। খোজ নিয়ে জানা যায় সবগুলো ব্যাংকই চেক ভাঙ্গাত স্টান্ডার্ড চার্টাড ব্যাংকের মাধ্যমে। স্টান্ডার্ড চার্টাড ব্যাংক চেক গ্রহণে অপরাগতা প্রকাশ করায় কোন ব্যাংক আর চেক ভাঙ্গাতে পারছে না।  স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক থেকে এই চেকগুলো ভাঙ্গাতে নিষেধাজ্ঞা জারি করায় তারা আর চেক ভাঙ্গাতে পারছে না।  এদিকে বাংলাদেশ ব্যাংকের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সন্তোষজনক জবাব পাওয়া যায় নি।

এদিকে প্রতিদিনই মাথার ঘাম পায়ে ফেলে আয় করা হাজার হাজার ডলারের চেকগুলো জমা হচ্ছে মুক্তপেশাজীবিদের হাতে। কিন্তু ভাঙ্গাতে না পারায় চেকগুলো মূল্যহীন হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ব্লগে লেখালেখি হওয়া সত্যেই কোন লাভ হচ্ছে না।

সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ রেজাল্ট ডট কমের এডমিন শাওন জানান:“আমিসহ আমার আন্ডারে প্রায় ১০ জনের মত কাজ করছি আমাদের ওয়েবসাইটে, আমাদের আয়ের উৎস একমাত্র এডসেন্সের চেক। চেকগুলো ভাঙ্গাতে না পারায় চরম বিপদের মধ্যে পড়েছি। প্রতিমাসে আমার আন্ডারে যারা কাজ করে তাদের টাকা কিভাবে দিব সেই চিন্তায় আমি ভেঙ্গে পড়েছি। ”

বিডিঅলইনফো ডট কমের এডমিন সাদ্দাম, ফাহিম ও নাদিম জানান “বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেশকে অনেক এগিয়ে নিছে। সরকারের শেষ সময়ে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত সত্যিই হতাশা জনক। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি।”

বি.এ.এফ শাহীন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহ জামাল জানান “আমি ২০১১ থেকে শিক্ষকতার পাশাপাশি মুক্তপেশাজীবি পেশায় জড়িত, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত আমাকে হতাশ করে দিয়েছ, আমি দ্রুত এই সমস্যার একটা সমাধান দাবি করছি।”

তরুনদের আয়ের অন্যতম উৎস এই গুগল অ্যাডসেন্সের চেক যাতে আবার অতিদ্রুত ভাঙ্গানো শুরু করা সম্ভব হয় এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

স্টান্ডার্ড চার্টাচ ব্যাংক নোটিশ: http://www.standardchartered.com.bd/bd/offer/amex-tc-discountinution/en/

 

সময় থাকলে ঘুরে আসেন আর ADS একটা করে ক্লিক করেন

Level 0

আমি Ansar.koluma1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Highly Surprised.

Level 0

farhadjoy@ TAR MANE

    Level 2

    @ansar31: বাংলাদেশ ব্যাংক থেকে এই চেকগুলো ভাঙ্গাতে নিষেধাজ্ঞা !
    1947 er den-darona nia Bekub gula jeye boshse BD Bank a. Akaima ekta kaj korbo r sobar problem hobe. 🙁

সব দিক দিয়া দেখছি বিপদ। যাবো কোথায়। গুগল মামু কম না, দুনিয়ায় এত পেমেন্ট মেথুড থাকতে কিসের জন্য যে এ আজাইরা চেক দেয়, বুঝিনা। চেক পাইতে সময় লাগে, ভাঙ্গাতে সময় লাগে। তার উপর আবার এই নতুন বিপদ।

Level New

এভাবেই তো সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই।…………হা হা হা হা হা হা । সরকারের উচ্চপর্যায়ে কি কোন ভালো বুদ্ধিসম্পন্ন লোক নেই????

শালাগো গুতানো লাগে

Level 0

ভাই কি আর বলব আমার ১৭০ জমছে এইভাবে চলতে থাকলে এডসেন্স এর ডলারের আর কোন দাম থাকবে না তবে আমাকে একজন বলল এই চেক নাকি সোনালি ব্যাংকের স্কিম অর্ডারে ভাঙ্গানো জায়

এই কি শুনলাম ।

Level 0

ভাবতাছি চেকগুলো দিয়া ঠোংঙা বানয়া বিক্রি করমু।

Level 0

ডিজিটাল বাংলাদেশ হাহাহাহাহা সরকার বলছে ডিজিটাল বাংলাদেশ কিন্তু ডিজিটাল জিনিসটা বুঝতে পারে না যদি পারত তা হলে ডিজিটাল বাংলাদেশ গড়তে পারত আসলে সরকারের জ্ঞানের অভাব

Digital Bangladesh, Net Nai , Speed Nai , Paypall Nai , Online Shoping Nai , Shudhu Nai Nai Ar Nai . Asa Shudhu Durniti .

Level 0

Khusi holam

Level 0

বাংলাদেশ সরকার বলে কথা। কখন কি করে মাথা ঠিক থাকে না।
আমি প্রতি মাসে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা পাই অনলাইন থেকে। আমি চেক ইসলামী বাংকের মাধ্যমে ভাংগাই। আজকেও একটা চেকের টাকা পেয়েছি। আর ২ সপ্তাহ আগে একটা জমা দিয়েছি। সব কিছু তো ঠিক আছে। আশা করি ঠিকঠাক ভাবে এটাও কালেকশন হবে।
আল্লাহ্‌ ভরসা।

Alex vi@ এ কি বলেন কেউ জমা দিতে পারছে না আপনে কিভাবে দিলেন আপনে কোন শহরে জমা দিছেন ।

Level 0

গত মাসের চেক নিয়ে বসে আছি । ব্যাংক জমা নিচ্ছে না । জানি না এদের মাথায় আবার কোন গবর ডুকছে।
গুগলের চেক জমা না নিয়ে, এরা বিশ্ববাসীর কাছে মূর্খতার প্রমান দিল । কি আর বলবো , উপর মহলে কি একটাও বুদ্ধিমান মানুষ নাই, যারা আমাদের পাগল সরকার ও ব্যাংক কে বুঝাতে পারে ?

আমি ২টা চেক নিয়ে বসে আছি ৬৭৪ এবং ৭২৩ ডলার কি করব প্রতিদিন চেক নিয়ে কান্তে তাকি এই দেশে এমন অবস্থা কেন হল এত কষ্ঠ করে আয় করে টাকা পাব না আমি যদি চেক না ভাংগাতে পারে এই দেশে আগুন জালাব ।

Level 0

kano j amon hoi…..

Level 0

ata ki korlo ……..ato boro 1ta bepar karo kono respons nai

Level 0

চেক ভাঙ্গাইতে সমস্যা হলে অন্য উপায় ও অবশ্যই আছে যেমন পেপাল, ওয়েস্টার্ন ইউনিয়ন ইত্যাদি। এসব ট্রাই করেন।।

newboy ভাই আপনে নাম দিসেন newboy তাই বুঝা যার আপনে নতুন আসছেন না হলে এটা বলতেন না বাংলাদেশে Adsense শুধু চেক দেয় পেপাল, ওয়েস্টার্ন ইউনিয় এটা বাংলাদেশের জন্য না

Level 0

Our goverment may be doesn’t like pure income (Adsense Income) which money generate from really so much hard work. If Goverment doesn’t take proper step ASAP, we have to think who is govern us. Those are mad? or half mad? How they will make Digital…Bangladesh?

Level 0

@Ansar.koluma1: ভাই, এখন কিভাবে চেক ভাংছেন???