
বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই দেখছি অনেকে Google adsense নিয়ে নানান রকমের আজেবাজে পোস্ট করে যাচ্ছে, যেমন তারা আপনার adsense approve করিয়ে দিবে কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে, মানে তাদের কিছু দিতে হবে। যেটা খুব খারাপ একটি কথা। যেখানে এই কাজটি আপনি ফ্রিতে নিজে নিজেই করতে পারেন, কিন্তু কথা হোল আপনারা সেই পদ্ধতিটি জানেননা বিধায় অনেকে ওদের শরণাপন্ন হয়ে থাকেন। তাই আমি আপনাদের সেই সব অসৎ লোকদের হাত থেকে রক্ষা করার জন্য অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। যেটি দেখে আপনি নিজে নিজেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে Google adsense নামক সেই সোনার হরিণ পেয়ে যাবেন। তাই দেরি না করে দেখে নিন কিভাবে পাবেন আপনার সেই স্বপ্নের জিনিসটি।
আমি Lesar HM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Tanvir Mustafa Joy: ভাই, ধন্যবাদ। তবে এটা ত একটা হস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এড বসানর পুরবে আপনার সাইটের অনুমদন নিতে হবে। Nice Flash Games
বিদ্রুপ
গুগল অ্যাডসেন্স এর জন্য Apply করতে ভিডিও আপলোডের ধরাবাঁধা কোন নিয়ম নেই যে কোন Quantity এর ভিডিও আপলোড করেই আপনি যাডসেন্স এর জন্য Apply করতে পারেন।
আর ভাষার ব্যাপারটা হোল গুগল অ্যাডসেন্স যখন বাংলা ভাষা সাপোর্ট করেনা তাই ইংলিশ ভাসাতে ভিডিও টিউটোরিয়াল দেওয়া ভাল। কারন অ্যাডসেন্স বাংলা ভাষা বাদে বিশ্বের ৩৬ ভাষা সাপোর্ট করে।
Ami O Youtube Thakay Adsense Paisi Ai Post Jai din Kora Hoisay Oidin Thik 4 hours Poray Approve Hoisay And Ami AMr Site Ay Ads Disi But Question Is Aita Ki Google Manay Nibay Poray Ki Accout Bad koira dibay R aita Diya income hobay amr earning akhono 0.00 dekhai jodio amr per day visitor 100-250 ar moto amr monthly pageviewer 100000+ Have any suggetion
আমি তো blogging করা ছেড়ে দিচ্ছিলাম। এই পোস্টটি পেয়ে আবার শুরু করলাম thanks http://tipstechbd.blogspot.com/
blogspot ডোমেইনে কি এডসেন্স পাওয়া সম্ভব? আমার সাইটের (http://ithousebd.blogspot.com) ডিজাইন অনেক ভাল, এটা দিয়ে কি এডসেন্স পাব?
Ami Amr Adsense Amr Site AR Link DIsilam Bcoz Adsense Bolay Disay Jodi Apni Youtube Baday Apnr SIte A Use Kortay Chan Taholay Tdr Ka URL Ditay Hobay Vhalo Kotha AMi Dilam Tarpor review Holo 1 din Poray Janalow Hobay Na But Ads Still Show Koray Ar Earning 00.00 Ami Abr Try Korlam Dekhi Site Approve Koray Kina Monay Hoy Na Ai Upai Adsense Thaika Income Kora Jabay
আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। গত দুইদিন techtunes এ কমেন্ট করা বন্ধ ছিল বিধায় অনেকে আমাকে পারসনার ভাবে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন যে, আমার দেখানো পদ্ধতিতে তারা খুব সহজে এদসেন্স Approved করাতে পেরেছেন। অনেকে আবার আনন্দে দিশে হারা হয়ে অনেক কিছু বলেছেন, আবার অনেকে জানতে অনেক প্রশ্নও করেছেন। তাই আপনি আপনাদের কাছে আবারো ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার কষ্ট বিফলে যায়নি। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনার নিজে যেমন উপকার পেয়েছেন তেমনি অন্যদের চেষ্টা করবেন উপকার করার, মনে রাখবেন দুনিয়া দুইদিনের তাই এই দুইদিনের দুনিয়ার আপনি যদি পেরেও কারো উপকার না করেন, তার চেয়ে দুঃখ আমার মনে হয়না আর কিছুতে আছে। কেননা অন্যকে উপকারের মদ্ধেই রয়েছে প্রকৃত সুখ। কাজেই চেষ্টা করুন অন্নের উপকার করতে। ধন্যবাদ
আদিল ভাই, আপনার পোষ্ট এবং কমেন্টস দেখে বোঝা যায় আপনি একজন ভাল মনের মানুষ। তাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ভাই আমি তো এ্যপ্রুভ করতে পারলাম না । আমি এর আগে একটি গুগল মেইল দিয়ে এ্যাডসেন্স এর জন্য চেষ্টা করেছিলাম। সর্ট কনটেন্ট বলে বাতিল করে দিয়েছে। আপনার পদ্ধতিতে যখন আমি চেষ্টা করলাম তখন আমি আমার পূর্বের এ্যাডসেন্স এ ট্রাই করা ইমেইল টি দিয়েছি। দেয়ার পর ওরা বলে : You are currently signed into the Google Account arman…[email protected], which is either not an active AdSense account, or still pending an approval. This account cannot be used to monetize your content. এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি অন্য জি মেইল দিয়ে চেষ্টা করব ? একাধিক মেইল দিয়ে চেষ্টা করার কারনে যদি ওরা আমার এক্যাউন্ট এ্যাপ্রুভ না করে ? কোন উপায় খুজে পাচ্ছি না। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আমার সাইটটি http://www.foodsworld.info
@arman38: আপনার এখানে নতুন একটি ইমেইল খুলে শুধু youtube দিয়ে adsens অ্যাপ্লাই করলে ভালো হোতো। কারন গুগল অনেক স্মার্ট ওদের ডাটাবেজে সব তথ্য জমা থাকে, যেমন আপনি যদি ADSENSE FOR CONTENT এর জন্য কোন টেলিফোনে নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে আপনার নতুন একটি নাম্বার দিয়ে ইউটিউব এর জন্য অ্যাপ্লাই করলে ভালো। যাই হোক এখন আপনি যা করতে পারেন সম্পূর্ণ নতুন একটি জিমেইল খুলে সাথে নতুন একটি ফোন নাম্বার দিয়ে আমার দেখানো নিয়ম অনুযায়ী ট্রাই করেন। পারলে অন্য কারো কম্পিউটার দিয়ে মানে অন্য আইপি দিয়ে আবেদন করবেন। দেখবেন পেয়ে যাবেন। ধন্যবাদ আর একটি কোথা সবার উদ্দেশে বলতে হচ্ছে। আমার দেখানো নিয়মে আপনারা যেভাবে adsense পাচ্ছেন এতে করে আপনারা মনে করবেন না যে আমরা গুগল কে বোকা বানিয়ে কাজটি করছি। এখানে আমরা গুগল কে বোকা বানাচ্ছি না বরং গুগল এর সব কিছুই জানে এবং তারা জেনে শুনেই আমাদের এই কাজ টি করতে দিচ্ছে। কারন কিছু কিছু কাজ রয়েছে যেমন আপনার বাবা জানে যে আপনি স্মোক করেন কিন্তু সে দেখবেন জেনেও আপনাকে না বোজানোর ভাব ধরবে কারন যাতে করে আপনি তাকে শ্রদ্ধা করেন। ঠিক গুগ্লল ও আমাদের জেনে শূনে এই কাজটি করতে দিচ্ছে। তবে আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছি যারা সুযোগের অপব্যবহার করি আর ঠিক তাদের জন্য আমরা সব জাইগাতে ধরা খাই।
মোঃ আল মামুন ভাই ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট করার জন্য। আপনার কমেন্টটি পড়ে আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। এতদিন অন্নের পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া যায় জানতাম, তবে এই প্রথম আপনার কাছে নতুন একটি জিনিস শিখলাম যে অন্নের তৈরি করা ভিডিও নিজের নামে চালানো যায়। আপনার অবগতির জন্য বলতে হচ্ছে ভিদিওতিতে আমিওপারি নামক একটি সাইট এর কথা বলা হয়েছে এবং আপনি একটু কষ্ট করে ঘুরে দেখে আসবেন সেখানে আমার করা ২০৯ টার মতো পোস্ট রয়েছে। যাক আমি এর বেশি কিছু আর বলতে চাইনা।সুধু একটি কথাই বলবো কারো উপর অন্যায় অপবাদ দেওয়ার আগে নিজেকে নিয়ে ভাবুন এবং পরিপূর্ণ প্রমান ছাড়া কাউ কে কখনো অন্যায় অপবাদ দিবেন না, এতে করে অন্নের কিছু হবে না বরং আপনার নিজেরি অনেক বড় ক্ষতি হবে, সবাই আপনাকে খারাপ ভাববে। ধন্যবাদ
আরে ভাইরা আপনারা Google adsense নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন। এমন করছেন যেন approve হলেই যেন টাকা । আগে ওয়েব সাইটে মাসে কমপক্ষে 100,000 ভিজিটর আসুক তাহলে তো টাকা পাবেন। না হলে মাসে ৫ বা ৬ ডলার অথবা ব্যান্ড হয়ে যাবেন।
https://avosapi.delicious.com/api/v1/posts/redirect?url=http%3A%2F%2Fsoftwareworld-it.blogspot.com%2F
এই ভাবে পাওয়া Google Adsense Account দিয়ে আপনি আপনার ওয়েবসাইটেও এড বসাতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবেঃ আপনার Google Adsense Account এপ্রুভ হবার পর Google এর পক্ষ থেকে যে কনফার্মেশন ই-মেইলটি দেওয়া হয়েছিল সেখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্ক এ যেয়ে আপনি যে ওয়েবসাইটের জন্য এড কোড চান, সেই সাইটের লিঙ্ক দিয়ে একটা ফর্ম পূরণ করবেন। এরপর Google যদি আপনার সাইটটি এপ্রুভ করে তাহলে তারা আপনার সাইটে এড দিতে দিবে। আর এপ্রুভ না করলে তারা আপনাকে সেটা জানিয়ে দিবে কারণ সহ। এতে করে আপনার Youtube এর এডে কোন ইফেক্ট পড়বে না।
Yes But Approve to Koray Na bolay
Site does not comply with Google policies: We’re unable to approve your AdSense application at this time because your site does not comply with the Google AdSense program policies (http://support.google.com/adsense/bin/answer.py?answer=48182,https://support.google.com/adsense/bin/topic.py?topic=1271507) or adhere to the Webmaster Quality guidelines (http://www.google.com/support/webmasters/bin/answer.py?answer=35769). It’s our goal to provide our advertisers sites that offer rich and meaningful content, receive organic traffic, and allow us to serve well-targeted ads to users. We believe that currently your site does not fulfill this criteria.
Tips:
Here are some recommendations to help you improve the user experience on your site and comply with AdSense criteria:
– It’s important for sites displaying Google ads to offer significant value to the user. As a publisher, you must provide unique and relevant content that gives users a reason to visit your site first.
– Don’t place ads on auto-generated pages or pages with little to no original content.
– Your site should also provide a good user experience through clear navigation and organization. Users should be able to easily click through your pages and find the information they’re seeking.
Please refer to the Webmaster Quality guidelines for more help on how to provide a positive experience for your users.
As soon as you’ve made the necessary changes, we’ll be happy to take another look at your application.
Ki Korbo Vhai Kisu AKt Tips to Diben Kao
ভাইয়া আমি approve করতে পারি নাই, approve করতে গেলে
Step 1: Select your Google Account
You are currently signed into the Google Account [email protected], which is either not an active AdSense account, or still pending an approval. This account cannot be used to monetize your content.
To sign in to your existing AdSense account, visit google.com/adsense.
লেখা আসে।
Thanks Adil Bro, today got my adsense approval.
To all Bangladeshi brothers, please follow adsense rules to avoid ban (I was banned 2 times before: Now I know what to do 🙂
গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে বিশেষ দৃষ্টি দিন
টেকি ভাই-বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি এই জগতে নতুন। সম্প্রতি এক ভাইয়ের দেখানো পথে ইউটিউব দিয়ে এপ্লাই করে এডসেন্স পেলাম। কিন্তু এটি নিয়ে এক সমস্যায় পড়লাম। এডসেন্সের বিষয়ে পরে আসছি। তারও আগে আমার দরকার, ভিডিও এডিটিংয়ের একটি ফ্রি সফটওয়্যার যেটি দিয়ে আমি খুব সহজেই ভিডিও এডিট করতে পারবো। কারও কাছে থাকলে দয়া করে আমাকে লিঙ্ক দিন। চাইলে এখানেও দিতে পারেন যাতে সবার উপকার হয়। নয়তো দিতে পারেন আমার মেইলে। ([email protected])। আমি একটা ডাউনলোড করলাম কিন্তু কাজ হচ্ছে না। ফ্রিগুলো মনে হয় এমনই হয়।
আর কয়েকটি প্রশ্ন আছে আমার। একটি হলো, অনেককে দেখি নাটক-সিনেমা কপি করে, টিভি থেকে নিয়ে ইউটিউব-এডসেন্স ব্যবহার করছে। আমিও কি এটা করতে পারবো? ইউটিউব ভিডিওর বিষয়ে কারও কাছে বাংলায় কোনো দিকনির্দেশনা থাকলে লিঙ্ক দেন প্লিজ। অথবা এখানেও কমন্টে আকারে লিখতে পারেন।
এবার আসি এডসেন্সের বিষয়ে। আজ এডসেন্স এডমিনে ঢুকে দেখলাম ৬২টা ক্লিক পড়ছে। কিন্তু সিপিসি লেখা .০৯। কিন্তু সর্বমোট লেখা ০.০০। গতকালও এরকমই দেখলাম। প্রস্ঙ্গত, আমি এডসেন্স পেয়েছি মাত্র তিন-চার দিন হলো। এজন্যই কি এমনটা হচ্ছে? সবার পরামর্শ চাই। ধন্যবাদ।
1. Search Google or Cnet for free video editing soft. You will get lot of them. (Before download read reviews of other users
2. Don’t upload any copyright materials. It’s against Google’s policy. But make something new.
2. Don’t click ad by yourself & don’t influence others to do so; you will get banned in no time.
4. Must read this: http://earntricks.com/adsense-2/17983
Hope it helps 🙂
খুব সহজে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে চাইলে পড়ুন http://trickstoearnbd.blogspot.com/2013/09/tips-to-get-approved-adsense-account.html । সফল হওয়ার সম্ভাবনা ৯৯%।
ভাইয়া আমার একটা প্রশ্ন আছে http://Freetunes24.com এটা আমার ওয়েব সাইট। প্রশ্ন হচ্ছে ওয়েব সাইটের এডসেন্স কি আমি ইউটিউবে ব্যবহার করতে পারবো….???



আপনাকে ধন্যবাদ ।