কম খরচে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট

দৈনন্দিন জীবনে বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে আমাদের পাসপোর্ট সাইজের ছবি হরহামেশাই প্রয়োজন হয়। ফটো স্টুডিওগুলোতে একটি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে প্রায় ১০ টাকা খরচ হয়। অন্যদিকে ফটোল্যাব গুলোতে ১০ টাকায় উন্নত মানের কাগজে একটি 4R সাইজের ছবি প্রিন্ট করা যায়। একটি 4R সাইজের ছবির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4 ইঞ্চি ও 6 ইঞ্চি হয়, আবার একটি পাসপোর্ট সাইজের ছবির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 45 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার। ফলে একটি 4R ছবির মধ্যে ৮টি পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে ১০ টাকার বিনিময়ে একটি 4R ছবি প্রিন্ট করলে আমরা পাব ৮টি পাসপোর্ট সাইজের উন্নত মানের কাগজের ফটোল্যাব হতে প্রিন্ট করা ছবি।
ভাবতে থাকুন কোনটি সুবিধাজনক?
এখন হয়ত ভাবছেন এটা আবার আরেক ঝামেলা!
এই কাজটা কতো সহজ জাস্ট ধৈর্যকারে কম খরচে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট ভিডিও টি দেখলেই বুঝতে পারবেন। আর মনে রাখবেন কাজটি কিন্তু একবার মাত্র করে নিলেই যতবার খুশি প্রিন্ট করতে পারবেন।

অর্থাৎ, আমরা যদি আমাদের পরিবারের সবার পাসপোর্ট সাইজের ছবি একবার 4R ছবির মধ্যে বসিয়ে একটি ডিজিটাল 4R তৈরি করে রাখতে পারি তাহলে পরবর্তীতে যেকোনো সময় ফটোল্যাব হতে একটি 4R ছবি প্রিন্টিং-এর মাধ্যমে ৮টি পাসপোর্ট সাইজের ছবি পেয়ে যাব মাত্র ১০ টাকায়।

চলুন এখন পাসপোর্ট সাইজের ছবির সমন্বয়ে 4R ছবি প্রস্তুতির প্রক্রিয়াটি ধাপে ধাপে বিস্তারিত জেনে নেই কম খরচে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট লিঙ্ক থেকে।
ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন

Level 2

আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস