চলুন ফটোশপ শিখি পর্ব-১ : পরিচিতি

আমি একজন নতুন টিউনার। তাই ভুলগুলি ক্ষমাসুন্দর  দৃষ্টি তে দেখলে খুশি হবো। আমার এ সিরিজ এ ফটোশপ প্রথম basics গুলো থেকে advanced লেভেল এ কিভাবে যাবেন তা তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও বিভিন্ন Tips and Tricks তোঁ থাকছেই। ফটোশপ এ প্রথম প্রথম কাজ করতে গেলে কিছুটা overwhelming লাগে। এর feature এর সংখ্যা অনেক। এর diversified use আছে। Adobe Photoshop এ কাজ করার অন্যতম সুবিধা এর creative cloud। আপনি চাইলে আপনার বানানো ফাইল গুলি direct Adobe এর অন্যান্য প্রোডাক্ট গুলি তে transfer করতে পারবেন। তোঁ চলুন চলে যাই এর basics গুলি তে।

১। কিভাবে নতুন ফাইল তৈরি করবেন।

ctrl+n চাপুন। অথবা উপরের টুলবার এ File select করে New চাপুন।

এবার ফাইল এর নাম দিন। এরপর resolution ঠিক করে দিন।

NB: Youtube এর ভিডিও এর thumbnail দিতে চাইলে 1280X720 দিন।

Youtube এর চ্যানেল banner বানাতে চাইলে 2560X1440 দিন।

এরপর Ok চাপুন।

২। পুরাতন ফাইল খোলার জন্য উপরের টুলবার এ File select করে open চাপুন অথবা ctrl+o চাপুন এবং ফাইল এর location দেখিয়ে দিন।

৩। save করার জন্য File select করে Save as এ click করুন। সেখানে থেকে File name দিন। উপরের টুলবার এ File select  এ default.psd extension থাকে, যা থেকে পরে আবার এডিট করতে পারবেন।

NBঃ সাধারন ব্যবহার এর জন্য JPEG format টি সিলেক্ট করুন।

যদি ভিডিও এডিটিং এ ছবিটি popup করাতে চান তাহলে PNG format টি ভাল হবে।

আজ এ পর্জন্তই। আগামি tune এ Photoshop এর বিভিন্ন tools নিয়ে আলোচনা করা হবে।

ধন্যবাদ।

Level 0

আমি টেক প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস