সহজেই ছবি থেকে Background remove করুন

Adobe Photoshop একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে চাইলে প্রথমে একটি নতুন পেজ নিতে হবে ঠিক যেই ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে চান সেই মাপের তার পর ছবিটি তে ক্লিক করে ধরে নতুন পেজ নিয়ে টেনে ছেড়ে দিতে হবে। তারপর ছবিটি অ্যারো বাটন অথবা মাউস দ্বারা চেপে পজিশন মোতাবেক নিয়ে যেতে হবে। তারপর বাম সাইডের টুলবার হতে Poligonal Lasso Tool এর সাহায্যে যেই অংশ টা দুর করতে চান সেটা ক্লিক করে করে সেলেক্ট করে নিতে হবে এবং যদি ক্লিক করতে ছবির ভেতর ঢুকে যায় তাহলে Delete চাপলে ঠিক হয়ে যাবে এবং যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেই যায়গায় এসে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড টি সেলেক্ট হয়ে যাবে। তারপর(Backsapce) এ ক্লিক করলে ড্রাগকৃত অংশ দুর হয়ে যাবে। যদি কোন ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান তাহল নতুন পেজ নিয়ে প্রথমে ব্র্যাকগ্রাউন্ড টি নিয়ে যাবেন তারপর আপনার ছবিটি এবং আগের ন্যায় Polygonal Lasso Tool এর সাহায্যে কেটে নিতে হবে। অথবা Eraser Tool সেলেক্ট করতে Ctrl+E চাপলে একটি গোল ব্রাশ আসবে তার সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় অংশ ক্লিক করে করে কাটতে পারেন এবং এই ইরেজার টিকে ছোট বড় করত P এর পর ([) এটা

যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সে ছবি ওপেন করুন। টুলবার থেকে Background Eraser Tool select করুন। এবার Background Eraser Tool টুল অপশন থেকে পছন্দমত Brush size select করুন এবং Tolerance 27% select করুন। এবার আপনার ছবি ও ব্যাকগ্রাউন্ড এর মাঝ বরাবর Eraser টি Drag করুন। দেখুন শুধুমাত্র Background রিমুভ হবে। অন্য কিছু রিমুভ হবে না। যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেটি ওপেন করুন। (File> open)। তারপর কিবোর্ড থেকে CTRL+A এবং CTRL+C চাপ দিন। তাহলে সম্পূর্ণ ছবিটি copy হবে। এবার মেইন ছবিতে ফিরে আসুন। তারপর paste করার জন্য কী-বোর্ড থেকে CTRL+V press করুন এবং ব্যাকগ্রাউন্ডটি বড় করার জন্য কী-বোর্ড থেকে CTRL+T একসাথে press করুন। Layer Palette এ যান এবং ব্যাকগ্রাউন্ড টি নিচে মাউস দিয়ে Drag করে দিন অথবা কি-বোর্ড থেকে Ctrl+Shift+} দিন। তাহলে ব্যাকগ্রাউন্ড উপরে উঠে যাবে। শেষে File>Save As ক্লিক করে সেভ করে রাখুন। কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আগে খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবিটি স্থাপন করতে চাইছেন তার কোয়ালিটি কেমন৷ অনেকে তাদের শিশু সন্তানের ছবি কোনো ফুলের ওপর স্থাপন করতে চান৷ তাদের জন্য বলছি, ছবিটির রেজ্যুলেশনের দিকে প্রথমে লক্ষ করবেন নয়তো ছবির তুলনায় ব্যাকগ্রাউন্ড ছবি বড় বা ছোট হয়ে যাবে৷ অথবা ব্যাকগ্রাউন্ডকে স্ট্রিচিং করে নিলে পরে প্রিন্ট করার পর ব্যাকগ্রাউন্ডটিকে ঘোলা মনে হবে৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো ছবিটির সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজের যেন আলো সামঞ্জস্য থাকে৷ দেখা যায় ব্যাকগ্রাউন্ড ছবিটি অনেক উজ্জ্বল কিন্তু সাবজেক্ট অনেক অন্ধকারে৷ সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি পছন্দ করলে ছবিটি অনেক প্রাকৃতিক হবে৷ তবে ব্যাকগ্রাউন্ড কি দেবেন তা ঠিক না করতে পারলে গ্রাডিয়েন্ট টুল ব্যবহার করে একটি সুন্দর শেড দিতে পারেন৷ সাবজেক্ট সিলেকশনের কারণে যদি ছবিটির কোনো অসমান থাকে তাহলে ব্লার টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিতে পারেন, যা আপনার ছবিটিকে অনেকটা প্রাকৃতিক করে দেবে৷

ভিডিও:

প্লিজ  এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Level 3

আমি দাইয়ান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস