মাত্র ১০ মিনিটে ছবি ম্যানিউপুলেট করে লাইটিং ইফেক্ট দিন…

আসসালামুঅলাইকুম। সুপ্রিয় টেকটিউনার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ ব্যবহার করে ছবি ম্যানিউপুলেট করতে হয়। সবার হয়তো ডিএসএলআর নেই তাতে কি? হুউ হুতাশ এর দিন শেষ। ভিডিও দেখে কাজে ঝাপিয়ে পড়ূন। এই ছবি ফেবু তে আপলোড দিয়ে হয়ে যান সেলেব, নিয়ে নিন অসংখ্য লাইক। কে না চায় বন্ধু সভায় নিজের একটু কদর বাড়াতে। ভালো মানের এডিটিং শিখা থাকলে আপনার প্রতি দৃষ্টি ভঙ্গী ই থাকে অন্য রকম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজের দিকে আগাই।প্রয়োজনীয় জিনিশ - যে কোন ভার্শন এর ফটোশপ। তাহলে দেরি না করে এখনি টিউটোরিয়ালটি দেখা শুরু করুন এবং নিজে চেস্টা করুন। তাহলে অবশ্যই পারবেন।

আশা করি ভিডিও টিউটোরিয়াল্ টি আপনাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কোন সমস্যার জন্য নিচে টিউমেন্ট করতে পারেন। যোগাযোগ করতে পারেন ফেবুতে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেয়ার জন্য।

পূর্বের টিউন দেখুন- মাত্র ১৫ মিনিটে আপনার প্রোফেশনাল ভিজিটিং কার্ড বানিয়ে ফেলুন…!!!

ফেবুতে আমি- SD SUMONTO

আমার ফেবু পেজ-SD TECH WORLD

আমার ইউটিউব- SD TECH WORLD

Level 0

আমি সুমন্ত দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "সুমন্ত"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।আমি এখানে যুক্ত পেরে খুবিই গর্বিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস