
বর্তমানে ইকমার্স এর যুগে প্রোডাক্ট ফটো এডিটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলছে। যারা জুয়েলারি ফটো এডিটিং নিয়ে কাজ করেন বা ফটোশপ জানেন এবং জুয়েলারি ফটো এডিটিং শিখতে চান তাদের এই ভিডিও টা অনেক কাজে দিবে আশাকরি। অনেকের দ্বিমত থাকতে পারে, তবে জুয়েলারি ফটো এডিটিং (প্রতিটি কাজ) যেহেতু ক্লায়েন্ট এর চাহিদা অনুজায়ী, পেমেন্ট এবং সময় হিসাব করে করা হয় (যারা ফ্রীলান্সিং করেন তারা ভালো করে জানেন), সে হিসাবে কাজের ধরন এবং টুল এর ব্যবহার ও আলাদা হয়ে থাকে। মূলত ব্রাশ, smudge, burn, dodge এবং stamp, healing brush ইত্যাদি টুল ব্যবহার করে করা হয়। এই ভিডিও টা উপনাদের সকল ধরনের মেটালিক প্রোডাক্ট এডিট করার জন্য কাজে দিবে।
এক ভাই টিউমেন্ট করে ছিলেন আগের ভিডিও টা অনেক দ্রুত থাকার কারনে বুজতে সমস্যা হয়, তাই এটা নতুন করে করা।
যদি আমার ভিডিও টি যদি আপনাদের ভাল লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আমার চ্যানেল টি সার্বক্রাইব করুন।
এবং যারা গ্রাফিক ডিজাইন এ প্রফেশনাল কাজ অথবা অ্যাডবি ফটোশপ, অ্যাডবি ইলাস্ট্রেটর এবং অ্যাডবি ইন-ডিজাইন শিখেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন টিউন
CS11 দিয়ে Image to victor কিভাবে করব ভাই