কালার কারেকশন ফটোশপ টিউটোরিয়াল (অ্যাডভান্স)

ফটো এডিটিং নিয়ে কাজ করতে গেলে অনেক সময় কারেকশন করার প্রয়োজন পরে। এটা বেসির ভাগ হয়ে থাকে যখন একটি প্রোডাক্ট এর আকদিক কালার থাকে, তখন একটি ইমেজ কে এডিট করে বাকি গুলো কালার কারেকশন করা হয়। অথবা যারা ওই সব প্রোডাক্ট দিয়ে gif ব্যানার তৈরি করেন বিভিন্ন ওয়েব সাইট এ অ্যাড এর জন্য, তখন ইমেজ কে একই পজিশন এ রাখার জন্য কালার কারেকশন করা হয়ে থাকে। আপনার কালার কোড জানা থাকলে অথবা নিজের মত কালর সিলেক্ট করে ও করতে পারেন। অনেকে অনেক ভাবে করতে পারেন তবে কালার কোড ব্যবহার করে করতে হলে এই সিস্টেম আপনাকে অনুসরন করতে হবে। কাজ সিখুন নিজেকে এক্সপার্ট কররুন।

যানিনা আপনাদের ভাল লাগছে কি না, যদি আমার ভিডিও টি যদি আপনাদের ভাল লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আমার চ্যানেল টি সার্বক্রাইব করুন।

এবং যারা গ্রাফিক ডিজাইন এ প্রফেশনাল কাজ অথবা অ্যাডবি ফটোশপ, অ্যাডবি ইলাস্ট্রেটর এবং অ্যাডবি ইন-ডিজাইন শিখেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোঃ সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোহেল বস ,আপনি এতো সুন্দর একটি টিউন করলেন,কিন্তু একবারও ভাবলেন না যে এটা টিউটোরিয়াল করছে ,এটা দেখে সবাই শিখবে এবং আপনিও তা চান। কিন্তু শুধু মিউজিক দিলেন , একটু বলে দিতেন ,তারপরে এতো তারাতারি করলেন কি বুঝব আর কি করব? আপনারা যদি না শিখিয়ে শুধু ইউটিউবের টাকা ইনকামের চিন্তা করেন ,তবে বলার কিছিউ নাই।আশা করি ভাল করে শেখাবেন।

    আপনি ঠিক বলেছেন!! কিন্তু আমি ইউটিউবের টাকা ইনকামের চিন্তা করতাম তাহলে বাংলা এবং ইংলিশ ভার্সন ২ টাই করতাম, তাতে করে আপনিও আকাদিক বার ভিউ করতেন!!!!!!!!!!!

      বস, আমার কমেন্ট টাকে নেগেটিভ করে নিয়েন না।তাহলে আমরা শেষ।আমি নতুন লার্নার,তাই আমার যেটা সমস্যা হবে তা অনেকের হবে,সেজন্যেই অনুরোধ করি