জুয়েলারি ফটো এডিটিং টিউটোরিয়াল অ্যাডভান্স-১

বর্তমানে ইকমার্স এর যুগে প্রোডাক্ট ফটো এডিটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলছে। যারা জুয়েলারি ফটো এডিটিং নিয়ে কাজ করেন বা ফটোশপ জানেন এবং জুয়েলারি ফটো এডিটিং শিখতে চান তাদের এই ভিডিও টা  অনেক কাজে দিবে আশাকরি। অনেকের দ্বিমত থাকতে পারে, তবে জুয়েলারি ফটো এডিটিং (প্রতিটি কাজ) যেহেতু ক্লায়েন্ট এর চাহিদা অনুজায়ী, পেমেন্ট এবং সময় হিসাব করে করা হয় (যারা ফ্রীলান্সিং করেন তারা ভালো করে জানেন), সে হিসাবে কাজের ধরন এবং টুল এর ব্যবহার ও আলাদা হয়ে থাকে। মূলত ব্রাশ, smudge, burn, dodge এবং  stamp, healing brush ইত্যাদি টুল ব্যবহার করে করা হয়। এই ভিডিও টা উপনাদের সকল ধরনের মেটালিক প্রোডাক্ট এডিট করার জন্য কাজে দিবে।

আমি আরও ৩-৪ ভিডিও তৈরি করবো ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ ব্যবহার করে কিভাবে জুয়েলারি ফটো এডিটি করা হয়। আপনাদের ভালো লাগলে শেয়ার এবং টিউমেন্ট করবেন। ভালো না লাগলেও টিউমেন্ট করতে পারেন, প্রশ্ন থাকলে করতে পারেন আমি উতর দেবার চেষ্টা কবে। ভিডিওটা যেহেতু অ্যাডভান্স লাভেল এর সুতারাং যারা অ্যাডভান্স লাভেল কাজ করেন তারা অবশ্যই বুজতে পারবে আশাকরি।

ধন্যবাদ

Level 0

আমি মোঃ সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস, খুবই সুন্দর পোষ্ট।
কিন্তু এই কাজ দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে? গেলে কি ধরনের কাজ পাওয়া যাবে?

    জুয়েলারি ফটো এডিটিং এর অনেক কাজ আছে যা আপনি upwork,fiverr,pph এগুলো তে একটু নজর দিলে দেকতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে কিছু নির্দিষ্ট কাজে দক্ষ হলেও ভালো কাজ করতে পারবেন। জব করতে গেলে আপনাকে অনেক কিছু জানা লাগে।

ভাই এটাকি দিলেন? এতো দ্রুত কেউ শেখানোর জন্যে টিউন করে? কষ্ট পাইলাম। যেটা দিয়ে শেখার জন্যে কাজে আসবেনা,সেটা দেয়া কি ঠিক হল?আমরা যারা একটু জানি ,তাদেরওতো, কোথা থেকে কি করছেন বুঝতে পারছিনা।বলার কিছুই নাই

    কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বুজতে না পারার জন্য আমি দুঃখিত, এটা একটু অ্যাডভান্স লেভেলের- এখানে smudge tool ফোকাস টা করা হয়েছে।
    প্রতিটা পয়েন্ট ধরে বিগেনার লাভেল থেকে যদি করি এবং কোথায় কোন লাভেল ব্যাবহার কতলে ভালো হবে তাহলে এটা ১ ঘণ্টা বেসিও লাগতে পারে। তবে আমি চেষ্টা করবো নেক্সট ব্রাশ টুল দিয়ে যেটা করব সেটা যাতে ভালো ভাবে বুজতে পারেন।