পৃথিবী তৈরী করুন PhotoShop এ!

আসসালামুয়ালাইকুম, টিউনার-নন টিউনার ও পাঠক-পাঠিকাদের! আশা করি ভালো আছেন। (এই জাতীয় কথার কোন মানে নাই কারণ TT তে আসলে সপ্তম মাত্রার খারাপ মেজাজও ভালো হয়ে যায়!)

শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝে ফেলেছেন কি বলতে চাচ্ছি। তবুও একবার এটার ছবি দিয়ে দেইঃ

তো চলুন শুরু করা যাক...

যা যা লাগবেঃ

  1. Adobe PhotoShop (Any Version)
  2. This custom PhotoShop shape. Click here to download.
  • PhotoShop ওপেন করুন।Open PS
  • নতুন ডকুমেন্ট খুলুন।Height Width যাই দেন না কেন, Background Contents Transparent দেন।
  • Background হিসেবে #00AEEF দিন
  • Download করা zip ফাইলটি Unzip করুন।
  • World Map ফাইলটাতে ডাবল ক্লিক করুন।
  • কাস্টম শেপ টুলে ক্লিক করে একদম শেষে যান। ৬টা নতুন শেপ দেখতে পাবেন।
  • ১ম টা সিলেক্ট করে Shift চেপে মাউসকে টানুন। (কালার #007236 দিতে পারেন।)
  • এবার Elliptical Marquee Tool সিলেক্ট করে Shift চেপে একটি বৃত্ত আঁকুন।
  • Ctrl+Shift+i চাপুন ও উভয় লেয়ার থেকে বাকি অংশ Delete চেপে কেটে ফেলুন।

ব্যাস, হয়ে গেল আমাদের 'পৃথিবী'!

আশা করি বুঝতে সমস্যা হয়নি। সময় স্বল্পতার কারণে ভালো ভাবে লিখতে পারিনি। তাছাড়া ছবিও আপলোড দিতে পারিনি। ভালো লাগলে টিউমেন্ট করে উৎসাহিত করবেন, আর খারাপ লাগলেও করবেন, আর সাথে বলে দিবেন কোন জায়গাটা খারাপ হয়েছে। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো কথাই নেই! সর্বাত্মক চেষ্টা করব আমি বুঝিয়ে দেয়ার।

দয়া করে কেউ এই টিউনটি কপি করে নিজের নামে চালিয়ে দেবেন না।

চলুন একটি কপি-পেস্ট বিহীন টেকটিউনস গড়ে তুলি।

সেই প্রত্যাশায়, আমি

Level 0

আমি ইশতিয়াক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস