প্রফেশানাল ভিডিও টিউটোরিয়াল on Realistic Fire Text Effect in Photoshop cc

অনেকদিন পর একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম।  আশা করছি সবাই ভাল আছো। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

এই টিউটোরিয়ালে এ আমি দেখাবো কিভাবে ফটোশপে Fire Text ডিজাইন করতে হয়। এই টিউটোরিয়ালটির জন্য আমি Photoshop CC ব্যবহার করেছি।এই টিউটোরিয়ালে এ আমি দেখাবো কিভাবে ফটোশপে Fire Text ডিজাইন করতে হয়। এই টিউটোরিয়ালটির জন্য আমি Photoshop CC ব্যবহার করেছি।

অনেকে নানা পদ্ধতি ব্যবহার করে Text Effect তৈরি করে, কিন্তু আমি এই Fire Text Effect টি বানানোর চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতি ব্যবহার করে। চেষ্টা করেছি step by step দেখানোর যাতে খুব সহজেই সবাই বুঝে। আমি মনে করি এই টিউটোরিয়ালটি নতুনরা ভাল্ভাবেই ভুজবে এবং কাজে লাগাতে পারবে। আমি Fire Text Effect নিয়ে experiment করার চেষ্টা করেছি যাতে এটি দেখতে খুব সুন্দর আর Realistic হয়। আমি real ইমেজ ব্যবহার করেছি যাতে এটি আরও বেশি সুন্দর হয়।

ফটোশপে যে কোনো ধরনের Text Effect নিয়ে কাজ করতে ভালো লাগে, তাই আপনাদের জন্ন্য একটা টিউটোরিয়াল তৈরি করলাম। এই টিউটোরিয়ালটিতে আমি Flame ব্যবহার করেছি যাতে এটি আরও সুন্দর লাগে। দেখা যাক আপনাদের কেমন লাগে। অবশ্যই টিউমেন্ট করবেন আর ভুল হলে হ্মমা করবেন।
নিচে টিউটোরিয়ালটির লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখবেন ...।।

ফটোশপে যে কোনো ধরনের Text Effect নিয়ে কাজ করতে ভালো লাগে, তাই আপনাদের জন্ন্য একটা টিউটোরিয়াল তৈরি করলাম। এই টিউটোরিয়ালটিতে আমি Flame ব্যবহার করেছি যাতে এটি আরও সুন্দর লাগে। দেখা যাক আপনাদের কেমন লাগে। অবশ্যই টিউমেন্ট করবেন আর ভুল হলে হ্মমা করবেন।

Level 0

আমি ইশতিয়াক আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

copy paste করলেন কেন আমার বাংলা লেখাটা ফটোশপ Fire Text Effect Tutorial টা Techtunes এ post করার জন্য।
আপনার Creativity নিশ্চয়ই আছে, তাহলে নিজে থেকে টেক্সট টা লিখুন, অন্যকে copy করে নয়। Video Tutorial টা নিজে করলেন আর অন্যের লেখা copy করলেন, সেটা কি ঠিক? মনে হয় না ঠিক। আরও অনেক টিউন করুন কিন্তু নিজের টা দিন, কারো টা নকল করে নয়।
আর আমি যে মিথ্যে বলছি না তার প্রমান হিসাবে এটা দিলামঃ
https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/415093

আমি আগে এই লেখাটি Techtunes এ প্রকাশ করেছি আর আমার নিজের Blog এও প্রকাশ করেছি। আশা করি এ রকম কাজ আর করবেন না।

আমার লেখাটা দিলামঃ শুধু মাত্র কয়েকটি ওয়ার্ড change করে প্রকাশ করেছেন।
“এই Tutorial এ আমি দেখিয়েছি কিভাবে ফটোশপে Fire Text করতে হয়। এই tutorial টির জন্য আমি Photoshop CS5 ব্যবহার করেছি।

অনেকে নানা পদ্ধতি ব্যবহার করে Text Effect তৈরি করে, কিন্তু আমি এই Fire Text Effect টি বানানোর চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতি ব্যবহার করে। চেষ্টা করেছি step by step দেখানোর। আমি মনে করি এই Tutorial টি নতুনদের জন্য আদর্শ এবং কাজে আসবে। আমি Fire Text Effect নিয়ে experiment করার চেষ্টা করেছি যাতে এটি দেখতে খুব সুন্দর আর Realistic হয়। আমি real ইমেজ ব্যবহার করেছি যাতে এটি আরও বেশি সুন্দর হয়।

ফটোশপে যে কোনো ধরনের Text Effect নিয়ে কাজ করতে ভালো লাগে, সে Fire Text Effect হোক আর Smoky Glass Text Effect। এই Tutorial টিতে আমি Flame ব্যবহার করেছি যাতে এটি আরও সুন্দর লাগে। দেখা যাক আপনাদের কেমন লাগে।”

আমি কিন্তু আপনারটা কপি করি নাই আর টিউটোরিয়াল যদি একই হয় তাহলে লেখাটাও একই ধরনের হতে পারে। কিন্তু আপনারটা আমি কপি করি নাই।

আপনার লেখার মত লেখা মিলে যাওয়ার জন্ন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

এটা কোনোদিন হতেই পারে না দুজনের লেখা একই হবে, আর একই ভাবে ভাবনা ভাববে…। অসম্ভব।। হতেই পারে না। তাহলে তো রবীন্দ্র নাথ আর নজরুল একই লেখা লিখত।
এটা কপি পেস্ট…। আগে এ রকম না হলেই ভালো লাগবে। আমি মনে করি নিজের চিন্তা ভাবনা দিয়ে কাজ করাটাই ঠিক।
আপনার যুক্তিঃ-
“টিউটোরিয়াল যদি একই হয় তাহলে লেখাটাও একই ধরনের হতে পারে।” আমি বললাম না এটা হয় না। পারলে কাউকে জিগেস করতে পারেন, তাহলে সবাই একই লেখা লিখত। Subject এক হতে পারে কিন্তু টা প্রকাশ একই ভাবে হয় না। আমি আপনার ভিডিও টিউটোরিয়াল নিয়ে কোনো কথাই বলিনি, আমি বলেছি বাংলা টেক্সট নিয়ে।
আপনার যুক্তি অনুযায়ী আমি যা কাল ভাবব আপনিও তাই ভাববেন, আর আপনি যা করবেন সেটা আমিও করব।
আজ পর্যন্ত হয়নি, মনে করিয়ে দিই, একই ক্লাসের একই বই পড়ে পরীক্ষা দিলে গেলেও সবার টা আলাদা হয়ে যায়। একমাত্র এক কথায় উত্তর ছাড়া, মানে short Question ছাড়া।
এত কষ্ট করে ভিডিও টা বানালেন আর এই টুকু বাংলা লিখতে গিয়ে কপি করতে হচ্ছে। বাংলা টেক্সট টা মিলে গেল কই ভিডিও টা মিলল না কেন? সেতাও তো মিলে যাওয়া উচিত ছিল। আপনার কোথা অনুযায়ী।

যাই হোক ভাল থাকুন আরও পোস্ট করুন। কিন্তু copy করে নয়। তাতে আপনার সন্মান বাড়বে না, বরং কমে যাবে। সফলতার মুল চাবি হল সবার থেকে আলাদা চিন্তা করা, সবার মত নয়। সব সময় নিজেকে সবার থেকে আলাদা দেখানো টাই হল কঠিন পথ কিন্তু সফলতা আর সন্মান দুটোই আসে।
আমি মনে করি , Always think something different and unique