আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
প্রথমে বলে দিচ্ছি ফটোশপ এর কাজটি একটু কঠিন কিন্তু মনোযোগ দিয়ে করলে অতি সহজ হয়ে যাবে।
প্রথমে ফটোশপে একটি ফটো নিন, তারপর Pen টুল দিয়ে কেটে সুন্দর ভাবে বসান, তারপর কি-বোর্ড থেকে CTRL+J প্রেস করে একটি লেয়ার নিন ছবির নিচের মত করে।
এবার ছবির লেয়ার গুলোকে Add layer mask এ টেনে ফেলে দিন তাহলে নিচের মত ইফেক্ট পড়বে।
এবার নিচে দেখানো মত আইকনে ক্লিক করে, কি-বোর্ড থেকে CTRL+Backspace press করুন তাহলে নিচের মত হয়ে যাবে।
উপরের নিয়ম অনুযায়ী কাজ হলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির লেয়ার কপিটি হাইড হয়ে গেল! এবার টুলবার থেকে Brash Tool সিলেক্ট করে ছবির লেয়ার কপি সিলেক্ট করে নিচের মত কাজ করুন।
এবার নিচের মান মত Ok রাখুন।
এবার টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করে ড্রাগ করুন আর দেখুন যাদু!
এভাবে উপরের সাদা লেয়ার টি সিলেক্ট করে ও একই কাজ করুন।
এখন একটু আগুনের মত ছড়িয়ে ইফেক্ট দিতে হলে Filter>stylize>Wind এ ক্লিক করে নিচের মত করে OK করুন।
এভাবে সাদা লেয়ার টি সিলেক্ট করে একই কাজ করুন।
ব্যাস পরিষেষ হয়ে গেল আমাদের Pixel Effect
একই নিয়মে করা আমাদের আরেকটি ইফেক্ট!
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
মিনিমাম ১ ডলার দিয়ে অ্যাড প্যাক কিনে সহজেই ১.২০ ডলার আয় করতে চাইলে নিচের লিংকে প্রবেশ করে একাউন্ট করুন।
http://tinyurl.com/qba6nl8