আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
সাদা- কালো ছবিকে রঙ্গিন করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে। আজ আমি আপনাদের যে পদ্ধতি দেখাবো সে পদ্ধতি যাদুর মত মজার হবে। ভাল লাগবে সবার।
তাহলে আসুন শিখে রাখি যাদুর টিপসটি।
প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর ফটোশপে একটি ছবি নিন, তারপর সে ছবির উপর রাইট বাটন ক্লিক করে একটি ডুপ্লিকেট ছবি নিন।
এবার ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকায় অবস্থায় নিচের মত ক্লিক করুন।
তাহলে ছবিকে নিচের মত সাদা-কালো হয়ে যাবে। তারপর এই সাদা-কালো ছবির একটি ডুপ্লিকেট লেয়ার নিন।
এবার উপরের লেয়ার দেখানো মত ক্লিক করে চোখের চিহ্নটি উঠিয়ে দিয়ে ২ নাম্বার সাদা-কালো ছবিটি সিলেক্ট করুন। তারপর Add layer Mask এ ক্লিক করুন।
এখন menu বার থেকে Image>Apply image এ ক্লিক করুন।
তারপর Filter>Stylize>find Edges এ ক্লিক করুন।
তারপর দেখুন যাদুর মত সাদা-কালো ছবি রঙ্গিন এর মত হয়ে গেল। তাই না।
উপরের টা তো যাদুর মত হল আর আপনি নিজের মত করতে চাইলে উপরের লেয়ার টি সিলেক্ট করে। টুলবার থেকে Erase Tool সিলেক্ট করে ড্রাগ করুন আর দেখুন মজা।
ব্যাস তৈরি হয়ে গেল সাদা কালো ছবি রঙ্গিন।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ